মথ।। MOTH

মথ।। MOTH কবিতা ও কবিতা বিষয়ক ত্রৈমাসিক...

মথ - এর কথা মানে মিথ -এর কথা। রেশমবৃত্তের প্রতিষ্ঠার সুতো ছিঁড়ে উড়ে যাবার স্বপ্ন। রাত্রিবেলা মসজিদ মোড়ে উড়ে বেড়ানো। ডানা মেলা বইয়ের মতন করে বসা। মথ-এর জন্মলগ্ন থেকে বৃষ্টির খুব যোগ আছে। তাই আজও এর কোনও কিছু, কোনও ভাবনা ডানা মেলতে শুরু করলেই মেঘ করে। বৃষ্টি-সম্ভাবনা দেখা যায়। মথ স্বল্পায়ু। তাই প্রতিটি জন্মই তার নতুন জন্ম। ছাপার অক্ষরে সে নয়টা বছর পেড়িয়ে এলেও তার প্রতিটি সংখ্যায় মৃত্যু,

জন্ম প্রতিটি সংখ্যায়। নিজের ধ্বংসের ছাই থেকে তার রেজারেকশন হয়। ফিনিক্স পাখির মতো। জিশাশ ক্রাইষ্টের মতো। মথ-এর পাখা বহুবর্ণ -লাঞ্ছিত। তাই সে অনেকরকম উড়ানে বিশ্বাস করে। লয়ং ফ্লাইট। শর্ট ফ্লাইট। অবশ্য দীর্ঘ উড়ানপথের জেটল্যাগ সে নিতে পারে না। মথ তাই মাঝে মাঝে অনিয়মিত হয়। আবার, সেই ধ্বংসের মধ্যে থেকে সে জেগে ওঠে, অগ্ন্যুৎপাতসমেত।

কয়েকদিন থাকব মেলায়, বন্ধুরা
11/01/2024

কয়েকদিন থাকব মেলায়, বন্ধুরা

10/01/2024
"লেখা না এলেই বিষাদের কালো মেঘ ঘনিয়ে আসত একদিন। আর বুঝি কোনোকালে লেখা হবে না। হতাশা ঘিরে ধরত আমায়। নারায়ণ মুখোপাধ্যায়ের ...
08/12/2023

"লেখা না এলেই বিষাদের কালো মেঘ ঘনিয়ে আসত একদিন। আর বুঝি কোনোকালে লেখা হবে না। হতাশা ঘিরে ধরত আমায়। নারায়ণ মুখোপাধ্যায়ের 'বাঁকে বাঁকে ছোটো নদী' গ্রন্থের 'না-লেখা' গদ্যটি পড়ে এখন আশ্বস্ত হই- 'লেখার সময় যেমন আছে, না-লেখারও সময় আছে।... একজন লেখক যদি খুব লঘু হন, তাহলে তাঁর না-লেখার সময়কে দুঃসময় বলে ভাববেন। লেখক যদি, তবে তার না-লেখা সময়ের মধ্যেও একটি লেখা। সীমাহীন নিরবচ্ছিন্ন লেখা। লক্ষ লক্ষ লেখা হারিয়ে গিয়ে মরে গিয়ে একটি লেখা যা হারিয়ে যেতে পারত; লেখকের সাধ্য ছিল না তাকে হাজির করা।' তাই হারিয়ে যাওয়া লেখা নিয়ে দুঃখ করে লাভ নেই। যাকে আমার করে নিতে পারিনি, তার চলে যাওয়াকে মেনে নিতে হয়।"

মথ-এর সাম্প্রতিক সংখ্যায় তরুণ কবি উজ্জ্বল মাজী র কবিতাগুচ্ছ, কবিতাভাবনা সাক্ষাৎকার প্রকাশিত হবে ।

আপনার অপেক্ষায়, পাঠক

বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় আমরা । পাঁচ নম্বর টেবিলে । আমাদের বইপত্র নিয়ে বসে আছে রাতুল । ও সাহিত্যের ছাত্র । ইংরাজি স...
24/11/2023

বর্ধমান লিটিল ম্যাগাজিন মেলায় আমরা । পাঁচ নম্বর টেবিলে । আমাদের বইপত্র নিয়ে বসে আছে রাতুল । ও সাহিত্যের ছাত্র । ইংরাজি সাহিত্য ওর পড়াশোনার বিষয় । বন্ধুরা, আপনাদের প্রতীক্ষায় আমরা ...আসুন

