22/12/2024
সাঁওতালী ভাষা ও সারি ধরম ভাবনা
✍✍✍✍✍✍✍✍✍✍✍👁️🗨️✍✍✍ভারতের আদিম অধিবাসী সাঁওতাল। সরকারী ভাবে তাঁরা তপশিলী উপজাতি বা আদিবাসী হিসাবে পরিচিত। সাঁওতাল নাম অবশ্য অন্য জাতির দেওয়া নাম বা আরোপিত নাম হলেও সাঁওতালরা সাঁওতাল নাম ব্যবহারে অভ্যস্থ হয়ে গেছে। অন্যথায় তারা একটি পরিচিতির এটকে টড়তে বা সঙ্কটের সম্মুখীন হয়ে চলতে হত।
তাঁরা নিজেদের মধ্যে ‘হড়’ বলে পরিচয় দিয়ে থাকেন যার অর্থ মানুষ। পশু নয়। তাহা ছাড়া নিজেদের খেরওয়াল বংশের লোক বলে পরিচয় দিয়ে থাকেন। তাঁদের বংশের নাম খেরওয়াল। সাঁওতালরা খেরওয়াল জাতি। এ নামে তারা আজ থেকে নয়, আবহমান কাল থেকেই নিজেদের পরিচয় দিয়ে আসছেন। অন্যদের কাছে অন্য নামে পরিচয় দিতে হয় তা না হলে অন্যরা বুঝবেন না। অপরের দেওয়া নামই এখন সুন্দর সম্মানের ও সুবিধার হয়ে গেছে বা পরিস্থিতি তৈরী হয়ে গিয়েছে।
পরের অংশ পড়ুন: https://trendingupdatekgn.blogspot.com/2024/12/%20%20%20%20%20_0800593787.html?m=1