চলো ভালো কিছু করে দেখাই

  • Home
  • India
  • Birbhum
  • চলো ভালো কিছু করে দেখাই

চলো ভালো কিছু করে দেখাই বিজ্ঞাপন ও খবর করার জন্য যোগাযোগ করুন শিরদাঁড়া বিক্রি নেই
(14)

বর্ষা শুরু।।
03/07/2024

বর্ষা শুরু।।

*আমি বলি কি কোনো জিনিস তলিয়ে না দেখে সেটা নিয়ে অকারণ উচ্ছ্বাস ঠিক নয়, 'র আগে বলছি লেখাটা আমার না আমি কপি করছি তবে ভালো ...
03/07/2024

*আমি বলি কি কোনো জিনিস তলিয়ে না দেখে সেটা নিয়ে অকারণ উচ্ছ্বাস ঠিক নয়, 'র আগে বলছি লেখাটা আমার না আমি কপি করছি তবে ভালো লাগলো রান্নাঘর'- TV show টির সাথে Sudipa-র এখন কোনো "সম্পর্ক নেই (প্রায় অনেক বছর হলো আমি যদি খুব ভুল না করে থাকি)। কারণ আগে TV-তে বলতে শুনেছি "সুদীপার রান্নাঘর", এখন সেটা TV তে বলতে শুনি, "জ়ি **বাংলা-র রান্নাঘর"। দুটো কথার মানে কোথাও না কোথাও আলাদা। এখানে প্রশ্ন যখন 'Boycott' তাহলে অনেক কিছুই Boycott করতে হয় নিজের দেশ থেকে, *কিন্তু আদৌ ফেসবুকে লিখে সে গুলো Boycott করা যায় কি! অবশ্যই আমি Sudipa কে support করছি না, কারণ উনি খুবই 'Arrogant Lady'. যাই হোক 'রান্নাঘর' **সম্প্রচার বন্ধ হয়েছে কেন জানি না, আদৌ বন্ধ হয়েছে কিনা সেটাও জানি না। কিন্তু এত মানুষের পোস্ট দেখে এটা বলতে ইচ্ছা করলো যে Sudipa-র সাথে রান্নাঘরের ***আর কোনো সম্পর্ক নেই। আর সেটার কারণ Sudipa-র অসাধারণ ব্যবহার। র একটা কথা ভারত বর্ষ শেষ দশ বছরে বীফ রপ্তানি তে বিশ্ব তে তৃতীয় স্থান এ আপনারা গুগল সার্চ করে দেখবেন, এবার সবাই এই সরকার কে ও বয়কট করি কারণ তারা আমাদের হিন্দু ***ভাবাবেগ এ agath করেছে দিনের পর দিন, ,এদিকে দেখাই হিন্দু savior ******

**সম্প্রতি 'সুদীপার সংসার' নামে উনি একটি Youtube Channel খুলেছেন। যদি boycott করতে হয় তাহলে কেউ সেই চ্যানেল subscribe করবেন না, ভিডিও ***দেখবেন না। তাহলেই ওনাকে অনেকটা পিছিয়ে দেওয়া যাবে, তারপরে হয়তো উনি নিজের ভুল গুলোকে এক এক করে শুধরে নেবার চেষ্টা করবেন। কিন্তু **রান্নাঘর বন্ধ হওয়াতে Sudipa-র কোনো লাভ ক্ষতি কিছুই হবে না। আর একটা জিনিস বলি, যে বা যারা ওনার মৃত মা এবং ছেলেকে নিয়ে troll করছেন এটা করবেন না। কারণ মা কখনও সন্তানকে খারাপ শিক্ষা ***দেন না, সন্তান নিজে খারাপ হলে তার দায় একটা সময়ের পর আর মা বাবার ওপর থাকে না। আর সকলের ঘরে সন্তান আছে মা অন্যায় করলে দুধের শিশু কি করবে! মাকে তো ঠিক ভুল শিক্ষা দিতে সে পারবে না! কারণ সে নিজেই ছোটো, আর মৃত মা ওপর থেকে **নেমে এসেও শাসন করতে পারবেন না।....... তাই .একজনের অপরাধের বোঝা অন্যের ওপর চাপিয়ে ...দেবেন না। আর সম্প্রতি Sudipa তার Social Media তথা News মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। **সেটা ওনার বারবার ভালো মানুষ হয়ে ওঠার strategy। আমি মনে করি ওনার মধ্যে কোনো সম্ভ্রম নেই, আর সেটার জন্য উনি বারবার ভুল করেন। কিন্তু আপনারা অনেক উন্নত, তাই ওনাকে ক্ষমা করে দিন। ***কারণ মানুষকে ক্ষমা করে দিলে নিজের জীবনে অনেক মহৎ হওয়া যায়...। সর্বোপরি, নিজের ....জীবনের কথা চিন্তা করে সমাজের অসুস্থ মনের মানুষকে দূরে **সরিয়ে রাখাটাই সকলের কাছে একান্ত কাম্য।।***

