Khabar Dristi, Rampurhat,Birbhum.

Khabar Dristi, Rampurhat,Birbhum. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khabar Dristi, Rampurhat,Birbhum., Media, Rampur Hat.

29/06/2024
29/06/2024

FootPath er dokan venge jabe tai rukhte RAMPURHAT er babsai gon ek songe.

29/06/2024

বোলপুর এ ফুটপাতে বাবার দোকান ভাঙ্গা দেখে মেয়ে কান্নায় ভেঙে পড়েছে 😔

27/06/2024

RAMPURHAT chopoka theke Nishchintapur Footpath ei chollo buldozer

24/06/2024

বেআইনিভাবে রাস্তার তল খুঁড়ে রাস্তা ঘেঁষে বহুতল তৈরির কাজ চলছে রমরমীয়ে। বর্তমানে এই বহুতল নির্মাণের কাজ চলছে রামপুরহাট এক নম্বর ব্লকের দখলবাটি পঞ্চায়েতের ক‍্যানেল পাড় রাস্তার উপর। যদিও এই এলাকা তারাপীঠ - রামপুরহাট উন্নয়ন পরিষদের অধীনে পড়ে। উল্লেখ্য রামপুরহাট শহরের পাশাপাশি ক্রমাগত একের পর এক বহুতল আবাসন গড়ে উঠছে পঞ্চায়েত এলাকায়। রামপুরহাট শহরের গণ্ডি ছাড়িয়ে এখন গ্রামীণ এলাকাতেও তৈরি হচ্ছে বড় বড় ফ্লার্ট। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে মানা হচ্ছেনা সরকারী নিয়মনীতি। ফলে কারা এই বহুতল নির্মাণের অনুমতি দিচ্ছে তা নিয়ে স্থানীয়রা তুলছেন প্রশ্ন।

14/06/2024

রাতের অন্ধকারে বিলাস বহুল বাড়িতে মধু চক্র হাতেনাতে ধরে ফেললেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সারদা পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনেক দিন ধরেই এই বাড়িতে দেহ ব্যবসা চালানো হচ্ছিল, তবে তাদের হাতে কোন প্রমাণ না থাকায় তারা পুলিশের কাছে কিছু জানাতে পারেননি। ওই বাড়িটিতে মালিক থাকতেন না দীর্ঘদিন থেকে, বাড়িটি দায়িত্বে ছিল বাড়ি মালিকের ভাই ঝংকার দা নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে। তবে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ হাতেনাতে পাকড়াও করে এলাকাবাসীরা। ওই বাড়ি থেকে দুজন যুবতি ও দুজন পুরুষকে আটকে রেখে খবর দেন রামপুরহাট থানায়, এরপর রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজন পুরুষ ও দুজন যুবতিকে আটক করে নিয়ে যায়।

12/06/2024

এক পরিযায়ী শ্রমিক প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের গেটে বসার মাশুল দিতে হলো নিজের প্রাণ দিয়ে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট রেলস্টেশন ঢোকার আগে শ্রীকৃষ্ণপুর পাখুড়িয়া রেল লাইনে। মৃত ব্যাক্তির নাম আব্দুল মোমিন, বয়স ৩০ বছর, বাড়ি মালদা জেলার ইংলিশ বাজার থানার , ভোনপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান রামপুরহাট স্টেশন ঢোকার আগে আব্দুল মোমিনের মোবাইল ট্রেন থেকে নিচে পরে যায় এরপরেই পাশের সঙ্গীকে ট্রেনের চেন টানতে বলেন। ঠিক তখনই চলন্ত ট্রেন থেকে মোমিন মাথা বাইরে বের করে মোবাইলটি দেখতে যায় ঠিক তখন বাইরের পোলে আঘাত লাগে আর মোমিন ট্রন থেকে পরে যায়। এরপর মোমিন কে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

