Gramin SABUJ Rashmi

  • Home
  • Gramin SABUJ Rashmi

Gramin SABUJ Rashmi তোষামদ নয় " সাদা কে সাদা, কালো কে কালো বলাই আমাদের কাজ"

06/12/2025

রাজ্যের বিজেপি নেতা সজল ঘোষ আজ তারাপীঠ মন্দিরে পূজা অর্চনা করলেন। সকালে মন্দির প্রাঙ্গণে পৌঁছে তিনি মা তারা’র আশীর্বাদ গ্রহণ করেন। পূজা দেওয়ার পর সজল ঘোষ বলেন, ব্যক্তিগত ও সামাজিক শান্তি-সমৃদ্ধির জন্য তিনি প্রার্থনা করেছেন। মন্দিরে উপস্থিত ভক্তদের মধ্যেও তাকে ঘিরে উৎসাহ দেখা যায়। পূজো শেষে তিনি এদিনের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখান থেকেই পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।

04/12/2025

তারাপীঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে পর্যটকদেরকে মারধরের আগের মুহূর্তের ভিডিও। যে দোকানে আংটি চুরি করার অভিযোগ বিহারের কাটিহার জেলার পুণ্যার্থীদের বিরুদ্ধে তাদের সঙ্গে দোকানদারের বচসার এবং দোকানদারকে উত্তেজিত করার ভিডিও বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। দেখুন কিভাবে এই অশান্তি শুরু তার ভিডিও ।

29/11/2025

ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো প্রধান শিক্ষক অলোক কুমার চ্যাটার্জির আবেগঘন বিদায় অনুষ্ঠান। দীর্ঘদিনের নিষ্ঠা, সৎ কাজ এবং শিক্ষার্থীদের প্রতি তার অসীম মমতার কথা স্মরণ করে শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসীরা চোখের জল সামলাতে পারেননি। শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন অনুষ্ঠানের পরিবেশ। বিদ্যালয়ের উন্নয়নে তার অবদান আগামী দিনে সকলকে প্রেরণা দেবে—এই বার্তাতেই বিদায় জানানো হলো প্রিয় প্রধান শিক্ষককে।

26/11/2025

তারাপীঠের কার্তিক ঠাকুর বিসর্জন

25/11/2025

তারাপীঠে কার্তিক ঠাকুর বিসর্জন

25/11/2025
21/11/2025

বীরভূম জেলার তারাপীঠ গ্রামে কাল থেকে শুরু হতে চলেছে নবান্ন উৎসব এবং বিশেষ কার্তিক পুজো — নতুন ধানের উৎসবের আনন্দে মুখর হবে সম্পূর্ণ এলাকা ।

উৎসবের আয়োজন ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মন্দির চত্বরে ও প্যান্ডেলে থিমভিত্তিক আলোকসজ্জা, প্যান্ডেল প্রতিযোগিতা, ও নতুন ধানের ভোগ-আহরণসহ নানা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্থানীয় মন্দির কমিটির এক সদস্য জানাচ্ছেন, “প্রত্যেকটি মণ্ডপে এবারের থিম ‘পরিবেশ-সচেতনতা’ নিয়ে ভাবনা চালানো হয়েছে, নতুন ধান দিয়ে মা তারাকে ভোগ দেওয়া হবে, সেখান থেকে উৎসব সূচনা হবে।”

ভক্তদের জন্য এক-একটি উল্লেখযোগ্য বিষয় হলো — চলতি বছরের কার্তিক পুজোয় সাধারণ পুজো ও মণ্ডপ প্রদর্শনের পাশাপাশি নতুন ধানের অন্নভোগ বিশেষ রূপ নিচ্ছে।
তারাপীঠে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে উৎসবের চার-পাঁচ দিনের ধুমধাম — যারা ভক্ত বা দর্শক হিসেবে যেতে চান, তাঁদের জন্য স্থান-সংকুল সময়ে আগমনের পরামর্শ দেওয়া হচ্ছে।
উৎসবকারীদের মধ্যে ভিড় বেশি হবে, তাই যানবাহন ও পার্কিং-সহ নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।

