Rintu Ghosh

Rintu Ghosh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rintu Ghosh, Digital creator, sutragarh krishna kali tala Street, santipur, nadia, Santipur.

18/05/2023

"সুদিন"কাছে এসো ভালোবাসি একসাথে সবকিছুই,এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সেজে আমার জন্মভূমি, শ্রী ধাম শান্তিপুর এই দেশ টাই দেখতে চাই যেখানে বাঁচবে মানুষ বাঁচবে বাঁচার মতো।নবজাগরণ খাদ্য অভিযানের চিত্র যা ৩৬৫ দিন আপনাদের সুবাদে উনাদের অন্ন দিতে পারি, আর মুখে হাসি ফোটাতে একফোঁটা। আসুন আমরা গড়ে তুলি নতুন পৃথিবী।

বড়গোস্বামী পাড়া বনকুঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর্বিভাব দিবসে প্রতিচ্ছবি কবিপ্রণামে, প্রতিচ্ছবি পরিবারের তরফ থেকে...
09/05/2023

বড়গোস্বামী পাড়া বনকুঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর্বিভাব দিবসে প্রতিচ্ছবি কবিপ্রণামে, প্রতিচ্ছবি পরিবারের তরফ থেকে নবজাগরণ পরিবার কে সম্মান প্রদান উপস্থিত নবজাগরণ পরিবারের কোষাধ্যক্ষ সৌরভ ঘোষ ( রিন্টু) ও মোহিন ভট্টাচার্য এবং কবি গুরুর প্রতি শ্রদ্ধা প্রণাম নবজাগরণ পরিবারের পক্ষ থেকে❤️🙏
#২৫শে_বৈশাখ

নৃত্য কলা ড্যান্স একাডেমির বার্ষিক নৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর নবজাগরণ পরিবার। নবজাগরণ পরিবার কে সংবর্ধিত কর...
29/12/2022

নৃত্য কলা ড্যান্স একাডেমির বার্ষিক নৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর নবজাগরণ পরিবার। নবজাগরণ পরিবার কে সংবর্ধিত করা হলো এই মঞ্চ থেকে নৃত্য কলা ডান্স একাডেমী পক্ষ থেকে,এত সুন্দর অনুষ্ঠান করার জন্য নৃত্য কলা ড্যান্স একাডেমি কে ও কর্ণধার টুম্পা ইন্দ্র দেবনাথ কে,ধন্যবাদ জানাই শান্তিপুর নবজাগরণ পরিবারের তরফ থেকে।

এবার কালীপূজা মানবিক ও উৎসবে ওরাও হাসুক । আজ শান্তিপুর মাতা আগমেশ্বরী পুজা পরিষদ এর পক্ষ থেকে তাদের মানব বন্ধন কর্মসূচি ...
23/10/2022

এবার কালীপূজা মানবিক ও উৎসবে ওরাও হাসুক ।
আজ শান্তিপুর মাতা আগমেশ্বরী পুজা পরিষদ এর পক্ষ থেকে তাদের মানব বন্ধন কর্মসূচি আজ পালন করলো, আগমেশ্বরী মাতা পুজা পরিষদের মানবিক সহযোগীতা আমাদের নবজাগরণ কে প্রদান করেছিলো নতুন বস্ত্র ও আজ আমাদের নবজাগরণ পরিবার কে সম্মানিত করলেন তারা,ভালোবাসার মানুষ কে আজ মায়ের পুজোর শুরুর আগেই আমরা মাতা আগমেশ্বরী পুজা পরিষদের মূল্যবান সহযোগীতা পৌঁছে দিলাম তাদের কাছে,আমাদের নবজাগরণ এর পাশাপাশি আরো সংস্থা দের নতুন বস্ত্র প্রদান করেছেন ও সম্মানিত করেছেন।ধন্যবাদ জানাই মাতা আগমেশ্বরী পুজা পরিষদ কে তাদের এই মানবিক প্রয়াস এর জন্যে এইভাবেই উৎসব হোক সবার।

বর্নপরিচয়ের স্রষ্টা পন্ডিত ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর আর্বিভাব  দিবসে  শতকোটি প্রনাম নবজাগরণ পরিবারের তরফ থেকে।
26/09/2022

