Bmt Fatong

Bmt Fatong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bmt Fatong, Gaming Video Creator, Sabroom.

তাঁর ক্রিকেটের ভক্ত অগণিত সমর্থক। কিন্তু মাঠের বাইরেও যে ঋষভ পন্থের এত অনুরাগী রয়েছেন, সেটা প্রথম বার জানা গেল। শনিবার প...
16/06/2024

তাঁর ক্রিকেটের ভক্ত অগণিত সমর্থক। কিন্তু মাঠের বাইরেও যে ঋষভ পন্থের এত অনুরাগী রয়েছেন, সেটা প্রথম বার জানা গেল। শনিবার পন্থ নিজেই জানালেন, ইউটিউবে তাঁর ‘সাবস্ক্রাইবার’-এর সংখ্যা এক লক্ষ পেরিয়েছে। সেখান থেকে প্রাপ্ত অর্থ তিনি ভাল কোনও কাজেই দান করবেন।

সেই মিম সমাজমাধ্যমে পোস্ট করেন আমেরিকার ক্রিকেটার জসকরণ মলহোত্র। তিনি ২০২২ সালের পর দেশের হয়ে আর খেলেননি। নিজের পোস্টে এ...
15/06/2024

সেই মিম সমাজমাধ্যমে পোস্ট করেন আমেরিকার ক্রিকেটার জসকরণ মলহোত্র। তিনি ২০২২ সালের পর দেশের হয়ে আর খেলেননি। নিজের পোস্টে একটি হাসির ইমোজি দেন তিনি। জসকরণের এই কাজ ভাল ভাবে নেননি আমেরিকার এ বারের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটার আলি খান। তিনি সেই টুইটের নীচে লেখেন, “আমি কখনওই আমার এক প্রাক্তন সতীর্থের কাছে এই কাজ আশা করিনি। অন্য ক্রিকেটারের প্রতি হিংসা ভাল নয়। তোমার কাছে এই অপেশাদারিত্ব আশা করিনি।” তার পাল্টা জবাব দেন জসকরণ। তিনি লেখেন, “তোমাকে একটা কথা বলি। আমার পুরনো পোস্ট পড়ে দেখ ভাই। কী ভাবে তোমাকে ও তোমার দলকে আমি সমর্থন করেছি।”

জসকরণ আমেরিকার হয়ে ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে এক ওভারে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন। এক দিনের ম্যাচে তিনি দ্বিতীয় ক্রিকেটার যিনি এক ওভারে ছয় ছক্কা মেরেছেন। কিন্তু ২০২২ সালের পর থেকে আর আমেরিকার জাতীয় দলে জায়গা পাননি তিনি।

👉❤️❤️বিয়ের চার বছরের মধ্যে দাম্পত্যে ফাটল হার্দিক-নাতাশার। নিজের পদবি থেকে আচমকাই ‘পাণ্ড্য’ ফেলে দিতেই যেন আরও বেশি জোরা...
14/06/2024

👉❤️❤️বিয়ের চার বছরের মধ্যে দাম্পত্যে ফাটল হার্দিক-নাতাশার। নিজের পদবি থেকে আচমকাই ‘পাণ্ড্য’ ফেলে দিতেই যেন আরও বেশি জোরালো হয় বিচ্ছেদের জল্পনার।

যদিও এ ক্ষেত্রে নেটাগরিকদের এক পক্ষের দাবি, হার্দিক নাকি স্ত্রীকে খাড়া করে আইপিএলে খারাপ ফলের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। চলছে চাপানউতর। সমাজমাধ্যমে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সেই জল্পনায় ঘৃতাহুতি দিচ্ছেন নাতাশা। এ বার ফের একটি পোস্ট, সেখানেই তিনি ‘অপেক্ষা করার’ কথা উল্লেখ করলেন। এখন প্রশ্ন, এই কথা বলে তিনি কী ইঙ্গিত দিতে চেয়েছেন?

