সমাজ ধারা Samaj Dhara

সমাজ ধারা Samaj Dhara সমাজ ধারা মাসিক সাহিত্য পত্রিকা। সোনারপুর, দক্ষিণ 24 পরগণা থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে ।

02/09/2024

সমাজ ধারা মাসিক পত্রিকার অক্টোবর সংখ্যায় শুধু মাত্র ৮ লাইনের মধ্যে অনুকবিতা দিন। বিষয়: "তিলোত্তমা" । 4 সেপ্টেম্বরের মধ্যে । লেখা মনোনীত হলে ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টাল চার্জ অগ্রিম দিতে হবে। গ্যাপ সমেত মোট আট লাইন হতে হবে অনু কবিতা । সঙ্গে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।
W app 090380 57612

29/08/2024

আমার শিল্পী বন্ধুদের জানাই আগামী ৭ই সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে (সেন্ট্রাল মেট্রোর ১ নম্বর গেট) "সৃজন সাথী" র সাংস্কৃতিক অনুষ্ঠান "কাশের বনে লাগলো দোলা " আয়োজিত হতে চলেছে। আপনারা যোগাযোগ করুন 9073658709 / 8910511709

29/08/2024

সমাজ ধারা মাসিক পত্রিকার অক্টোবর সংখ্যায় শুধু মাত্র ৮ লাইনের মধ্যে অনুকবিতা দিন। বিষয়: "তিলোত্তমা" । ২ সেপ্টেম্বরের মধ্যে । লেখা মনোনীত হলে ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টাল চার্জ অগ্রিম দিতে হবে। গ্যাপ সমেত মোট আট লাইন হতে হবে অনু কবিতা । সঙ্গে সম্পূর্ণ ঠিকানা দিতে হবে।

শুধু মাত্র কবিতা পাঠ, আবৃত্তি, কবিতা কোলাজ , একক শ্রুতি নাটক যাঁরা করেন নাম দিন ২০ আগস্টের মধ্যে । এরপর কোনো আবেদন গ্রাহ...
15/08/2024

শুধু মাত্র কবিতা পাঠ, আবৃত্তি, কবিতা কোলাজ , একক শ্রুতি নাটক যাঁরা করেন নাম দিন ২০ আগস্টের মধ্যে । এরপর কোনো আবেদন গ্রাহ্য হবে না।

যাঁরা অবনীন্দ্র সভাগৃহে 25 আগস্ট রবিবার কবিতা পাঠে অংশ নিতে চান what's app করুন।
08/08/2024

যাঁরা অবনীন্দ্র সভাগৃহে 25 আগস্ট রবিবার কবিতা পাঠে অংশ নিতে চান what's app করুন।

08/08/2024

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পত্রিকা বিভাগ সমাজ ধারা আগামী 25 th August রবিবার অবনীন্দ্র সভাঘরে বিকেল 4 টে থেকে 8টা পর্যন্ত "জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ" নামক একটি সাহিত্য বাসরের আয়োজন করেছে। যেখানে শুধুমাত্র কবিতা, আবৃত্তি, কবিতা কোলাজ, এবং শ্রুতিনাটক পরিবেশন করা যাবে। কবিতা এবং আবৃত্তির ক্ষেত্রে 3 মিনিট, কবিতা কোলাজের ক্ষেত্রে ১০ মিনিট এবং শ্রুতিনাটকের ক্ষেত্রে ১০ মিনিট সময় দেওয়া হবে। প্রত্যেক অংশগ্রহণকারী কে ১৫০ টাকা দিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে 9073658709 এই নম্বরে আগামী 20 th আগস্টের মধ্যে । অনুষ্ঠানের শেষে সকল শিল্পীদের সম্বর্ধনা দেওয়া হবে সার্টিফিকেট এবং মেডেল দিয়ে । কেউ আগে চলে যাবার অনুরোধ করবেননা। একটি ছুটির দিনে 4টে ঘণ্টা আমাদের সাথে কাটাতে পারবেন সেইসব সৃজনশীল শিল্পীরাই নাম নথিভুক্ত করবেন।আসুন সকলে মিলে এই আনন্দযজ্ঞ কে সফল ভাবে রূপায়ণ করি।

