14/09/2022
সিতাই বিধানসভার পাঁচ টা অঞ্চলের দূর্গা পূজার নিয়ে কিছু লেখা।
1. সিতাই হাট চৌরাঙ্গী ক্লাব,
2.সিতাই সব্যসাচী সঙ্ঘ,
3.সিতাই আপন জন সঙ্ঘ.,
4.সিতাই পঞ্চানন সঙ্ঘ,
5.সিতাই বিদ্যাসাগর পল্লী দূর্গা বাহিনী,
6.সিতাই বিবেকানন্দ পল্লী,
7.যুবো সঙ্ঘ
(খামার সিতাই সোসাল ওয়েলফেয়ার সোসাইটি),
8.ভোলাচাত্রা বিশ্বাস সঙ্ঘ,
9.কায়তেরবাড়ী আদর্শ সঙ্ঘ,
10.ধুমেরখাতা বিবেক সঙ্ঘ,
11.ধুমেরখাতা নয়ার হাট দূর্গা উৎসব,
12.ড্রিম ল্যান্ড ক্লাব (হরিবোলা হাট),
13.শিলদুয়ার জাগৃতী সঙ্ঘ (নিউ),
14. রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম (শালটিবাড়ি),
15.কিশমত আদাবাড়ি দূর্গা উৎসব কমিটি,
16.পল্লীশ্রি সঙ্ঘ ও গ্রন্থাগার (কালিহাট),
17.নবারুন সঙ্ঘ (ঢকবছাওরা),
18.জাটিগারা দূর্গা পূজা,
19.বিপ্লব সঙ্ঘ (নেতাজী বাজার),
20 .গিরীধারি বয়েজ,
21.কৈমারি রামকৃষ্ণ সঙ্ঘ,
22. সিতাই ভাতরি (বারোযারি দূর্গা পূজা),
23.সিতাই সুভাষ পল্লী,
24.কোনাচামটা যুব সঙ্ঘ,
25.নগর গিরীধারি সর্বজনীন দূর্গা পুজা কমিটি,
26.পানিখাওযা সবুজ পল্লী দূর্গা পুজা,
27.বথর উৎসাহি সঙ্ঘ,
এগুলি ক্লাবের পূজা ছাড়াও আরো অনেক পুজা হয় বাজারের মন্দির , বাড়িতে। সেগুলো পুজাও দেখার জন্য অনেক ভির হয়।
তবে দূর্গা পূজা মানে সব থেকে পুরোনো ও বিগ বাজেটের (চন্দনগর লাইট) সিতাই চৌরাঙ্গী ক্লাব। চৌরঙ্গী ক্লাব কমিটি ভেঙ্গে সব্যসাচী।সব্যসাচী কমিটি ভেঙ্গে কায়তেরবাড়ী। আবার চৌরঙ্গী কমিটি ভেঙ্গে বিবেকানন্দ পল্লী। তবে চৌরাঙ্গী জুনিয়র ফুটবল লিগ গুলো ছিল স্মৃতি তে গেথে রাখার মত।
সিতাই বাজার এর পূজা যতবেড়েছে ততই যেনো ঠাকুর দেখার ভির টা কমেছে। কারন আমার ছোট্ট বেলার অভিজ্ঞতার থেকে বলি গোসাইহাট, শীতলখুচি,গোসানী, দিনহাটা থেকে অস্টোমী -নবমী তে যে ভির হতো_ এখন সেরকম টা হয়না।
আর বিসর্জন দিন রোড শো হবেই। পঞ্চানন সঙ্ঘ প্রচুর সদস্য সদস্যা নিয়ে সিতাই চৌপতি আসবে সঙ্গে সঙ্গে তাদের জেনারেটর নষ্ট হয় না ওরা ভির বাড়ানোর জন্য বন্ধ করে আজও এর কারণ জানা গেলো না। তবে কয়েকবার থেকে সমস্যার সমাধান হয়েছে। তবে এতভিরে মঝেও ছোট্ট সিতাই চৌপতির জায়গা তে নিজের নিজের ক্লাব সদস্যরা আনন্দ করতে করতে মায়ের বিসর্জন ঘাটে চলে যায়।
প্রতিটা ক্লাব নির্দেশ দেওয়াই থাকে কে কতটা সময়, কোন ঘাটে প্রতিমা বিসর্জন করবে।