Amar Purulia

Amar Purulia মানভূমের প্রাণ !! মানভূমের চোখ !! A Media House of News, Events , Entertainment & Culture...

17/01/2025
16/01/2025

পুরুলিয়ায়র জঙ্গলমহলে চলছে বানসারা সিনেমার শুটিং।
পর্যটকদের পাশাপাশি পুরুলিয়া এখন ভিড় জমাচ্ছেন টলিউডের কলাকুশলীরা। অযোধ্যা পাহাড়ের পাদদেশ মুরগুমা তে শুটিং চলছে জোর কদমে।
#পুরুলিয়া

15/01/2025

বলরামপুর থানার অন্তর্গত শ্যামনগর মালতি গ্ৰামে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু। আজ বিকাল নাগাদ মর্মান্তিক ঘটনা মালতি গ্রামে গৃহবধূর অস্বভাবিক মৃত্যু, না অন্য কিছু খতিয়ে দেখছে প্রশাসন ।
#পুরুলিয়া

15/01/2025

একসময় খাড়া পাহাড়ি পথ দিয়ে টিলার উপরে কালিমন্দির স্থাপন করেছিলেন কালি সাধক বিমলানন্দ জী মহারাজ। সেই মাঠা পাহাড়ের উপর মন্দিরের দর্শন করতে এবার রেকর্ড সংখ্যাক পু্ন্যার্থী পাহাড়ের চুড়ায় পৌছালো। বিগত ৬৫ বছর ধরে মাঠা পাহাড়ের উপর ১ লা মাঘ কালিপুজো হয়ে আসছে।
#পুরুলিয়া

15/01/2025

জেলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম খেলাই চণ্ডীর মেলা। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন পুরুলিয়ার বিভিন্ন জায়গায় এই মেলা বসে শাখাঁরির খেলাইচন্ডীর এক দীর্ঘ ইতিহাস রয়েছে।
#পুরুলিয়া

14/01/2025

মালগাড়ি লাইনচ্যুত আনাড়ায়।
আনাড়া স্টেশনের অদূরে আপ লাইনে হঠাৎ একটি মালগাড়ি লাইনচ্যুত হলে রেল পরিষেবা ব্যহত হল পুরুলিয়া আদ্রা বিভাগ।।
#পুরুলিয়া

14/01/2025

বলরামপুর কালিতলা চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনাল প্রতিযোগীতায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ উপস্থিত ছিলেন তৃনমুল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব শান্তিরাম মাহাতো প্রমুখ।

14/01/2025

পৌষ পরব সরাসরি কাঁসাই থেকে।।
#পুরুলিয়া

14/01/2025

টুসু মেলা হনুমাতা জলাধারের পাশে।মোরগ লড়াই থেকে চুটুল গানের আসরে ভীড় মানুষের।

14/01/2025

কালিতলা চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনাল খেলায় উপস্থিত বিডিও সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। ব্যাট হাতে নিয়ে খেলা শুরু করলেন খোদ বিডিও সৌগত রায়।

13/01/2025

আজ সকালে বলরামপুর বাগমুন্ডী রাজ্য সড়কে একটি মারাত্মক পথ দুর্ঘটনা ঘটে। বলরামপুরের রসুলডি কবরস্থানের কাছে আজ সকাল প্রায় ১০:৩০ নাগাদ দূর্ঘটনা টি ঘটে। একটি বাস ও একটি ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়।

13/01/2025

অজ্ঞাত পরিচয় গাড়ি ধাক্কায় গুরুতর আহত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স এর চালক।।
#পুরুলিয়া

12/01/2025

স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস পালনে অভিনব আয়োজন করলো বলরামপুর নবজাগরণ সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা।
#পুরুলিয়া

Address

Bhatbandh Mission Road
Purulia
723101

Telephone

+919434105924

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Purulia:

Videos

Share