কবিতা বিষয়ক মথ সবসময়েই প্রকাশের স্বাতন্ত্র্য চায় । ফলে এই পত্রিকা কবির গুচ্ছ কবিতাই নয়, তাঁর কবিতাভাবনা , তাঁর সাক্ষাৎকা...
11/11/2023

কবিতা বিষয়ক মথ সবসময়েই প্রকাশের স্বাতন্ত্র্য চায় । ফলে এই পত্রিকা কবির গুচ্ছ কবিতাই নয়, তাঁর কবিতাভাবনা , তাঁর সাক্ষাৎকারের মাধ্যমে তাঁকে জানতে আর তাঁর জগতের মধ্যে প্রবেশ করতে চায় । মথমিত্রেরা সবসময়ই তারুণ্যকে গুরুত্ব দিয়ে এসেছেন, যদিও অগ্রজেরাও বর্তমান তাঁদের ভাবনায়, প্রকাশে আর গভীর নির্দেশনায় ।

এবারে মথ পত্রিকায় লিখছেন বাংলা কবিতার অতিতরুণ কবি মহিউদ্দিন সাইফ । নিরীশ্বর মাহির অন্বেষণ বাংলা কবিতার পাঠকদের তাঁকে জানার আগ্রহ তৈরি করবে , কারণ ঐতিহ্যকে স্বীকার করেই এই তরুণ অর্জন করেছেন মৌলিকতা ।মাহিউদ্দিন আসলে এক আশ্চর্য অন্বেষণ করে চলেছেন আর আমরা পাঠকেরা অনুমান করে নিতে পারছি একজন অসামান্য কবির আগমন-বার্তা । আসুন, মাহি-র অসংখ্য ভাবনার মধ্যে একটি ভাবনার দিকে যাই-

"আরেকটি ধারণা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে আমি ভাবি। সেটি হল, ভাষা নাকি ভাবের মাধ্যম। কিন্তু ভাষা কোনো মাধ্যম নয়, কোনো উপকরণও নয়, ভাষা একটি সম্ভাবনা, এক অন্তহীন সম্ভাবনার নামই ভাষা। কবিতায় সেই সম্ভাবনা আরও নিবিষ্ট। সার্থক রচনার মধ্যে এই সম্ভাবনার আভাস আমরা পেয়ে থাকি। একটি লেখার মধ্য দিয়ে যেমন কবির মনোভূমির সাক্ষাৎ পাই, তেমনি লক্ষিত হয় ভাষার অনন্ত প্রবাহটির বিচিত্রগামী তরঙ্গের ছলকানি। ভাষা একটি অবশ্য সম্ভাবনা। এই অ-বশ্যতা'কে আমরা পরমও বলতে পারি। সেই অধরা পরম, মনের মানুষ, সম্ভাবনা। এই সম্ভাবনার সার্থকতা তখনই যখন শব্দ তার পূর্বাপর অর্থসমূহকে অতিক্রম করে রসের সমার্থক হতে পারে। আমরা যদি এরকম ভাবতে পারি তাহলে হয়তো অনুধাবন করতে সক্ষম হব যে, ভাষা অর্থের বাহক কখনোই নয়, বরং সে অর্থের জন্মদাতা। তার ব্যবহারের গরিমায় সে সম্পূর্ণ একটি নতুন অর্থের আভাসকে ত্বরান্বিত করে থাকে, কবিতাতে তো বটেই। সেক্ষেত্রে একই শব্দকে বিভিন্ন রূপে এবং বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করে দেখেছি যে সেই শব্দ তথাকথিত শুদ্ধতম রূপে একরকম দ্যোতনা তৈরি করে, অপভ্রংশ রূপে করে আরেক রকম, আবার আংশিক উচ্চারিত রূপে আরও অন্যরকম বিভা ছড়ায়। এই সূক্ষ্ম পরিবর্তন কী তুমুলভাবে যে প্রভাবিত করে কবিতাকে তা বলে বোঝানো আসান কাজ নয়।"

হে পাঠক, মহিউদ্দিন-কে পড়ুন , মথ- এর সাম্প্রতিক সংখ্যায় ...

