10/07/2018
*অপূর্ণতা*
-শেখ ইমাম উদ্দিন
জানালার ধারে বসে থাকতে থাকতে রাহুল হঠাৎ হারিয়ে গেল সেই দিন গুলোতে, যখন সে আর স্নিগ্ধা একসাথে টিউশন নিত ম্যাম এর কাছে। এরকমই কত বৃষ্টি ভেজা সকালে তারা একসাথে টিউশন গিয়েছে, কতবার ভিজেছে! কতবার একটা ছাতাই তারা ব্যবহার করেছে! খুব কাছের বন্ধু ছিল দুজনায়।
তবে কে জানত এই বৃষ্টিই একদিন তাদের একে অপরকে আলাদা করে দেবে?
কে জানত যে স্নিগ্ধা, বিদ্যুৎ এর চমক এ ভয় খেত সে সারাটাদিন ভিজে থাকবে বৃষ্টিতে?
কে জানত এরাও আলাদা হবে?
তবে হয়েছিল! এক সন্ধ্যায় রাহুল এর মুঠোফোন এ মেসেজ আসে সে যেন তার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। না তার সাথে কথা বলার চেষ্টা!
কিন্তু কেন সেটা রাহুল আজও জানেনি। আসলে জেনে উঠতে পারেনি রাহুল ফোন করার আর সাহস পায়নি তবে রোজ দুটো করে মেসেজ করে দিত, কিন্তু উত্তর আজও পায়নি।
আজ ভাবলো একবার ফোন করাই উচিত যা হয় হবে কিন্তু ফোনটা হাতে নিতেই বেজে উঠল "মন মোর মেঘের সঙ্গী" আর ফোন তুলতেই অভি বলল 'কই রে তুই?বৃষ্টি থেমে গেছে এখনও ঘরে আজও লেট করবি কাজের প্রথম দিনেও?'
আজও আর মুঠোফোন এর ওই দিকে স্নিগ্ধার গলা পেল না রাহুল!
অপূর্ণতা আজও রয়ে গেল আজও তার বুক ভিজল চোখ ভিজল না...সে তার মুঠোফোনের রিংটোন টাই গুন গুন করতে করতে বেরিয়ে পড়ল জীবনের প্রথম চাকরির জন্য
"মন মোর মেঘের সঙ্গী,. উড়ে চলে দিগ্দিগন্তের পানে. নিঃসীম শূন্যে..."