14/04/2024
শুভ নববর্ষ
কুশাংকুর অনুষ্ঠানে প্রদীপ চ্যাটার্জী এর ডাকে , "নরেশ যাবে?" , প্রায় আট বছর পর কোনো সাহিত্য সভায় আবার , আমার ছবি হয় না প্রায় , কারণ আমি অন্যের ছবি তুলি , জয়ন্ত পাঠক দা ছবি তুলে দিলেন , আমার দায়িত্ব সেই ছবি ফেসবুক এ দেওয়া, কাল এক অদ্ভুত বর্ষ বরণ হলো, একটা বছর পুছে গেলো জীবন থেকে আর এক বছরের আগমন হলো , ঠিক বোঝার আগেই , সব শেষ বা আবার সব শুরু ?
সাহিত্যের হাত ধরলে হয়তো এই সমাজ আর একটু ভালো থাকতো , যদি আমরা বুঝতাম , অক্ষর গুলোর মানে।
যুদ্ধ চলছে পৃথিবী জুড়ে , মানুষ এখনো চেষ্টা করছে ভুল করার , শুন্যের আগে এখনো শুন্য কেউ বসাচ্ছে না তার আগে এক ,
স্বপ্ন বিহীন বাস্তবের ঘরে ষাট দশকের কবিতা কে মনে হয়, আজকের কবিতা , বাস্তবের কিছু বদলায় নি,
আমাদের দেশে রাজনীতি এখনো শূন্যতে, তাই কত মাথা ব্যথা । কত সেটিং, তাও কাজ করবে না।
এই ভাবে কত মানুষ মারা যান , বিচার বিহীন , যোগ্যতা একটা পদ পায় না , সুযোগ পায় না , এই ভাবে অক্ষর গুলো হারিয়ে যায় , বাস্তবের ভিড়ে , সাহিত্য মারা যাবে বলে প্রস্তুত , কিছু মানুষ এখনো লড়ছেন , তাই সমাজ এখনো বেঁচে থাকার লড়াইয়ে আছে।
হারবেন এটা নিশ্চিত , লড়বেন না তা বলে ?
নরেশ জৈন