Bd islamic waz

Bd islamic waz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bd islamic waz, Digital creator, Bhagal dighi, Rampur Hat.

16/06/2024

আসসালামু আলাইকুম 🤝
দ্বীনি ভাইয়েরা
আজকে কে কে
রোজা আছেন ?

ছবিটি সৌদি আরবে তোলা 🇸🇦।ছবিতে মাত্র দুজন নারী রয়েছেন, এবং তারা সম্পূর্ণ প্রটোকল পাচ্ছেন। ছবিতে মাত্র দুজন পুরুষ এবং তার...
03/06/2024

ছবিটি সৌদি আরবে তোলা 🇸🇦।
ছবিতে মাত্র দুজন নারী রয়েছেন, এবং তারা সম্পূর্ণ প্রটোকল পাচ্ছেন। ছবিতে মাত্র দুজন পুরুষ এবং তারা দুজনেই নারীদের প্রটোকল দিচ্ছেন।
বড় মেয়ে বাবার কাঁধে আর ছোট ছেলে বাচ্চা ট্রলি ঠেলে দিচ্ছে। ওয়াল্লাহি, এটাই নারী স্বাধীনতা, এটাই নারী অধিকার, এটাই ইসলাম❤

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্ত...
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭

আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন।

16/05/2024

⚫ " কিভাবে কথা বলতে হয়"
চলুন মহান আল্লাহ তা'য়ালার কাছ থেকে শিখি।

📖 " কথা বলার পূর্বে সালাম দেওয়া।"
সুরাঃ নূর, আয়াত:৬১

📖 " সতর্কতার সাথে কথা বলো
(কেননা প্রতিটি কথা রেকর্ড হচ্ছে)। "
সূরাঃ ক্বফ,আয়াত:১৮

📖 "সুন্দরভাবে ও উওমরূপে কথা বলো।"
সূরাঃ বাক্বারাহ,আয়াত:৮৩

📖 "অনর্থক ও বাজে কথা পরিহার করো।"
সূরাঃ আল-মু'মিনুন,আয়াত:০৩

📖 "কন্ঠস্বর নিচু করে কথা বলো।"
সূরাঃ লুকমান,আয়াত:১৯;হুজুরাত:২-৩

📖 " বুদ্ধি খাটিয়ে কথা বলো।"
সূরাঃ নামল,আয়াত:১২৫

📖 " সঠিক কথা বলো ও পাপ মোচনের দোয়ার
উন্মুক্ত করো।"
সূরাঃ আহযাব,আয়াত:৭১-৭২

📖 " গাধার মত কর্কশ স্বরে কথা বলো না।"
সূরাঃ লুকমান,আয়াত:১৯

📖 " উওম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত
করো।"
সূরাঃ হা-মীম,সাজদাহ,আয়াত:৩৪

📖 " উওম কথায় দাওয়াত দেও।"
সূরাঃ হা-মীম,সাজদাহ,আয়াত:৩৪

📖 " ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া। "
সূরাঃ ছক,আয়াত:০২

📖 " পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি
অবলম্বন করা।"
সূরাঃ আ'রাফ, আয়াত:১৯৯

📖 " মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষনীয় ও
কোমল ভাষায় কথা বলবে না।"
সূরাঃ আহযাব,আয়াত:৩২

📖 " মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।"
সূরাঃ ফুরকান,আয়াত:৬৩

আল্লাহ তায়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
❤আমিন❤

প্রকৃতির প্রতিশোধ ----সবাই একবার পড়ুন---লাইব্রেরী  থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্...
15/05/2024

প্রকৃতির প্রতিশোধ ----
সবাই একবার পড়ুন---

লাইব্রেরী থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।

পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার..

আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বললো.

ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মেরে বলেছিলো, এই কথাটা না কি আমার ছাত্রী নিজেই বলেছে।

ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিলো আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বললো যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে। আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে...

