24/08/2024
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা মানুষের হয়ে, মানুষের পাশে যদি না দাঁড়াতে পারি। তাহলে এর থেকে খারাপ কষ্টের বেদনার আর কিছুই হতে পারে না। আমাদের বর্তমানে বাংলাদেশের ১২ টি জেলা বন্যার পানিতে ডুবে গেছে। আমরা মানুষ হয়ে আরেকটা মানুষের যদি উপকারে না করতে পারি তাহলে মানুষের হয়ে জন্ম গ্রহণ করে লাভ নেই। আমরা সবাই ওই সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা যে যা পারি কালকে আমাদের গ্রামে সকল ফ্যামিলি থেকে অর্থ সংগ্রহ করব, এবং বস্ত্র সংগ্রহ করবো। ইনশাআল্লাহ আমাদের এইটুকু সহযোগিতায় অনেক মানুষের উপকার হতে পারে তাই দয়া করে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যে যা পারি এই নাম্বারে বিকাশ নগদ খোলা আছে.। ৫ টাকা ১০ টাকা 50 টাকা 100 টাকা যার যত সমর্থ্য আছে। দিয়ে এই সকল মানুষের পাশে দাঁড়াতে চাই। পারবো তো সবাই ইনশাল্লাহ।। ০১৯০৩৪৫৬৪২০