Master MaxPro

Master MaxPro রানী বন্ধুকে আমি অসম্ভব ভালোবাসি❤️
যা লিখবো তাকে নিয়েই লেখবো। আমার আর কোনো আত্মার সম্পর্কের মেয়ে মানুষ নেই।❤️💝❤️
(1)

03/09/2024

আসকে যারা বেঈমান তারা একসময় মানুষ ছিলো

01/09/2024

বেকার ছেলেটার কিছু করার সুযোগ আছে । আপনার সেটা নেই

01/09/2024

লেখক : মুন্সি
কন্ঠে : মুন্সি

28/08/2024

তোমরা আন্দোলন করো না কেনো।

21/08/2024

লেখক : রানা
পেশায় : ছাএ
কণ্ঠে : # shakilmonsi
SA MD Shakil Munsi
MD Shakil Munsi
গল্প টা ভালো লাগলে প্রিয় মানুষের নামে একটা লাইন লিখে যাও

21/08/2024

১৮ তারিখে চোখের সামনে

আপনার  মনে আছে  কি ১৮
21/08/2024

আপনার মনে আছে কি ১৮

21/08/2024

১৮ তারিখ বিকাল

17/08/2024

পুলিশ

16/08/2024

ওরা আমায় এভাবে কেনো মারল মা??.........

মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া , এটাই শেষ গল্প ..... ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে..... ছিঃ!!! মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম " বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!" কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো..... খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে " আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও..." কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গলা টিপে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়...ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্র ভাবে..... সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে, লাশটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি.... এ কিহ!!! এ

ভারত আজ উত্তাল, কলকাতার আরজিকর মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে গনধ র্ষন শেষে হ ত্যা করে ফেলে রেখে গেছে হাসপাতালেই ।

ভারতে গনধ র্ষনের ইতিহাস অনেক পুরোনো তবে আনুষ্ঠানিক ভাবে গণধ র্ষণ শুরু হয় গুজরাট দাঙ্গায় মুসলমান নারীকে দিয়ে । ২০০২ সালে গুজরাটে হিন্দু মুসলমানের দাঙ্গায় শতশত মুসলিম হ ত্যা করা হয়, ধ র্ষণ করা হয় মুসলমান নারীদের সেই ধ র্ষিত নারীদের মধ্যে একজন ছিলো বিলকিস বানু, যিনি তখন গর্ভবতী ছিলেন। গর্ভবতী বিলকিস বানুকে ১১ জন হি ন্দু ধ র্ষণ করে। এই ১১ জন হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা হয় গ্রেফতারও হয় কিন্তু মোদি সরকার ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সেই ১১ জন ধর্ষককে মু ক্তি দিয়ে অফিসিয়াল ভাবে ধ র্ষ ণের স্বাধীনতা দেয় ভারতজুড়ে।

এরপর কাশ্মীরে ৮ বছর বয়সী আসফিয়া বানুকে অপহরণ করে হিন্দু মন্দিরের ভিতর ৮ জন মিলে গ ণধর্ষণ করে, আটজনের মাঝে চারজনই ছিলো পুলিশ।

এইতো কিছুদিন আগে মণিপুরে এক নারীকে ধ র্ষণ শেষে ন গ্ন অবস্থায় রাস্তায় ঘুরায় বিজেপির ছেলেরা।

মোদির এই গ ণধর্ষণের দেওয়া স্বাধীনতা থেকে রক্ষা পায়নি একজন বিদেশি পর্যটক নারীও, মার্চ মাসে ভারতে ঘুরতে আসা স্প্যানিশ এক নারীকে গ ণধর্ষণ করে ঝাড়খণ্ডে।

শুরটা মুসলমান দিয়ে হয়েছে তাই ভারতের বেশিরভাগ সংখ্যাগুরুরা চুপ ছিলো, আজ যখন মোদির সেই গণধ র্ষণের দেওয়া স্বাধীনতা নিজেদের ঘরে চলে আসলো তখন রাত দখল নামে কর্মসূচি দিয়ে আন্দোলন করছে। এই আন্দোলনে তারা শুধু ধর্ষ কের শাস্তি চাইলেও চায়নি
ধর্ষ কের স্বাধীনতা দেওয়া মোদির শাস্তি!