12/06/2024

রামপুরহাট শহরের একটি চালের আরতে বড়সড়ো চুরির ঘটনা ঘটলো। ১০ ই জুন সোমবার গভীর রাত্রে ঘটনাটি ঘটে রামপুরহাট শহরের ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর মারগ্রাম মোড় সংলগ্ন একটি চালের আড়তে। আজ মঙ্গলবার সকালে দোকান খোলার সময় চুরির ঘটনাটি দোকান মালিকের নজরে আসে। খবর দেওয়া হয় রামপুরহাট থানায়, রামপুরহাট থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও কেউ গ্রেফতার বা আটক করা হয়নি এখনো। এই চুরির ঘটনা নিয়ে দোকান মালিক অনীশ গুপ্ত জানান দোকানের পেছনের জানালার লোহার গ্রিল কেটে দুষ্কৃতীরা প্রথমে দোকানে ঢোকে দোকানের CCTV ক‍্যামেরা লক্ষ্য করে এবং CCTV ক‍্যামেরা উপর দিকে ঘুরিয়ে দেয়, এরপরেই তারা দোকানের ক্যাশ বাক্স ও লকার ভেঙে আনুমানিক 12 লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা।

06/06/2024

রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা নিয়ে সাফাই কর্মীদের একটা র‍্যালি বের করা হয় রামপুরহাট শহরে। র‍্যালিটি রামপুরহাট পৌরসভা থেকে বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। এই র‍্যালি থেকে এই বার্তা দেওয়া হয় ডেঙ্গু কিভাবে প্রতিরোধ করা যাবে। একইসঙ্গে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। কারণ সামনেই বর্ষা ডুকছে আর সেই কারণেই এই ডেঙ্গু সচেতনতা নিয়ে র‍্যালী বলে রামপুরহাট পৌরসভার পক্ষ।

01/06/2024

আবারও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ৯ জনের চিকিৎসক দল ৯ ইউনিট রক্ত দিয়ে একটা জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল। উল্লেখ্য নলহাটি থানার বুজুং গ্রামের উচ্চ মাধ্যমিকের ছাত্র সৈয়দ আবু রাজ্জাক একটা তাল গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়ে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে গিয়ে রাজ্জাকের কোমর থেকে পায়ের নিচে পর্যন্ত গুরুতর চোট পায়। এবং তাকে অস্ত্রোপচার করতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা দাবি করেন। তাতে পরিবারের সমর্থ না থাকায় রাজ্জাকের পরিবারের লোকজন যোগাযোগ করেন রামপুরহাট শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম আলী ভিক্টরের সঙ্গে। এরপর ওয়াসিম আলী ভিক্টর তার যুবদের নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চিকিৎসার ব্যাবস্থা করেন। এরপর রাজ্জাকের একটা ছোট অস্ত্রোপচার করা হয়। তারপর ডাক্তার এমদাদ হোসেন, ডাক্তার সুদীপ মণ্ডল, ডাক্তার অতনু কোয়াল, ডাক্তার সব্যসাচী, ডাক্তার এমডি সফিউল্লাহ, ডাক্তার বিপ্লব সরকার, ডাক্তার অভিক, পালঞ্জনা, ডাক্তার ফাইজানরা আবার ৯ ইউনিট রক্ত দিয়ে একটা বড়ো জটিল অস্ত্রোপচার করেন। এরপরেই ৩১ শে মে শুক্রবার উচ্চ মাধ্যমিকের ছাত্র সৈয়দ আবু রাজ্জাক সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