গৌতম দাস সংখ্যার আলোচনা আজ আনন্দবাজারের জেলার পাতায়
08/04/2023

গৌতম দাস সংখ্যার আলোচনা আজ আনন্দবাজারের জেলার পাতায়

মথ-এর সম্পাদকের সাক্ষাৎকার নিয়েছিল অনর্গল পত্রিকা । সেই সাক্ষাৎকার দেওয়া গেল নীচে -১) আপনার মতে লিটল ম্যাগাজিনের কী কী ব...
11/03/2023

মথ-এর সম্পাদকের সাক্ষাৎকার নিয়েছিল অনর্গল পত্রিকা । সেই সাক্ষাৎকার দেওয়া গেল নীচে -

১) আপনার মতে লিটল ম্যাগাজিনের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত?

এ প্রশ্নের উত্তর সবারই জানা। আর তাই নতুন করে সেসব না বলাই ভালো। শুধু মনে করিয়ে দেবার জন্য একটা তথ্য—‘বিভাব'-এর একটা সংখ্যায় পঞ্চাশ হাজার টাকার চেয়ে বেশি এমাউন্ট বিজ্ঞাপন উঠেছিল। আর কৌরব প্রকাশ করার জন্য রক্ত দিতেন কমল চক্রবর্তীরা! সম্প্রতি একটি অদ্ভুত পত্রিকা দেখলাম। একটি ছেলের বাবা হাতে লিখে একটি পত্রিকা করতেন। ছেলে পড়ত। তারপর তার বন্ধুরা। এইভাবে রিডারশিপ বেড়ে চলত সেই পত্রিকার। প্রায় তিরিশ বছর আগেকার এই পত্রিকাটির অনেকগুলো সংখ্যা বাঁধানো অবস্থায় দেখলাম। কী নেই সেখানে! ছোটোদের জন্য সমস্ত উপকরণ আছে। লেখার মানও খুব উঁচু। এও তো সবুজপত্রই। হীনভাবে দেখলে বলা যায়, যে পত্রিকার সম্পাদকেরা উপরতলার লেখকদের সঙ্গে গা ঠেকাবার জন্যে আর বড়ো কাগজে লেখবার জন্যে পত্রিকা প্রকাশ করেন তাকে চড়ুইপত্র বলে। সম্পাদকের প্রতিষ্ঠা পাবার সঙ্গে সঙ্গে পত্রিকাটির ভবলীলা সাঙ্গ হয়।

২) বিশেষ সংখ্যা ব্যাতিরেকে সাধারণ সংখ্যার মূল্য কোন পরিসরে বেঁধে রাখা উচিত?

যেভাবে কাগজের দাম বাড়ছে, ছাপার খরচ বেড়ে চলেছে, তাতে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব না। তবে তবে যেমনই বিশেষ সংখ্যার আর্থিক হদিশ পেলেন অমনি মূল্যের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বড়ো বাড়ি যত তার উপরে ঝাঁপিয়ে পড়লেন তাঁরা। পত্রিকাও অবশিষ্ট সুলভে ট্যাবলয়েড বা চটি পত্রিকা দিতে পারে, ছোটো পত্রিকার সে ক্ষমতা থাকে না। তাছাড়া যদি সত্যিকারের উত্তীর্ণ হলেন। অন্য দিকে গ্রামে গ্রামে এই বার্তা যখন রটি ভালো কবিতা ( যদিও এ নিয়েও বিস্তর হৈচৈ হতে পারে যে সত্যিকারের ভালো কবিতা কী) ছাপা হয়, তাহলে তারও একটা শিল্পমূল্য আছে। অবশ্য অন্তর্জালিকা মাধ্যমে প্রকাশিত হলে মালকড়ি খরচ করার কোনো গল্প থাকে না ।খরচ অবশ্য আছে। তবে সে মুদ্রিত পত্রিকার থেকে অনেক কম। আর বাঙালি তো সস্তা ও পুষ্টিকর খাবার চায়। সে আম্বানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রিলায়েন্সের দেওয়া ফোর জি ফ্রি নেট-এ লাইভে আসে। সে মলে যাবে, এসি কিনবে। তার গাড়ি থাকবে। কিন্তু তার লিটল ম্যাগাজিন কম দামে হতে হবে। কেউ কেউ আবার সম্পাদকের সঙ্গে দেখা হয়ে গেলে খানিকটা উদাস হয়ে বলবেন পত্রিকাটি পাইনি তো !!
প্রসঙ্গত জানাই, আমার পত্রিকাটি প্রথম দশ বছর বিভিন্ন পাঠককে শুধু ডাকেই পাঠিয়েছি। পাঠিয়েছি শুধু এইটা বোঝাতে যে এই পত্রিকাটি কিনে পড়ার যোগ্য। কিন্তু দশ বছর পরে মোটামুটি কম দামেও যখন পত্রিকাটি ‘বিক্রির’ জন্য 'বাজারে' আনা হলো, তখন তেমন বিক্রি হলো না। লোকজন আশা করলেন চিরদিন এই পত্রিকা তাঁরা নিখরচায় পাবেন। কাজেই কাউকেই খুশি করা সম্ভব না। অবশ্য উজানপত্র সে চেষ্টাও করে না।

