Silchar Tech Info

Silchar Tech Info রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের শুরু করা সকল স্কিমের বিষয়ে ভালো ভাবে বোঝানো এই পেইজের উদ্দেশ্যে
(4)

31/10/2024
31/10/2024

দেশের কোটি কোটি লোকেদের জন্য | কেন্দ্র সরকার রাজ্য সরকার | SBI ICICI সহ অন্যান্য | Airtel Jio Bsnl

30/10/2024

১২,৮৫০ কোটি টাকা ব্যয় অনেক গুলো সরকারি প্রকল্প | দেশের কোটি কোটি লোকেদের জন্য | দীপাবলি উপলক্ষে | 14 কোটি টাকার ইনজেকশন
Silchar tech

বাজির গুদামে ভয়াবহ আগুন, আহত দেড় শতাধিককেরলের নীলেশ্বরমের কাছে বাজির গুদামে ভয়াবহ আগুন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জ...
29/10/2024

বাজির গুদামে ভয়াবহ আগুন, আহত দেড় শতাধিক
কেরলের নীলেশ্বরমের কাছে বাজির গুদামে ভয়াবহ আগুন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ঘটনায় ১৫০-রও বেশি মানুষ জখম হয়েছে। তাঁদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মেঙ্গালুরু, কান্নুরের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে নীলেশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান ছিল। মন্দির সংলগ্ন এলাকায় চলছিল আতশবাজির প্রদর্শনী। সেই সময় আচমকা একটি বাজি পাশেই থাকা বাজির গুদামে গিয়ে পড়ে। তা থেকে সেখানে আগুন ধরে যায়। গুদামে প্রচুর বাজিও মজুত ছিল। ওই গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। যদিও প্রত্যেকে অগ্নিদগ্ধ কি না, তা এখনও স্পষ্ট নয়।
Silchar tech

29/10/2024

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা | আধার কার্ড নতুন নিয়ম | বিনামূল্যে চিকিৎসার | Free 5G Internet | 29 October 2024 news
Silchar tech

একেই বলে স্বাধীন বাংলাদেশ, হারে মানুষ
07/08/2024

একেই বলে স্বাধীন বাংলাদেশ, হারে মানুষ

কাটিগড়া সহকারী ভু-বাসন অফিসের ঘুষকাণ্ডে জড়িত দু’জন আটকগ্রেফতার হলেন সাহাদত হোসেন ও মনোজ অধিকারী। কাটিগড়া সহকারী ভু-বাস...
06/08/2024

