inscript.me Reads

inscript.me Reads Individuals belonging to diverse backgrounds unite here, exchange ideas, explore genres, and attempt to see the world in a new light.
(7)

২০১৩ সালে বাংলা বর্ষবরণের আনন্দে সমগ্র বাঙালি ছিল মাতোয়ারা৷ সেদিন একটা ই-মেল হাতে পেয়ে বাংলার কয়েক হাজার সংবাদকর্মীর মাথায় বিনা মেঘে বজ্রপাত হয়৷ একটা সাদা কাগজের লেজার প্রিন্টারে ছাপা কয়েকটা অক্ষরে মুহূর্তের মধ্যে কর্মহীন হয়ে পড়েন হাজার হাজার সাংবাদিক, অসাংবাদিক বন্ধু৷

প্রায় একযুগের সাংবাদিকতায় এমন দিন দেখতে হবে, তা আমাদের কাছে ছিল কল্পনার অতীত৷ দিশাহীন অবস্থায় প্রায় প্রত্যেকের পথে বস

ার পরিস্থিতি সৃষ্টি হয়৷ এক এক করে বাংলাবাজারের অনেক সংবাদপত্র, বৈদ্যুতিন সংবাদমাধ্যমে নেমে আসে কালোছায়া৷ সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার কোন পথ খোলা ছিল না৷ মাথায় সূর্যের তেজ নিয়ে হাজার হাজার কর্মহীন সংবাদকর্মী, আমাদের সাংবাদিক বন্ধুরা একটা কাজ জোটাতে পারেনি৷

কারণ, বাস্তবটা ছিল বড়ই জটিল৷ ইচ্ছে থাকলেও, কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেনিন৷তাই, শুধুই প্রতিশ্রুতি, আশার কথা শুনে রাতের পর কেটেছে৷ এমনই আমরা কয়েকজন একটা দিশা খোঁজার চেষ্টা করেছি৷ হাতে হাত মিলিয়ে কিছু একটা করার ভাবনা শুরু করি৷ কিন্তু, প্রায় প্রত্যেকের পকেট তখন গড়ের মাঠ!

তবু, অদম্য ইচ্ছাশক্তি থেকেই যাত্রা শুরু করি ঘুরে দাঁড়ানোর৷ আর তা থেকেই ‘কলকাতা24x7’ গড়ে তোলার পরিকল্পনা৷ ঘুরে দাঁড়ানোর একটা প্রয়াস৷ যে প্রয়াসে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ কেউ কেউ মনোবল বাড়িয়ে ‘‘কলকাতা24x7’ আত্মপ্রকাশে সহযোগিতা করেছেন৷ এমন কিছু মানুষের সাহায্যে আজ আমরা আলোর পথ পেয়েছি, যাদের সঙ্গে সংবাদমাধ্যমের কোন সম্পর্ক নেই৷

আজ আমাদের পথচলা শুরু৷ শুধু কলকাতা বা বাংলা নয়, দেশের মধ্যে প্রথম বাংলা নিউজ পোর্টাল ‘‘কলকাতা24x7’৷ আমরা আগামিদিনে এগিয়ে যেতে চাই, শুধু চাই আপনার-আপনাদের সহযোগিতা ও সাহায্য৷এই পথচলা শুরুতে যাঁরা আমাদের সঙ্গে রয়েছেন, থেকেছেন তাঁদের ধন্যবাদ জানাই৷ আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা থাকব আপানার সঙ্গে৷ ২৪ ঘণ্টা৷ সব সময়!

Address

146 CG Block, Sector-II
Salt Lake City
700091

Alerts

Be the first to know and let us send you an email when inscript.me Reads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to inscript.me Reads:

Share


Other Media/News Companies in Salt Lake City

Show All