পুরুলিয়া ছৌ রং সংস্থার উদ্যোগে ইনডোর স্টেডিয়ামে শুরু হল তিনদিনের শিল্পপ্রদর্শনী। ২০ ২১ ও ২২ ডিসেম্বর বেলা একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই শিল্প প্রদর্শনী খোলা থাকবে শিল্প-রসিকদের জন্য।
#পুরুলিয়া #puruliadiaries #everyone #puruliamunicipality #followers #PARA #Adra #followerseveryone #balarampur #highlights
বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে এখোনো কাটেনি জট।তার মাঝেই আজ অযোধ্যা পাহাড়ের হিলটপে যেখানে সীতা কুন্ড বলে পরিচিত সেই জায়গায় সমিতির বিক্ষুব্ধ গোষ্ঠীর চোদ্দ জন সদস্যদের মিলিত পিকনিকে আবার নতুন সমিকরন উঠে আসতে শুরু করলো।।
#পুরুলিয়া #Adra #followerseveryone #everyone #highlights #puruliadiaries #balarampur #followers #PARA
এই মুহুর্তের বড় খবর বান্দোয়ানের রাইকা এলাকায় এক জলাশয়ের পাশে বাঘিনীকে ধরার জন্য বনদপ্তর খাঁচা পেতে রেখেছে। মহিষ ও ছাগলের টোপ ব্যবহার করেও দিনভর চেষ্টা সত্ত্বেও বাঘিনী ধরা পড়েনি। এরপর নতুন কৌশল হিসেবে জঙ্গলে শুকর নিয়ে আসা হয়েছে।
#পুরুলিয়া #puruliadiaries #followerseveryone #everyone #followers #balarampur #Adra #PARA
আজ একুশে ডিসেম্বর সকাল ছটায় প্রেরণা মহিলা বিকাশ মণ্ডল পুরুলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো পিংক ওয়াকাথান ২.০। এটি তাদের দ্বিতীয় বর্ষ।
#everyone #পুরুলিয়া #puruliadiaries #followerseveryone #Adra #balarampur #highlights #followers #purulia #PARA #prernamahila
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এলাকায় রক্ত সঙ্কট মেটাতে ও মুমুর্ষ মানুষের পাশে থাকতে রঘুনাথপুর ২ নং ব্লক ও নিতুড়িয়া ব্লক তৃনমূল কংগ্ৰেসের সহযোগিতায় রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন স্থানীয় যুবকদের উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো প্লান্ট গেট সংলগ্ন মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গনে ।
বলরামপুর চকবাজার সংলগ্ন এলাকায় এ পথ দূর্ঘটনায় কবলে পড়ে এক ছাত্রী। টিউসেন থেকে ফেরার পথে দূর্ঘটনায় কবলে পড়ে অঞ্জলি সরেন নামে এক ছাত্রী।
#পুরুলিয়া #balarampur #everyone #highlights #Adra #purulia #followerseveryone #puruliadiaries #followers #PARA
পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রেরণা মহিলা বিকাশ মণ্ডল আয়োজিত পিংক ওয়াকাথন ২.০ ।।
#purulia #puruliadiaries #followerseveryone #পুরুলিয়া #Adra #highlights #balarampur #everyone #followers #PARA
প্রেরণা মহিলা বিকাশ মণ্ডল আয়োজিত পিংক ওয়াকাথন ২.০ অনুষ্ঠিত হচ্ছে সরাসরি সুভাষ পার্ক থেকে আমার পুরুলিয়া।।
#followerseveryone #পুরুলিয়া #puruliadiaries #balarampur #followers #highlights #Adra #PARA #purulia #everyone
সাতান্ন বছর আগে রাজ্যে জেলাস্তরে প্রথম পুরুলিয়া জেলাতে শুরু হয়েছিল বিঞ্জান মেলা। সেই মেলা নিয়মিত গর্বের সঙ্গে অনুষ্ঠিত হয়ে চলেছে আজো। এবার শীতের আমেজ নিয়ে জেলা বিঞ্জান কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হয়েছে মেলা।
#purulia #PARA #puruliadiaries #highlights #everyone #followers #followerseveryone #পুরুলিয়া #Adra #balarampur
"পার্ব্বনী" ২০২৪.. পুরুলিয়ার জগন্নাথ কিশোর কলেজ দুদিন ব্যাপী মেলা।।
#puruliadiaries #পুরুলিয়া #balarampur #everyone #followers #purulia #PARA #followerseveryone #highlights #Adra