কাটিগড়া সহকারী ভু-বাসন অফিসের ঘুষকাণ্ডে জড়িত দু’জন আটক
গ্রেফতার হলেন সাহাদত হোসেন ও মনোজ অধিকারী। কাটিগড়া সহকারী ভু-বাসন অফিসের ঘুষকাণ্ডে জড়িত এই দু’জনকে সোমবার ডিসি অফিসেই আটক করে পুলিশ। বস্তুত, অভিযুক্ত দু’জনকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন জেলা আয়ুক্ত স্বয়ং! রাতে কাটিগড়া পুলিশ গিয়ে এঁদেরকে থানায় গিয়ে আসে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সাহাদত ও মনোজকে। সাহাদত হোসেন ও মনোজ অধিকারী দু’জনই কাটিগড়া সহকারী ভু-বাসন অফিসের কর্মচারী। সাহাদত লট পাটোয়ারী আর মনোজ সুপারভাইজার কানুনগো। দু’জনই গত কয়েকদিন ধরে ভাইরাল নিজস্ব কর্মকুশলতায়! দু’জনকেই ঘুষের টাকা নিতে দেখা গিয়েছিল পৃথক পৃথক দুই ভিডিও-য়। প্রথম ভিডিও ভাইরাল হয় ২৫ জুলাই। যেখানে পাটোয়ারী সাহাদত হোসেনকে ঘুষের টাকা আদান-প্রদান করতে দেখেছিলেন কাটিগড়া তথা বরাক উপত্যকার মানুষ। ওই ভিডিও-তে সাহাদতবাবু পর পর দু’জনের কাছ থেকে টাকা আদায় করছিলেন সদর্পে। করছিলেন দর-দামও। একজনের নিকট থেকে অফিসের ভেতর অন্যজনের কাছ থেকে পাশ্ববর্তী গাছের ছায়ায় দাঁড়িয়ে নিচ্ছিলেন টাকা। এনিয়ে শুরু হয় হল্লা। কী করে একজন পাটোয়ারী এভাবে বুক উঁচিয়ে টাকা গ্রহন করতে পারেন, এপ্রশ্নও অনেকে তুলেছিলেন।
সামাজিক মাধ্যমে তীব্র গতি পাওয়া ওই ভিডিও যখন তুঙ্গে, তখন অন্য দুই ভিডিও চোখে পড়ে অনেকের। যেখানে সাহাদতকে টাকা প্রদানকারী দু’জন ভাইরাল ভিডিও-র স্বপক্ষে সাফাই দিচ্ছিলেন। তবুও সাহাদতের কুকান্ড চাপা পড়েনি। বরং আস্ত কাটিগড়া থেকে তাঁর বিরুদ্ধে গণক্ষোভ আছড়ে পড়তে দেখা গিয়েছিল। একের পর এক ব্যক্তি সাহাদতের ‘শিকার’ হয়েছিলেন বলে স্বীকার করতে থাকেন। এরইমধ্যে অনেকে সহকারী ভু-বাসন আধিকারিক তথা সার্কল অফিসারের দ্বারস্থ হয়ে সাহাদতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি রাখেন। জমা পড়ে কয়েকটি স্মারকপত্রও। একসময় সাহাদতকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেন সহকারী ভু-বাসন আধিকারিক। এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিপোর্ট করেন জেলা আয়ুক্তের দরবারে।
এদিকে, সাহাদতের এই কীর্তি যখন কিছুটা স্তিমিত হয়ে আসছিল, তখন সামনে আসে আরেক ভিডিও। যেখানে সেই একই অফিসের সুপারভাইজার কানুনগো মনোজ অধিকারীকে ঘুষ নিতে দেখা গিয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসে পয়লা আগষ্ট। ভিডিও-তে দেখা যায়, নিজের চেম্বারে বসেই টাকা নিচ্ছেন মনোজবাবু। সেই একই কায়দায়, একই দাপটে। একেবারে সাহাদতের কপি-পেস্ট! ওই ভিডিওটিও ভাইরাল হতে সময় লাগেনি। নেটিজেনরা এনিয়ে সরব হন আরেকবার। কাটিগড়ার আম মানুষও সহকারী ভু-বাসন অফিসের এই নগ্ন চিত্র নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। ওই অফিসে টাকা ছাড়া কোনও কাজ হয় না, এমন অভিযোগ করে ক্ষুব্ধ মানুষ বলেন, নুন্যতম কোনও কাজে গেলেও ঘুষ দিতে হয়। সাহাদত ও মনোজের ভিডিও এসব অভিযোগের প্রমাণ দিতে যে যথেষ্ট, তা বিলক্ষণ অনুভব করতে পারেন সহকারী ভু-বাসন আধিকারিক ড. রবার্ট টৌলর। ফলে দ্বিতীয় ভিডিও ভাইরালের পর মনোজ অধিকারী পরদিন বিন্দাস মুডে অফিস করলেও বসে থাকেননি এএসও। ওই ভিডিও-রও সবিশেষ জানান জেলাশাসকে।

ভারী বৃষ্টির দরুন মহানগর জেলা প্রশাসন মঙ্গলবার গুয়াহাটির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।সোমব...
06/08/2024