৩) ‘বিশেষ সংখ্যার নামে কলেজ ইউনিভার্সিটির নোটস্ এর জোগান দিচ্ছে লিটল ম্যাগাজিন'- বিষয়টিকে কীভাবে দেখেন?

দেখুন, বিশেষ সংখ্যা করে দু-একজন সম্পাদক তেলের দোকানমালিকের মতো দেখতে হয়ে গেলেন, নিজে তারা পত্রিকার কাজ কোনোদিন কিছু করতেন কিনা জানা নেই, থাকল না। ছোটো পত্রিকা থেকে সম্পাদক প্রকাশনীতে গেল, তখন সেই ডাকাতের গুহায় উচ্চাভিলাষী বৃন্দবৃন্দারা ঢুকে পড়লেন। কিন্তু ‘আলু ফাঁক পটল ফাঁক' বলে গর্জিয়ে উঠে অনেকানেক ভাবে ‘দ্বার খোলাতে' চেষ্টা করলেন।

তবে একদিন ঢোকার পথ ও ধোঁকার পথ পাওয়া গিয়েছিল, কিন্তু সেখান থেকে বেরোনোর পথ মিলল না। এমন সময় এসে পড়ল লিট্ল ম্যাগাজিনের আপোষহীন সম্পাদকেরা। এই দল আবার স্নান করে না। কাঁটাও বেছে খায়। ফলে একটা স্পষ্ট বিভেদরেখা তৈরি হলো পাঠকের মনে। ফলাফল সবার জানা।

যে মুহূর্তে সাহিত্য ক্লাস নোটস-এ পরিণত হয়, সেই মুহূর্তে তার মৃত্যু হয় এমনই জানা ছিল। কিন্তু এক বিশিষ্ট কবির কবিতা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলে এবং সেই আনন্দে তাঁর উচ্ছ্বাস শুনে মনে হয়েছিল তাহলে আমাদেরও এইসব উন্মাদনার শেষ লক্ষ্য কি এইরকম ‘রোম’ ? কিন্তু এ যে সেই রোম নয় যা একদিনে তৈরি হয়নি, এ কথা আপনি কোন প্যামফ্লেট-এ লিখে বেড়াবেন! সাহিত্যের শেষ লক্ষ্য অনেকের কাছেই পাঠ্যপুস্তক। আমরা কিন্তু জানতাম পাঠ্যপুস্তকের ও ক্লাস নোটসের অন্ধকারে সত্যিকারের সুলেখা গলায় দড়ি দেয়।

৪)ক্রমশ ই-ম্যাগের সংখ্যা বাড়ছে । আগামীতে ছাপা লিটল ম্যাগাজিন-এর অবস্থান ও গুরুত্ব কীভাবে বদলাবে বলে মনে করেন ?

