DL Wave

DL Wave "সত্যমেব জয়তে" 🧡 "Satyamev Jayate" 🤍 "सत्यमेव जयते" 💚
~ Representing INDIA 🇮🇳🪷🦚

হাত তোলো যদি তুমি ঝালমুড়ি Lovers হও 🖐️❤️
21/12/2023

হাত তোলো যদি তুমি ঝালমুড়ি Lovers হও 🖐️❤️

17/12/2023

জোরকদমে চলছে পৌষ মেলার প্রস্তুতি 😃 পূর্ব পল্লীর মাঠ থেকে সরাসরি 🔴

#পৌষ_মেলা২০২৩ #বোলপুর_পৌষ_মেলা_2023

প্রাইভেট টিউশনের জন্য যোগাযোগ করুন। নতুন ব্যাচে ভর্তি চলছে 📢📣 (6 বছর টিউশন পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক) ✅
15/12/2023

প্রাইভেট টিউশনের জন্য যোগাযোগ করুন। নতুন ব্যাচে ভর্তি চলছে 📢📣 (6 বছর টিউশন পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক) ✅

Private Tuition এর জন্য যোগাযোগ করুন। ভর্তি চলছে ✅ Class 3 to 5 (বাড়িতে গিয়ে পড়ানো হয়)
13/12/2023

Private Tuition এর জন্য যোগাযোগ করুন। ভর্তি চলছে ✅ Class 3 to 5 (বাড়িতে গিয়ে পড়ানো হয়)

মিথ্যা বলা পাপ কিন্তু 😾
13/12/2023

মিথ্যা বলা পাপ কিন্তু 😾

11/12/2023

এই শীতে সবথেকে কঠিন কাজ পা গরম করা 🥶🥶

কার কার এমন হয়?

11/12/2023

শান্তিনিকেতন পৌষমেলা
অবশেষে জল্পনা কাটিয়ে পূর্বপল্লী মাঠেই হচ্ছে বীরভূম জেলা প্রশাসনের আয়োজনে।

07/12/2023

তারপর আজ কে কে স্নান করলে? 🥶

আমি তো করছি বাপু 😎

ছোটবেলার সব থেকে মজার CID officer Freddy (Dinesh Phadnis) আমাদের সকলকে ছেড়ে পাড়ি দিয়েছেন পরলোকে। ভালো থাকবেন যেখানেই ...
05/12/2023

ছোটবেলার সব থেকে মজার CID officer Freddy (Dinesh Phadnis) আমাদের সকলকে ছেড়ে পাড়ি দিয়েছেন পরলোকে। ভালো থাকবেন যেখানেই থাকবেন 🥺 ওঁ শান্তি 🙏

01/12/2023

জনস্বার্থে প্রচারিত 📢📢
তামিলনাড়ু রাজ্যে রয়েছে চারটি বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ করে এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। কথা দিচ্ছি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।

১. অ্যাপোলো (Apollo Hospital) –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।

ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006

থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

সময় –
১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।

২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) –
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।

ঠিকানা –
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu,

৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল –
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004

কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) –
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।

ঠিকানা –
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055

৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।

ঠিকানা –
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেব শ্রি রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুইটির মধ্যে শ্রি রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।



এবার শান্তিনিকেতন পৌষ মেলা আগের মতো মেলার মাঠেই অনুষ্ঠিত হচ্ছে 🎉☺️ Share করে সবাইকে জানিয়ে দিন 🤩🤩
01/12/2023

এবার শান্তিনিকেতন পৌষ মেলা আগের মতো মেলার মাঠেই অনুষ্ঠিত হচ্ছে 🎉☺️ Share করে সবাইকে জানিয়ে দিন 🤩🤩

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখ...
25/11/2023

আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে।" -আইনস্টাইন তো অবাক!

উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো"

-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন। এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন।

-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন?"

