আবারও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ৯ জনের চিকিৎসক দল ৯ ইউনিট রক্ত দিয়ে একটা জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল। উল্লেখ্য নলহাটি থানার বুজুং গ্রামের উচ্চ মাধ্যমিকের ছাত্র সৈয়দ আবু রাজ্জাক একটা তাল গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়ে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে গিয়ে রাজ্জাকের কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত গুরুতর চোট পায়। এবং তাকে অস্ত্রোপচার করতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করেন। তাতে পরিবারের সমর্থ না থাকায় রাজ্জাকের পরিবারের লোকজন যোগাযোগ করেন রামপুরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম আলী ভিক্টরের সঙ্গে। এরপর ওয়াসিম আলী ভিক্টর তার যুবদের নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চিকিৎসার ব্যাবস্থা করেন। এরপর রাজ্জাকের একটা ছোট অস্ত্রোপচার করা হয়। তারপর ডাক্তার এমদাদ হোস
মল্লারপুরের পাথাই গ্রামে পুলিসের উপর হামলা ও মারধরের ঘটনায় ১৬ জন গ্রামবাসীকে গ্রেপ্তার করল পুলিস। যার মধ্যে চারজন মহিলা। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৪১, ৩৫৩, ৩৩২, ৩৩৩, ৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৫০৬ ও এমপিও আইনের ৯ ধারা যুক্ত করে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারী আইনজীবী সৈকত হাটি বলেন, এসিজেএম প্রজ্জ্বল ঘোষ অভিযুক্তদের মধ্যে তিনজনকে পাঁচদিন পুলিস হেফাজত ও বাকিদের ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও ধৃতদের দাবি, তারা নির্দোষ। ঘটনার সময় ছিলেন না। এদিকে এদিন দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল থেকে এএসআই জামাল হককে ছুটি দেওয়া হলেও চিকিৎসাধীন রয়েছেন আরেক এএসআই জনার্ধন ঘোষ। এসডিপিও গোবিন্দ সিকদার বলেন, ওই এএসআইয়ের বামহাতের কড়ি আঙুল বাদ যেতে পারে।
উল্লেখ্য, পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক বিবাদ থামাতে বৃহস্পতিবার সকালে পাথাই গ্রামের ম
পরকীয়া’ নিয়ে পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে বেধড়ক মার খেলেন অফিসার সহ ৭ পুলিশ কর্মী। জখম হয়েছেন ৩ জন স্থানীয় বাসিন্দা। জখম মোট ১০ জন। তাদের মধ্যে এক পুলিশ অফিসারের অবস্থা আশঙ্কাজনক।
বর্তমান পরিস্থিতিতে সম্প্রীতি শব্দটাই প্রায় লুপ্ত হতে চলেছে কিন্তু এই আতার সেই দেখার মতন মানুষরাই সম্প্রীতি বার্তা দিয়ে চলেছেন আমাদের সমাজে আজ রামনবমী আর এই রামনবমী উপলক্ষে গোটা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান এবং র্যালির মধ্য দিয়ে পালন হচ্ছে ঠিক তখনই রামপুরহাট ১ নম্বর ব্লকের রামরামপুর গ্রামে চোখে পড়ল এক ভিন্ন ছবি যে ছবি সমাজে তুলে ধরাটা খুব জরুরী বলে আমরা মনে করি এই রামনবমী উৎসবে পাড়া প্রতিবেশীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা গেল আতার শেখ নামে এক প্রতিবেশীকে দেখা গেল প্রতিবেশীদের আনন্দে নিজেকে সামিল করে প্রতিবেশীদের জন্য ভোগের আয়োজন করেছেন তিনি একই সঙ্গে রামনবমী শোভাযাত্রায় থাকা মানুষজনের জন্য শীতল পানীয় জলেরও আয়োজন করেছেন তিনি। এই থেকেই বোঝা যায় যে এখনো আমাদের সমাজ থেকে সম্প্রীতির উদাহরণ মুছে যায়নি। এই আতাহার সেখের মতো
প্রধানের চেয়ারে বসে কাজ করতে গেলে দলকে দিতে হবে কাটমানি, নইলে কপালে জুটবে লাঠির বাড়ি এবং দলে নেই মহিলাদের সম্মান এমনই অভিযোগ তুলে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়া পঞ্চায়েতের প্রধান পিংকি মন্ডল এবং পঞ্চায়েত সদস্য সুফি হেমরম। এই যোগদান লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা বিজেপিতে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান পিংকি মন্ডল ও পঞ্চায়েত সদস্য সুফি হেমরম কে দলীয় পতাকা হাতে তুলে দেন রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস ব্যানার্জী।