বুধবার আমেরিকা বল করার সময় তিন বার দু’টি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়। সেই কারণে ভারতীয় দলকে ৫ রান দেওয়া হয় পেনাল্...
13/06/2024

বুধবার আমেরিকা বল করার সময় তিন বার দু’টি ওভারের মাঝে ১ মিনিটের বেশি সময় নেয়। সেই কারণে ভারতীয় দলকে ৫ রান দেওয়া হয় পেনাল্টিতে। ফলে ভারতের লক্ষ্য ১১১ রান হলেও ভারতীয় ব্যাটারেরা করেন ১০৬ রান। বাকি ৫ রান পেনাল্টিতে পেয়ে যায় ভারত।

পাকিস্তানকে হারিয়েও বেরিয়ে পড়েছে ভারতের ব্যাটিংয়ের খারাপ হাল। বোলারেরা না থাকলে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হত রোহিত ...
12/06/2024

পাকিস্তানকে হারিয়েও বেরিয়ে পড়েছে ভারতের ব্যাটিংয়ের খারাপ হাল। বোলারেরা না থাকলে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হত রোহিত শর্মাদের। বুধবার প্রতিপক্ষ আমেরিকা। চলতি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে আমেরিকা। তাই তাদের হালকা ভাবে নিতে পারবে না ভারত। আমেরিকাকে হারাতে পারলেই সুপার ৮-এ এক পা দিয়ে দেবেন রোহিতেরা। তাই আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দলে জোড়া বদল হতে পারে।

10/06/2024

খেলlতা খুব সুন্দর হলোll

👉❤️❤️পাকিস্তানকে আরও এক বার বিশ্বকাপে হারাল ভারত। নিউ ইয়র্কে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে যান রোহিত শর্মারা। পাকিস্ত...
10/06/2024

👉❤️❤️পাকিস্তানকে আরও এক বার বিশ্বকাপে হারাল ভারত। নিউ ইয়র্কে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে যান রোহিত শর্মারা। পাকিস্তানের পেসারদের দাপটে ১৯ ওভারে ১১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। একটা সময় দেখে মনে হয়েছিল ভারত হেরে যাবে।❤️ কিন্তু বোলারেরা জিতিয়ে দিলেন দলকে। ❤️৬ রানে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেলেন রোহিতেরা।

10/06/2024

পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১১৯ রান পুঁজি ছিল ভারতের। মাত্র তিন জন ভারতীয় ব্যাটার দু’অঙ্কের রান পেরোতে পেরেছেন। তার মধ্যে ঋষভ পন্থের ৪২ রান খুবই গুরুত্বপূর্ণ। সেটি না হলে ভারত একশোর গন্ডিও পেরোয় না। তিনে নেমে পন্থকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা ভাল ভাবেই পালন করেছেন। বিরাট কোহলিকে শুরুতে হারানোও প্রভাব ফেলেনি।

08/06/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

08/06/2024
ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে গতকাল পাকিস্তানকে টি২০ ক্রিকেট বিশ্বকাপে হারিয়ে দিয়েছে নবাগত আমেরিকা। সেই জয়ে অত্যন্ত গুরুত...
08/06/2024

ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করে গতকাল পাকিস্তানকে টি২০ ক্রিকেট বিশ্বকাপে হারিয়ে দিয়েছে নবাগত আমেরিকা। সেই জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় বংশোদ্ভূত বোলার সৌরভ নেত্রভালকরের। বাঁহাতি এই পেসার সুপার ওভারে পাকিস্তানকে আটকে রেখেছিলেন। এর আগে ম্যাচও দুর্দান্ত বল করেছিলেন তিনি। তবে এই নেত্রভালকরকে পেশাদার ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার। পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত খেলা এই মারাঠি পেসার বর্তমানে ওব়্যাকলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, সৌরভ নরেশ নেত্রভালকর ওব়্যাকলের টেকনিকাল স্টাফের প্রিন্সিপাল সদস্য।