তার কয়েকমাস পর ইন্টারনেটে ৮ মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...

আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুম মেটের ৪ হাজার টাকা হারিয়ে গেলো। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কমদামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি না কি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মত পরিস্থিতি ছিলো না। বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম।

চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে ৫ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড়ভাই আমার হাত ধরে বললো, পিয়াস আমায় ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছে করে তকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম।

বড়ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে। আমি বড়ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...

শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুড়ে মেরে বললো, তোর মত ভিখারীর কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস...

সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিলো। কিন্তু বিয়ের ৩ বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে আর আমি এস আই আবুল বাশার পিয়াস সুন্দর করে নোট করছি।

কথাবলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বললো, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না।

আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। যে হাসির অর্থ হলো, কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই।

আজ একটা কথা খুব মনে পড়ছে,

দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও, আল্লাহ তায়ালা প্রকৃতির মাধ্যমে সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেয়...

#সংগৃহীত

10/05/2024

★একটু শাসন করলে- হুজুর একটু বেশী মারে।
★আর আদর করলে- স্বভাব খারাপ, হুজুর ভাল না।
★বেতন বাড়ানোর কথা বললে- হুজুর এত লোভী কেন?
★ছুটি চাইলে- হুজুর বউয়ের গোলাম।
★ক্লাস টাইমে ক্লান্ত হয়ে কখনো একটু বিরতি নিলে- হুজুর ঠিকমত দায়িত্ব পালন করে না।
★প্রয়োজনে মোবাইল হাতে নিলে- হুজুর মোবাইল পাগলা।
★ভালো পোষাক পরলে- হুজুর এত শৌখিন ভাব ধরে কেন?
★একটু নরমাল পোষাক পরলে- হুজুর দুনিয়ার খাচ্ছর, নোংরা অবস্থায় থাকে।
★চাকরি ছেড়ে বা পাশাপাশি ব্যবসা বা অন্য কিছু করলে- ঐ দেখো হুজুরের জীবনটা নষ্ট, দুনিয়া পাইছে!
★শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে বসে থাকলে- বলবে এভাবে মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকলে চলবে?
পাশাপাশি কিছু একটা করেন।
★ভূলক্রমে হুজুরের একটা দোষ পাইলেই বলে- সে তো মাদ্রাসার বিশাল ক্ষতি করলো মাদ্রাসাটা শেষ করে দিলো!

মাদ্রাসার কমিটি, ও গার্জিয়ানদের এমন বহু কথা শুনেও মাদ্রাসার উস্তাদরা বছরের পর বছর তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দ্বীনের খেদমত ও ছাত্রদের উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

তারপরেও হুজুররাই খারাপ।

আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।

জাপানের ট্রেন স্টেশনের চলন্ত সিঁড়ি। সবাই বামপাশে দাঁড়িয়ে ডানপাশ ফাঁকা রেখে দিয়েছে। যাদের তাড়া আছে তারা ডানপাশ দিয়ে উঠ...
04/05/2024

জাপানের ট্রেন স্টেশনের চলন্ত সিঁড়ি। সবাই বামপাশে দাঁড়িয়ে ডানপাশ ফাঁকা রেখে দিয়েছে। যাদের তাড়া আছে তারা ডানপাশ দিয়ে উঠে যাবে।

এটাই জাপান। একারণেই জাপানকে সবচেয়ে সভ্য জাতি বলা হয়।

Minami- Nagareyama Station.
Chiba, Japan 🇯🇵

03/05/2024

৩ ই মে মুক্তি পাবে বাংলা ছায়াছবি।
ছবির নাম _ এক বছর কি করলি🤷।
অভিনয়ে _ ফাজিল ব্যাচ ২০২৪।
পরিচালনায়_ পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড!