উচিত অর্থে সবকিছুই থাকা দরকার। ই-পত্রিকা, মুদ্রিত পত্রিকা সব। আমি যে পত্রিকাটি সম্পাদনা করি তার ওয়েবসাইট আছে আবার সেটি মুদ্রিতও হয়। সময়ের দাবি মেনে এই যে বহুদিন আগেই আমাদের হালকা পরিবর্তন' হয়েছিল, তার ফললাভ করছি কোভিড পরিস্থিতিতে। বেশ টুকটাক একটা দুটো সংখ্যা বেরোচ্ছে। কাগজে ছাপা ম্যাগাজিনটির কি তাই বলে গুরুত্ব কমবে ? কখনোই না। এর উদাহরণ আবহমান পত্রিকা। সেটি সত্যিই গভীর স্পন্দনে স্পন্দিত একটি ই-পত্রিকা যার মুদ্রিত প্রকাশনার এজেন্ডাই আলাদা। আলাদা করে কিনেছি। এবং শুধু আমি নই। তাঁদের পত্রিকার অনেক মুদ্রিত সংখ্যা শেষও হয়ে যায়। মনে রাখা দরকার, সেগুলো কিন্তু বিশেষ সংখ্যা নয়। ফলে মুদ্রিত পত্রিকার গুরুত্ব কমবে বলে মনে হয় না। শুধু তার উদ্দেশ্য বা প্রাধান্যগুলি একটু বদলাতে হবে।

৫) প্রচুর পত্রিকা প্রকাশিত হচ্ছে। সম্পাদনার বদলে সংকলনের ওপরেই বেশি ঝোঁক দেখা যাচ্ছে? এটি লিটল ম্যাগাজিনের জন্য কতটা স্বাস্থ্যকর?

দেখুন বেশিরভাগ লিট্ল ম্যাগাজিনের সম্পাদক স্বঘোষিত । ফলে সম্পাদনার জন্যেও যে তৈরি হতে হয় এটা বুঝবার আগেই সে সম্পাদক পদে আসীন হয়ে যায়। হীন অর্থে দেখলে, একধরনের দলবাজি ও পালের গোদা হওয়াই এর উদ্দেশ্য। আর দাদাবাজি ও পালের গোদার শেষ কমিটমেন্ট তার দলের ফুটো মস্তান থুড়ি কবিদের প্রতি। তারা অনন্ত সুযোগ দিয়ে যান এইসব ছিঁচকে লেখকদের। ফলে পত্রিকাটি একটি পাড়ার বিচিত্রানুষ্ঠানে পরিণত হয়। নাচ হয় গান হয় কবিতা হয়। মাঝে মাঝে ক্যুইজ, ম্যাজিক, ব্যায়াম এবং সবশেষে একটি নাটক। এই নাটকের ফলে আরও একটি পত্রিকার জন্ম হয়। ফলে আরও একটি পালের গোদা। বৃহদর্থে, এই পত্রিকার জন্মমৃত্যুকে আপনি অনায়াসে ফিনিক্স-এর সঙ্গে তুলনা করে জিশাস-এর রেফারেন্স আনতে পারেন। হীন অর্থে একে আপনি বলতেই পারেন রক্তবীজের ঝাড়।

৬) লিটল ম্যাগাজিন-এর কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কোনগুলি ?

টিকে থাকা। এবং টিঁকে থাকলে কী করে আরও মননের অন্দরমহলে যাওয়া যায়, তার চেষ্টা করা। সত্যিকারের সম্পাদনা করার জন্য যে অবজেক্টিভিটি দরকার, তাকে লালন করা আর নিজের মধ্যে নিয়ে আসা। এমন সাধনার থেকে বড়ো দূরে থেকে যায় ছোটো পত্রিকার জগৎ। আগেই বলেছি, সম্পাদক এখানে স্বঘোষিত। কেউ তাকে বলেনি পত্রিকা সম্পাদনা করতে। তাও তিনি একাই একশো। একাধারে তিনি সংকলক অন্যদিকে তিনিই প্রুফ রিডার। তিনি প্রেস-এ যাবেন। তিনিই কী কাগজে ছাপা হবে ঠিক করবেন। মূল্য নির্ধারণ করবেন এবং তিনিই বিক্রয়কেন্দ্র!! এতসব ঘূর্ণাবর্তে তাঁর নৈর্ব্যক্তিক হওয়ার সাধনাটি হারায়। তবু কেউ কেউ স্থির থাকেন তাঁদের লক্ষ্যে। অবিচল এইসব মানুষদের আমি প্রণাম জানাই।

