Alom UnOfficial

Alom UnOfficial Welcome to my Page 'Alom UnOfficial' your one stop destination for everything in Celebrity News....

বাংলা চলচ্চিত্রের দুই মহারথী। বাংলা চলচ্চিত্রে যাদের অবদান অনেক উপরে। 🌸🌸
28/01/2025

বাংলা চলচ্চিত্রের দুই মহারথী। বাংলা চলচ্চিত্রে যাদের অবদান অনেক উপরে। 🌸🌸

27/01/2025
27/01/2025
27/01/2025
'স্বামী ছিনতাই'২০০৪ঢালিউড মেগাস্টার মৌসুমী,নায়ক মান্না,পরিচালক সোহানুর রহমান সোহান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।© Dhallywood Me...
27/01/2025

'স্বামী ছিনতাই'২০০৪
ঢালিউড মেগাস্টার মৌসুমী,নায়ক মান্না,পরিচালক সোহানুর রহমান সোহান এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

© Dhallywood Megastar Moushumi

বাংলা চলচ্চিত্রে এমন কিছু মুহূর্ত আছে, যা সময়ের সীমা ছাড়িয়ে দর্শকদের হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকে। অপু বিশ্বাসের এই দুর...
27/01/2025

বাংলা চলচ্চিত্রে এমন কিছু মুহূর্ত আছে, যা সময়ের সীমা ছাড়িয়ে দর্শকদের হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকে। অপু বিশ্বাসের এই দুর্লভ ছবিগুলো সেই সোনালী সময়ের নিদর্শন, যেখানে তার সৌন্দর্য, অভিব্যক্তি এবং অভিনয় দক্ষতা একসঙ্গে মিলেমিশে নতুন গল্প রচনা করেছিল পর্দায়।

তার সৌন্দর্য ও রূপের এমন আকর্ষণীয় উপস্থাপনা তাকে সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। অপু বিশ্বাস শুধুই একজন অভিনেত্রী নন; তিনি বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ, যিনি তার অভিনয় ও মনোমুগ্ধকর উপস্থিতি দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মুগ্ধ করেছেন। তার প্রতিটি চরিত্র বাংলা চলচ্চিত্রকে নতুন মাত্রায় উন্নীত করেছে।

এই দুর্লভ ছবিগুলো শুধু তার সাফল্যের নয়, বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের প্রতীক। তাকে ঘিরে প্রতিটি স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দেয় বাংলা চলচ্চিত্রের সেই সেরা মুহূর্তগুলোতে কীভাবে তিনি তার অভিনয় দিয়ে সিনেমার প্রতিটি চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন।

ধ্রুপদী বাংলা চলচ্চিত্রের এই দুর্লভ ছবিগুলো আমাদের সেই দিনগুলোতে নিয়ে যায়, যখন সিনেমা শুধু বিনোদন নয়, ছিল আবেগ আর ভালবাসার এক চিরন্তন উৎস। অপু বিশ্বাসের এই ছবিগুলো সেই মুহূর্তগুলোর সাক্ষী, যা বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ❤️
"

সুপার স্টার শাকিব খান / বিউটি কুইন অপু বিশ্বাস আবার এক হলে কেমন হতো.......!
27/01/2025

সুপার স্টার শাকিব খান / বিউটি কুইন অপু বিশ্বাস আবার এক হলে কেমন হতো.......!



সালমান শাহ এমন একজন নায়ক ছিলো। যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বলিউড থেকে সিনেমার অফার আসতো।...
27/01/2025