*বিয়ের আগে ছিলেন সুধা কুলকার্নি। সেই সুধা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন বাড়ির সবাই বলেছিলেন *আমাদের কমিউনিটিতে কিন্তু ছেল...
03/07/2024

*বিয়ের আগে ছিলেন সুধা কুলকার্নি। সেই সুধা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইলেন বাড়ির সবাই বলেছিলেন *আমাদের কমিউনিটিতে কিন্তু ছেলে পাওয়া যাবে না। তোমার বিয়ে হবে কি করে? প্রসঙ্গত সুধাদেবীর বাবা *ডাক্তার ছিলেন। নামী সার্জেন। কিন্তু তবুও তিনি ইঞ্জিনিয়ারিংই বেছে নেন। ***

ক্লাসে 599 টা ছেলে আর একটিই মেয়ে। সে আমলে *মেয়েরা তেমন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ত না যে। সুধা জোর করে ভর্তি হয়েছিলেন। কর্ণাটকের হুবলির ইঞ্জিনিয়ারিং কলেজে। তিনি সে শহরের প্রথম ছাত্রী। *কলেজের প্রিন্সিপাল সুধাকে ডেকে বলেছিলেন, তিনটি শর্ত মানতে হবে।*******

১) রোজ শাড়ি পরে আসতে হবে । *****
২ ) কলেজ ক্যান্টিনে ছেলেদের ভিড়, ওদিকে যাওয়া *চলবে না। ****₹
৩ ) কোন ছেলের সঙ্গে ক্লাসে কথা বলা যাবে না। **

তিনি অক্ষরে অক্ষরে তিনটিই মেনে চলতেন। কিন্তু কলেজের দ্বিতীয় বর্ষে তিন নম্বর শর্তটি আর মানা সম্ভব *হয়নি। কারণ ছেলেরা তাঁর দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে ফিরল এবং এসে কথা বলল। ওই 600 স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিলেন যে সুধা। ******"*

তিনি তারপরে আর কোথাওই দ্বিতীয় হননি। BE তে ফার্স্ট। রেকর্ড নাম্বার। গোল্ড মেডালিস্ট। স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে সেই মেডেল নেন। আরো পড়তে *ইচ্ছে হল তাঁর। এবারে ME। সেখানেও গোল্ড মেডেল। সেই মেডেল এবারে দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সরা। **"******

কিন্তু পাশ করে বেরোনোর পর অদ্ভুত ব্যাপার। তাঁর জন্য কোথাও কোন চাকরির দরজা খুলল না। সমস্ত **কোম্পানিই মেল ডমিনেটিং। মহিলা ইঞ্জিনিয়ারদের জন্য দরজা বন্ধ। কি আশ্চর্য! তাই না? খুব বেশিদিন আগেও না। 1970 - 72 এর ঘটনা । ******

এইসময় একটা বিজ্ঞাপন চোখে পড়ে সুধা কুলকার্নির। *ইঞ্জিনিয়ার চাই। যোগ্যতা অমুক তমুক। কিন্তু নিচে বড় হরফে লেখা মহিলাদের আবেদন করার প্রয়োজন নেই। টেলকো কোম্পানির বিজ্ঞাপন। ******