৭) ভালো সম্পাদনার নিরিখে আপনার পছন্দের কয়েকটি লিটল ম্যাগাজিনের নাম বলুন—

দাহপত্র, ধ্রুবপদ, এক্ষণ, পরিচয়, কৌরব, আবহমান, বাল্মীকি, আমি আর লীনা, বিদুর, হৃৎপিণ্ড, কৃত্তিবাস, মন্তাজ, পাঠকই কবিতা, শতানীক, বিজ্ঞাপনপর্ব, কবিতীর্থ, রক্তমাংস ইত্যাদি।

কুন্তল মুখোপাধ্যায় সম্পাদক, মথ

অনর্গল ৷৷ ১০ম সংখ্যা।। 2021 ।।

কলকাতা লিটিল ম্যাগাজিন মেলায় আমাদের স্টল নম্বর 293.  মথ এর বিশেষ সংখ্যা কবি গৌতম দাস সংখ্যা আগামীকাল থেকে পাওয়া যাবে । আ...
11/01/2023

কলকাতা লিটিল ম্যাগাজিন মেলায় আমাদের স্টল নম্বর 293. মথ এর বিশেষ সংখ্যা কবি গৌতম দাস সংখ্যা আগামীকাল থেকে পাওয়া যাবে । আজ মথ-প্রকাশিত বইপত্র, পুস্তিকাগুলি আর পুরোনো কয়েকটি সংখ্যা পাওয়া যাবে । বন্ধুরা আসুন , দেখা হোক আড্ডা হোক আমাদের ।

আসন্ন
30/12/2022

আসন্ন

খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করছি আমরা বেশ কয়েক মাস ধরে । এখন তার চূড়ান্ত প্রস্তুতি চলছে । পত্রিকার প্রথম বিশেষ সংখ্যা প্র...
16/12/2022

খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করছি আমরা বেশ কয়েক মাস ধরে । এখন তার চূড়ান্ত প্রস্তুতি চলছে । পত্রিকার প্রথম বিশেষ সংখ্যা প্রকাশিত হবে কোনও একজন কবিকে কেন্দ্র করে । মথ পত্রিকার কবি গৌতম দাস বিশেষ সংখ্যা প্রকাশিত হবে কিছুদিনের মধ্যেই ।
প্রসঙ্গত জানাই কবি গৌতম দাস আমাদের পড়া অন্যতম ভালো লাগা কবিদের একজন । না, তিনি পাঠকপ্রিয় হতে পারেননি । দুহাজার বাইশ সালের বারো জানুয়ারি তিনি চলে যান আমাদের পৃথিবী ছেড়ে । না , তাঁকে পড়তে চায়নি বাংলা কবিতার আপামর পাঠককুল । কিন্তু যাঁরা কবিতার পাঠক তাঁরা গৌতম দাস পড়লে বিস্মিত হয়ে লক্ষ্য করবেন কী অপরূপ সব মৃত্যু আর জন্ম রচনা করে গেছেন তিনি ! অন্য কোথাও তো দূরস্থান, তাঁকে নিয়ে তাঁর শহরেই কোনো স্মরণসভা হয়নি ।

শিল্পী চলে গেছেন , কিন্তু এ কেমন চলে যাওয়া তাঁর !! আমরাও কি যেতে দেব তাঁকে ? কখনও না । তাঁর লেখা কবিতা গদ্য গল্প , তাঁকে নিয়ে লেখা বেশ কিছু প্রবন্ধ, স্মৃতির দুর্বল উঁচুনিচু পথ আর সাক্ষাৎকার থাকবে এই বিশেষ সংখ্যায় ।

আসুন ওঁকে একবার পড়ে দেখুন । জীবিতাবস্থায় তাঁর জন্যে এক বিপুল অবহেলা ছিল, আজ যেন তাঁর কবিতামন্থনে কেটে যায় অপরাধবোধ!!