বর্নপরিচয়ের স্রষ্টা পন্ডিত ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর আর্বিভাব দিবসে শতকোটি প্রনাম নবজাগরণ পরিবারের তরফ থেকে।

শান্তিপুর বড়োগোস্বামী পাড়া নিবাসী স্বর্গীয়া পূর্ণিমা গোস্বামী যিনি শান্তিপুর ৪ নং ওয়ার্ডের পৌরমাতা ছিলেন,তার সততা, তার ক...
26/09/2022

শান্তিপুর বড়োগোস্বামী পাড়া নিবাসী স্বর্গীয়া পূর্ণিমা গোস্বামী যিনি শান্তিপুর ৪ নং ওয়ার্ডের পৌরমাতা ছিলেন,তার সততা, তার কাজ সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছিলো,আজ তারই মৃত্যু বার্ষিকী পালন করলেন তার সুযোগ্য কনিষ্ঠ পুত্র তুষার গোস্বামী ও ৪ নং ওয়ার্ডের বর্তমান পৌরমাতা পলি গোস্বামী তার পুত্রবধূ।

নবজাগরণ উৎসবে ওরাও হাসুক কর্মসূচী তে এবার এগিয়ে এলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পলি গোস্বামী ও তার স্বামী তুষার গোস্বামী বহু ভালোবাসার মানুষ দের উৎসবের আগে নতুন বস্ত্র দিয়ে তাদের পাশে থাকলেন,তাদের মা কে চিরস্মরণীয় করে তাদের মায়ের আবার সেই মানবিক কাজ গুলোকে আবার স্মৃতিচরণ করিয়ে বাঁচিয়ে রাখলেন।কুর্নিশ আপনাদের, কুর্নিশ আপনাদের মানসিকতা কে।

ওদের গাড়িতে মরচে পড়েছে, পেটেতে পড়ছে টানওদের জন্যে কেউ তো ভাবুক করুক একটু সম্মান।উৎসবে ওরাও হাসুক 🥰🥰🥰🥰🥰আমি এই সমাজে তাদের...
26/09/2022

ওদের গাড়িতে মরচে পড়েছে, পেটেতে পড়ছে টান
ওদের জন্যে কেউ তো ভাবুক করুক একটু সম্মান।
উৎসবে ওরাও হাসুক 🥰🥰🥰🥰🥰

আমি এই সমাজে তাদের কথা বলছি যারা রিকশা চালায়,তারা এখনো সেই সম্মান বা প্রাপ্য মজুরি পায় না,তার মধ্যে আধুনিকতার যুগে রিকশা তো প্রায় মুছেই গেছে বিলুপ্তের পথে,যাদের এই জীবিকা প্রায় ৩০ বছর ধরে চলে আসছে তারা এখনো এই পেশার সাথে যুক্ত,কেউ বা আর্থিক কারণে আধুনিকতার সাথে যানবাহন কিনতে পারে নি,কেউ বা তার পেশাকে ভালোবেসে তা আর সম্ভবপর হয় নি তা, বদলানোর, সমাজে সব কিছু প্রয়োজন আধুনিক সমাজে যেমন দ্রুতবাহী যানবাহন প্রয়োজন,তেমন এই হাতে টানা রিক্স্রা বা রিক্সা গাড়ি প্রয়োজন, আপনারা রিক্সায় উঠুন, তবে উনাদের উনুনে ভাত চড়বে,ঐতিহ্য কে বাঁচিয়ে রাখুন।
আজ শান্তিপুর নবজাগরণ এর সদস্য বৈষ্ণব পাড়া নিবাসী সন্দীপ নাথ ও নবজাগরণ এক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় সেই সমস্ত ভালোবাসার মানুষ যারা ভ্যান,রিকশা গাড়ির চালক তাদের সম্মান জানালাম,উৎসবের আগে নতুন বস্ত্র দিয়ে,সেই সঙ্গে বার্তা রাখলাম সমাজে এই রিকশা প্রয়োজন তাদের সম্মান করুন তাদের বাঁচান।