তিনি খুব রেগে টাটা কোম্পানিতে স্বয়ং জে আর ডি *টাটাকে একটা চিঠি লিখলেন। এরকম কেন হবে? যোগ্যতাই কি একমাত্র মাপকাঠি হতে পারে না? টাটা কর্তারা নড়েচড়ে বসলেন। ডাক পেলেন স্পেশাল *ইন্টারভিউতে। এবং বাকিটা ইতিহাস। তিনিই টাটার টেলকো কোম্পানির প্রথম মহিলা ইঞ্জিনিয়ার। *ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিলেন। কাউকে না কাউকে তো অসম লড়াই চালাতে হয়। তার সুফল ভোগ করে পরবর্তী প্রজন্ম। ******"*

*এরপর ওই টেলকোতেই নারায়ণ মূর্তির সঙ্গে আলাপ। তারপর বিয়ে। সুধা 400 টাকা আর নারায়ণ 400 টাকা দিয়েছিলেন নিজেদের বাড়িতে। সেই টাকাতেই ***সাদামাটা আড়ম্বরহীন বিবাহ হয়েছিল। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। দুজনেই এখন প্রতিষ্ঠিত । ***

ইনফোসিস খোলার কথা মাথায় আসে নারায়ণের।
*নিশ্চিত জীবন ছেড়ে এক অনিশ্চিত সম্ভাবনা। সুধা তখনও চাকরি করতেন এবং নিজের সমস্ত জমা পুঁজি *দিয়ে দিয়েছিলেন। তারপরেও খানিক দিন সুধার চাকরির আয়ে চারজনের সংসার চলত। এই হল গোড়ার কথা। *****

তারপর দেশের নানা প্রান্তে 70000 লাইব্রেরি, 10000 টয়লেট, 2600 গৃহহীনকে গৃহ, দেশের খরা, বন্যা সবেতে নীরবে কাজ করে চলে ইনফোসিস। ***
তিনি একদিকে শিক্ষিকা, লেখিকা, আবার অত বড় কোম্পানির চেয়ারপার্সন। বহু সম্মান, বহু পুরস্কার পেয়েছেন। ***"**

টাটা কোম্পানি ছাড়ার সময়ে JRD TATA তাঁকে অমূল্য উপদেশ দিয়েছিলেন, "সবসময় একটা কথা মনে রাখবে, তোমার সমস্ত টাকা পয়সার তুমি অছিমাত্র *(ট্রাস্টি)। টাকার সবসময় হাতবদল হয়। হাতে রেখে লাভ নেই। টাকা বড় ক্ষণস্থায়ী। যদি সাফল্য আসে সমাজকে কিছু ফিরিয়ে দেবে। সেটাই কিন্তু চিরস্থায়ী।****

তিনি আজো ভোলেননি। এবং সবাইকে চমকে দিয়ে *তিনি বলেন - "বিগত একুশ বছর আমি কোনো শাড়ি কিনিনি। যা পরি সবই পাওয়া, আমি শুধু বই কিনি।"

*একবার এমনও হয়েছিল তিনি প্লেনের বিজনেস ক্লাস *লাইনে দাঁড়িয়েছিলেন। এক ভদ্রলোক তাঁর **সাজপোশাক দেখে তাঁকে "Cattle Class" বলেছিলেন! তিনি জানতেন না সুধা মূর্তি ভারতের *Richest Person দের মধ্যে অন্যতম। পদ্মশ্রী সুধা মূর্তি বলেন - "Simplicity is the best jewellery I wear." |

সংগৃহীত।।

বাড়ী টা দেখেই মনে হচ্ছে কোনো🌳 প্রকৃতি প্রেমীর বাড়ী 💚🌳🌴ছবি  :- সংগৃহীত ✅
03/07/2024

বাড়ী টা দেখেই মনে হচ্ছে কোনো🌳 প্রকৃতি প্রেমীর বাড়ী 💚🌳🌴
ছবি :- সংগৃহীত ✅

..এইরকম মাটির বাড়িতে আমার জন্ম। আজ এই বাড়ি নেই, পড়ে আছে শুধু মাটিটা। সেই মাটিতে একটা ছোট্ট ঘর বানিয়েছি। যখন শহরের কং...
03/07/2024