বিনীত
সুজাতা ঘোষ
9073658709

08/08/2024
01/08/2024

কোনো অনুষ্ঠানে যাঁরা অতিথি হয়ে আসেন ভেবে দেখবেন সাহিত্যের জগতে আপনার অবদান কত টুকু ? দশটা বই প্রকাশ হয়েছে ? উপস্থিত দশজন পাঠক আপনাকে চেনেন ? ২০ বছর ধরে লেখার জগতে আছেন ? সংগঠকের খরচ আপনি সামান্য শেয়ার করে নিয়েছেন ? তাহলে স্টেজে আপনার চেয়ারে বসার যোগ্যতা কি ? অনেককে দেখেছি সাহিত্য সভায় কোনো ভাবে ম্যানেজ করে একটা অতিথি চেয়ার দখল করে নেন । যাঁর কোনো যোগ্যতা নেই।

24/07/2024

সমাজ ধারা পত্রিকা পুজো সংকলনে গল্প , কবিতা , প্রবন্ধ দিন শেষ তারিখ ৩১ জুলাই ২০২৪ । যাঁরা দিয়েছেন এ msg তাঁদের জন্য নয় । w app 090380 57612

22/07/2024

সাহিত্য একাডেমীর পরবর্তী অনুষ্ঠান 14 আগস্ট 2024 কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে। আপনি যোগ দিতে চাইলে w app korun 8910511709

বাংলার জনরব । আমাদের অনুষ্ঠানের খবর বাংলাদেশে ।https://www.facebook.com/share/p/KbA8cLxVLc8L98sf/?mibextid=oFDknk
22/07/2024

বাংলার জনরব । আমাদের অনুষ্ঠানের খবর বাংলাদেশে ।
https://www.facebook.com/share/p/KbA8cLxVLc8L98sf/?mibextid=oFDknk

কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য  বঙ্গবন্ধু সাহিত্য একাডেমী, ভারত এর অভিষেক অনুষ্ঠান কলকাতায় জুলাই ২১, ২০২৪ nazma .....

21/07/2024

অন্যের লেখা আমি পড়ি না
নিজের লেখা ছাপা না হলে সেই পত্রিকা কিনি না।
সৌজন্য সংখ্যা দাবি করি
অথচ আশাকরি আমার লেখা পত্রিকা সবাই কিনে পড়বে।

গত কাল কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি ভারতবর্ষ  এর অভিষেক অনুষ্ঠান। ৫০ জন শিল্পী স...
20/07/2024

গত কাল কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি ভারতবর্ষ এর অভিষেক অনুষ্ঠান। ৫০ জন শিল্পী সমন্বয়ে সমগ্র অনুষ্ঠানের নেপথ্য কারিগর ছিলেন আসাদ আলী , স্বচ্ছতোয়া শীলু , যাজ্ঞসেনী ও সুজাতা ঘোষ এবং সহযোগী শিল্পী কবি বন্ধুরা । আপনারাও যোগ দিন আমাদের সঙ্গে । W app 8910511709 আমাদের পরবর্তী অনুষ্ঠান 14 আগস্ট কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে। আপনারাও যোগ দিন আমাদের সঙ্গে ।

20/07/2024

গত কাল কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি ভারতবর্ষ এর অভিষেক অনুষ্ঠান। ৫০ জন শিল্পী সমন্বয়ে সমগ্র অনুষ্ঠানের নেপথ্য কারিগর ছিলেন আসাদ আলী , স্বচ্ছতোয়া শীলু , যাজ্ঞসেনী ও সুজাতা ঘোষ এবং সহযোগী শিল্পী কবি বন্ধুরা । আপনারাও যোগ দিন আমাদের সঙ্গে । W app 8910511709 আমাদের পরবর্তী অনুষ্ঠান 14 আগস্ট কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে। আপনারাও যোগ দিন আমাদের সঙ্গে ।
W app 090380 57612