ডিরেক্টার............... শিক্ষামন্ত্রী

ভিলেন হচ্ছেন......... মা-বাবা

সমালোচনায়..... পাড়া-প্রতিবেশী

এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার 👇
23/04/2024

এবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার 👇

এই কাজটির জন্য আপনিও 🥀জান্নাতি হতে পারেন সেই নারীর মতো💯👌🤲
23/04/2024

এই কাজটির জন্য আপনিও 🥀
জান্নাতি হতে পারেন সেই নারীর মতো💯👌🤲

14/04/2024
14/04/2024

আজকে 14/04/24 সরাসরি 🛑লাইভ দেখুন শুক্রাবাদ মাদ্রাসার জলসা প্রধান বক্তা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আসাম।

14/04/2024

শুক্রাবাদ মাদ্রাসার জলসা

ভ্রমন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে💯ভ্রমণ এবং স্থান পরিবর্তন, মনে নতুন উদ্যম জোগায় ।বয়সের সাথে বুদ্ধি আসে । ভ্রমণ এ...
13/04/2024

ভ্রমন মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে💯

ভ্রমণ এবং স্থান পরিবর্তন, মনে নতুন উদ্যম জোগায় ।

বয়সের সাথে বুদ্ধি আসে । ভ্রমণ এর সাথে অভিজ্ঞতা আসে ।

12/04/2024

ঐতিহাসিক কাটরা মসজিদ

السلام عليكم ورحمه الله وبركاته 🥀🤝تقبل الله منا ومنكمসকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন(                           Eid...
11/04/2024

السلام عليكم ورحمه الله وبركاته 🥀🤝

تقبل الله منا ومنكم
সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন

( Eid mobarak )

11/04/2024

ভগলদিঘি ঈদগাহ ময়

ইনশাআল্লাহ আমরা সকলে এই সুন্নত গুলি পালন করব 👇👇
10/04/2024

ইনশাআল্লাহ আমরা সকলে এই সুন্নত গুলি পালন করব 👇👇

10/04/2024

কিছু আলেম ওলামা ফেতরার টাকা ও খাদ্য নিয়ে ব্যস্ত কিন্তু ফিতরা কাকে দিতে হবে ও কখন দিতে হবে সে বিষয়ে একটি ও কথা বলেনা।

10/04/2024

কিছু আলেম ফেতরার টাকা ও খাদ্য নিয়ে ব্যস্ত কিন্তু কাকে দিতে হবে ও কখন দিতে হবে সে বিষয়ে একটি ও কথা বলেনা।

শায়খ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ 🥀👇
09/04/2024

শায়খ আব্দুল হামিদ আল ফাইজি আল মাদানী হাফিজাহুল্লাহ 🥀👇

👇👇
08/04/2024

👇👇

চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে  মাত্র কেউ আবার ফেসবুকে কালকে সৌদি আরবে ঈদ হবে এই পোস্ট এখনি দিয়েন না
08/04/2024

চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে মাত্র কেউ আবার ফেসবুকে কালকে সৌদি আরবে ঈদ হবে এই পোস্ট এখনি দিয়েন না

[যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান]▬▬▬▬💠🌀💠▬▬▬▬ফিতরা নিয়ে এত কারসাজি কেন?  রাসুল (সাঃ) বলছেন......  ফিতরা ১ সা পরি...
01/04/2024

[যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান]
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
ফিতরা নিয়ে এত কারসাজি কেন? রাসুল (সাঃ) বলছেন...... ফিতরা ১ সা পরিমান খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা ফরজ করেছেন!!! ১ সা = ২.৫ kg. সবার নিজ নিজ খাদ্য, গম, আটা,যব, কিসমিস, খেজুর, পনির, ইত্যাদি। রসুল (সাঃ) কি মূদ্রা দিয়ে আদায় করতে পারতেন না? রসুল (সাঃ) এর যুগে কি মুদ্রার প্রচলন ছিল না? সউদি আরব সহ আরব বিশ্বে এখনো ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়। বাংলাদেশে যারা টাকা দিয়ে ফিতরা আদায় করেন এই শরিয়ত তাদেরকে কে নাযিল করলো? এটার জন্য কি কাল বিচারের মাঠে কি জবাব দিবেন? আল্লাহি ইয়াহদিক।
যাকাতুল ফিতর/ফিতরার সংক্ষিপ্ত বিধি-বিধান:
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
🟢 যাকাতুল ফিতর/ফিতরা দেয়ার হুকুম কি?
ফরয।
🟢 কার জন্য ফিতরা দেয়া ফরয?
বাড়ির প্রতিটি সদস্য পুরুষ-নারী, বড়-ছোট সবার জন্য।
🟢 ফিতরা দেয়ার দায়িত্ব কার?
গৃহকর্তা নিজের ফিতরা দিবে এবং তার অধিনস্থ ব্যক্তিদের ফিতরা দিবে যাদের ভোরণ-পোষণ দেয়া তার জন্য ফরয।
🟢 কোন জিনিস দ্বারা ফিতরা প্রদান করা উচিৎ?
প্রত্যেক দেশের প্রধান খাদ্যদ্রব্য।
যেমন, আমাদের দেশে চাল।
🟢 পরিমাণ কত?
এক ’সা তথা প্রায় ২.৫ কেজি থেকে ৩ কেজি (চাল/গম)। তবে ৩ কেজি দেয়া অধিক উত্তম ও নিরাপদ।
[সৌদি লজনাহ দায়েমাহ]
হাদিসে যেহেতু খাদ্যদ্রব্য দেয়ার কথা বলা হয়েছে, তাই সুন্নত অনুসরণ করতে চাইলে খাদ্যদ্রব্য দিতে হবে। একান্ত অপরিহার্য পরিস্থিতি না হলে ফিতরার মূল্য বা টাকা দ্বারা ফিতরা দেয়া সুন্নত পরিপন্থী।
🟢 সময়:
ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে দু/তিন দিন আগেও দেয়া জায়েজ।
🟢 উদ্দেশ্য:
ঈদের দিন গরিব-অসহায় মানুষের খাবারের ব্যবস্থা এবং রোজাদারকে অর্থহীন কাজ, অশ্লীলতা এবং ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র করা।
🟢 বণ্টনের খাত:
গরীব-অসহায় মানুষ।
⬛ মাসায়েল:
🔷 প্রয়োজনে এক দেশে থেকে অন্য দেশে ফিতরা প্রেরণ করা জায়েজ।
🔷 একজনের ফিতরা একাধিক ব্যক্তিকে যেমন দেয়া জায়েয। তদ্রূপ একাধিক ব্যক্তির ফিতরা প্রয়োজনে একজনকেও দেয়া জায়েয।
🔷 ঈদের দিনের নিজ পরিবারে খাওয়ার মত অর্থ-সম্পদ এবং ফিতরা দেয়ার সামর্থ থাকলে ফিতরা প্রদান করা আবশ্যক।
🔷 গর্ভস্থ সন্তানের ফিতরা দেয়া আবশ্যক নয়, তবে দেয়া উত্তম।
আল্লাহু আলাম।
▬▬▬▬💠🌀💠▬▬▬▬
গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়,সৌদি আরব।

31/03/2024

কে কে খেলবেন চলে আসেন মুর্শিদাবাদে

31/03/2024

কে কে খেলবেন আমাদের সঙ্গে

31/03/2024

ওমরপুর তালাই

আসসালামু আলাইকুম 🤝 কেমন আছেন সবাই 🤔আর আপনাদের রোজা কেমন কাটছে ?
31/03/2024

আসসালামু আলাইকুম 🤝
কেমন আছেন সবাই 🤔
আর আপনাদের রোজা কেমন কাটছে ?

Address

Bhagal Dighi
Rampur Hat
731237

Alerts

Be the first to know and let us send you an email when Bd islamic waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd islamic waz:

Videos

Share