21/11/2025

BREAKING NEWS

তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল গোটা রাজ্য

07/11/2025

বীরভূমের পবিত্র তীর্থক্ষেত্র তারাপীঠে আজ অনুষ্ঠিত হলো ‘বন্দেমাতারাম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক উৎসব। সকাল থেকেই তীর্থনগরী জুড়ে উৎসবের আবহ। মা তারা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের এলাকাগুলি দেশাত্মবোধক সঙ্গীত, পতাকা ও আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে।

উৎসবের সূচনা হয় বন্দেমাতারাম কীর্তন ও মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এরপর স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয় দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশনায়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মন্দির কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বন্দেমাতারাম শুধু একটি গান নয়, এটি আমাদের স্বাধীনতার প্রেরণার উৎস।” পাশাপাশি তারা আহ্বান জানান—নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্য ও দেশের প্রতি শ্রদ্ধাবোধ অটুট রাখে।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্জ্বলন, যেখানে দেশের প্রতি শ্রদ্ধা ও একতার বার্তা ছড়িয়ে পড়ে।
তারাপীঠ আজ যেন হয়ে উঠেছিল দেশভক্তির পীঠস্থান।

31/10/2025

রামপুরহাটে শিক্ষক নামের কলঙ্ক মনোজ পালের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে উত্তাল গোটা এলাকা। ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তির কঠোরতম শাস্তির দাবিতে আজ রাস্তায় নামে হাজার হাজার মানুষ।
ঘটনার সূত্রপাত আগস্টের ২৮ তারিখে। রামপুরহাটের এক আদিবাসী কিশোরী — বয়স মাত্র ১২ থেকে ১৩ বছর — টিউশনে যাওয়ার পথে হঠাৎই নিখোঁজ হয়। দুই সপ্তাহের মাথায়, স্থানীয় একটি জলাভূমি থেকে উদ্ধার হয় তার খণ্ডিত দেহাবশেষ।
এই মর্মান্তিক ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে গোটা এলাকা
পরিবারের অভিযোগে অভিযুক্ত হন স্কুলেরই এক শিক্ষক — মনোজ পাল।
পুলিশ তদন্তে নেমে মনোজকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বহু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পুলিশ ইতিমধ্যেই এই মামলায় চার্জশিট দাখিল করেছে। অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইন, ধর্ষণ, খুনসহ একাধিক গুরুতর ধারা প্রয়োগ করা হয়েছে।
রামপুরহাট আদালতে মামলার শুনানি শুরু হয়েছে এবং সাক্ষ্য প্রক্রিয়া চলার প্রস্তুতি চলছে।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে আজ রামপুরহাটে বিশাল মিছিল বের হয়। হাতে ব্যানার, পোস্টার— “We Want Justice”, “Hang the Rapist” লেখা স্লোগানে মুখর হয়ে ওঠে শহর।
স্থানীয় আদিবাসী সংগঠন, মহিলা সংগঠন, ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ — সকলেই এক কণ্ঠে দাবি তুলেছেন,
👉 “মনোজ পালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই — যেন আর কোনও জানোয়ার এই অপরাধ করার সাহস না পায়।"

একজন প্রতিবাদী মহিলার বক্তব্য:
“আমরা ন্যায় চাই, শুধু শাস্তি নয় — এমন শাস্তি চাই যা দৃষ্টান্ত হবে, যেন আমাদের মেয়েরা নিরাপদে থাকতে পারে।”

এই ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া চালিয়ে ন্যায় নিশ্চিত করা হবে।

একটি ছোট্ট কিশোরীর জীবন কেড়ে নেওয়া এই নিষ্ঠুর ঘটনার পর প্রশ্ন উঠেছে —
শিক্ষক নামের এই কলঙ্করা কতদিন এমন অপরাধ করে পার পাবে?
ন্যায়বিচার পাবে কি রামপুরহাটের সেই নিরীহ কিশোরী?
সবাই এখন তাকিয়ে — আদালতের রায়ের দিকে।

“ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হোক মানবতার পক্ষ থেকে —
ন্যায়ের দাবি, এখনই।”
⚖️ We Want Justice.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Gramin SABUJ Rashmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share