পুরুলিয়া লিটিল ম্যাগাজিন মেলায় মথ , তার বইপত্র নিয়ে থাকছে ।
16/12/2022

পুরুলিয়া লিটিল ম্যাগাজিন মেলায় মথ , তার বইপত্র নিয়ে থাকছে ।

মথ আয়োজিত কবিতাসকালের আমন্ত্রণ-পত্র । উল্লেখ্য , এই অনুষ্ঠানে মথ দর্শক নির্বাচন করে। খুব বেশি হলে চল্লিশজন দর্শক উপস্থিত...
30/11/2022

মথ আয়োজিত কবিতাসকালের আমন্ত্রণ-পত্র । উল্লেখ্য , এই অনুষ্ঠানে মথ দর্শক নির্বাচন করে। খুব বেশি হলে চল্লিশজন দর্শক উপস্থিত থাকেন । কবিতাসকাল অনুষ্ঠানে দুজন কবি দীর্ঘক্ষণ ধরে কবিতা পড়েন ।

আমাদের দুখানা বই
24/11/2022

আমাদের দুখানা বই

পাঠক, আসুন
24/11/2022

পাঠক, আসুন

কবিতাপত্রিকার বা সাহিত্যপত্রিকার সাধারণ সংখ্যায় এক হাজার কবির পনের কোটি কবিতা ছাপলে তার মধ্যে চোদ্দ কোটি নিরানব্বই লক্ষ ...
26/10/2022

কবিতাপত্রিকার বা সাহিত্যপত্রিকার সাধারণ সংখ্যায় এক হাজার কবির পনের কোটি কবিতা ছাপলে তার মধ্যে চোদ্দ কোটি নিরানব্বই লক্ষ নশ নব্বইটি কবিতা অপঠিত থাকে । পাঠক প্রিয় কবির একটি দুটি কবিতা পড়েন । এই ভয়াবহ ভিড়ের হৃদয় আমরা বুঝতে পেরে বিরক্ত হয়ে যাই । কারন কবিতা ভালো হলেও নিজের মনকে তা বিচিত্র অধ্যাত্মপথে চালিত ও ক্লান্ত করে । কিন্তু একজন কবির একসময় পর্বে লেখা অসংখ্য কবিতা পড়লে অন্তত একটা ভাবনার মধ্যে থাকা যায় । কবিকে নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে । কবিতার শান্ত আর স্থির শিখাটি আরও যেন উজ্জ্বল হয়, এইভাবে । মথ-এর বেশ কয়েকটি সংখ্যা থেকে আমরা বন্ধুরা একটা সিদ্ধান্ত নিয়েছি । সেটা এই যে আমরা নির্বাচিত কবিদের কবিতা ছাপব । কবিদের সংখ্যা হবে কম । কিন্তু কবিতার সংখ্যা হবে অসংখ্য । কিন্তু এর আগে যে কথাটি বলিনি তা হল লেখাগুলো যেন একটি সময়পর্বের হয় । কারন এই সময়পর্বের লেখার উপর তাঁর ভাবনা নিয়ে একটি গদ্য এবং কবিতা বিষয়ে তাঁর একটি সাক্ষাৎকার প্রকাশ করতে চাই আমরা । মূলত অনালোকিত তরুণ কবিদের লেখা প্রকাশ করে বেশি আনন্দ হয় আমাদের । আপনি যেরকমই কবিতা লিখুন, মথ আপনার নতুন কবিতাটি পড়তে মরিয়া ।

সামনের সংখ্যা হচ্ছে কবি গৌতম দাস বিশেষ সংখ্যা । তারপরেই সাধারণ সংখ্যা। প্রসঙ্গত জানাই মথ তার আঠের বছরের আলোয় বিশেষ সংখ্যা প্রকাশ করেছে মাত্র একটি । এই সংখ্যাটিও তুলনায় অপঠিত কবি গৌতম দাশ-কে নিয়ে ।

তবু এখানে সাধারণ সংখ্যার চরিত্র কেমন হবে জানিয়ে দিয়ে গেলাম। লেখা পাঠান [email protected]এ । অপেক্ষায় থাকলাম ।

http://www.mothpoetry.org/2022/10/blog-post.html
08/10/2022

http://www.mothpoetry.org/2022/10/blog-post.html

ক বি প রি চি তি আন্তোনিও মাচাদো স্পেনের সেবিয়ায় জন্মগ্রহণ করেন ২৬শে জুলাই, ১৮৭৫। তাঁর পূর্ণ নাম হলো আন্তোনিও সিপ্র...

দেবীপক্ষে মথ
21/09/2022

দেবীপক্ষে মথ

Address

Siuri
731103

Alerts

Be the first to know and let us send you an email when মথ।। MOTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মথ।। MOTH:

Videos

Share

Category


Other Siuri media companies

Show All