আয়ারল্যান্ড ম্যাচের পরে সাজঘরে এই পুরস্কারের ঘোষণা করেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি বলেন, “বিশ্বকাপ ফিরে এসেছে মানেই...
06/06/2024

আয়ারল্যান্ড ম্যাচের পরে সাজঘরে এই পুরস্কারের ঘোষণা করেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি বলেন, “বিশ্বকাপ ফিরে এসেছে মানেই সেরা ফিল্ডারের পুরস্কারও ফিরেছে। গত বার এই পুরস্কার আমাদের ফিল্ডিংয়ের মান আরও ভাল করেছিল। শুধু ভাল ক্যাচ নয়, গোটা ম্যাচে সার্বিক ফিল্ডিংয়ের কথা মাথায় রেখে এই পুরস্কার দেওয়া হয়।”

প্রথম ম্যাচে সেরা ফিল্ডারের লড়াইয়ে ছিলেন তিন জন। তাঁদের নামও জানান দিলীপ। বোলিং কোচ বলেন, “অক্ষর নিজের বোলিংয়ে খুব ভাল ক্যাচ ধরেছে। গোটা ম্যাচে নিজের উপস্থিতির প্রমাণ দিয়েছে বিরাট। ভাল ফিল্ডিং করেছে সিরাজ। ক্যাচ না ধরলেও রান আউট করেছে ও। আরও এক জনের নাম বলতে চাই, চোট সারিয়ে ফিরে নজর কেড়েছে পন্থও।”

টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে খেলতে বোধহয় সব কাজ দ্রুত করা অভ্যাস হয়ে গিয়েছে বেঙ্কটেশের। ২২ গজে যেমন দ্রুত রান তোলেন, খাওয়ার...
05/06/2024

টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে খেলতে বোধহয় সব কাজ দ্রুত করা অভ্যাস হয়ে গিয়েছে বেঙ্কটেশের। ২২ গজে যেমন দ্রুত রান তোলেন, খাওয়ার টেবিলেও তেমনই দ্রুত চলে তাঁর হাত-মুখ। বিয়ের অনুষ্ঠানেও একই গতিতে খেয়েছেন কেকেআর ক্রিকেটার। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সকলের সঙ্গে পঙ্‌ক্তি ভোজন করতে দেখা গিয়েছে বেঙ্কটেশকে। তাঁর বাঁ দিকে ছিলেন নববিবাহিত স্ত্রী শ্রুতি রঘুনাথনও। ভিডিয়োতে দেখা গিয়েছে অন্য অতিথিদের তুলনায় অনেক দ্রুত খাচ্ছেন বেঙ্কটেশ। চিত্রগ্রাহক ছবি তুলতে এলে অবশ্য খাওয়ার গতি কমিয়ে দেন তিনি। হাসি মুখে ছবির পোজও দেন।

মাঝের অংশে বেঙ্কটেশের বিয়ের ভিডিয়ো রয়েছে। প্রথম অংশে রয়েছে তাঁর স্যান্ডউইচ খাওয়ার পুরনো ভিডিয়ো। শেষ অংশে রয়েছে কেকেআরের সতীর্থ রিঙ্কু সিংহের সঙ্গে তাঁর সন্দেশ খাওয়ার ভিডিয়ো। বেঙ্কটেশের দ্রুত খাওয়ার ভিডিয়োতে মন্তব্যও করেছেন কেকেআর কর্তৃপক্ষ। লেখা হয়েছে, ‘‘বেঙ্কটেশের খাওয়া দেখে মনে হচ্ছে ও কেকেআরের হয়ে রান তাড়া করছে।’’ উল্লেখ্য, খাদ্যরসিক হিসাবেও পরিচিতি হয়েছে বেঙ্কটেশের

আইপিএলে নজর কাড়ায় অনেকে ভেবেছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন রিয়ান পরাগ। কিন্তু জায়গা পাননি তিনি। সে...
03/06/2024

আইপিএলে নজর কাড়ায় অনেকে ভেবেছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন রিয়ান পরাগ। কিন্তু জায়গা পাননি তিনি। সেই কারণেই কি হতাশ পরাগ? ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, বিশ্বকাপ দেখবেন না তিনি।///

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। সেই সব দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি ক...
01/06/2024

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দল। সেই সব দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। ২ জুন থেকে শুরু হতে চলা সেই প্রতিযোগিতায় গ্রুপ পর্বেই রয়েছে ৪০টি ম্যাচ। কোন ম্যাচ কবে? ভারত খেলবে কার কার বিরুদ্ধে?