..এইরকম মাটির বাড়িতে আমার জন্ম। আজ এই বাড়ি নেই, পড়ে আছে শুধু মাটিটা। সেই মাটিতে একটা ছোট্ট ঘর বানিয়েছি। যখন শহরের কংক্রিট জঙ্গলে হাপিয়ে উঠি, ফিরে যাই সেই শৈশবে ফেলে আসা দিনগুলিতে। .জানেন মাটির একটা সোঁদা গন্ধ আছে, যে গন্ধ শ্বাস ভরে নিতে ইচ্ছে করে।।......
Copy post

03/07/2024
02/07/2024

তো.
আজকে কে কত মাসের রিচার্জ করে রাখলেন jio. Airtel
😀😍

আমি পড়াশোনা করেছি। আপনি ??
02/07/2024

আমি পড়াশোনা করেছি। আপনি ??

*****  জীবনের সবকিছুই আপেক্ষিক ****কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেল...
02/07/2024

***** জীবনের সবকিছুই আপেক্ষিক ****
কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা .ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।..........
.কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক .টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।
কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে .দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা .সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!
কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!........কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের ..পর বছর অপেক্ষা করে চলছে।
.কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার .কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।
.কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়, .........
..কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে ..স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। .....
.কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি ..সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, .কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।.
কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ .আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।...
.কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু ..পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের .দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!
.কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো .মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে .ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।
নানান রঙের মানুষ,...বিভোর নানা স্বপ্নে, ..
জীবন এঁকে বেড়ায়..সাদাকালো আলাপনে !!...

..আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।...
.কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, ...আবার .কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!....
কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার .কেউ খাবার হজম করার জন্য হাটে।
জীবন যেখানে যেমন!.....

02/07/2024

ট্রাক মালিক ও পাঁচামি পাথর শিল্পাঞ্চলের মধ্যে যে সমস্যা
বীরভূম জেলা প্রশাসন ভবনে বৈঠকে সমস্যা সমাধান নিয়ে কি আলোচনা হল ??

02/07/2024

আষাঢ় শ্রাবণের বৃষ্টি
আপনাদের কি মনে হয় এই বৃষ্টি কি চাষীদের মুখে হাসি ফোটাবে
অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না🙏

🔻সামিই কি স্বামী? হঠাৎই সানিয়ার বৃত্তে তৃতীয় পক্ষ!*চলতি বছরের ১৯ জানুয়ারিতে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে...
02/07/2024

