সাজ্যোতি

সাজ্যোতি Take love from সাজ্যোতি Family�

10/03/2024

গত বছর এই মাসে আমাদের বিয়ে হয় । হাসবেন্ডের ল্যাপটপে কাজ করতে গিয়ে ২০২১ সালের ফোল্ডার নজরে পরে যেখানে তার এক্স এর সাথে টুরে যাওয়ার কিছু ছবি ছিলো🙂।

কিসিং পিক,হাগ করা পিক,এক বেডরুমে পিক /ভিডিও। যাইহোক, ৮ মাসের প্রেগন্যান্ট অবস্থায় এমন কিছু দেখবো বা এরকম কষ্ট টা আল্লাহ আমাকে দিবে ভাবিনাই। অতীত থাকতেই পারে কিন্তু এরকম অতীত জানতে তো চাইনি কখনোই।খুব কষ্ট হয় চোখের সামনে ছবিগুলো ভাসে বার বার।

হাসবেন্ড আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার এই অতীত ইদানিং আমাকে মানসিক ভাবে খুব পেইন দিচ্ছে।

:পরামর্শ চাই দয়াকরে জানাবেন কিভাবে নিজেকে মেন্টালি স্ট্রং করতে পারি যাতে অনাগত বা'চ্চাটার ক্ষ'তি না হয়।
নোট:এটা আমার জীবনের গল্প নয় আমারই পরিচত জনএক বিবাহিত আপুর জীবনের গল্প। 🙏🥴

05/03/2024

কিছুক্ষণ ফেইসবুক অফ থাকার জন্যে, যে পরিমাণে পা'গল হয়েছো এর অর্ধেক তো আমার জন্যে হলেও পারতে!🙂

05/03/2024

ফেসবুকের সমস্যার কারনে যে মানুষটা আপনারে কল দিছে আপনি তার কাছের মানুষ!

25/02/2024

আজ শবে বরাত, ক্ষমা ও রহমতের রাত। আসুন আমরা সকলে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, রিজিক প্রার্থনা করি এবং দোয়া-দরুদে রাত জাগিয়ে কাটাই।

10/01/2024

এতো কিছু পাওয়ার এই দুনিয়ায় সব কিছু কঠিনের মধ্যেও তুমি আমার শেষ ভরসার জাগয়া।💙
#সাজ্যোতি
#সাজ্যোতি

06/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"
মুশফিকুর রহমান আশিক

02/01/2024

কবিতা :প্রযত্নে
তারপর কাছাকাছি বসে ফিসফিস করে বলতে ইচ্ছে করে;
'ভালোবাসি তো' এবার ঘুমিয়ে পড়ো।
Salman Habib
কন্ঠে: #সাজ্যোতি
#সাজ্যোতি

আসসালামু আলাইকুম। শুভ সকাল! 🌿☘️🌿আজকে সারাটাদিন সবার শুভ ও কল্যাণময় হোক!💙
15/12/2023

আসসালামু আলাইকুম।
শুভ সকাল! 🌿☘️🌿
আজকে সারাটাদিন সবার শুভ ও কল্যাণময় হোক!💙

26/10/2023

Project

30/09/2023

ভাইরে ভাই -
সবাই যে বললো সাকিব রে নাকি টাকা দিলে বিয়েতে লেহেঙ্গা পরেও নাচানাচি করবে, এটা কতটুকু সত্য?

25/09/2023

ভাবছিলাম বিয়াত্তা হলেই জামাই আমাকে নিয়ে হুটহাট ঘুরতে যাবে-
অথচ!
একশো কোটি বছর ধরে কোথাও ঘুরতে যাই না!🥴😔
#সাজ্যোতি