20/07/2024

*বিশেষ ঘোষণা*

১৪ আগস্ট বুধবার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে এক সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হবে। এখানে বন্ধুদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, শ্রুতি নাটক ও গান অনুষ্ঠিত হবে । কবি ও শিল্পীদের জন্য ঐ দিনের সদস্য মূল্য দিতে হবে ১০০ টাকা । প্রত্যেকের জন্য থাকবে মেডেল ও সার্টিফিকেট । আমরা ২০ জন শিল্পী নিতে পারবো । যিনি সব থেকে বেশি শিল্পী বন্ধুর নাম আর ফোন নম্বর গ্রুপে দেবেন তাঁর জন্য থাকবে বিশেষ সম্মান পদক। আমাদের উদ্দেশ্য সাংস্কৃতিক মনষ্ক গ্রুপ সদস্য তৈরি করা ।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য w app করুন সোমনাথ ঘোষ w app 090380 57612

11/07/2024
সমাজ ধারা পত্রিকার জুলাই মাসের কাজী নজরুল সংখ্যা প্রকাশের খবর
10/07/2024

সমাজ ধারা পত্রিকার জুলাই মাসের কাজী নজরুল সংখ্যা প্রকাশের খবর

09/07/2024

পুজোয় আপনার লেখাকে বইয়ের পাতায় তুলে ধরতে *সমাজ ধারা পত্রিকার* হাত ধরে এসে গেল নতুন সংকলন
সংকলনের নাম: *দেবীর আগমন*
সম্পাদনায় : *সোমনাথ ঘোষ ও সুজাতা ঘোষ*
📌প্রকাশনী : *রৈবতক*
🔰এটি একটি উন্নত মানের মুদ্রিত হার্ড বোর্ড ISBN যুক্ত সংকলন ।
📌যোগাযোগ ও লেখা পাঠানোর নাম্বার:- +91 9038057612 (হোয়াটস্অ্যাপ) ।
টাকা পাঠানোর GPay number 8910511709
মনে রাখবেন, যাঁরা লেখা পাঠাতে ইচ্ছুক তাঁদের হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে। নাহলে পত্রিকার কোনো আপডেট পাবেন না।

এটি একটি প্রিন্টেড সংকলন।
মহালয়ার আগে বা পরে
একটি সাহিত্যিক সন্মানীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংকলনটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে এবং লেখক কপি সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হবে। স্পীড পোস্টে নিলে চার্জ আলাদা।

*বিশেষ বিজ্ঞপ্তি -*

যাঁদের লেখা মনোনীত হবে প্রত্যেক লেখক/লেখিকাদের জন্য থাকছে:
💌 সার্টিফিকেট
💌 মেডেল
*কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী*

🔘স্রষ্টা যেকোনো বিষয়ের উপর তার সৃষ্টি পাঠাতে পারেন। ভ্রমণ, ভৌতিক বা থ্রিলার অগ্রগণ্য ।

🔘সর্বাধিক গ্যাপ সহ ২৪ লাইনের মধ্যে একটি কবিতা পাঠাবেন।
🔘অণুগল্প সর্বাধিক 200-250 শব্দের মধ্যে দিতে হবে।
🔘 বড় গল্প, ভ্রমণ, ভৌতিক বা থ্রিলার সর্বাধিক ৪০০ শব্দের মধ্যে দিতে হবে।

🔘লেখা নেওয়া শুরু হবে আগামী 28/6/2024 থেকে এবং লেখা পাঠানোর শেষ তারিখ 15/7/2024

🔘 যাঁদের কনটেন্ট মনোনীত হবে তাদের একটি সৌজন্য প্রি-বুকিং (200 টাকা) এর অনুরোধ রইল। কুরিয়ার চার্জ (৭০ টাকা) আলাদা দিতে হবে। আশা করি সকলকে পাশে পাবো। সৌজন্য সংখ্যা দিতে অপারগ জেনেই লেখা পাঠাবেন।
আমরা আপনার সৃষ্টি পৌঁছে দেব সকল বইপ্রেমীদের হৃদয়ে। আপনিও ছুঁয়ে দেখুন এ অনুভূতি।

🔘আপনাদের সৃষ্টি কেবলমাত্র হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হয়ে পাঠাবেন। প্রথমে নিজের নাম, ঠিকানা, শিরোনাম শেষে আপনার কনটেন্টটি সঠিক বানান দিয়ে দেবেন। আপনার কনটেন্টটি মনোনীত হওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে ।