🔻সামিই কি স্বামী? হঠাৎই সানিয়ার বৃত্তে তৃতীয় পক্ষ!
*চলতি বছরের ১৯ জানুয়ারিতে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেন সে দেশের *অভিনেত্রী সানা জাভেদকে। তারপর থেকেই সানিয়াকে *পদে পদে বিপর্যস্ত হতে হয়েছিল। টেনিস কোর্টে যে ভাবে প্রতিপক্ষকে মাত করে দিতেন সানিয়া, সে ভাবেই *জীবনের পথে পাওয়া সমস্ত প্রতিবন্ধকতা উড়িয়ে দিয়েছেন টেনিস কুইন।
⭕কলকাতা: যা রটে তার কিছুটা হলেও ঘটে… এ কথা **অনেকেই বলেন। কিন্তু মাঝে মাঝে এর ব্যতিক্রমও হয়। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সানিয়া মির্জার (Sania Mirza) একাধিক ছবি। এমনও শোনা গিয়েছিল যে, শোয়েব মালিককে অতীতের পাতায় ফেলে এ বার **এগিয়ে যাচ্ছেন সানিয়া মির্জা। নেটপাড়া বলাবলি শুরু করেছিল, ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ সামির সঙ্গে নতুন করে পথচলা শুরু করছেন সানিয়া। শুধু তাই নয়, তাঁদের বিয়ের এক ছবিও ভাইরাল **হয়েছিল। যে ছবিটি আসলে বিকৃত করা হয়েছিল পাক ক্রিকেটার শোয়েব ও সানিয়ার এক ছবির সঙ্গে। সামি তো সানিয়ার স্বামী নন এ কথা জানিয়েছেন তাঁর বাবা। এ বার সানিয়ার বৃত্তে হঠাৎ করেই এসেছেন তৃতীয় পক্ষ।***
*⭕সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জার বাবা ইমরান বলেছেন, ‘এ সব বাজে কথা! ওদের দু’জনের তো আলাপই নেই।’ চলতি বছরের ১৯ জানুয়ারি *পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক বিয়ে করেন সে দেশের অভিনেত্রী সানা জাভেদকে। তারপর থেকেই সানিয়াকে পদে পদে বিপর্যস্ত হতে হয়েছিল। *টেনিস কোর্টে যে ভাবে প্রতিপক্ষকে মাত করে দিতেন সানিয়া, সে ভাবেই জীবনের পথে পাওয়া সমস্ত প্রতিবন্ধকতা উড়িয়ে দিয়েছেন টেনিস কুইন।
⭕নিজের মতো করে ভালো থাকতে শিখেছেন সানিয়া মির্জা। এরই মাঝে বলিউডের সুপারস্টার সলমন খানের সঙ্গে সানিয়া মির্জার এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল। "যেখানে সানিয়ার পরনে একটি সাদা রংয়ের আনারকলি ছিল এবং সলমন পরেছিলেন একটি কালো *রংয়ের কুর্তা। ছবিটি বেশ পুরনো। সানিয়ার বোন আনম মির্জার ইন্সটাগ্রামেও দেখা যাবে সলমনের সঙ্গে তাঁর ছবি রয়েছে। আসলে সানিয়ার পরিবারের সঙ্গে *সলমনের ভালো সম্পর্ক রয়েছে। সানিয়ার সঙ্গে *কোনও সম্পর্কে জড়াননি সলমন। আসলে সানিয়া-সলমনের অনুরাগীরা হঠাৎ করেই তাঁদের ছবি *নিয়ে চর্চা শুরু করেছেন।

*তুমি কোন হরিদাস পাল হে ?****** "হরিদাস পাল" বাংলায় প্রচলিত একটি প্রবাদ কথন। ****সাধারণত কোন অযোগ্য ও তুচ্ছ ব্যক্তি কে ...
02/07/2024

*তুমি কোন হরিদাস পাল হে ?******

"হরিদাস পাল" বাংলায় প্রচলিত একটি প্রবাদ কথন। ****সাধারণত কোন অযোগ্য ও তুচ্ছ ব্যক্তি কে অবহেলার্থে বলা হয়ে থাকে "তুমি কোন হরিদাস পাল হে ?"*****