15/08/2024

১৫ আগস্ট

15/08/2024

কাকরাইল মসজিদে

15/08/2024

মানিয়ে নিলেই জীবন সুন্দর

14/08/2024

গুলিস্তান জুতার মার্কেট

13/08/2024

আপনি লেখেন। পরের লাইনটা

12/08/2024

লেখক :- হুমায়ুন কবির
পেশায় :- কৃষক
বাস্তব জীবন থেকে নেওয়া

উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচয়... প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাকী ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী নিয়ে ...
11/08/2024

উপদেষ্টাদের সংক্ষিপ্ত পরিচয়...

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাকী ১৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার —

১. ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

২. ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক

৩. আদিলুর রহমান খান—মানবাধিকার সংগঠন 'অধিকার' এর সম্পাদক

৪. এ এফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল

৫. তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব

৬. সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী

৭. শারমিন মুর্শিদ, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা

৮. ফারুকী আজম বীরপ্রতীক, মুক্তিযুদ্ধের নৌকমান্ডো

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক

১০. সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

১১. ডা. বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক

১২. আ ফ ম খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক নায়েবে আমীর

১৩. ফরিদা আখতার, মানবাধিকার কর্মী এবং গবেষক ( উল্লেখ্য ফরিদা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী থাকার সময় অধ্যাপক ইউনূসকে সরাসরি শিক্ষক হিসাবে পেয়েছিলেন)

১৪. নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক

১৫. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক

১৬. আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক

11/08/2024

গল্পের নাম : ক্লান্তির ঔষধ
লেখক : হাসান মাহমুদ
পেশায় :ছাএ
তার জীবন থেকে নেওয়া

11/08/2024

এখানে কি আছে

10/08/2024

গল্পের নাম: থাকে রাখতে শিখুন।
লেখক: বিল্লাহ মাহমুদ
পেশায় :ছাএ বাংলাদেশের ইউনিভার্সিটি
কণ্ঠে : মুন্সি ।
কথাগুলো বাস্তব

09/08/2024

এর পরে আর কেউ টাকার জন্য লেখা পড়া বন্ধ করবে না ইনশাআল্লাহ। আপনার মতামত কমেন্টে বলুন।

07/08/2024

আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দেড় লক্ষ সরকারি চাকরির পদ খালি হতে যাচ্ছে!!! যোগ্য সুশিক্ষিত যারা ছাত্র জনতার বিপ্লবে সামিল হয়েছেন, তারা রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত হোন..…❤❤️❤️❤️

06/08/2024

এতো নেতা কোথায় গেলো

05/08/2024

জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ২৪ ঘণ্টার (After 24 hours of Resignation of PM) মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন, সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রীর (হাসিনার) অধীনস্ত থাকা স্পেশাল ব্রাঞ্চ (পিমও) প্রায় ৫০০ সদস্য। তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

Task 1. হাসিনার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করা। Goal: মূলত এই আন্দোলন জামাত-শিবির করেছে সেটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে করা হবে।

Task 2. সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা-হত্যা-লুটপাট করা হবে। সেগুলো ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। Goal: হাসিনা ছাড়া কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা।

Task 3. বিদ্যুৎকেন্দ্র, বড় সেতু, কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেয়া। Goal: মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয়।

- দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়া দরকার। আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেয়া হয় সেই ব্যবস্থা করা দরকার। আন্দোলনের সমন্বয়কদের এই ২৪ ঘণ্টা সরকার গঠনসহ নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে। এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে।

05/08/2024

এই ভাঙাচুরা কিছু আওয়ামীলীগে করতেছে, ছাএলীগে করতেছি। আর কোনো ছাএ ভাই তোমরা এগুলো করিও না। তোমাদের কাছে হাতজোড় থাকবে।

05/08/2024

প্লিজ এই কাজ টা কেও করবেন না।

05/08/2024

আমার জীবনের সবচেয়ে খুশি আলহামদুলিল্লাহ।
আর আপনি ?

04/08/2024

✅গল্পের নাম: সে কি আমাকে ভালোবাসে
✅ লেখক : বিল্লাল মাহমুদ
✅পেশায় : বাংলাদেশ ইউনিভার্সিটি
✅কন্ঠ : মুন্সি
✅কথাগুলো লেখকের মনের অনুভূতি থেকে লেখা হয়েছিলো

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
25/07/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

Panihati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Master MaxPro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Panihati

Show All