Ashok Mahata

Ashok Mahata If You Risk Nothing, You Will Going Nothing.��

A place where you can find internal peace 🕊️
11/04/2024

A place where you can find internal peace 🕊️

27/08/2023

Karo River
Khunti-simdega rd, Jharkhand



27/08/2023




    ,JharkhandDate- 16/08/2023 [Day -2]Distance -  60 km  , Angarabari ,Jharkhand
27/08/2023


,Jharkhand
Date- 16/08/2023 [Day -2]
Distance - 60 km
, Angarabari ,Jharkhand










ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান যাওয়ার জন্য  কিতাহাতু মোড় থেকে 12 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে হবে। বিরসা মুন্ডা ছিলে...
26/08/2023

ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান যাওয়ার জন্য কিতাহাতু মোড় থেকে 12 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করতে হবে। বিরসা মুন্ডা ছিলেন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক যিনি ব্রিটিশ সরকারদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য বিদ্রোহের ঘোষণা করেছিলেন।





26/08/2023

রাস্তায় দেখা পেলাম ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু যাওয়ার জন্য 12 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে। স্থান -কিতাহাতু মোড় ঝাড়খন্ড।

পশ্চিমবঙ্গ পার করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে প্রবেশ করলাম। Date - 15/08/2023 [1st day]Distance - Tamar [75 km]...
23/08/2023

পশ্চিমবঙ্গ পার করে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে প্রবেশ করলাম।
Date - 15/08/2023
[1st day]
Distance - Tamar [75 km]


দিনটা সেদিন ১৫ ই আগস্ট ২০২৩।একটা ছোট্ট স্বপ্ন পূরনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। একদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বুকটা গর্বে ভ...
21/08/2023

দিনটা সেদিন ১৫ ই আগস্ট ২০২৩।
একটা ছোট্ট স্বপ্ন পূরনের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। একদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে বুকটা গর্বে ভরে উঠছে , মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ঝাঁসীর রানী, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজী, এবং হাজারো সাধারণ মানুষের সঙ্গবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা।
অপরদিকে বিগত কয়েক বছর আগে করোনার মতন মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে আমাদের বার বার মনে করিয়ে দেয় অক্সিজেন সংকটের কথা। বর্তমানে জলের কতটা অভাব তা ভালো ভাবেই টের পাওয়া যায়। এই মুহূর্তে জলের বোতলের দাম ২০ টাকা হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে ৫০ বছর পর হয়ত সেই বোতলের দাম গিয়ে দাঁড়াবে ২০০ টাকা। অক্সিজেন তখন বোতলের মতো দাম দিয়ে কিনতে হবে। তাই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এক বিশাল সংকটের মুখে পড়তে চলেছে। তাই ভারতের প্রকৃতিকে বাঁচানোর জন্য গাছ লাগানোর বার্তা এবং ভারতের জনগণকে সচেতনতার লক্ষ্যে এগিয়ে আসা। সারারাত ঘুম হয়নি।ভোরবেলা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিদায় নেওয়ার পালা। মায়ের চোখে জল দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। চোখ থেকে গড় গড় করে জল বেরিয়ে পড়ছে। মা, কাকু, ভাই, দাদা, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে সাইকেলে করে বেরিয়ে পড়লাম ভারত যাত্রার উদ্দেশ্যে।

20/06/2023

, Darjelling

তৃষ্ণার্ত হরিণ  ।
10/05/2023

তৃষ্ণার্ত হরিণ ।

26/12/2022

চলো ঝর্ণার দেশে পাড়ি জমাই।।

চলো কাজ ফেলে দিয়ে ঝর্ণার দেশে পাড়ি জমাই।। You tube link- https://youtu.be/QwSwKlTUrC4
26/12/2022

চলো কাজ ফেলে দিয়ে ঝর্ণার দেশে পাড়ি জমাই।।
You tube link- https://youtu.be/QwSwKlTUrC4

রাতের সাহেব বাঁধ
10/12/2022

রাতের সাহেব বাঁধ

জোনহা্ ওয়াটার ফলস এর কিছু মুহুর্ত😍🥰
07/12/2022

জোনহা্ ওয়াটার ফলস এর কিছু মুহুর্ত😍🥰

[Koncho Pahar ]এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহণ অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব ,তারপ...
01/12/2022