*জানা যায় যে ১৮৭৬ সালে পশ্চিমবঙ্গের রিষড়ার এক অতি দরিদ্র গন্ধবণিক পরিবারে হরিদাস পালের জন্ম। *তার পিতা নিতাইচরণ পাল। পিতার মৃত্যুর পর জীবিকার সন্ধানে হরিদাস ১৮৯২ সালে কলকাতায় চলে যান ।সেখানে এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে কাজ শুরু করেন ।
*১৮৯৭ খ্রিস্টাব্দে হরিদাসের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামা মারা যাওয়ায়- হরিদাস উত্তরাধিকারসূত্রে মামার সব সম্পত্তি মালিক হয়ে রাতারাতি ধনী হয়ে যান।তিনি বড়বাজারে কাঁচ ও *লণ্ঠনের ব্যবসা শুরু করেন ।অত্যন্ত পরিশ্রমী, সৎ ও বুদ্ধিমান হরিদাস কয়েক বছরের মধ্যে তার ব্যবসা *অনেক বাড়িয়ে তোলেন। এক দশকের মধ্যে তার ব্যবসা কলকাতার নানা জায়গায় ও গৌহাটিতে ছড়িয়ে পড়ে ।হরিদাস অত্যন্ত সৎ ও দয়ালু ছিলেন। বিপুল অর্থ তাকে কলকাতার বাবু সমাজে স্থান করে দেয়।তাঁর দান ধ্যান *ও পরোপকারের জন্য জনসাধারন তাকে ভালোবাসতো। দাতা হরিদাসের উদার মনোভাব, মার্জিত ব্যবহার, সহানুভূতিশীল ব্যবহারে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে । সাধারণের কল্যাণে তিনি নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন ।সমাজে তিনি অত্যন্ত উঁচু সম্মানের আসনে অধিষ্ঠিত হন । প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পান।...........
*এমনকি তিনি কাউকে কিছু করার কথা বললে সঙ্গে সঙ্গে তা পালিত হতো। কারণ সকলে জানতো হরিদাস যা করেন সবার মঙ্গলের জন্যই করেন।
১৯৩৩ সালে হরিদাস কিডনির অসুখ ধরা পড়ার পর তিনি টাকার দরকারে তার এক কর্মচারীর কাছে টাকা ধার করতে যান। তার চেহারা দেখে সেই কর্মচারী তাকে চিনতে পারে নি, এবং বলে তুমি কোন হরিদাস পাল হে *তে তোমাকে টাকা চাইলে দিতে হবে। মনে করা হয় এখান থেকে শুরু হয় কেউ টাকা চাইলে বলা হয় তুমি কোন হরিদাস পাল হে যে টাকা চাইলে দিতে হবে। অসুখে মারা যান ।১৯৬৫ সালে কলকাতা কর্পোরেশন তাঁর সম্মানার্থে একটি রাস্তার নাম রাখেন "হরিদাস পাল লেন " ।******""""""""

"হরিদাস পাল" প্রবাদটি ব্যবহার হয়ে থাকে প্রকৃতপক্ষে হরিদাসের মত গুণাবলী যার নেই এমন লোকের *কর্তৃত্বকে অবজ্ঞা করে। ************
তাই বিদ্রুপাত্মক বচনে বলা হয় "তুমি কোন হরিদাস *পাল যে তোমার কথা শুনতে হবে?"*****

আপনার বাড়িতে এখনো কি আছে 😁😁
02/07/2024

আপনার বাড়িতে এখনো কি আছে 😁😁

*গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে *লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা ***দিয়ে বই পড়ে না। কোন মা-বাব...
02/07/2024

*গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে *লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা ***দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে **না যে অমুক পড়ছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর *আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি *থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু **দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ *ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর *নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল। বিকেল বেলা প্রত্যের বাড়ি থেকে গান, নাচ *বা তবলার সুর ভেসে আাসতো।*******

আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস **নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো। তাদের পুরনো বই *সংগ্রহ করে চলত পড়াশোনা।******

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে *গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের *কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত *ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, *বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

**পাকিস্তানি মিডিয়ায় প্রশ্ন উঠছে ম্যাচে বাউন্ডারি লাইন সরানো নিয়ে । * এই ছবিটি একই বাউন্ডারি লাইনের ***যেখানে ডেভিড ম...
02/07/2024

**পাকিস্তানি মিডিয়ায় প্রশ্ন উঠছে ম্যাচে বাউন্ডারি লাইন সরানো নিয়ে । * এই ছবিটি একই বাউন্ডারি লাইনের ***যেখানে ডেভিড মিলারের ক্যাচ নিয়েছিলেন সূর্যকুমার *যাদব। *অভিযোগ করা হচ্ছে যে বিসিসিআই তার ক্ষমতা ব্যবহার করে বাউন্ডারির ​​দড়ি পিছনে ঠেলে দিয়েছিল**, যার কারণে ডেভিড মিলার ক্যাচ আউট *হয়েছিলেন এবং বলটি ছক্কায় যায়নি। বাউন্ডারি লাইন স্বাভাবিক অবস্থায় থাকলে সূর্যকুমার যাদব ক্যাচটি *সম্পূর্ণ করতে পারতেন না। পাকিস্তানে যারা এই অভিযোগ নিয়ে হৈচৈ করছে, তাদের উদ্দেশে আপনি কী বলতে চান?😁😁😍😍**

