Anup kumar Ojha

Anup kumar Ojha 25/08/1974

15/03/2024

কবি নজরুল ইসলামের লেখা "বারাঙ্গনা"কবিতা পাঠ।

05/02/2024

"মা মাটি মানুষ" যাত্রাপালার একটি দৃশ্যে শিব ঠাকুরের ভূমিকায় আমি।

02/01/2024

কবি সুকান্ত ভ্টাচার্যের "দেশলাই কাঠি"কবিতা পাঠ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে।

21/12/2023

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতা পাঠ।

29/11/2023

আমার আজকের লেখাটি সেই সমস্ত বৃদ্ধ, কুঁজো অন্ধ এবং অবহেলিত বাবা-মায়ের উদ্দেশ্যে। যারা নিজের সংসারে আলো জ্বালাতে গিয়ে চোখের আলো হারিয়ে ফেলেছেন। যারা সংসারকে সচল করতে গিয়ে আজ হয়ে পড়েছেন অচল পয়সা।যারা সেই ভাবে কোনদিন কোন স্বীকৃতি পাননি তাদের আত্মত্যাগের। যাদের মাঝেমধ্যেই শুনতে হয়," তোমরা আমাদের জন্য কি করেছ।" লেখাটি সমস্ত অবহেলিত বাবা-মায়ের চরণে উৎসর্গ করলাম।


আমার আকাঙ্খা
কলমে:অনুপ কুমার ওঝা।
হুটমুড়া, পুরুলিয়া।
বয়স হলে ওহে আমার প্রভু
আমায় তুমি বোবা করে দিও,
মানুষ যদি রহে গো মোর পাশে
আমায় তুমি বধির করে দিও।

শুনতে যেন না হয় আমায় কভু
ঝরা আমার রক্ত এবং ঘামে,
সংসারে ক্ষতি ই এনেছে শুধু
লাগেনি তা কোন প্রয়োজনে।

তিলে তিলে গড়া এই সংসার
বইতে যদি নারে আমার ভার।
তুমি আমার সকল কেড়ে নিয়ে
আমায় তুমি হালকা করে দিও।

রাগ যেন না থাকে আর শেষে,
চাওয়া পাওয়া সব যেন যাই মরে।
অভিমান যেন কাছে নাহি আসে,
স্বপ্ন যেন না আসে মোর দ্বারে।

আমার কথা কেহ যেন নাহি কয়
বোবা হয়ে আমি যেন ভাই রই,
স্বপ্নহীন বিষাক্ত এই সংসারে
অর্ধমৃত হয়ে বয়স ভারে।

পাশের ঘরে আমি যখন ভূমে
ভাববে আমি রয়েছি যে ঘুমে।
তোমার ঘরে বসবে তখন মেলা
শেষ হবে যে আমার জীবন খেলা।

মুছে যাবে আমার বেলা শেষে
অজ্ঞাত এই ছোট্ট একটি নাম,
ফিরে যাব আমি তারার দেশে
শেষ করে যে আমার সকল কাম।
(স্বত্ব সংরক্ষিত)

Address

Hutmura
Purulia
723148

Telephone

+919732155482

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anup kumar Ojha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anup kumar Ojha:

Videos

Share


Other Social Media Agencies in Purulia

Show All