01/02/2023
সমুদ্র বা গঙ্গাবক্ষে বালির চর ধরে একনাগাড়ে একটা পাখির পিছনে ধেয়ে যাওয়ার মধ্যে যে কি অদ্ভুত মোহগ্রস্ততা আছে সাধারণ মানুষ তা বুঝবে না! কিন্তু এই নেশা যে একবার চেখে দেখেছে, তার পক্ষে বেরিয়ে আসা কঠিন। একজন পোড়খাওয়া শিকারি শুধুই ছুটে চলে এই নেশার লোভে, পাখির লোভে বিশেষ নয়। কিন্তু কখনো বা এই পাখির হাতছানি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর, আমাদের স্বাভাবিক বোধবুদ্ধির সমান্তরাল জগতের বাইরের এক অদৃশ্য, অবচেতন জগতের অভিমুখে। হয়ত বা সেই পথেই ছুটে চলেছে আমাদের আজকের গল্পের কথক। আমাদের সাথে পাড়ি দিন সেই জগতে, নিজের বর্তমান আর অবর্তমান কে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে......
গল্প : অবর্তমানলেখক : বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলসিরিজ : ছোটগল্পকণ্ঠ : অর্ণব বসু রায়সূত্রধর : অভিষেক জাসুঅডিও...