পুকুরঘাট পত্রিকা

পুকুরঘাট পত্রিকা পুকুরঘাট পত্রিকা মেয়েমানুষের জীবনের আশা-আকাঙ্খা, সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনার কথা প্রকাশ করে
(1)

বাংলায় মেয়েদের মনের কথা বলার জায়গা ছিল পুকুরঘাট। সেখানে মেয়েরা ঘরের কথা, মনের কথা, সুখের কথা অসুখের কথার সঙ্গে কখনও হয়ত দেশের কথাও বলত।

একদিন আমরা মাত্র কয়েকজন সদস্য নিয়ে পুকুরঘাট নামের একটি মেয়েদের ভার্চুয়াল দল খুলে ছিলুম। অচিরেই সে কয়েকটি সদস্যের দল কয়েক হাজার সদস্যের মেয়েদের দল হয় ওঠে। পুকুরঘাট দলের মত এত গুণী মেয়েদের সমাহার বাংলাদেশে খুব কম ভার্চুয়াল দলে আছে। কাজেই সেই দল সেখানেই আটকে থাকবে

না বলা বাহুল্য। তাই পুকুরঘাট দলের অন্যতম উদ্যোগ হিসেবে প্রকাশিত হলো পুকুরঘাট পত্রিকা।

পুকুরঘাট পত্রিকা সাধারণত মেয়েদের অপ্রাপ্তি, প্রাপ্তি, চাহিদা, চাহিদা পূরণ, সমাজে মেয়েদের অবস্থান ইত্যাদির কথাই বলে। সেখানে হঠাৎ পরপুরুষ ও বরপুরুষ বিষয় কেন! আপাত দৃষ্টিতে বিষয়টি রসাল, মুচমুচে।পরপুরুষ ও বরপুরুষের অবস্থান বা যুযুধান নিয়ে মেয়েদের কী যায় আসে, কী উন্নতি হয় মেয়েদের তাতে, কিছুই নয়! তবু আমরা এমন একটা বিষয় বাছার পেছনের গল্পটি বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছে।

Website: https://www.pukurghat.in/

Address

11 Green Park
Singur
712409

Alerts

Be the first to know and let us send you an email when পুকুরঘাট পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুকুরঘাট পত্রিকা:

Share

Category


Other Magazines in Singur

Show All