09/07/2024

পুজোয় আপনার লেখাকে বইয়ের পাতায় তুলে ধরতে *সমাজ ধারা পত্রিকার* হাত ধরে এসে গেল নতুন সংকলন
সংকলনের নাম: *দেবীর আগমন*
সম্পাদনায় : *সোমনাথ ঘোষ ও সুজাতা ঘোষ*
📌প্রকাশনী : *রৈবতক*
🔰এটি একটি উন্নত মানের মুদ্রিত হার্ড বোর্ড ISBN যুক্ত সংকলন ।
📌যোগাযোগ ও লেখা পাঠানোর নাম্বার:- +91 9038057612 (হোয়াটস্অ্যাপ) ।
টাকা পাঠানোর GPay number 8910511709
মনে রাখবেন, যাঁরা লেখা পাঠাতে ইচ্ছুক তাঁদের হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে। নাহলে পত্রিকার কোনো আপডেট পাবেন না।
🔸সংকলনের গ্রুপ লিঙ্ক
https://chat.whatsapp.com/DkOmplsM1Bu9d32rGn3U1o

এটি একটি প্রিন্টেড সংকলন।
মহালয়ার আগে বা পরে
একটি সাহিত্যিক সন্মানীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সংকলনটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে এবং লেখক কপি সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হবে। স্পীড পোস্টে নিলে চার্জ আলাদা।

*বিশেষ বিজ্ঞপ্তি -*

যাঁদের লেখা মনোনীত হবে প্রত্যেক লেখক/লেখিকাদের জন্য থাকছে:
💌 সার্টিফিকেট
💌 মেডেল
*কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী*

🔘স্রষ্টা যেকোনো বিষয়ের উপর তার সৃষ্টি পাঠাতে পারেন। ভ্রমণ, ভৌতিক বা থ্রিলার অগ্রগণ্য ।

🔘সর্বাধিক গ্যাপ সহ ২৪ লাইনের মধ্যে একটি কবিতা পাঠাবেন।
🔘অণুগল্প সর্বাধিক 200-250 শব্দের মধ্যে দিতে হবে।
🔘 বড় গল্প, ভ্রমণ, ভৌতিক বা থ্রিলার সর্বাধিক ৪০০ শব্দের মধ্যে দিতে হবে।

🔘লেখা নেওয়া শুরু হবে আগামী 28/6/2024 থেকে এবং লেখা পাঠানোর শেষ তারিখ 15/7/2024

🔘 যাঁদের কনটেন্ট মনোনীত হবে তাদের একটি সৌজন্য প্রি-বুকিং (200 টাকা) এর অনুরোধ রইল। কুরিয়ার চার্জ (৭০ টাকা) আলাদা দিতে হবে। আশা করি সকলকে পাশে পাবো। সৌজন্য সংখ্যা দিতে অপারগ জেনেই লেখা পাঠাবেন।
আমরা আপনার সৃষ্টি পৌঁছে দেব সকল বইপ্রেমীদের হৃদয়ে। আপনিও ছুঁয়ে দেখুন এ অনুভূতি।

🔘আপনাদের সৃষ্টি কেবলমাত্র হোয়াটস অ্যাপ গ্রুপে যুক্ত হয়ে পাঠাবেন। প্রথমে নিজের নাম, ঠিকানা, শিরোনাম শেষে আপনার কনটেন্টটি সঠিক বানান দিয়ে দেবেন। আপনার কনটেন্টটি মনোনীত হওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে ।

30/06/2024

কবি অতিথি আমন্ত্রণ পত্র পেয়েই পোস্ট করছেন।
শুরুতে সংবর্ধনা নিয়ে একটা কবিতা পাঠ করেই পালিয়ে যাচ্ছেন। অন্যের কবিতা শোনার দায় এনাদের নয়।

Address

Sonarpur
Rajpur Sonarpur

Alerts

Be the first to know and let us send you an email when সমাজ ধারা Samaj Dhara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমাজ ধারা Samaj Dhara:

Videos

Share

Category