E m o t i o n a l p a i n heart,

E m o t i o n a l p a i n heart, Welcome our Emotional side page.Here you
will find all kinds of love. instagram

19/12/2022

অভিনন্দন সমস্ত ভারতীয় সেরনী কে...
স্পেনকে হারিয়ে প্রথম‌বার FIH নেশনস কাপ জয়ী ভারতীয় 🇮🇳 মহিলা হকি দল।
ভারতমাতা কি জয় ✊ 🇮🇳🇮🇳🇮🇳

ভাই মাথাটা উঁচু রাখ আগামী দিনের জন্য|মেসির একটা রোনাল্ডো ছিলো , আগামী দিনে তোর ধারে কাছে কাউকে দেখছিনা| ❤️❤️🔥
19/12/2022

ভাই মাথাটা উঁচু রাখ আগামী দিনের জন্য|
মেসির একটা রোনাল্ডো ছিলো , আগামী দিনে তোর ধারে কাছে কাউকে দেখছিনা| ❤️❤️🔥

মাত্র ২৩ বছরের ছেলেটা! গত কাল রাতটা শেষ পর্যন্ত মেসির হলেও আগামী দিনগুলো সব এর হতে চলেছে। মেসির তাও একটা যোগ্য প্রতিদ্বন...
19/12/2022

মাত্র ২৩ বছরের ছেলেটা! গত কাল রাতটা শেষ পর্যন্ত মেসির হলেও আগামী দিনগুলো সব এর হতে চলেছে।
মেসির তাও একটা যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলো রোনাল্ডো। কিন্তু এমবাপ্পে র ধারে কাছেও কেউ নেই!
What a player!

অভিনন্দন টিম Argentina
18/12/2022

অভিনন্দন টিম Argentina

Jai Hind🇮🇳🇮🇳
23/11/2022

Jai Hind🇮🇳🇮🇳

20/11/2022

আজকে ফেসবুকের নিউজ ফিড শুধুই ঐন্দ্রিলা শর্মার দখলে । মৃত্যু অনেক শোক এর , সেটা যেই হোক । ব্যাক্তিগতভাবে এই মানুষটি কে আমি চিনতাম না তবুও যেন মনে হচ্ছে আপনজন চলে গেছে ।

আমি সব্যসাচীর কথা টা শুধু ভাবছি তখন থেকে । মে মানুষটা ঐন্দ্রিলা অসুস্থতার সময় প্রতিদিন হাসপাতালে দিনরাত এক করে সেবা করে সুস্থ করে তুলেছিল । আজ সেই মানুষটি থাকবে কি করে ? সুস্থ থেকো সব্যসাচী । শক্ত হও ।

@সংগৃহীত

20/11/2022
19/11/2022

বিশ্ব পুরুষ দিবস

ছেলেরা কাঁদে না 🖤

15/11/2022

নরম হাসি আটকে রাখে হাজার হাজার নালিশ
সেসব গল্প কেউ জানে না, জানে মাথার বালিশ।। 🖤🥀💯....

12/11/2022

ছেলেদের শুধু কি ইনকাম দেখা হয়!!

22/10/2022

জয় মা কালী 🌺🌺🌺

14/10/2022

ছেলে গুলো একটু আলাদা হয় 🖤

12/10/2022
12/10/2022

এক রোখা বেয়াদব ছেলে দের ভালোবাসতে নেই 🖤🖤🖤❤️
কন্ঠে: - রুদ্রানি

শিক্ষণীয় পোস্ট  🌿🥀🌿এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারে...
12/10/2022

শিক্ষণীয় পোস্ট 🌿🥀🌿

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, 'এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়'।

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, 'বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে'। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, 'আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।'

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ।

একদিন ছেলেটির কাকা বলল, 'তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।'

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।

কাকা জিজ্ঞেস করল, 'হারটি এনেছ?' ছেলেটি বলল, 'না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার'।

তখন কাকা বলল, 'তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে'।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছ এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