24/09/2023

আমার মৃত্যুর কিছুদিন পরই চলনের নিয়মে
তুমি পা বাঁড়াবে নতুন কোনো সম্পর্কে
ব্লু বেইজধারী নিট এন্ড ক্লিন ভাবে-
আমার জন্য তোমার কিছুই হয়তো আটকে থাকবে নাহ-
কিন্তু তবুও তার কিছুদিন পর,
হয়তো টের পেতে পারো কোনো রাতে
দামী বিছানা ও কটমটে লাগছে কেমন য্যানো
আমার কথা, কবিতার মতো স্পষ্ট নয় কোনো কিছুই,
নয় আমাদের প্রেমের মতো অবাধ ও,
সম্পর্কের চেয়ে কাঁটাতারই বেশি মনে হতে পারে।
ঘোলাটে কনভার্সেশনের বন্দিত্বে তুমি আবিষ্কার করবে
নিজের ভেতর তুমি নিজে এক অদ্ভুত বঞ্চিত,
বাহুতে আবদ্ধ তবু আকাশস্পর্শী ফারাকের হাঁহাকার।
মধ্যরাতে এক প্রেমহীন হাতে অনুদিত হবে তোমার শরীর,
আফসোসে ঝলসে যাবে তোমার অজস্র রাত
রন্ধ্রে রন্ধ্রে আমার এভসেন্স বেজে উঠবে,
আশ্চর্যান্বিত চোখে দেখবে
ভালোবাসা, আর ভালোবাসার মানুষ মরে গ্যালে কতোটা কালোও হতে পারে প্রভাত।
হয়তো আমাকে খুঁজতে যাবে কোনওদিন
আফসোস আরো তীব্র হবে তোমার
কিন্তু আমাকে খুঁজে পাবে না আর।
আমার কবরস্থানের একমাত্র চিহ্ন সাদাজবা গাছটাও
মরে গিয়ে মাটির সাথে মিশে গ্যাছে ততোক্ষণে।

23/09/2023

আমর জামাই Saniat Ahmmed আমাকেও নিয়ে যাই কাশবাগানে- ফুল থাকে না যেই সিজনে!😵‍💫😵
#সাজ্যোতি

শোকর আলহামদুলিল্লাহ, গতকালের ছোট বাচ্চাটি জীবন যুদ্ধে সার্ভাইব করেছে। গতকাল থেকে মাথা নেমে এই দৃশ্য কোনভাবে ভুলতে পারছিল...
22/09/2023

শোকর আলহামদুলিল্লাহ,
গতকালের ছোট বাচ্চাটি জীবন যুদ্ধে সার্ভাইব করেছে। গতকাল থেকে মাথা নেমে এই দৃশ্য কোনভাবে ভুলতে পারছিলাম না, খোদাকে বারবার বলছিলাম এই মাছুম বাচ্চা চোখ মেলে কিছুই দেখল না। এরে বাচিয়ে দেওয়া কি যায় না। আলহামদুলিল্লাহ বাচ্চাটি বেঁচে গেছে।

বাচ্চা টাকে তোলার পর আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

শিশুটিকে উদ্ধারকারী তৃতীয় লিঙ্গের বৃষ্টি নামে একজন ও আমেনা। তারা বলেন, শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে উঠাই।

ধন্যবাদ তাদের সবাইকে যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতোকিছু করেছেন
এরাই হিরো, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন 🖤

লেখা ও ছবি : সংগৃহীত
আলহামদুলিল্লাহ ❤️

আহারে জীবন 😢ফিরোজের এক রুমমেট বলেন, রাত ১০টার পরে সে রুমে আসে। তার জন্য তার টেবিলে খাবার রাখা ছিল। আমি তাকে বলি, খাবার ত...
21/09/2023

আহারে জীবন 😢
ফিরোজের এক রুমমেট বলেন, রাত ১০টার পরে সে রুমে আসে। তার জন্য তার টেবিলে খাবার রাখা ছিল। আমি তাকে বলি, খাবার তো নষ্ট হয়ে যাবে। খাবার খেয়ে নে। সে বলে, খামু। এরপর সে অযু করে এসে নামাজ পড়েছে। নামাজ শেষে সে তার টেবিলে বসলো। আমরা ভেবেছি, সেweww হয়ত পড়তে বসেছে। এরপর আমরা রুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। এরপর সে বের হয়ে যায়। এ সময় তার বেডমেট জিজ্ঞেস করলো, কই যাস? তখন সে বলে আসতেছি।

‘এর অল্প সময় পর আমরা খবর পাই, বিজয় একাত্তর হল থেকে কেউ একজন নিচে লাফ দিছে। এটা শুনার সঙ্গে সঙ্গে আমি শোয়া থেকে ওঠে পড়ি। যেহেতু ফিরোজ শেষ কিছুদিন ধরে একটু ডিপ্রেসড ছিল, তাই আমি সবাইকে বলি, ফিরোজ কই? দেখি, রুমে ফিরোজ নেই। এরপর আমরা সবাই দৌড় দিয়ে বিজয় একাত্তরের সামনে আসি। তৎক্ষণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আমরা হাসপাতালে এসে দেখি, ফিরোজই।’