18/05/2024

মল্লারপুরের পাথাই গ্রামে পুলিসের উপর হামলা ও মারধরের ঘটনায় ১৬ জন গ্রামবাসীকে গ্রেপ্তার করল পুলিস। যার মধ্যে চারজন মহিলা। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৪১, ৩৫৩, ৩৩২, ৩৩৩, ৩২৩,৩২৫,৩২৬,৩০৭,৫০৬ ও এমপিও আইনের ৯ ধারা যুক্ত করে রামপুরহাট আদালতে তোলা হয়। সরকারী আইনজীবী সৈকত হাটি বলেন, এসিজেএম প্রজ্জ্বল ঘোষ অভিযুক্তদের মধ্যে তিনজনকে পাঁচদিন পুলিস হেফাজত ও বাকিদের ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও ধৃতদের দাবি, তারা নির্দোষ। ঘটনার সময় ছিলেন না। এদিকে এদিন দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল থেকে এএসআই জামাল হককে ছুটি দেওয়া হলেও চিকিৎসাধীন রয়েছেন আরেক এএসআই জনার্ধন ঘোষ। এসডিপিও গোবিন্দ সিকদার বলেন, ওই এএসআইয়ের বামহাতের কড়ি আঙুল বাদ যেতে পারে।
উল্লেখ্য, পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক বিবাদ থামাতে বৃহস্পতিবার সকালে পাথাই গ্রামের মালপাড়ায় আসে পুলিসের একটি দল। সেই সময় গ্রামবাসীদের সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিসের দুটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি এএসআই জনার্ধন ঘোষ ও জামাল হক সহ কগেকজন পুলিস কর্মীকে লাঠি দিয়ে মারধর শুরু করে। খবর পেয়ে এসআই বাপ্পা ঘোষ গ্রামে আসলে তাঁকেও কলার ধরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় জখম হন সাত পুলিস কর্মী। এরপর এসডিপিও গোবিন্দ সিকদারের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদের মধ্যে জনার্ধন ঘোষের মাথায় ৩০ টির মতো সেলাই পড়েছে। লাঠির আঘাতে তাঁর বাম হাতের কড়ি আঙুল ভেঙে ঝুলে পড়ে। হাত ও মাথায় চোট পান জামাল হক। দুজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিস জানিয়েছে, জনার্ধনবাবুর কড়ি আঙুল বাদ যেতে পারে।

16/05/2024

পরকীয়া’ নিয়ে পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে বেধড়ক মার খেলেন অফিসার সহ ৭ পুলিশ কর্মী। জখম হয়েছেন ৩ জন স্থানীয় বাসিন্দা। জখম মোট ১০ জন। তাদের মধ্যে এক পুলিশ অফিসারের অবস্থা আশঙ্কাজনক।

17/04/2024

বর্তমান পরিস্থিতিতে সম্প্রীতি শব্দটাই প্রায় লুপ্ত হতে চলেছে কিন্তু এই আতার সেই দেখার মতন মানুষরাই সম্প্রীতি বার্তা দিয়ে চলেছেন আমাদের সমাজে আজ রামনবমী আর এই রামনবমী উপলক্ষে গোটা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান এবং র‍্যালির মধ্য দিয়ে পালন হচ্ছে ঠিক তখনই রামপুরহাট ১ নম্বর ব্লকের রামরামপুর গ্রামে চোখে পড়ল এক ভিন্ন ছবি যে ছবি সমাজে তুলে ধরাটা খুব জরুরী বলে আমরা মনে করি এই রামনবমী উৎসবে পাড়া প্রতিবেশীর সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা গেল আতার শেখ নামে এক প্রতিবেশীকে দেখা গেল প্রতিবেশীদের আনন্দে নিজেকে সামিল করে প্রতিবেশীদের জন্য ভোগের আয়োজন করেছেন তিনি একই সঙ্গে রামনবমী শোভাযাত্রায় থাকা মানুষজনের জন্য শীতল পানীয় জলেরও আয়োজন করেছেন তিনি। এই থেকেই বোঝা যায় যে এখনো আমাদের সমাজ থেকে সম্প্রীতির উদাহরণ মুছে যায়নি। এই আতাহার সেখের মতো ব্যক্তিদের জন্যই সম্প্রীতি নামটা এখনো বেঁচে আছে।

