আজকে সকালে সাগরদিঘী PDCL এ ডাম্পার লরির তলায় চাপা পড়ে মৃত্যু সি সি টিভির ফুটেজে ধরা পড়লো ।
আমরা আজকে সকালে সাগরদিঘী PDCL কর্মীর মর্মান্তিক পথ দুর্ঘটনার ছবি দেখিয়ে ছিলাম। ডাম্পার লরির তলায় চাপা পড়ে মৃত্যু সেই ভিডিও সি সি টিভির ফুটেজে ধরা পড়লো দেখুন কিভাবে দুর্ঘটনা হয়েছিল।
ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হলো জঙ্গীপুরের ছেলে রমির।
বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত জঙ্গীপুরের ছেলে রমি সেখ। রক্তদান শিবির, এমারজেন্সী ব্লাড সার্ভিস, খাদ্য বিতরণ, কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ড্রিমলাইফ ফাউন্ডেশন ট্রাস্টের কর্নধার রমি সেখের ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হওয়ার খুশি এলাকাবাসী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীসংগঠন। নদিয়া জেলা, ধুলিয়ান, মালদা, লালগোলা, বীরভূম, কলকাতা থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
২৩ বছর পূর্তি উপলক্ষে জঙ্গীপুরে জীবন সাহারা পত্রিকার সংবর্ধনা
২৩ বছরে পদার্পণ করলো জীবন সাহারা পত্রিকা। সেই উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করেন জীবন সাহারা পত্রিকার সম্পাদক মাসিদুল সেখ ও সহ সম্পাদক সফিউল ইসলাম মহাশয়। এদিন এলাকার সাংবাদিক সহ সমাজসেবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন স্বর্গীয় জীবন সাহারা পত্রিকার প্রতিষ্ঠাতা কেতাবুল সেখ মহাশয়কে স্মরণ করে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সাহিত্যিক লেখক এস এম নেজামুদ্দিন, শিক্ষক অরুণ রায়, শিক্ষক মনিরুজ্জামান, জঙ্গীপুর পৌরসভার কাউন্সিলর ফিরোজ সেখ, বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম, সাংবাদিক বৈরাগী রবীন্দ্রনাথ হালদার, কবি তোহা সেখ প্রমুখ।
গিরিশ পার্ক ফাইভস্টার ক্লাবের উদ্যোগে কালীপূজোর খুঁটিপূজো।
বাঙালির বারো মাসে তেরো পার্বন। যার মধ্যে শ্রেষ্ঠ উৎসব অবশ্যই দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজো শেষ মানেই তো আর উৎসবে ইতি নয়। তারপরই যে আলোর উৎসব অর্থাৎ কালীপুজো। উৎসবপ্রেমী বাঙালি সবেতেই গা ভাসাতে তৈরি থাকে। দুর্গাপুজোর শুভারম্ভ হতে বেশ কিছুটা সময় বাকি তারই মাঝে থিমে নয়া চমক দিতে শক্তির আরাধনায় মাতলো গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব। আজ ঘটা করে হল কালী পুজোর খুঁটিপুজো। পুরোহিতের মন্ত্রচারণ ও ধামসা মাদলের নৃত্যের তালে তালে জমজমাট হয়ে উঠলো আজকের খুঁটিপুজো। এদিন খুটিপুজো উপলক্ষ্যে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক অশোক দেব, অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জী,বিধায়ক তাপস রায়,অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী, রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, শ্রেয়া পান
জঙ্গীপুরে অপারেশনে গাফিলতিতে মৃত্যু, অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে
সাত সকালে আশাদিপ নার্সিং হোমে রুগী মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি
গত তিন দিন আগে মনেরা বিবি(47) নামে গলবিল্ট্রারে পাথর নিয়ে ভর্তি হয় এবং ডাক্তার মনোজ ঘোষ অপারেশন করে। কিন্তু অপারেশন দিন হতেই রুগীর পেটে ব্যাথা শুরু হয় এবং এটা চলতে থাকে বলে জানাই পরিজনরা , গত কালকে রুগীর অবস্থা খারাপ হয়ে যায় অভিভাবক বার বার ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পরিশেষে আজ সকাল 6টায় রুগী দুনিয়া ছেড়ে চলে যায়। পরিজনরা জানায় যে ডাক্তার দের গাফিলতিতে ও নার্সিং হোমের ব্যাবহারে রুগী মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন। তিনারা আরও বলেন সামান্য পাথরের অপারেশনে রুগী কিভাবে মৃত্যু হয়, রুগীরস্বামী জানাই আমরা প্রশাসনের দ্বারস্থ হবো, সঠিক সিদ্ধান্ত নিয়ে দোষীদের বিচার চাই এটাই আমদের দাবী।
রঘুনাথগঞ্জ গাড়ীঘাটে দ্বাদশ শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার
জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে সাত সকালে উদ্ধার হল এক মেধাবী ছাত্রের দেহ। ছাদে পড়েছিল জঙ্গিপুর বয়েজ স্কুলের মেধাবী ছাত্র সাইদ আফ্রিদির রক্তাক্ত দেহ। কাশিয়াড়াঙ্গায় আদি বাড়ি থাকলেও জঙ্গিপুর বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রের রঘুনাথগঞ্জের ভাড়া বাড়িতে থাকত মা ও দিদির সাথে । দিন সতেক আগে এই বাড়িটি ভাড়া নেন তাঁরা। এক সাথেই থাকতেন ওই ছাত্র, তার দিদি এবং মা । ছাত্রের দিদি জানান, সকালে ঘরে খুঁজে না পেয়ে এই দৃশ্য দেখা যায় ছাদে। খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেফতারের বিরুদ্ধে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে আন্দোলনে কংগ্রেস