😁😁😍😍😥😥
01/07/2024

😁😁😍😍😥😥

01/07/2024

বীরভূম পাঁচামি পাথর শিল্প অঞ্চলে ট্রাক মালিকদের প্রতিবাদ।।

**এক বীরাঙ্গনা মায়ের জীবনসংগ্রামের কাহিনী ❤️সুপ্রীতি সিং হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা। ম্যাথ এ মাস্টার্স। খুব দারিদ্...
01/07/2024

**এক বীরাঙ্গনা মায়ের জীবনসংগ্রামের কাহিনী ❤️
সুপ্রীতি সিং হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা। ম্যাথ এ মাস্টার্স। খুব দারিদ্রতার মধ্যে পড়াশুনা । বাবা *রিকসা চালাতেন। পরিবারে রয়েছেন শশুর শাশুড়ি আর *একটি ছেলে ও একটি মেয়ে। পরিবারে দু'মুঠো অন্ন **জোগার করতে দিন রাত পরিশ্রম করে অর্থ রোজগার করতে হয়। সুপ্রীতি সিং Flipkart Company তে কাজে যুক্ত হয়ে বাড়ি বাড়ি অর্ডার করা জিনিস পৌছে দিচ্ছেন।****

মেয়েরাও আজকাল ছেলেদের মত পরিবারের দায়িত্ব *তুলে নিচ্ছে । সমান অধিকারের সাথে সাথে সমান দায়িত্ব পালন করছে। স্যালুট আপনাকে। ***
এছাড়াও নিজের পরিবারের খরচা চালিয়ে যেটুকু টাকা *হাতে পান সেইটুকু টাকা দিয়ে এই দিদি আশেপাশের গরীব অনাথ বাচ্চাদের জামা কাপড় কিনে দিয়েছেন। *সারাদিন কাজ সেরে পরিশ্রান্ত শরীরে ফিরে রাতে রান্না করার পর ওই অঞ্চলের গরীব বাচ্চাদের বিনামূল্যে *পড়ান। এইরকম বীরাঙ্গনা মায়ের কথা এই সমাজের *বুকে উজ্জ্বল হয়ে উঠুক। ****
আপনি ভালো থাকবেন। আপনার এই লড়াই ****পরবর্তীকালে নারীদের তথা এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে... 🙏🏻❤️*****

**একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।**"""একজন মা তার অদেখা ...
01/07/2024

**একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।**"""

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,*"*"""
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।***""

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,**""
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।***

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।***""

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।**""""

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,**"""
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।*""""

*সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।*

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।******
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।******

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।***"**
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।**""*"

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।**"***

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।**""*
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।****

***কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।*******
*গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা *একটাই বলব-***"
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,"*
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,*
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবেন।"******

* বীরভূম মোহাম্মদ বাজারের ব্লকের ভূমিপুত্র ও পাথর ব্যবসায়ী কমল খানের উদ্যোগে সিউড়ি শহরে এবার হয়তো  হতে চলেছে মেগা মল....
01/07/2024

* বীরভূম মোহাম্মদ বাজারের ব্লকের ভূমিপুত্র ও পাথর ব্যবসায়ী কমল খানের উদ্যোগে সিউড়ি শহরে এবার হয়তো হতে চলেছে মেগা মল.অর্থাৎ একই ছাদের তলায় কেনাকাটা .সিনেমা দেখা .খাওয়া .সময় কাটানোর জন্য এক উপযুক্ত মল ।। এই ধরনের মেগা মলের জন্য বহু দিনের প্রতীক্ষায় ছিলো শহরবাসী।। 🏬🏩🏢⭐⭐⭐⭐⭐⭐⭐

গরুর 🐂মুখে দেওয়া এই মুখোশ'কে আঞ্চলিক ভাষায় কি বলে.?.......বলেন তো দেখি...?.....🐄😍
01/07/2024

গরুর 🐂মুখে দেওয়া এই মুখোশ'কে আঞ্চলিক ভাষায় কি বলে.?.......
বলেন তো দেখি...?.....🐄
😍

