24/03/2024
গরমকালে আলু পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর মাছটা যদি একদম টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই। তাই বাড়ি এসেই আগে গ্রামের বাড়ীতে গিয়েছিলাম মাছ ধরতে।বেশ কয়েক ঘন্টার চেষ্টায় কাতলা, মৌরলা , তেলাপিয়া, পাঙ্গাস ট্যাংরা আরো দু এক রকমের মাছ পাওয়া গেছে। তাই আজ পাতলা করে মাছের ঝোল আর মাছের তেল ঝাল। পুকুরের টাটকা মাছ স্বাদই আলাদা।