বিগত কালকে স্বেচ্ছাসেবী সংস্থা ও ডাক্তারের মধ্যে তর্কাতর্কি হয়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার তাসলিম সেখ সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মুক্তি সহ ডাক্তারের মানবিক আচরণের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের। উপস্থিত ছিলেন জঙ্গীপুর মহকুমা কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান বাপ্পা, জঙ্গীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর জুম্মা খান সহ একাধিক নেতৃত্ব।
ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে বিক্ষোভ মালদা জেলা তৃণমূলের
বিক্ষোভ সমাবেশ থেকে ইডিও ও সিবিআই কে তীব্র হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির
চাঁচল:-ইডি,সিবিআইয়ের নিরপেক্ষতার প্রশ্নে পথে নামল তৃণমূল কংগ্রেস।রবিবা মালদহের চাঁচলে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করে মালদা জেলা তৃণমূল।এদিন বিকেলে চাঁচল কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়।চাঁচল সদরের বারোগাছিয়া,তরলতলা,রাজীব মোড় হয়ে দূর্গাবাড়ী মোড় হয়ে কলমবাগানে মিছিল শেষ হয়।মিছিলে সামিল হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন,মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি,চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ,রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়,বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার,মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ চাঁচল মহকুমার ছয়টি ব্লকের তৃণমূলের শাখা সংগঠনের নেতা কর্
মালদার গাজলে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা।
গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানা। তার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। এখনো পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিয়ে আসা হয়েছে টাকা গুনার মেশিন। মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে কৌতুহলী মানুষের ভিড়।
১৮ লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ
চাঁচোল মহকুমা আদালতের প্যানেল পিপির বিরুদ্ধে প্রায় ১৮ লক্ষ টাকা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম
চাঁচল:এবার চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল চাঁচল মহকুমা আদালতের এক সরকারি আইনজীবীর বিরুদ্ধে। এমনকি ১৮ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়েই প্রতারণার মামলা করেছে পুলিশ। এদিকে ওই প্রতারণার অভিযোগের খবর করতে গিয়ে আক্রান্ত হতে হলো সংবাদমাধ্যমকে। জুনিয়র কয়েকজন আইনজীবী তিন সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে বলে অভিযোগ। রাতে আক্রান্ত তিন সাংবাদিকও পুলিশে অভিযোগ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমা আদালতের এক সরকারি আইনজীবী মোতাসির আলম চাকরি দেওয়ার নামে ১৮ লক্ষ টাকা নেন। এমনই অভিযোগ করেছেন চাঁচলেরই শীতলপুর এলাকার আসিরুদ্দিন। পিপি মোতাসির আলমকে তিন
মালদায় পথদুর্ঘটনায় বোলেরো গাড়ি, জখম-৬
মালদহে পথ দুর্ঘটনার কবলে বুলেরো গাড়ি, গুরুতর জখম ৬ জন যাত্রী
মালদা, ০২ সেপ্টেম্বর:
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে গেল একটি বুলেরো গাড়ি। জানা গিয়েছে, গাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী গুরুতর জখম হন ঘটনাস্থলেই। গাড়িটি ঝাড়খন্ড থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল হঠাৎ সকাল সাতটা নাগাদ পুরাতন মালদার মাধাইপুর বাইপাস ৩৪ নং জাতীয় সড়কের ওপর উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এরফলে ঘটনাস্থলেই বুলেরো গাড়ি পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘাতক ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে অভিযোগ।
পাশাপাশি, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন এবং দুমড়ে যাওয়া গাড়ি থেকে গুরুতর জখম যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান। এদিকে গুরুতর জখম ৬ জন যাত্রীকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ক
মালদার রতুয়ায় নদী ভাঙ্গনে তলিয়ে গেল ১০ মাস বয়সী এক পুত্র সন্তান।
নদী ভাঙ্গনে তলিয়ে গেল দশ মাস বয়সী পুত্র সন্তান।ভাঙ্গনের ধস পড়তেই ছোট্ট শিশু সহ পাঁচ জন নদীতে পড়ে যাই। স্থানীয়দের তৎপরতায় বাকিদের উদ্ধার করা সক্ষম হলেও শিশু সন্তান নদীতে নিখোঁজ হয়ে যায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার অন্তর্গত খাসমহল এলাকায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোন হদিস মেলেনি শিশু সন্তানের। ঘটনার পর থেকে নদী তীরবর্তী এলাকা জুড়ে শোকের আবহ।
জানাগেছে,নাসিম আক্তার নামে ব্যক্তির কোলে ছিল তার ১০ মাস বয়সী ছোট্ট পুত্র সন্তান। ভাঙ্গনের ঘটনাই শ্বশুরবাড়ির তলিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে রতুয়ার ভাদো এলাকার বাসিন্দা নাসিম আক্তার সন্তানকে নিয়েই সহপরিবারে খাস মহল এলাকায় শ্বশুরবাড়িতে এসেছিলেন।নদী পাড়ে দাঁড়িয়ে ভাঙ্গন দেখছিলেন।সেই মুহূর্তে নদীতে বড় ধ্বস নামলে নদীতে পড়ে যায় শিশু সন্তান সহ পাঁচজন।ঘটনায় স্থানীয় বাসি