ফিরোজের বেডমেট মাসুম বিল্লাহ বলেন, আমি লাইব্রেরি থেকে যখন রুমে আসি এর কিছুক্ষণ পর ফিরোজ রুমে আসে। সাড়ে ১০টার দিকে সে সবাইকে বলছে, তোরা কেউ আমার কাছ থেকে কোনো টাকা পাস কি-না বল। এমনকি দুই টাকা হলেও বল। আমি দিয়ে দিতে চাই। পেলে এখনই বল। এর কিছুক্ষণ পর সে মানিব্যাগ এবং মোবাইল রেখে রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন আমি বলি, কই যাচ্ছিস? সে বলে আমি একাত্তর হলে যাচ্ছি, একটু কাজে। এরপর আমি আর কিছু জিজ্ঞেস করিনি।

সূত্র : দৈনিক বাংলা

09/09/2023

ইচ্ছা করতেছে রাগ করে আমার জামাইয়ের ফোনটা ভেঙে ফেলি! 😿

09/09/2023

এই মানুষটাকে আমি যত দেখতেছি ততই অবাক হচ্ছি। গত মাসের ৩০ তারিখে আমি অসুস্থ হয়ে হস্পিটালে ভর্তি হওয়ার পর থেকে মানুষটার ভিতরে একজন অতি সাংসারিক পুরুষ মানুষ খুজে পেয়েছি রান্না থেকে শুরু করে বাসার সকল কাপড় ধোয়া বাসা গোছানো সবই একা হাতে করেছে সে ইভেন গতকাল সারাদিন অফিস করে এসে রাতে আমাকে রুটি পর্যন্ত বানিয়ে খাইয়েছে নিজের হাতে।
ভালবাসি Saniat Ahmmed তোমাকে।
ঠিক এমন ভাবেই আমার পাশে থেকো সবসময়।

01/09/2023

সারাদিন এইগুলাই দেখে মোবাইল এ!!!

29/08/2023

আহারে বেচারা

26/08/2023

মানুষ যত যত্ন নিয়ে ঠকায়,এতটা যত্ন নিয়ে ভালোবাসলে কি ক্ষতি হত!

24/08/2023

এদিকে আয়ুকালের একেকটা তারা খসছে আর আমি এখনো ভেবেই যাচ্ছি সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে!

-ঠিক কতদিন!
ঠিক কতদিন! অপেক্ষা করলে একদিন সব অস্থিরতা কেটে যাবে!

22/08/2023

আমারে তুমি ভালোবাসো না মানেই
"Nobody loves me".

20/08/2023

মানুষের দুঃখ- আকাশ খচিত একটা নক্ষত্রের চেয়ে সুবিশাল!

অথচ অন্ধকার রাতে, কাঁচ দেয়ালের ওপাশে জোনাকি হওয়ার তীব্র অসুখ ছেয়ে আছে বুকে।

18/08/2023

রুমে শুয়ে শুয়ে জীবনে সফল হওয়ার কয়েকটা আইডিয়া দেন..

13/08/2023

বউ চায় আমি যেন লাখ টাকা ইনকাম করি,
কিন্তু সন্ধ্যার পর Free থাকবো, এবং তাকে সময় দিব আবারও শুক্র শনি ঘুরতে যাবে।
মাসে একবার দেশের বাইরে ট্যূর দিতেই হবে..........

02/08/2023

যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পড়ে যেতে দেন না, আপনি কি করে ভাবলেন সেই রব আপনাকে একা ছেড়ে দিবেন! সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবে; ইনশাআল্লাহ্!'🖤

26/07/2023
এত্ত বড় আকাশ!!! অথচ এত্ত বড় আকাশের নিচের মানুষ গুলা কেউ কারো না-
15/07/2023

এত্ত বড় আকাশ!!! অথচ এত্ত বড় আকাশের নিচের মানুষ গুলা কেউ কারো না-

Address

Ghattia
Sarangpur
465687

Telephone

+8801888740826

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাজ্যোতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Sarangpur

Show All

You may also like