বিগত বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ড্যর। এরই মধ্যে নাতাশার ‘পথে বসতে হ...
30/05/2024

বিগত বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছে নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ড্যর। এরই মধ্যে নাতাশার ‘পথে বসতে হবে’ পোস্ট সেই গুঞ্জনেই ঢেলেছিল ঘি! কিন্তু এ সবের হিসেবই যেন গুলিয়ে দিল নাতাশার সাম্প্রতিক এক কমেন্ট যা তিনি করেছেন হার্দিকের দাদা অর্থাৎ তাঁর ভাসুর ক্রুনাল পান্ড্যর পোস্টে। যা দেখে অনেকেরই প্রশ্ন, “যা রটেছে সবটাই কি তবে মনগড়া”? কী এমন লিখেছেন নাতাশা?

লখনউ সুপার জায়েন্টসের অলরাউন্ডার ক্রুনাল এ দিন ইনস্টাগ্রামে তাঁর ছেলে কবীর ও অগস্ত্যর এক ছবি শেয়ার করেছিলেন। ওই ছবিতেই নাতাশা পাঠিয়েছেন ভালবাসা। দিয়েছেন চোখে হার্ট সাইনের এক ইমোজি, যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপরেই অনেকের প্রশ্ন, “যদি পান্ড্য পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপই হয়ে থাকে তবে এই ভালবাসার আদানপ্রদানই বা কেন?” গোটা আইপিএলের বেশিরভাগ ম্যাচেই দেখা যায়নি নাতাশাকে। নিজের নামের থেকে আচমকাই পান্ড্য পদবী বর্জন করতেও দেখা গিয়েছে তাঁকে। আর তাতেই পুঞ্জীভূত হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।

কিছু দিন আগেই পাপারাৎজির মুখোমুখি হয়েছিল তিনি। সে সময় তাঁকে প্রশ্ন করা হয়, বিচ্ছেদ কি হচ্ছে? উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান তিনি। এর আগে রটেছিল বিচ্ছেদ হলে পান্ড্যর ৭০ শতাংশ সম্পত্তি পাবেন নাতাশা। তবে তা সত্যি নয়। এই মুহূর্তে তাঁদের সম্পর্কের সমীকরণ কোন খাতে বইছে, ll

29/05/2024

Menu

Home » IPL 2024 Prize Money: চ্যাম্পিয়ন হয়েও মিচেল স্টার্কের টাকা তুলতে পারল না কেকেআর! পুরস্কারে আসলো কি কি

পাঁচমিশালি
IPL 2024 Prize Money: চ্যাম্পিয়ন হয়েও মিচেল স্টার্কের টাকা তুলতে পারল না কেকেআর! পুরস্কারে আসলো কি কি
Madhab Das
Madhab Das
Published on: May 27, 2024

Follow
IPL 2024 Prize Money

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের আইপিএল (IPL 2024) এ সব থেকে বিতর্কিত অধ্যায় হলেন মিচেল স্টার্ক। যাকে কেকেআর এবার মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকা অর্থাৎ প্রায় ২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। এত দামি একজন খেলোয়াড় হয়েও প্রথম থেকে সেই ভাবে নিজেকে তুলে ধরতে পারেননি মিচেল স্টার্ক, আর যে কারণেই বিতর্ক সবচেয়ে বেশি দানা বেঁধেছিল। যদিও ফাইনালে অনেকটাই পুষিয়ে দিয়েছেন তিনি।