সালমান শাহ এমন একজন নায়ক ছিলো। যদি আর কিছুদিন বেঁচে থাকতো তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বলিউড থেকে সিনেমার অফার আসতো। মাত্র কয়েকদিন সিনেমা করে, আজও আছে মানুষের হৃদয়ের গভীরে। ৯০ দশকের ১৪ জন সুপারহিট নায়ক ছিল তাদের মধ্যে সালমানশাহ ছিলো অন্যতম। ১৪ জনের সাথে পাল্লা দিয়ে সে সময় সিনেমা করতে হয়েছে সালমান শাহ্ কে। কিন্তু বর্তমান বাংলা সিনেমা ইন্ড্রস্ট্রিতে নেই কোন প্রতিযোগিতা।সিনেমা যেমনই হোক সেটা আমাদের দেখতেই হবে।কারন এক নায়ক কেন্দ্রিক হয়ে গেছে বাংলা চলচিত্র। সালমান যদি ২৫-৩০ বছর সিনেমা করতে পারতো তাহলে যে পরিমাণ রেকর্ড হতো সেটা কি ভাবা যায়! মাত্র তিন বছর সিনেমা করে ২০২৫ সালে এসেও মানুষের হৃদয়ে জায়গা করে আছে সেই আগের মতোই। আর কয়েক বছর সিনেমা করে যেতে পারলে অন্য নায়করা অনুকরণ করত ৩০০ বছর।










আমাদের সবার প্রিয় আমিন খান।
27/01/2025

আমাদের সবার প্রিয় আমিন খান।

★ নায়ক মান্না ও পূর্ণিমা।।।
27/01/2025

★ নায়ক মান্না ও পূর্ণিমা।।।

বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মান্নাবাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মান্না, যার আসল নাম ছিল আসলা...
27/01/2025

বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মান্না

বাংলাদেশের চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মান্না, যার আসল নাম ছিল আসলাম তালুকদার। তিনি ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল ওহাব তালুকদার এবং মা মিনা তালুকদার ছিলেন তার জীবনের প্রেরণার উৎস।

ছোটবেলা থেকেই মান্নার মধ্যে অভিনয়ের প্রতি অদম্য আকর্ষণ ছিল। স্কুলে নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার প্রতিভার ঝলক দেখাতেন। মান্নার শিক্ষাজীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) আয়োজিত নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেই প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার পর তিনি "তওবা" সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক করেন।

৯০-এর দশকে মান্না হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের এক শক্তিশালী নাম। তার অসাধারণ অভিনয় দক্ষতা, সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং পর্দায় নায়কের গৌরবময় উপস্থিতি তাকে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দেয়। "আম্মাজান," "লাল বাদশা," "স্বপ্নের নায়ক," এবং আরও অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, তিনি কেবল একজন নায়ক নন, বরং একজন কিংবদন্তি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি, মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন। তবুও, তার কর্ম ও চরিত্রের স্মৃতি তাকে অমর করে রেখেছে বাংলার মানুষের হৃদয়ে।

(ভুল ত্রুটি মার্জনীয়)

মান্না ও শাবনূর জুটি হয়ে অভিনয় করেছেন ১৫ টি চলচ্চিত্রে(১) চির ঋণী(২) স্বামী স্ত্রীর যুদ্ধ(৩) সমাজ‌কে বদ‌লে দাও(৪) দুই বধ...
27/01/2025

মান্না ও শাবনূর জুটি হয়ে অভিনয় করেছেন ১৫ টি চলচ্চিত্রে

(১) চির ঋণী
(২) স্বামী স্ত্রীর যুদ্ধ
(৩) সমাজ‌কে বদ‌লে দাও
(৪) দুই বধূ এক স্বামী
(৫) ভাইয়া
(৬) ক‌ঠিন পুরুষ
(৭) জীবন এক সংঘর্ষ
(৮) ভাই‌য়ের শত্রু ভাই
(৯) এ‌দেশ কার
(১০) মা‌য়ের মর্যাদা
(১১) জীব‌নের গল্প
(১২) এই যে দু‌নিয়া
(১৩) ভালবাসার দুশমন
(১৪) জীবন নি‌য়ে যুদ্ধ
(১৫) মোঘল এ আজম

শাকিব অপুর একটা কমন অভ্যাস বা মিল আছে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন শাকিব খান ও অপুবিশ্বাস দুজনেই সুইংগাম চিবাতে খু...
27/01/2025

শাকিব অপুর একটা কমন অভ্যাস বা মিল আছে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন শাকিব খান ও অপুবিশ্বাস দুজনেই সুইংগাম চিবাতে খুব পছন্দ করেন ❤️❤️ ゚

25/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

তারপর বলেন।অপু না বুবলি?
25/01/2025

তারপর বলেন।
অপু না বুবলি?