-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল।। -"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে"

বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন।
এই জন্যে কথায় আছে,
"সৎ সঙ্গে স্বর্গ বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ"।

ধন্যবাদ ভারতীয় দল কে 🙏🇮🇳ধন্যবাদ, দেশকে বিশ্বকাপের ফাইনালের স্বাদ দেওয়ার জন্য! ❤️ধন্যবাদ, বাচ্চা থেকে বৃদ্ধ, সমস্ত ভারত...
20/11/2023

ধন্যবাদ ভারতীয় দল কে 🙏🇮🇳
ধন্যবাদ, দেশকে বিশ্বকাপের ফাইনালের স্বাদ দেওয়ার জন্য! ❤️
ধন্যবাদ, বাচ্চা থেকে বৃদ্ধ, সমস্ত ভারতীয়কে এক স্ক্রীনের সামনে নিয়ে আসার জন্য! ✅
যে কোনোদিন খেলা দেখেনা, তাকেও আজ তোমার ছয় দেখে তালি মারতে দেখেছি!! ❤️
যে 'মা' সংসারিক দায়িত্ব সামলাতে গিয়ে কোনোদিন ক্রিকেটের "ক" ও বোঝেনি, তাকেও দেখেছি আনন্দের সহিত খেলা দেখতে!! 🙏

অনেক ধন্যবাদ ১৩০ কোটি ভারতীয় কে একত্রে ভালোবাসায় বেঁধে দেওয়ার জন্য!! 💛

হ্যা ঠিকই বিজয়ের স্বাদ হয়তো পায়নি আমরা! তা বলে কি প্রেম দেব না?

একজন দেশবাসীর কাছে ভারতীয় দল যেরকম ভালোবাসার ছিল, আজও আছে, ভবিষ্যতেও অটুট থাকবে! ❤️

আজ হয়তো অনেক দেশ খুশি হবে..
আর যাই হোক, ভারত তো হেরেছে!! ☺️

তারাও আজ খুশি হবে যারা হয়তো কোনোদিন সেমিফাইনালের যোগ্যতাও পায়নি!! 🫤

যাইহোক, ২৪ এ আবার টি ২০ বিশ্বকাপ!! অপেক্ষায় রইলাম!!

🇮🇳 "ভারত মাতা কি জয়" 🇮🇳

~ সংগৃহীত

19/11/2023

খেলায় তো হার জিত থাকেই। ভারতীয় দলের প্রতি আগে যতটা শ্রদ্ধা, ভালোবাসা ছিল এখনো ঠিক ততটাই আছে। ভালোটুক যখন ভালোভাবে নিয়েছিলাম, এই হারটুকুও সেভাবেই নিলাম। India Team এর প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে ❤️🇮🇳

19/11/2023

বামদেব বিসর্জন ২০২৩ LIVE 🔴 🎉 Bamdev Bisorjon 2023 LIVE 🔴

19/11/2023

বামদেব বিসর্জন ২০২৩ 🎉 Live 🔴

বামদের বিসর্জনের প্রস্তুতি 😎
19/11/2023

বামদের বিসর্জনের প্রস্তুতি 😎

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sunny Adhikari, Arpita Ghosh, Dilip Kund...
18/11/2023

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Sunny Adhikari, Arpita Ghosh, Dilip Kundu Kundu

শুভ দীপাবলি 🪔🪔🎇🎇12.11.23PC - Arpita Ghosh
13/11/2023

শুভ দীপাবলি 🪔🪔🎇🎇
12.11.23
PC - Arpita Ghosh

11/11/2023

Comment এ লিখুন আর দেখুন Magic ✨🪄 লেখার Colour change হয়ে যাবে 😃😃

06/11/2023

কি❗
আপনারও কি ফেসবুক করার সময় Back Button ◀️ 🔽 কাজ করছেনা!!
🥱🥱
আমারও করছেনা 😆

4️⃣9️⃣⭐ 𝙊𝘿𝙄 𝘾𝙀𝙉𝙏𝙐𝙍𝙄𝙀𝙎! 🇮🇳H A P P Y ❤️ B I R T H ❤️ D A Y 👑 KINGCongratulations to Virat Kohli as he equals the legendary...
05/11/2023

4️⃣9️⃣⭐ 𝙊𝘿𝙄 𝘾𝙀𝙉𝙏𝙐𝙍𝙄𝙀𝙎! 🇮🇳
H A P P Y ❤️ B I R T H ❤️ D A Y 👑 KING

Congratulations to Virat Kohli as he equals the legendary Sachin Tendulkar's record for the most ODI Centuries ❤️

