03/03/2024
#নতুন_বছরে_কলকাতা_বইমেলায়_আসছে...
সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীতেরও নানা পরিবর্তন এসেছে। বিষয়টি সবসময় উত্তর আধুনিকতা ভিত্তিক। বর্তমানে সারা বিশ্ব ডিজিটাল টেকনোলজির উপর নির্ভরশীল। ফলে প্রাচীন সঙ্গীতের প্রথা সারা বিশ্বে ব্যাপক ভাবে পরিবর্তিত হয়েছে এবং আগামী দিনেও হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের ভাবনার জগতেও ঢুকে পড়েছে। সঙ্গীতের ক্ষেত্রেও এই রূপান্তর আমরা দেখতে পাই। এই বইটিতে সঙ্গীতের ধারাবাহিক রূপান্তর প্রসঙ্গে আলোচনা করা আছে। যারা সঙ্গীত বিষয়ে আগ্রহী এবং বিশেষভাবে পাশ্চাত্য পদ্ধতি অনুসারী, আশা করি এই বইটি তাদের কাজে লাগবে। এই গ্রন্থের বক্তব্যই শেষ কথা নয়, কারণ আগামী দিনে সঙ্গীত আরও রূপান্তরিত হবে।..........................
বইমেলায় সুচেতনার ঠিকানা স্টল নং ২০৬
(২ নম্বর গেট ও হল নং ২ এর কাছে)
087775 38695