11/10/2022

সারা জীবন এই মন তোমাকে দিলাম ❤️❤️❤️

10/10/2022
08/10/2022

প্রিয় মানুষের পাশে সবাই থাকেনা 😥😥😥🖤🖤🖤

01/10/2022

ধর্ম যার যার উৎসব সবার ❣️❣️❣️

28/09/2022

জয় মা দূর্গা ❣️❣️❣️❣️

28/09/2022

কি করে বলবো তোমায় 😥😥😥

27/09/2022

ভাই তুমি অনেক বড় হও

26/09/2022

25/09/2022
24/09/2022

কি করবেন বড়লোক স্বামী দিয়ে ??
টাকার চার দেওয়ালের মধ্যে শুয়ে থাকবেন ??
কি করবেন খুব হ্যান্ডসাম কোন স্বামী দিয়ে??
গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবেন???
তাকে চয়েস করুন যে প্রতিটা মুহুর্তে আপনার সঙ্গে থাকে , আপনার প্রতিটা বিপদের আভাস পেয়ে আপনাকে আগলে রাখে 🧡

প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে যে শান্তি পাওয়া যায়, বিশ্বাস করুন তাবৎ দুনিয়া ঘুরেও আপনি এই শান্তি কোথাও খুঁজে পাবেন না। হয়তো প...
24/09/2022

প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে যে শান্তি পাওয়া যায়, বিশ্বাস করুন তাবৎ দুনিয়া ঘুরেও আপনি এই শান্তি কোথাও খুঁজে পাবেন না। হয়তো প্রিয় মানুষটার সাথে আপনার রাগ ঝগড়া চলছে, কিংবা মনমালিন্য কথা কাটাকাটি হচ্ছে, সব কিছু ঝেড়ে ফেলে একবার তাকে জড়িয়ে ধরুন। ব্যাস, দেখবেন এক নিমিষেই সব ঠান্ডা।

হতে পারে কোন কারনে আপনারা দুজনেই কিছুটা মানসিক চাপে আছেন, পারিবারিক কোন কারনে মানসিক অশান্তিতে আছেন, তখন প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে দেখবেন কোন অশান্তি আর অশান্তি মনে হচ্ছে না।

তখন আপনাদের মনে হবে এই মুহূর্তে পৃথিবীর সবকিছু থমকে যাক। সেকেন্ড,মিনিট,ঘন্টার কাটা বন্ধ হয়ে যাক। সব দুঃখ-কষ্ট, অশান্তি, যন্ত্রণা মানুষ ক্ষনিকের জন্য হলেও ভুলে থাকতে পারে আপন মানুষটাকে জড়িয়ে ধরলে।

প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। ওনার আত্মার শান্তি কামনা করি। 🙏 💐
21/09/2022

প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব।
ওনার আত্মার শান্তি কামনা করি। 🙏 💐

19/09/2022

জীবন এত সহজ নয় l বাপের হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবী টা কেমন 😥

19/09/2022

তুমি শুধু আমার হও,❤️❤️❤️

ডানকুনি থানা থেকে যখন হাই অ্যালার্টটা এল, তখন বেশ বেলা হয়েছে। চার মাস আগে ভদ্রেশ্বর থানায় যোগ দেওয়া সাব ইন্সপেক্টর আসানু...
18/09/2022