উৎসবে ওরাও হাসুক নবজাগরণ শারদ উৎসব উপহার।গতকাল ২২ শে সেপ্টেম্বর ছিলো,আমাদের নবজাগরণ পরিবারের প্রতিষ্ঠা দিবস,২০১৫ সালের ২...
23/09/2022

উৎসবে ওরাও হাসুক নবজাগরণ শারদ উৎসব উপহার।

গতকাল ২২ শে সেপ্টেম্বর ছিলো,আমাদের নবজাগরণ পরিবারের প্রতিষ্ঠা দিবস,২০১৫ সালের ২২ সেপ্টেম্বর আমরা নবজাগরণ স্থাপন করেছিলাম,সেই উপলক্ষে একটা গতকাল চড়ুইভাতি আয়োজন করা হয়,বিশেষ কারণ বশত ওটা আমরা ক্যানসেল করি,তাই আজ ঐ টাকায় চড়ুইভাতি সংগৃহীত টাকায় একটা পরিবারের মুখে হাসি ফোটালাম,শান্তিপুর সূত্রাগড় অঞ্চলে সূত্রধর পাড়া নিবাসী কানু দা যিনি টলি চালায় আর ভাঙাচুরা বিক্রি করেন উনার স্ত্রী লোকের বাড়ি কাজ করেন,বড়ো সংসার তাদের, তিন ছেলে মেয়ে স্বামী স্ত্রী, পুজো আসলেই প্রতি বছর উনাদের নিয়ম করে আমরা উৎসব উপহার দি,এই শারদ উৎসব যা ব্যতিক্রম হলো না,উৎসবে সবাই হাসুক এটাই চাই। আসুন আমরা নবজাগরণ ঘটাই গড়ে তুলি নতুন পৃথিবী।আপনিও পাশে থাকুন নবজাগরণ শারদ উৎসবের।

উৎসবে ওরাও হাসুক, উৎসব হোক সবার।।।।।।।।আজ চারিদিকে সাজো সাজো রব, উৎসব মুখর দিনগুলোয় আলোর রশ্নির ছোঁয়ায় অন্ধকার কেনো ঘিরে...
23/09/2022

উৎসবে ওরাও হাসুক, উৎসব হোক সবার।।।।।।।।

আজ চারিদিকে সাজো সাজো রব, উৎসব মুখর দিনগুলোয় আলোর রশ্নির ছোঁয়ায় অন্ধকার কেনো ঘিরে থাকবে ওদের জীবনে।
আমরা নবজাগরণ পরিবার ডাক দিয়েছি এবার নতুন জামা পড়ে উপভোগ করুক উৎসব তারা,যাদের শরীরে নতুন বস্ত্র জোটে না।

সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পুজোর দিন গুলোয় আনন্দে মাটুক।আসুন আমরা গড়ে তুলি নতুন পৃথিবী।
শান্তিপুর নবজাগরণ অন্যতম শুভাকাঙ্ক্ষী রুপা সিংহ ও সীমা বিশ্বাস দাস মায়েদের শাড়ি দিয়ে মানবিক ভাবে এগিয়ে এলেন উৎসবের আগে অন্ধাকার থেকে আলোর দিশা দেখাতে। আপনিও পাশে থাকুন।আসুন আমরা গড়ে তুলি নতুন পৃথিবী ঘটাও নবজাগরণ।

শান্তিপুর আগমেশ্বরী তলা নিবাসী শোভন নন্দী আজ তার স্ত্রী মৌসুমি নন্দীর জন্মদিন পালন করলেন মানবিক ভাবে নবজাগরণ খাদ্য অভিযা...
23/09/2022

শান্তিপুর আগমেশ্বরী তলা নিবাসী শোভন নন্দী আজ তার স্ত্রী মৌসুমি নন্দীর জন্মদিন পালন করলেন মানবিক ভাবে নবজাগরণ খাদ্য অভিযানের মাধ্যেমে ভালোবাসার মানুষ দের আহার দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে।

22/09/2022

অচেনা শহরে❤️😌

Send a message to learn more

Address

Sutragarh Krishna Kali Tala Street, Santipur, Nadia
Santipur
741404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rintu Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Santipur

Show All

You may also like