16/04/2024

প্রধানের চেয়ারে বসে কাজ করতে গেলে দলকে দিতে হবে কাটমানি, নইলে কপালে জুটবে লাঠির বাড়ি এবং দলে নেই মহিলাদের সম্মান এমনই অভিযোগ তুলে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠগড়া পঞ্চায়েতের প্রধান পিংকি মন্ডল এবং পঞ্চায়েত সদস্য সুফি হেমরম। এই যোগদান লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলা বিজেপিতে বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ রামপুরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপির পঞ্চায়েত প্রধান পিংকি মন্ডল ও পঞ্চায়েত সদস্য সুফি হেমরম কে দলীয় পতাকা হাতে তুলে দেন রামপুরহাটের বিধায়ক ডক্টর আশিস ব‍্যানার্জী।

13/04/2024

শুভ নববর্ষের আগের দিন অর্থাৎ বছরের শেষ দিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আই পি এস দেবাশীষ ধর রামপুরহাট বিধান সভার বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের নিয়ে নিজের ভোট প্রচার করলেন।

Eid Mubarak.
11/04/2024

Eid Mubarak.

08/04/2024

বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদের সমর্থনে একটা মিছিল বের করা হয় রামপুরহাট শহরে। মিছিলটি রামপুরহাট শহরের ডাকবাংলা মোড় থেকে বের হয়ে গোটা শহর পরিক্রমা করে ভাড়শালা মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

08/04/2024

পবিত্র রমজান মাসের বিশেষ দিন ২৭ শে রমজান উপলক্ষ্যে রামপুরহাট ভাড়শালা ঈদগাহ কমিটির পক্ষ থেকে ঈদগাহতেই বিশাল ইফতারের আয়োজন করা হয়।

08/04/2024

বিপদে পড়ে রোগীর সঙ্গে আসা রোজদার আত্মীয়-স্বজনদের পবিত্র রমজান মাসের আঠাশে রমজান রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে তাদের জন্য ইফতারের আয়োজন করেন রামপুরহাটের স্বেচ্ছাসেবী সংস্থা "মানব সেবা"। দীর্ঘদিন দীর্ঘদিন ধরে রামপুরহাটে স্বেচ্ছাসেবী সংস্থা দুস্থ গরিব মানুষ এবং অসহায়দের পাশে বিভিন্নভাবে সাহায্য করে এসেছে। করুনা কালের লকডাউনে ও মানবসেবা বিভিন্নভাবে অসহায় মানুষকে সাহায্য করেছে তা শহরবাসী দেখেছেন। আজও তার ব্যতিক্রম হয়নি, কারণ এই তীব্র তাপদহে যে সকল মানুষ রোগী নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের পক্ষে ইফতারের আয়োজন করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এমন সময় রামপুরহাটের স্বেচ্ছাসেবী সংস্থা "মানব সেবা"এই সকল মানুষজনের ইফতারের আয়োজন করাতে রোগীর আত্মীয় থেকে স্থানীয়রা খুব খুশি।

07/04/2024

আজ ছিলো তীব্র তাপও প্রবাহ চরমে, আর তারই মধ্যে দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটা গ্রামের ট্রান্সফর্মার। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার যোবনী গ্রামে। আজ অর্থাৎ ৭ ই এপ্রিল দুপুর তিনটের সময় তাপ প্রবাহও ছিল চরমে ঠিক তখনই যোবুনি গ্রামের বাসিন্দারা লক্ষ্য করেন গ্রামের ট্রান্সফরমারে আগুন, সেই আগুন কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফরমারে দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল দিয়ে নেভানোর চেষ্টা করেন, যখন দেখেন যে আগুন নিয়ন্ত্রণে আসছে না তখন খবর দেন রামপুরহাটের ফায়ার সার্ভিসে। এরপরেই তৎক্ষণা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেই ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণ আনেন। জানা গিয়েছে এই ঘটনায় ট্রান্সফরমার পুরা ছাড়া কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কি কারনে এই আগুন লাগল তা এখনো পর্যন্ত জানা যায়নি।