25/01/2025
আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক এর ৮৩তম জন্মদিন। ঢালিউড সম্রাজ্ঞী নায়িকা শাবনূর এর সাথে অসংখ্য সিনেমায় অ...
25/01/2025

আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক এর ৮৩তম জন্মদিন। ঢালিউড সম্রাজ্ঞী নায়িকা শাবনূর এর সাথে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশকের পরে নায়ক রাজের পছন্দের প্রিয় নায়িকা শাবনূর। তিনি আবার তারুণ্য ফিরে পেলে শাবনূরের নায়ক হতে চেয়েছিলেন। বেশ কয়েকবার নায়ক রাজ রাজ্জাক এর হাত থেকে পুরস্কার নিয়েছেন শাবনূর। নিজ হাতে পুরস্কার দেওয়ার সময় রাজ্জাক শাবনূরকে বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা হিসেবে আখ্যায়িত করেছিলেন। শাবনূর ও রাজ্জাক এর মধ্যে ছিলো সিনেমার বাহিরে বাবা-মেয়ের মতই সম্পর্ক। শাবনূরও তাকে বাবার মতই সম্মান করতেন জীবিত অবস্থায়। শাবনূর এর প্রিয় একজন নায়ক ছিলেন রাজ রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট তিনি না ফেরার দেশে পাড়ি জমান মহান এই অভিনেতা।

#শাবনূর ও রাজ্জাক অভিনীত সিনেমা:

বাজীগর, পৃথিবী তোমার আমার, স্বপ্নের ভালোবাসা, স্বামী স্ত্রীর যুদ্ধ, এই যে দুনিয়া, সমাজকে বদলে দাও, তোমাকে বউ বানাবো, তুমি আমার স্বামী, এক টাকার বউ, পিরিতির আগুন জ্বলে দিগুন, মা আমার চোখের মণি।

কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের জন্মদিনে রইলো #শাবনূর" গ্রুপের সকলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

Shabnoor Shabnoor

"দরদ" সিনেমায় ফ্রেশ জুটি ছিল শাকিব খান ও সোনাল চৌহানের..অনন্য মামুন পরিচালিত সিনেমা "দরদ" মুক্তি পেয়েছে আই স্ক্রিনে। সিন...
23/01/2025

"দরদ" সিনেমায় ফ্রেশ জুটি ছিল শাকিব খান ও সোনাল চৌহানের..

অনন্য মামুন পরিচালিত সিনেমা "দরদ" মুক্তি পেয়েছে আই স্ক্রিনে। সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন শাকিব খান এবং ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমাটিতে দুলাল ও ফাতেমার খুব সুন্দর একটি রসায়ন দেখা গেছে। বিশেষ করে রোমান্টিক মুহুর্ত গুলো ছিলো এনজয় করার মত। রোমান্টিক গানের সিকোয়েন্স গুলোতে বেশি ভালো লাগছিল। দুজনের কথপোকথন, একে অন্যের সাথে সময় কাটানো প্রতিটি অংশই ভালো লেগেছে৷ বোঝাই যাচ্ছিল দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল এবং দুজনেই পরিশ্রম করেছেন যার যার চরিত্রটিকে দুর্দান্ত ভাবে স্ক্রিনে তুলে আনার জন্য। শাকিব খান এবং সোনাল চৌহান উভয়েই ফাটিয়ে দিয়েছেন কথাটি বলাই যায়।

"দরদ" এখন ঘরে বসেই দেখা যাচ্ছে। সিনেমাটি অবসরে বসে দেখে নিতে পারেন আই স্ক্রিন থেকে।

Address

South Salmara
783127

Telephone

+919954058503

Alerts

Be the first to know and let us send you an email when Alom UnOfficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alom UnOfficial:

Videos

Share