[Koncho Pahar ]
এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহণ অরণ্য, আমি সেই অরণ্য পার হয়ে যাব ,তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পাবে না।
সংগৃহীত- (সুনীল গঙ্গোপাধ্যায়)

30/11/2022

Koncho Pahar,Jharkhand
parinda hai tu song

সকালের উজ্জ্বল আলো  পেতে হলে অবশ্যই কুয়াশা সহ্য করতে হবে ☺।
25/11/2022

সকালের উজ্জ্বল আলো পেতে হলে অবশ্যই কুয়াশা সহ্য করতে হবে ☺।

কপিলা পাহাড় ,ঝালদা ।।[পুরুলিয়া]মনকে শান্ত রাখার আদর্শ পরিবেশ।।
22/11/2022

কপিলা পাহাড় ,ঝালদা ।।[পুরুলিয়া]
মনকে শান্ত রাখার আদর্শ পরিবেশ।।

20/11/2022

[Man Vs Wild ]
{Meet Mr. Ranbir singh Vs Bear grylls}

[কপিলা পাহাড়]কাজের সময়ের ব্যস্ততা আর এক ঘেয়েমিদূর করতে বেরিয়ে পরি নতুন পাহাড়ের উদ্দেশ্যে । তবে এবারে একটা নতুন পাহা...
20/11/2022

[কপিলা পাহাড়]

কাজের সময়ের ব্যস্ততা আর এক ঘেয়েমিদূর করতে বেরিয়ে পরি নতুন পাহাড়ের উদ্দেশ্যে । তবে এবারে একটা নতুন পাহাড়ের অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকলাম আর সেটা হচ্ছে কপিলা পাহাড়। মনকে শান্ত করার আর শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে এরকম একটা জায়গাতে আসা খুব ভালো। যা পুরুলিয়া জেলার ঝালদা থানার মধ্যে অন্তর্গত অন্যতম সেরা একটা জায়গা

পুরো ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন
[YouTube link]=https://youtu.be/Df9jKi4qyRQ

