অপেক্ষায়

অপেক্ষায় আজও দাড়িয়ে শুধু তোর অপেক্ষায়...

'অপেক্ষায়' একটি পেজ শুধু নয় এখানে প্রকাশ করা সব লেখনি মানুষের সাথে সম্পর্ক যুক্ত তবে সেগুলি কাওকে ব্যথা দেওয়ার জন্য নয় শুধু বাস্তব এর সাথে পরিচয় করিয়ে দেওয়া মাত্র,,,

https://youtu.be/sCaKQ7q_D4gশোনো, শোনাও...
15/02/2022

https://youtu.be/sCaKQ7q_D4g

শোনো, শোনাও...

কথার আঘাত.. (Kothar Aghat)Original Lyrics Written By : ImamComposed By : ImamVocal & Guitar : AkshayVideo Courtesy : Imam #...

20/03/2021

রঙ নৌকার ঢেউ-৩ শেখ ইমাম উদ্দিন এর কবিতা- ∆ নৌকা সিরিজ ∆ ১. সাদা পাতার শেষে রেল লাইন বৃষ্টি হলে সবুজ মিথ্যাচার রক্তমা.....

জানান
30/07/2020

জানান

শেখ ইমাম উদ্দিন-এর কবিতা রুট ম্যাপ চুয়ান্ন ফুট হয়ে সোজা গেলে একটা মর্গ পাবে তার পর অন্ধকার! সানসেটে বৃদ্ধ শকুন তর্.....

02/07/2020

শেখ ইমাম উদ্দিন বৃষ্টিরেখা অন্ধকার থেকে আবহমান অস্তিত্ব শৌখিনতা বৃষ্টির মত বোবা শুনতে চাইলে অবাক হয়ে তাকাই মেঘে....

17/06/2020

ক্ষয় টাইমকলে ঝুলে থাকে মগ নাভিতলে শূন্যতা... বিপ্লব বুঝেছে যে যুবক সে প্রেমিক হতে পারেনি! একটা মখমলি চাঁদ অপেক্ষা ক....

21/05/2020

রাস্তায় অভিমান..

26/06/2019
26/06/2019

কথা ছিল কয়েক দশক ,
কথা ছিল চিরকাল।

31/03/2019

একটা আকাশ মেঘলা হোক
রাতের তারা মিলিয়ে যাক।

10/07/2018

*অপূর্ণতা*
-শেখ ইমাম উদ্দিন

জানালার ধারে বসে থাকতে থাকতে রাহুল হঠাৎ হারিয়ে গেল সেই দিন গুলোতে, যখন সে আর স্নিগ্ধা একসাথে টিউশন নিত ম্যাম এর কাছে। এরকমই কত বৃষ্টি ভেজা সকালে তারা একসাথে টিউশন গিয়েছে, কতবার ভিজেছে! কতবার একটা ছাতাই তারা ব্যবহার করেছে! খুব কাছের বন্ধু ছিল দুজনায়।
তবে কে জানত এই বৃষ্টিই একদিন তাদের একে অপরকে আলাদা করে দেবে?
কে জানত যে স্নিগ্ধা, বিদ্যুৎ এর চমক এ ভয় খেত সে সারাটাদিন ভিজে থাকবে বৃষ্টিতে?
কে জানত এরাও আলাদা হবে?
তবে হয়েছিল! এক সন্ধ্যায় রাহুল এর মুঠোফোন এ মেসেজ আসে সে যেন তার সাথে আর কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। না তার সাথে কথা বলার চেষ্টা!
কিন্তু কেন সেটা রাহুল আজও জানেনি। আসলে জেনে উঠতে পারেনি রাহুল ফোন করার আর সাহস পায়নি তবে রোজ দুটো করে মেসেজ করে দিত, কিন্তু উত্তর আজও পায়নি।
আজ ভাবলো একবার ফোন করাই উচিত যা হয় হবে কিন্তু ফোনটা হাতে নিতেই বেজে উঠল "মন মোর মেঘের সঙ্গী" আর ফোন তুলতেই অভি বলল 'কই রে তুই?বৃষ্টি থেমে গেছে এখনও ঘরে আজও লেট করবি কাজের প্রথম দিনেও?'
আজও আর মুঠোফোন এর ওই দিকে স্নিগ্ধার গলা পেল না রাহুল!
অপূর্ণতা আজও রয়ে গেল আজও তার বুক ভিজল চোখ ভিজল না...সে তার মুঠোফোনের রিংটোন টাই গুন গুন করতে করতে বেরিয়ে পড়ল জীবনের প্রথম চাকরির জন্য
"মন মোর মেঘের সঙ্গী,. উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে. নিঃসীম শূন্যে..."

Address

RANIGANJ
Raniganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপেক্ষায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category


Other Raniganj media companies

Show All