*৩০০ লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান, সমস্ত সঞ্চয় ব্যয় করে, ঋনগ্রস্থ হয়ে ১০০০ লোককে বউভাতে  নিমন্ত্রণ করে ভরপেট মাংস -প...
01/07/2024

*৩০০ লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান, সমস্ত সঞ্চয় ব্যয় করে, ঋনগ্রস্থ হয়ে ১০০০ লোককে বউভাতে নিমন্ত্রণ করে ভরপেট মাংস -পোলাও খাওয়ান।***
**আর বাচ্চা হওয়ার সময় বৌয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। *****
কাদের খাওয়ান আপনারা??******
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে, ওই *টাকা ব্যাংকে রেখে দিন, বাচ্চা হওয়ার সময় কাজে লাগবে, আপনার সন্তানের পড়াশুনা করতে কাজে *লাগবে। বিশ্বাস করুন আপনার শিশু, আপনার স্ত্রী অসুস্থ্য হলে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা *ধার দেবেনা। এমনকি যাদের বিয়েতে নিমন্ত্রণ করবেন তারা একবার হসপিটালে এসে খোঁজও নেবেনা আপনার বাচ্চা কেমন আছে। বিশ্বাস করুন আপনার **সন্তানের স্কুল কলেজ কোচিংয়ে যখন মোটা অর্থ **প্রয়োজন হবে তখন কেউ আপনাকে সাহায্য করবেনা।

আপনার পিতা মাতা অসুস্থ্য হলে হসপিটালে নিয়ে ***যাওয়ার জন্য যাদের খুঁজে পাননা, তো সেই পিতা মাতার চল্লিশা অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচা করে কাদের খাওয়াবেন???******
পিতা মাতার চল্লিশা অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় **করার ইচ্ছা আছে আপনার এখন বরং সেই টাকাটা ব্যয় করে পিতা মাতাকে খাওয়ান, তাদের চিকিৎসা করান, সেই টাকা ব্যয় করে পিতা মাতাকে ঘুরতে নিয়ে **যান, সেই টাকা ব্যয় করে পিতা মাতার অপূর্ণ ইচ্ছা **পূরন করুন, সেই টাকাটা ব্যয় করে পিতা মাতার যত্ন নিন।🙏🙏**"***

সবাই একটু মন্তব্য করবেন।।।
01/07/2024

সবাই একটু মন্তব্য করবেন।।।

*শুভ ডক্টরস দিবস 💐💐💐💐💐💐💐💐💐💐*সমস্ত চিকিৎসকদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖তোমারি সেবক করো হে আজি হতে ...
01/07/2024

*শুভ ডক্টরস দিবস 💐💐💐💐💐💐💐💐💐💐
*সমস্ত চিকিৎসকদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

তোমারি সেবক করো হে আজি হতে আমারে।**
চিত্ত-মাঝে দিবারাত আদেশ তব দেহো নাথ,**
তোমার কর্মে রাখো বিশ্বদুয়ারে॥***
করো ছিন্ন মোহপাশ সকল লুব্ধ আশ,
লোকভয় দূর করি দাও দাও।***
কবিগুরু*""
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

..অবসরের মিছিল শুরু হয়েছে যেন ভারতীয় ক্রিকেটে। ..এবার তালিকায় তৃতীয় নাম অলরাউন্ডার ..রবীন্দ্র জাদেজার। তরুণদের জায়গ...
01/07/2024

..অবসরের মিছিল শুরু হয়েছে যেন ভারতীয় ক্রিকেটে। ..এবার তালিকায় তৃতীয় নাম অলরাউন্ডার ..রবীন্দ্র জাদেজার। তরুণদের জায়গা ছেড়ে দিতে এগিয়ে এলেন জাদেজা।....🥎🏏🏏🏏

Address

Suri Birbhum
Birbhum

Alerts

Be the first to know and let us send you an email when চলো ভালো কিছু করে দেখাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলো ভালো কিছু করে দেখাই:

Videos

Share


Other News & Media Websites in Birbhum

Show All

You may also like