06/04/2024

ভয়াবহ অগ্নিকাণ্ডে রামপুরহাট বাস স্ট্যান্ডের ৬ টি অস্থায়ী দোকান আগুনে ভষিভূত হয়ে যায়।

03/04/2024

তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে তারাপীঠে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সংগঠনকে আরও মজবুত করতে রাজ্যের প্রতিটি জেলাই একের পর এক বৈঠক করে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ রা এপ্রিল বুধবার দুপুর একটা ত্রিশ মিনিট নাগাদ তারাপীঠের চিলার মাঠে হেলিপেডে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি তারাপীঠের একটি বেসরকারি হোটেলে গিয়ে প্রথমে বীরভূম জেলা কোর কমিটির সঙ্গে বৈঠক করেন, পরে বীরভূম ও বোলপুর দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেন।

29/03/2024

বাড়ির উঠন থেকে মা ও শিশু পুত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসী পাড়ায়। মৃত মহিলার নাম সুমি হাসদা, বয়স ২৫ বছর। মৃত শিশু পুত্রের নাম দিপু হাসদা, বয়স ৫ বছর।

27/03/2024

২৫ শে মার্চ সোমবার বসন্ত উৎসব পালন হলো সুদূর বৃন্দাবন থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে। বাংলার এমনই একটা গ্রাম রামপুরহাট শহর সংলগ্ন গোপালপুর গ্রাম। এই গ্রামের প্রতিটি মানুষ সাংস্কৃতি প্রেমী। গোপালপুর গ্রামে দুটি সাংস্কৃতিক সংস্থা গীতাঞ্ছলি শিক্ষায়তন ও কবিতার পাঠশালা প্রতিটি অনুষ্ঠানে নিজের প্রতিষ্টানেের কচিকাচা সহ অভিভাবকদের নিয়ে মেতে ওঠেন উৎসবের আনন্দে। বাদ যায়নি এবারের বসন্ত উৎসব। এদিন গোপালপুর গ্রামে বসন্ত উৎসব উপলক্ষ্যে দুটি সাংস্কৃতিক সংস্থা গীতাঞ্ছলি শিক্ষায়তন ও কবিতার পাঠশালার কচিকাচা সহ অভিভাবকদের নিয়ে একটা প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি গোটা গ্রাম পরিক্রমা করে গ্রামের দক্ষিণা কালী তলার নাট মন্দির প্রাঙ্গণে নাচ, গান এবং কবিতার মধ্য দিয়ে পালন করা হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে দুই সংস্থার শিল্পীদের সঙ্গে মেতে উঠেছিলেন গ্রামের সাধারণ মানুষ।

27/03/2024

রামপুরহাট শহরে চৈত্র সেল এবং ঈদের বাজার করতে আসা সাধারণ মানুষকে পরতে হচ্ছে যানজটে। এমনই কিছু চিত্র তুলে ধরলাম খবর দৃষ্টির পর্দায়।

26/03/2024

আবারও দুটি বালি ভর্তি ট্রাক্টার সহ দুজনকে আটক করল মাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আজ অর্থাৎ ২৬ শে মার্চ মঙ্গলবার সকালবেলা দুটি বালি ভর্তি ট্রাক্টার মাড়গ্রাম থানার ডাঙাপাড়া মোড় এলাকায় পুলিশের নজরে আসে। তখন তাদেরকে দাঁড় করিয়ে পুলিশ বৈধ কাগজপত্র দেখতে চাইলে, তারা বৈধ কাগজ না দেখাতে পারায়, দুটি বালি ভর্তি ট্রাক্টার সহ দুজনকে আটক করে মাড়গ্রাম থানার পুলিশ। ধৃত দুজনের মধ্যে একজনের নাম নুরবক্তার সেখ, বয়স ২০ বছর, বাড়ি মাড়গ্রামের রাহাত খান পাড়া। অপর জনের নাম সাগর সেখ, বাড়ি মাড়গ্রামের ইনতলা পাড়া। আজ মাড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে ধৃত দুজনকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

