DYUTI & DRITI

DYUTI & DRITI Twin girls, born on 27th Oct 2023..

মা thamma দুজনেই চান করাতে ভুলে গেছে। যাও বা একটু করালো উল্টো দিকে ফটো তোলা দাদু টা আবার pose দিতে বলছে।। যদি ও আমাদের জ...
29/04/2024

মা thamma দুজনেই চান করাতে ভুলে গেছে। যাও বা একটু করালো উল্টো দিকে ফটো তোলা দাদু টা আবার pose দিতে বলছে।।
যদি ও আমাদের জ্বর ছিল সেদিন।
স্নান করার coustum এর সাথে সবাই আবার ম্যাচ করে শাড়ী পড়েছে।। সব e ওই ফটো তোলার তাগিদ, বুঝি বুঝি সব বুঝি।

29/04/2024

বাবা কে বলেই দিয়েছি বিয়ে তে বাজনা এটাই হবে। 100 টাকা বায়না দিয়ে দিয়েছে বাবা তাই। পেট এর ভিতর থেকেই শুনছি ফেলু দাদু নাকি আমার বাপের onnyoprason এও bajiyeche। তা tradition তো বজায় রাখতে হবে।। No compromise।।

আমাদের বিয়ে বলে কথা।  সারা রাত দাদাই এর লোক গুলো কাজ করতে ব্যস্ত। পাহারা দিচ্ছে এই বাড়ির দাদু jethu আর বাবা।। jethu কে আ...
29/04/2024

আমাদের বিয়ে বলে কথা। সারা রাত দাদাই এর লোক গুলো কাজ করতে ব্যস্ত। পাহারা দিচ্ছে এই বাড়ির দাদু jethu আর বাবা।। jethu কে আবার সকাল এ মাছ আনতে যেতে হবে তাই ঘুমিয়ে গেলে তো হবে না।।
লাইট দিয়েছে যে jethu/mesomosai (গুলিয়ে ফেলি) সে নাকি তার সব ফ্যান আমাদের pandel এই দিয়ে দিয়েছে। অর্ধেক রাত সেও ছিল।
যদিও আমরা দেখতে যেতে পারিনি এদিকে এত কাজ।

29/04/2024

না! এটা কিন্তু বিয়ের তত্ত্ব নয়। আমাদের মুখে ভাতে, মামী মণি নিজে হাতে সাজিয়ে এনেছে। মুখে ভাতের তত্ত্ব।
বিদ্রোহ:- রুপোর চামচ বাটি। kansa থালা বাটি। এগুলো সাজানোর জন্য নিয়ে গেছে। ।😃😃

কি যে একটা জামা কিনেছে এই গরমে আমাদের কি ওগুলো পড়তে ভালো লাগে?? তাই সব খুলে, ফটো না তুলে, খুব কেঁদে এই গুলো পরে আরাম করছ...
29/04/2024

কি যে একটা জামা কিনেছে এই গরমে আমাদের কি ওগুলো পড়তে ভালো লাগে?? তাই সব খুলে, ফটো না তুলে, খুব কেঁদে এই গুলো পরে আরাম করছি।

আমাদের onnyoprason এ মেনু কি হবে সেই নিয়ে অনেক যুদ্ধ।  বাবা চায় একরকম তো মা চায় আর এক রকম।  দাদু দের প্রাধান্য টা ও ফেলা...
29/04/2024

আমাদের onnyoprason এ মেনু কি হবে সেই নিয়ে অনেক যুদ্ধ। বাবা চায় একরকম তো মা চায় আর এক রকম। দাদু দের প্রাধান্য টা ও ফেলা যাচ্ছে না। আবার এদিকে মাছের বাজারে মাছ ও পাওয়া যাচ্ছে না। onnyoprason এর আগের দিন ও মাছ confirm করতে পারছে না মাছ দেবে যে মামা। বাবার তো সবে তে তারা। তাই একটু মেনু card এ কাটাকাটি আছে যেটা দায়িত্ব নিয়ে আমার দুই দিদি করেছে। সব থেকে বড় কথা খেতে বসে দেখি "আলু Potol" "Potol চিংড়ি " তে পরিণত হয়েছে। যেটা আমার বাপ, বাপের বাপ, মা, মায়ের বাপ কেউ ই জানতো না। জানতো শুধু মাছ মামা আর ছোট্ জেটু।।

29/04/2024

আমরা নিজেরাই খেতে পারি। শুধু ছেড়ে দাও আমাদের। ।

29/04/2024

Most precious moment of us...🥳🥳

Mama vat..

Our First Rice Ceremony..🥰🥰We are not able to click required photo with style & pose due to sudden high fever on same da...
29/04/2024

Our First Rice Ceremony..🥰🥰

We are not able to click required photo with style & pose due to sudden high fever on same day... 🥺🤒

😍Our First Holi...😍🖍🎨Let's celebrate the festival of colours with enthusiasm and joy. Happy Holi!
25/03/2024

😍Our First Holi...😍🖍🎨

Let's celebrate the festival of colours with enthusiasm and joy. Happy Holi!

09/03/2024

# DYUTI & DRITI

06/03/2024

Please Like

Twin girls, born on 27th Oct 2023..

Address

Makhaldi, Itachuna
Pandua
712147

Alerts

Be the first to know and let us send you an email when DYUTI & DRITI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Pandua

Show All