05/11/2023

Bamdev Club Bisorjon Full Video 2022 । বামদেব ক্লাব বিসর্জন । SURI FAMOUS MAA KALI BISORJON 22 । DL Wave Video ।। SPECIAL HAIR CUTTING IN MAA KALI BISORJON BAMDEV CLUB

01/11/2023

𝗕𝗹𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝘆𝗼𝘂𝗿 𝗧𝗶𝗺𝗲𝗹𝗶𝗻𝗲 ❤️🌺🙏
বড়মা 🌺🙏

🟥🟩🟨 আপনি কি জানেন ❓❓পেট্রোল পাম্পে বেশ কিছু জিনিস একদম FREE🆓 তে পাওয়া যায়❗চেয়ে নেন তো ⁉️পেট্রোল পাম্পে কিছু পরিষেবা এক...
31/10/2023

🟥🟩🟨 আপনি কি জানেন ❓❓

পেট্রোল পাম্পে বেশ কিছু জিনিস একদম FREE🆓 তে পাওয়া যায়❗চেয়ে নেন তো ⁉️

পেট্রোল পাম্পে কিছু পরিষেবা একেবারেই বিনামূল্যে পাওয়া যায়৷ অনেকেরই না-জানার সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ীরা৷

পেট্রোল-ডিজেল ভরাতে গিয়ে ফ্রি সুবিধাগুলি অনেকেই নেন না খানিকটা না-জানার ফলে৷ একগুচ্ছ খরচ করে জ্বালানি নেবেন, ফ্রি পরিষেবাগুলি নিতে দোষ কী❗ তাই পেট্রোল পাম্পে কী কী ফ্রি পাওয়া যায়, পাঠকদের জন্য রইল সেই পরিষেবাগুলির সন্ধান৷ আপনি হয়তো জানেন, অনেকেই জানেন না৷ তাই জেনে রাখুন⤵️

🟥 প্রথম ফ্রি পরিষেবাটি হল টায়ারে হাওয়া ভরা৷ গাড়ির চাকায় যদি হাওয়া কম থাকে, তা হলে পেট্রোল পাম্পে ফ্রি-তে ভরিয়ে নিন৷ যদি কোনও পাম্পে কেউ হাওয়া ভরার জন্য টাকা দাবি করে, তা হলে অবিলম্বে অভিযোগ দায়ের করুন সংশ্লিষ্ট পাম্পটির নামে৷ মানুষের না-জানার সুযোগ নিয়ে অনেকেই হাওয়া ভরানোর টাকা নিয়ে থাকেন৷ বা কোনো পেট্রল পাম্প এ মেশিন না থাকলে সরাসরি অভিযোগ করুন |

🟩 কোনও বিপদে পড়েছেন রাস্তায়? ফোনে চার্জ নেই৷ চিন্তা না করে পেট্রোল পাম্পে যান৷ কারণ, পেট্রোল পাম্প থেকে জরুরি ফোন কল ফ্রি-তেই করা যায়৷

🟦 রাস্তায় জল তেষ্টা পেলেও ভরসা হতেই পারে পেট্রোল পাম্প৷ বিনামূল্যে পরিস্রুত পানীয় জল পাওয়া যায় পেট্রোল পাম্পে৷ কোনও পাম্পে পানীয় জলের সুবিধা না-থাকলে অভিযোগ দায়ের করতেই পারেন আপনি৷

🟪 দুর্ঘটনার কবলে পড়লে ফার্স্ট এইড-এর সুবিধাও ফ্রি থাকে পেট্রোল পাম্পে৷ রাস্তায় ছোটখাটো কাটাছেঁড়ায় পেট্রোল পাম্পে ফার্স্ট এইড নিতে পারেন৷ এর জন্য একটি পয়সাও লাগে না৷

🟨 প্রকৃতির ডাক এড়ানো সম্ভব নয়৷ তাই রাস্তায় টয়লেট পেলে ভরসা কিন্ত‌ু পেট্রোল পাম্পই৷ যে কোনও পেট্রোল পাম্পে টয়লেট রাখা বাধ্যতামূলক৷ এর জন্যও কোনও পয়সা লাগে না৷

🔴🟢🟠 যদি কোনও পেট্রোল পাম্পে উক্ত ফ্রি পরিষেবাগুলি না-পান, তাহলে অভিযোগ করুন https://pgportal.gov.in/ এ৷ লিখে দিন আপনার অভিযোগ৷ ব্যবস্থা নেবে সরকার৷
DL Wave