রবিবার চেন্নাইয়ের চিপকে আয়োজিত আইপিএল ২০২৪ এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। তবে চ্যাম্পিয়ন হয়েও কিন্তু তারা যে প্রাইজ মানি (IPL 2024 Prize Money) পেয়েছে সেই টাকায় মিচেল স্টার্কের খরচও তুলতে পারে নি। আর এই বিষয়টি নিয়েই এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা।

কলকাতা নাইট রাইডার্স রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর তারা আইপিএলের ইতিহাসে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হলো। কলকাতা নাইট রাইডার্স-এর ঘরে প্রথম কাপ এসেছিল মুম্বাইয়ের চিপক থেকেই ২০১২ সালে। এরপর ২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য কাপ আসে, কিন্তু তারপর তৃতীয়বারের জন্য কাপ আনতে ১০ বছর অপেক্ষা করতে হলো। এদিকে সবচেয়ে বেশি কাপ নিজেদের ঘরে তোলার নিরিখে এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুটি ফ্রাঞ্চাইজি দল পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, ডেকান চার্জাস এবং গুজরাত টাইটান্স একবার করে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন 👉 Economy of India: পাত্তা পাবে না জাপান, উড়ে যাবে চীন! ৩ ফর্মুলাতেই ভারত করবে বিশ্ব অর্থিনীতিতে বাজিমাত
২০২৪ সালের আইপিএলে অরেঞ্জ ক্যাপের অধিকারী হয়েছেন বিরাট কোহলি, তার সংগ্রহে রয়েছে ৭৪১ রান। পার্পল ক্যাপ অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন হর্ষল প্যাটেল, তার সংগ্রহে এসেছে ২৪ টি উইকেট। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে বেছে নেওয়া হয়েছে সুনীল নারিনকে। ৪২ টি ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর অধিকারী হয়েছেন অভিষেক শর্মা। ৬৪ টি ৪ মেরে সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন ট্রেভিস হেড। ইমার্জিং প্লেয়ার হিসাবে জায়গা করে নিয়েছেন নীতিস রেড্ডি। সেরা ক্যাচ তালুবন্দী করেছেন রমণদীপ সিং। ফেয়ার প্লেতে তালিকায় প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সেরা স্টেডিয়াম হিসাবে বিবেচিত হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম।

তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জিতেছে তারা। প্রথমে ব্যাট ...
27/05/2024

তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে জিতেছে তারা। প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অল আউট হয়ে যায় হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় কলকাতা

17/05/2024

প্রশ্নঃ এমন কোন জিনিস ১ কেজি কিনলে হয়ে যায় ২ কেজি আর ফেলে দেওয়ার সময় ৩ কেজি?

খুব সুন্দর llপাখি তা আর দেখা যায় না//
04/04/2024

খুব সুন্দর llপাখি তা আর দেখা যায় না//

24/01/2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র (ICC) বর্ষসেরা টি-টোয়েন্টি ফরম্যাটের দল ঘোষণা সোমবার করেছিল আইসিসি। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। এবার বর্ষসেরা ওয়ানডে (ODI) দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। মোট ছজন ভারতীয় সুযোগ পেয়েছেন আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে দলে। আইসিসি-র তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ২০২৩ বিশ্বকাপ ফাইনালে খেলা আট জন ক্রিকেটার জায়গা পেয়েছেন বর্ষসেরা ওয়ানডে দলে।
বিশ্বকাপে ভারতীয় দল শুরু থেকেই দুর্দান্ত খেললেও ফাইনালে গিয়ে তাল কাটে। রোহিত শর্মা (Rohit Sharma) গোটা বছরে ১২৫৫ রান করেন ওয়ানডেতে। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ১৩১ রানের ইনিংস খেলেন হিটম্যান। ব্যাট হাতে বিরাট কোহলিও আগুন জ্বালিয়েছেন বিশ্বকাপে। রোহিত নেতৃত্ব দেবেন দলকে। কোহলি, শুভমান গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং মহম্মদ শামিকে নেওয়া হয়েছে দলে