ভারী বৃষ্টির দরুন মহানগর জেলা প্রশাসন মঙ্গলবার গুয়াহাটির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
সোমবার বিকেলে গুয়াহাটির বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণে কৃত্রিম বন্যা দেখা দেয়। এতে জায়গায় জায়গায় আটকা পড়েছেন স্কুল কলেজের পড়ুয়া সহ বহু মানুষ।
নগরীর বন্যায় সর্বস্তরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শহরের জেলা প্রশাসন মঙ্গলবার গুয়াহাটির সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
আজ কোনও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে না। কোচিং সেন্টারগুলোও বন্ধের নির্দেশ দিয়েছেন তারা।

বরাকের দুই যুবক অপহরণ ডিমা হাসাও  জেলায়। নির্মাণ সংস্থার কাজে নিয়োজিত দুই যুবককে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায় ১০/১২ ...
01/08/2024

বরাকের দুই যুবক অপহরণ ডিমা হাসাও জেলায়। নির্মাণ সংস্থার কাজে নিয়োজিত দুই যুবককে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায় ১০/১২ জনের সশস্ত্রবাহিনীরা।গত শুক্রবার রাত ১০ টা নাগাদ এ ঘটনা সংঘটিত হলে সপ্তাহদিন পূর্ণ হয়ে গেলেও এখন পর্যন্ত দুই যুবকের কোন সন্ধান খুঁজে পায়নি ডিমা হাসাও পুলিশ। প্রাপ্ত সূত্রে জানা গেছে, দুই যুবককে ছাড়িয়ে নিতে মোটা অংকের অর্থ দাবি করা হয়েছে অপহরণকারীদের তরফ থেকে। এই ঘটনার পর থেকে উৎকন্ঠার মধ্য দিন অতিবাহিত করছেন অপহৃত দুই যুবকের পরিবার। দুই যুবককে অপহরণকারীদের খপ্পর থেকে অক্ষত উদ্ধার করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অপহৃত যুবক ইকবালের পরিবারের তরফ থেকে।
জানা গেছে, হায়দরাবাদের আনুষা প্রজেক্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে হাইলাকান্দি জেলার সাহাবাদ প্রথম খণ্ডের ইকবাল হুসেন লস্কর (২৯) এবং করিমগঞ্জ জেলার আছিমগঞ্জের কাদির হুসেন (২৮) (প্রাপ্ত তথ্যমতে) সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। গত শুক্রবার অর্থাৎ ২৬ জুলাই রাতে ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত নিয়ানগ্লো পুংগ-য়ের রেহির এলাকায় অবস্থিত নির্মাণ সংস্থার ক্যাম্পে রাত দশটা নাগাদ অতর্কিত হামলা চালায় সশস্ত্রধারী ১০/১২ জনের একদল যুবক। তাদের সবার মুখে কালো কাপড় এবং হাতে হাতে ছিল বন্ধুক। তারা ক্যাম্পে ডুকে জানতে চায় এখানকার প্রধান কে? বন্ধুকের ভয়ে শ্রমিকরা তাদের শ্রমিক প্রধানকে দেখিয়ে দিলে সেখানে থাকা সব শ্রমিককে ক্যাম্প থেকে তাড়িয়ে দিয়ে দুই যুবককে বন্দুকের নলের মুখে তুলে নিয়ে যায়।
জানা গেছে, দিনের বেলা নাকি এই অপহরণকারীদের কজন যুবক কাজের সাইটে এসে তাদের উপর নজরদারিও করে সাধারণ পোষাকে। আর রাতেই অপহরণের ঘটনা সংগঠিত করে। পরদিন সকালে ব্যাপারটা জানাজানি হলে, ঘটনার সূত্র ধরে ডিমা হাসাও পুলিশ অভিযানে নামে কিন্তু সপ্তাহদিন হয়ে গেলেও পুলিশ দুই যুবকের কোন সন্ধান খুঁজে পায়নি। জানা গেছে, অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা মাহুর থেকে তামেলং পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিযুক্ত রয়েছে বলে জানা গেছে। এদিকে, ঘটনার দুই দিন পর ইকবালের বাড়িতে একটি অপরিচিত নাম্বার থেকে ৪০/৫০ সেকেন্ডের একটি ফোন কল আসে। ইকবালের মা সেই ফোন রিসিভ করলেও কোন কিছু বুঝার আগেই সংযোগ বিচ্ছিন্ন করে নেওয়া হয়। এরপর থেকে আর কোন হদিস পাননি। তবে অপহরণকারীরা মোটা অংকের মুক্তিপণ দাবি করেছে বলে সূত্রে জানা গেছে। এ ব্যাপারে আনুষা প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের স্বত্তাধিকারী শ্রমিক উদ্ধারে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন তা কেউ কিছু বলতে পারছেন না। ঘটনার খবর পাওয়ার থেকেই ইকবালের পরিবারের লোকেরা ডিমা হাসাও জেলায় অবস্থান করছেন তবে এখনও পর্যন্ত উদ্ধারের কোন খবর নেই।