সংগৃহীত - Bengal Reporter

দেখি কে বলতে পারেন এটা কোথায় 😌একটিই Clue : আলোর শহর
31/10/2023

দেখি কে বলতে পারেন এটা কোথায় 😌
একটিই Clue : আলোর শহর

TODAYS BEST PHOTO 🌼💯শুভ কোজাগরী লক্ষ্মী পূজা 🌻🙏🌻🌻🪷🪷🌸🌸💮💮🏵️🏵️🌼🌼PC - Ish*ta's Photography
28/10/2023

TODAYS BEST PHOTO 🌼💯
শুভ কোজাগরী লক্ষ্মী পূজা 🌻🙏
🌻🌻🪷🪷🌸🌸💮💮🏵️🏵️🌼🌼

PC - Ish*ta's Photography

🔴⚠️🔴 গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তি ⚠️🔴⚠️
27/10/2023

🔴⚠️🔴 গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তি ⚠️🔴⚠️

26/10/2023

সিউড়ী দুর্গাপূজা কার্নিভাল ২০২৩ ❤️ SURI Durgapuja Carnival 2023 ❤️ Pujo Carnival Suri

26/10/2023

এবারের মতো পুজো শেষ সবার কাছে মা দুর্গার অনেক ছবি আছে।
দেখতে চাই আপনার ভালো লাগা ছবিটি।
কমেন্টে পোস্ট করুন ও লিখে জানান কোন জায়গার। 😇

জয় বড়মা 🙏🌺🏵️💮🌺
12/10/2023

জয় বড়মা 🙏🌺🏵️💮🌺

নিরুদ্দেশ ❌❌⚠️⚠️⚠️ সন্ধান চাই : Jio Tower
04/10/2023

নিরুদ্দেশ ❌❌⚠️⚠️
⚠️ সন্ধান চাই : Jio Tower

28/09/2023

বাড়িতে বসেই হিমালয় দর্শন 🗻⛰️🏔️
Nanda Devi is the second-highest mountain in India, after Kangchenjunga, and the highest located entirely within the country. (Kangchenjunga is on the border of India and Nepal.[5]) Nanda Devi is the 23rd-highest peak in the world. ~ Wikipedia

কৌশিকী অমাবস্যার পূণ্য লগ্নে মা তারার আশীর্বাদে সকলের মঙ্গল হোক 🌺🙏 জয় মা তারা 🌺🌺সকলে লিখুন ~ "জয় মা তারা" 🌺🌺🙏🙏
14/09/2023

কৌশিকী অমাবস্যার পূণ্য লগ্নে মা তারার আশীর্বাদে সকলের মঙ্গল হোক 🌺🙏 জয় মা তারা 🌺🌺
সকলে লিখুন ~ "জয় মা তারা" 🌺🌺🙏🙏

ISRO to launch AdityaL1 Sun Mission on 2nd September at 11:50 Hrs IST from Sriharikota to Study the Sun ☀️🚀🛰️🇮🇳         ...
01/09/2023

ISRO to launch AdityaL1 Sun Mission on 2nd September at 11:50 Hrs IST from Sriharikota to Study the Sun ☀️🚀🛰️🇮🇳

Pragyan Rover clicked an image of Vikram Lander. 🌕🛰️🚀
31/08/2023

Pragyan Rover clicked an image of Vikram Lander. 🌕🛰️🚀

দারুণ খবর 🛰️ 🌕 🇮🇳 আজ চাঁদের মাটিতে Rover Pragyan সালফারসহ বিভিন্ন ধাতু, কেমিক্যাল এবং গ্যাস এর সন্ধান পেয়েছে। 🤩 হাইড্রো...
29/08/2023

দারুণ খবর 🛰️ 🌕 🇮🇳
আজ চাঁদের মাটিতে Rover Pragyan সালফারসহ বিভিন্ন ধাতু, কেমিক্যাল এবং গ্যাস এর সন্ধান পেয়েছে। 🤩 হাইড্রোজেনের খোঁজ চলছে ✅

Address

Suri Birbhum
Suri

Website

Alerts

Be the first to know and let us send you an email when DL Wave posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Suri

Show All

You may also like