ডানকুনি থানা থেকে যখন হাই অ্যালার্টটা এল, তখন বেশ বেলা হয়েছে। চার মাস আগে ভদ্রেশ্বর থানায় যোগ দেওয়া সাব ইন্সপেক্টর আসানুল, খবরটা পেয়ে চমকে উঠেছিল। এক নামী শোরুমের প্রায় পঁচিশ কোটির গহনা লুট করে পালিয়ে গেছে চার দুষ্কৃতী। এদিক ওদিক কয়েকটা ফোন করে ডাকাতদের পালানোর রুটটা আন্দাজ করে নেয় সে। সেই আন্দাজে ভর করেই বড়বাবুর কাছে আসে।
- স্যার, আমি আন্দাজ করছি ওরা আরামবাগ বাঁকুড়া হয়ে ঝাড়খন্ড বা বিহার পালাবে।
- তা তুমি কী করতে চাও ?
- স্যার, একটা ট্রাই নিচ্ছি।
- কীভাবে?
- আমি আরামবাগ চলে যাচ্ছি, ওখান থেকে বাঁকুড়া অবধি যাব।
- একা একা যাবে?
- হ্যাঁ স্যার, সিভিলে যাব।
- যাও, দেখে শুনে যাও। আমি কমিশনারেটে জানিয়ে নিচ্ছি।
- ওকে স্যার। আসছি।
অফিসের গাড়িতে শেওড়াফুলি এসে, সেখান থেকে আরামবাগ লোকাল ধরে দেড় ঘন্টায় আরামবাগ। সেখান থেকে টোটো নিয়ে আরামবাগ বাসস্ট্যান্ড পৌঁছে যায় আসানুল। ওর চেনা শহর এটা। এখানে থেকে দুটো বছর পড়াশোনা করেছে সে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে বাঁকুড়াগামী বাসগুলোর কাছে আসে। দু একটা বাসে উঠে সিট দেখার নাম করে খুঁজতে থাকে সে। মা দুর্গা নামের বাসটিতে উঠে চারজনকে দেখে সন্দেহ হয়। তাদের মধ্যে তিনজনের কাছে নতুন কেনা ব্যাকপ্যাক দেখে সে মোটামুটি নিশ্চিত হয়ে যায়, এরাই তারা। তাদেরই একজনের পাশে বসে পড়ে সে। গল্প জোড়ে।
- কী পচা গরম পড়েছে বলুন তো
- হুম
- তা দাদা যাবেন কদ্দুর?
- বাঁকুড়া
- আমিও যাব। হেতিয়া,আমার বাড়ি
কথা বলতে বলতে লক্ষ্য করে নেয়,লোকটার পকেটে বন্দুক আছে। পাশের সিটে একজন আছে। পিছনের সিটে দুজন। মোটামুটি বাস ভরে গেছে। বাস ছাড়ার সময় হয়ে গেছে। এমন সময় কথা বলতে বলতেই আসানুল তড়িৎগতিতে পাশের লোকটির উপর চড়ে বসে, আচমকা আক্রমণে হতচকিত হয় লোকটি। পিছনের সিটের দুজনকে সেই অবস্থাতেই গলা টিপে ধরে। পাশের জন বন্দুক বের করে তেড়ে আসে। আসানুল সপাটে লাথি মারে তার হাতে,ছিটকে পড়ে বন্দুক। ততক্ষণে বাসে হট্টগোল শুরু হয়ে গেছে। আসানুল চেঁচিয়ে বলতে থাকে, এরা ডাকাত, এরা ডাকাতি করে পালাচ্ছে। আমি পুলিশ। বাসে বসা কয়েকজন ছুটে এসে জাপটে ধরে দুষ্কৃতীদের। কন্ডাক্টর বাসের দরজা আটকে রাখে, যাতে পালাতে না পারে। চারজন দুষ্কৃতীকে ধরে বেঁধে বাস থেকে নামানো হয়। আরামবাগ পুলিশ ছুটে আসে সেখানে। তিনটে ব্যাগ থেকে পঁচিশ কোটির গহনা উদ্ধার করা হয়।

এটা লিখলাম কেন?
প্রথমত,পঁচিশ কোটির ডাকাতির কিনারা মাত্র চার ঘন্টায় করে ফেলে পুলিশ। একজন সাব ইন্সপেক্টর, তাও মাত্র চার মাসের চাকরিজীবনে প্রায় একক প্রচেষ্টায় ডাকাতদলকে পাকড়াও করে। সিনেমায় সলমন অক্ষয় অজয় এরা, বেশ কয়েকটা টেক দিয়ে এইরকম দৃশ্যের অভিনয় করেই কোটি কোটি টাকা উপার্জন করে। আর বাঁকুড়ার ছেলে আসানুল বিনা টেকে বাস্তবে এই কাজগুলো যখন করে, তখন তো গর্ব করে সবাইকে জানাতেই হয়। তাই জানালাম।

স্যালুট জানাই সাব ইন্সপেক্টর আসানুল হক কে। উনিই হলেন সত্যিকারের দাবাং।

©সংগৃহীত

18/09/2022

বহু বছর পর ও গানটার একটা আলাদা ব্যাপার আছে

16/09/2022

বেচেঁ থাক বিশ্ব কর্মা পূজা I ❣️❣️❣️

Address

Pailan
700104

Website

Alerts

Be the first to know and let us send you an email when E m o t i o n a l p a i n heart, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E m o t i o n a l p a i n heart,:

Videos

Share

Category


You may also like