মধ্যপ্রদেশের বিরুদ্ধে গত ম্যাচে কার্যত একার হাতে ওড়িশাকে তিন পয়েন্ট এনে দেন শুভ্রাংশু সেনাপতি। এমপির বিরুদ্ধে প্রথম ইনি...
20/01/2024

মধ্যপ্রদেশের বিরুদ্ধে গত ম্যাচে কার্যত একার হাতে ওড়িশাকে তিন পয়েন্ট এনে দেন শুভ্রাংশু সেনাপতি। এমপির বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৭৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান করেন ওড়িশার ২৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। তবে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জির প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন তিনি। শুভ্রাংশু রান না পাওয়ায় ওড়িশাও প্রথম ইনিংসে গুটিয়ে যায় নিতান্ত সস্তায়।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) এর আগে তিন জাতীয় ক্রিকেটার মুজিবুর রহমান (Mujeeb Ur Rahman), ফজল ...
11/01/2024

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board) এর আগে তিন জাতীয় ক্রিকেটার মুজিবুর রহমান (Mujeeb Ur Rahman), ফজল হক ফারুকি ও নবীন-উল-হকের (Naveen-ul-Haq) ওপর আরোপিত বিধিনিষেধ সংশোধন করেছে। নিষেধাজ্ঞা সংশোধনের ফলে এই খেলোয়াড়রা এখন কেন্দ্রীয় চুক্তি অর্জন করতে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন। সেই সঙ্গে জাতীয় দায়িত্ব এবং এসিবির স্বার্থের প্রতি তাদের পূর্ণ প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে।

বিষয়টা একটু সহজ করে বুঝে নেখা যাক:
খেলোয়াড়রা নিঃশর্তভাবে এসিবির সাথে যোগাযোগ করে এবং পুনরায় দেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করার পরে, এসিবি একটি বিস্তৃত তদন্ত শুরু করে। এর পরে এসিবি তাদের উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করে খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য ‘সীমিত’ সংখ্যক এনওসি দেওয়ার অনুমতি দিয়েছে।

AFC Asian Cup 2023 Group B preview: এএফসি এশিয়ান কাপ ২০২৩ শুরু হবে ২০২৪ সালের ১২ জানুয়ারি এবং এটি কাতারে অনুষ্ঠিত হবে।...
10/01/2024

AFC Asian Cup 2023 Group B preview: এএফসি এশিয়ান কাপ ২০২৩ শুরু হবে ২০২৪ সালের ১২ জানুয়ারি এবং এটি কাতারে অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের বিস্তৃতির পর থেকে টুর্নামেন্টে ২৪টি করে দল থাকে এবং এর মধ্যে স্বাগতিক দলও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা থাকে। কাতার ২০২২ ফিফা বিশ্বকাপেরও আয়োজকরা এই মহাদেশীয় টুর্নামেন্টটি হোস্ট করার জন্য ভালোভাবে প্রস্তুত। এই টুর্নামেন্টের মূল আয়োজক ছিল চিন। কিন্তু কোভিড -19 এর কারণে, হোস্টিং স্বত্ব কাতারে স্থানান্তরিত হয়। কাতারে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রার কারণে টুর্নামেন্টের তারিখ ১২ জানুয়ারি-১০ ফেব্রুয়ারি, ২০২৪-এ স্থানান্তরিত করা হয়েছে। চলুন একবার চোখ বুলিয়ে নিওয়া যাক ভারতের গ্রুপের দিকে। কেমন গ্রুপে পড়েছে সুনীল ছেত্রীরা। কতটা কঠিন হতে চলেছে ইগর স্টিমাচের দলের খেলা।

Some beutiful moment'
22/10/2023

Some beutiful moment'

Address

Sabroom

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bmt Fatong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share