এদিকে, বুধবার রাতে সাহাবাদে ইকবাল হোসেনের বাড়িতে উপস্থিত হন আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী, রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, হাইলাকান্দি প্রেস ক্লাবের সভাপতি নইমুল ইসলাম চৌধুরী প্রমুখ। তারা অপহৃত ইকবালের পরিবারের সদস্যদের কাছ থেকে এ ঘটনার খোঁজ খবর নেন। আলাগাপুরের বিধায়ক এ ব্যাপারে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। সাংবাদিক নইমুল ইসলাম চৌধুরী এবং জহির উদ্দিন লস্কর দুই যুবকের অক্ষত উদ্ধার কামনা করেন।
Silchar tech

Charaideo Lottery Khela Result          Silchar tech
31/07/2024

Charaideo Lottery Khela Result Silchar tech

31/07/2024

শুরু হয়ে গিয়েছে উপহার কুপন খেলা

কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে এই খেলা        Silchar tech
31/07/2024

কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে এই খেলা Silchar tech

স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় ব্যক্তিকে খুন করলেন এক স্কুলের প্রধান শিক্ষক। এমন অভিযোগ উঠেছে লখিমপুর জেলায় এক স্কু...
30/07/2024

স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় ব্যক্তিকে খুন করলেন এক স্কুলের প্রধান শিক্ষক। এমন অভিযোগ উঠেছে লখিমপুর জেলায় এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ধল বস্তি গ্রামের বাসিন্দা রাজু ধানোয়ারকে একটি কূপের মধ্যে সন্দেহজনক অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। প্রধান শিক্ষকের স্ত্রী হানা বরগোঁহাইর সঙ্গে ধানোয়ার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত প্রধান শিক্ষক কোনেশ্বর বরগোঁহাই ঘটনাটি জানার পর বিষয়টি নিজের হাতে তুলে নেন, যার ফলে ধনোয়ারের মৃত্যু হয়। গ্রামের একটি কূপে তার মৃতদেহ আবিষ্কৃত হয়, যার চিহ্ন দেখা যায় যে এটি বরগোঁহাইর বাড়ির উঠোন থেকে টেনে আনা হয়েছে। প্রমাণগুলি বরগোঁহাইকে মামলার প্রধান সন্দেহভাজন করেছে।

স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন যে তাঁরা এই সম্পর্কে অবগত ছিলেন এবং এর আগে উভয় পক্ষকে তাদের সম্পর্ক বন্ধ করার জন্য সতর্ক করেছিলেন। এই সতর্কতা সত্ত্বেও, ঘটনাটি অব্যাহত ছিল, যা মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছিল। পুলিশকে অবহিত করা হয়েছে এবং বর্তমানে হত্যার তদন্ত চলছে।
Silchar tech

Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silchar Tech Info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Silchar

Show All