25/03/2024

আজ বসন্ত উৎসব আর এই বসন্ত উৎসবে মেতে উঠেছে রামপুরহাট শহর। সকাল থেকেই রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও রামপুরহাট শহরে বসন্ত উৎসব উপলক্ষে প্রভাত ফেরী বের করা হয় রামপুরহাট শহরে। রামপুরহাট পৌরসভার বসন্ত উৎসবের প্রভাত ফেরিতে সাধারণ মানুষের সঙ্গে পা মিলান রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, একইসঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার পৌরপতি সৌমেন ভকত সহ কাউন্সিলাররা। আজকের বসন্ত উৎসবে মেতে উঠেছেন আট থেকে আশি মহিলা পুরুষ সকলেই।

21/03/2024

স্কুলের ছাত্রছাত্রী ভর্তি স্কুল ভ্যান ভরে গেল ধোঁয়ায়। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের ছফুকো মোড় সংলগ্ন এলাকায়। যদিও এই ঘটনায় কোন বাচ্চার ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় মানুষজন এবং ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতাই একটা বড় বিপদের হাত থেকে রক্ষা পেলো স্কুলের ছাত্রছাত্রীরা। স্থানীয়রা জানাই ভ‍্যানটি স্কুল থেকে ফেরার সময় বাচ্চা ভর্তি স্কুল ভ্যানের ব্যাটারির কাছ থেকে ধোঁয়া উঠতে দেখতে পাই গাড়ির চালক। তারপরেই ছফুকো সংলগ্ন এলাকার রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে দিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাদেরকে স্কুল ভ্যান থেকে বার করে নিয়ে আসা হয়। এরপরেই স্থানীয়রা খবর দেন ফায়ার সার্ভিসে। ঢিলছোড়া দূরত্বে ফায়ার সার্ভিস থাকার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎক্ষণাৎ এসে পৌঁছায় ঘটনা স্থলে। তারপরেই ফায়ার সার্ভিসের কর্মীরা সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসেন। স্থানীয়রা জানাই ভ্যানটি গ্যাসে চালে যে কারণেই বড়সড়ো বিপদের আশঙ্কা রয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতাই বাচ্চাদেরকে ভ্যান থেকে বার করা সম্ভব হয়। তবে কিছুক্ষণের জন্য হলেও এই ঘটনায় স্কুলের বাচ্চাদের চোখেমুখে এবং ছফুকো এলাকার মানুষজনে মধ্যে ভয়ের বাতাবরণ লক্ষ্য করা যায়।

21/03/2024

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার চেয়ারম্যান ডক্টর আশিস ব‍্যানার্জী সাংবাদিক সম্মেলন করে ২০২৪ শের লোকসভা নির্বাচনে বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন কমিটির ঘোষণা করেন রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যলয়ে। জেলার দুই লোকসভা কেন্দ্রে জেলার বিভিন্ন বিধান সভার বিধায়ক, ব্লক সভাপতি সহ সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। জেলার দুই লোকসভা কেন্দ্রেয় চেয়ারম্যানের দায়িত্বে আছেন জেলার চেয়ারম্যান ডক্টর আশিস ব‍্যানার্জী। বোলপুর লোকসভা কেন্দ্রে ৪২ জনের কমিটি গঠন করা হয়েছে এবং বীরভূম লোকসভা কেন্দ্রে ৫৭ জনের কমিটি গঠন করা হয়েছে বলে আমাদের জানান ডক্টর আশিস ব‍্যানার্জী।

Address

Rampur Hat

Telephone

+917001203199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khabar Dristi, Rampurhat,Birbhum. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media in Rampur Hat

Show All

You may also like