11/11/2022

পাহাড়ি এলাকা দিয়ে ট্রেন যাবার সময়

12/10/2022

(পুরুলিয়া অঞ্চলের খরা ও পরিবেশ বাঁচাও)
পশ্চিমবঙ্গের যতগুলি জেলা আছে তাদের মধ্যে খরা প্রবণ এলাকাগুলোর মধ্যে যে জেলার নাম সব থেকে আগে উঠে আসে সেটা হলো পুরুলিয়া জেলা।
প্রতিবছরের নেই এ বছরও সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং জলের অভাবে ভালোভাবে চাষবাস হয় নি এবং ধানের ফসল নষ্ট হয়ে যায় আর এসব জমি যারা চাষ করে তাদের কাছে ভাগ্যের পরিহাস করা ছাড়া কোন উপায় থাকে না । অত্যাধিক পরিমাণে গাছ কাটার হলে এবং অপরিকল্পিতভাবে বনভূমি উজাড় করার ফলে ধীরে ধীরে পুরুলিয়া জেলা খরা প্রবণ এলাকাগুলোর তালিকায় সব থেকে আগে উঠে আসছে । ছোটবেলায় পড়াশোনার সময় আমরা সাধারণ জ্ঞানের বইতে বেশ কিছু সম্প্রদায়ের মানুষকে সমাজ বন্ধু হিসেবে চিনেছিলাম। আর সমাজ বন্ধুদের সেই তালিকা যে সম্প্রদায়ের কথা উঠে আছে তারা হলো কৃষক । আর এই কৃষকরাই হল আমাদের সমাজের বৃত্তি। তাদের কাঁধে ভর করেই আমাদের প্রাথমিক প্রয়োজন মেটে। আর এই পুরুলিয়া জেলার মানুষের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন হলো চাষবাস। আসলে বন্যার মতন খরাও হলো একটা প্রাকৃতিক বিপর্যয় । খরা জিনিসটা কি?? গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন খাল বিন নদী-নালা পুকুর সবকিছু শুকিয়ে যায় এবং জলের জন্য চারদিকে হয়ে ওঠে বুকফাটা হাহাকার এবং যখন মাঠের ফসল মাঠেই মারা যায় তখন তাকে আমরা খরা বলি। আর এই খরা হল পুরুলিয়া জেলার মানুষের নিত্য সঙ্গী। আর এরকম ভাবে বছরের পর বছর এগিয়ে চলেছে পুরুলিয়ার মানুষের জীবনযাত্রা।
পুরুলিয়া জেলা মূলত ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত ।সমুদ্রপৃষ্ঠ থেকে এই জেলার গড় উচ্চতার ১৫০ থেকে ৩৩০ মিটার । সমস্ত জেলায় ছড়িয়ে রয়েছে ল্যাটারাইট যুক্ত মৃত্তিকা । এখানে ভূমির ঢাল সিঁড়ির ধাপের মতো উঁচু নিচু অসমতল হওয়াই বৃষ্টির জল জমবার কোনো সুযোগ পায় না, সহজে জল গড়িয়ে যায়। আবার এখানকার ভূমি কঠিন শিলা দ্বারা যুক্ত হয় জল মাটির নিচে বেশি প্রবেশ করতে পারে না। যদিও জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিন্তু গরমের সময় দেখা যায় প্রচন্ড জলের অভাব।
আর এই খরা মূলত প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের বহুমুখী কর্মকাণ্ডের জন্য বেশি দেয়, নির্বিচারে গাছ কাটা এবং ও পরিকল্পিতভাবে বনভূমি উজাড় করার ফলে ,পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এখানকার মানুষকে ভুক্ত হচ্ছে জলের অভাবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পুরুলিয়ার মানুষকে সচেতন হতে হবে । জলের অভাবে ভালোভাবে চাষ না হওয়ার কারণে পুরুলিয়া জেলার মানুষ জনকে অর্থ উপার্জন আশায় ছুটে বেড়াতে হচ্ছে বিভিন্ন রাজ্যে। খুবই খারাপ লাগে যখন পুরুলিয়ার মানুষজন পরিবারের সব থেকে প্রিয় আপনজনদেরকে ছেড়ে নিয়ে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর আশায় বাইরে কাজের সন্ধান দিতে চলে যায় আর খুবই কষ্ট হয় যখন পুরুলিয়ার মানুষজন বাইরে গিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে সমস্ত সময়টুকু দিয়ে নিয়েও মালিকের কাছ থেকে উপযুক্ত সম্মানটুকুও পায় না।
তাই পুরুলিয়ার সকল মানুষকে সচেতন হতে হবে এবং পরিবেশের মহত্ব যে কতটা তা সবসময় মাথায় রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সড়ক পথ, রেলপথ,নদীর পাড় ,খাল বিল ,ফাঁকা জায়গায় ,জঙ্গলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আর এরকমভাবে পুরুলিয়া জেলাকে আরো সবুজ সুন্দরী পুরুলিয়া হিসেবে গড়ে তুলতে চাই।আর এভাবে ধীরে ধীরে গাছ লাগানোর ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, জল ধারণ ক্ষমতা বাড়বে , জলের সমস্যা দূর হবে, কৃষি ফসল উৎপাদন বাড়বে, খাদ্য পুষ্টির অভাব হবে না, বেকারত্বের সঙ্গে কমবে ,এবং এরকম ভাবে ধীরে ধীরে সকল মানুষের মুখে হাসি ফুটে উঠবে আর এরকম ভাবে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব।
জয় হিন্দ🙏
#পুরুলিয়ার_খরা
#পরিবেশ_বাঁচাও
#গাছ_লাগান_প্রাণ_ বাঁচান
#পরিবেশ_সুরক্ষা
#পরিবেশ_দূষণ

 #ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে স্বপ্নের রাজপথে।।
26/09/2022

#ভাবনার ল্যাম্পপোস্ট জ্বলছে স্বপ্নের রাজপথে।।

Address

Purulia

Telephone

+919064003229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashok Mahata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashok Mahata:

Videos

Share


Other Digital creator in Purulia

Show All