To News Today

To News Today official page of tonewstoday.com

29/02/2024

২৮ এ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার অনুষ্ঠিত হলো, প্রেস ক্লাব অফ নর্থ বেঙ্গল মালদার শারদ সম্মান ২০২৩ ও গুণীজন সমবর্ধনা অনুষ্ঠান

27/01/2024

সীমান্তবর্তী বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ১২ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রাম

04/01/2024

পুরাতন মালদা পৌরসভার ২০ নং ওয়ার্ডে মোট তিনটি ওয়ার্ডের নদীঘাট নির্মাণ প্রকল্পের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুরাতন মালদা পৌরসভা এলাকায় একটি টাউন হল ও একটি কমিউনিটি হল তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

31/12/2023

পুরাতন মালদার ১১ নম্বর ওয়ার্ড, সারদা কলোনিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১০ দিনব্যাপী কীর্তন শুরু । প্রচুর ভক্ত সমাগম

24/12/2023

মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের বড়দিন উপলক্ষে মিশন রোড সংলগ্ন এলাকায় শীতবস্ত্র প্রদান কর্মসূচি

23/12/2023

বর্ণ পরিচয় পরিচয় শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মালদা কলেজ অডিটোরিয়ামে

19/11/2023

নিমাইসাড়া ঘাটে ছট পুজো

10/11/2023

১২ নম্বর বিএসএফের দিওয়ালী মেলার আয়োজন

09/11/2023

গাজোলে মতুয়া মিলন মেলায় বড়মা মমতা ঠাকুর ও নব সূত্র বিকাশ পরিষদের কার্যকর সভাপতি ও নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য।

07/11/2023

ইংলিশবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা। এদিন কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও পালন করা হয় ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে।

27/10/2023

স্বচ্ছ ভারত ও ম্যারাথন দৌড় অনুষ্ঠান, বিএসএফের ১২ নং ব্যাটালিয়নের

21/10/2023

দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবক নিতাই মন্ডল এর বস্ত্র দান কর্মসূচি।

16/10/2023

অতুল চন্দ্র কুমার মার্কেটের এবারের দুর্গা পুজোর থিম "মহেশ্বর"

11/10/2023

ডুবাখোকসন বৈরডাঙ্গী কে আর উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল থেকে শুরু করে আর্থিক দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

08/10/2023

প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়ে মৎস্য চাষের প্রভাব নিয়ে গবেষণা করে মালদা জেলা থেকে রাজ্য বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করে নজর কারলো কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আশীষ দাস।

05/10/2023

ইংলিশ দমকল বিভাগ ও মালদা থানার যৌথ উদ্যোগে আগুন নেভানোর প্রশিক্ষণের আয়োজন।

01/10/2023

মালদা শহরের বিবি গ্রাম কোবরা ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিকী সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদে মিলাদুন নবী উপলক্ষে সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করল বিবি গ্রাম কোবরা ক্লাব। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংকন প্রতিযোগিতা, আবৃত্তি সহ একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং ইসলামিক ধর্মীয় জলসার আয়োজন করা হয়। পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাবের উদ্যোগে।

01/10/2023

মুচিয়া পঞ্চায়েত সমিতি ও BSF এর উদ্যোগে সাফাই অভিযান, মুচিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায়

29/09/2023

শুক্রবার BSF এর উদ্যোগে পালন করা হলো ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ 2023 । ভারত সরকারের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের উদ্যোগে ভারত সরকারের অধীনস্থ দপ্তরে কেন্দ্র সরকারি যেকোনো কর্মচারী যদি কোনরকম দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করেন তাহলে অন্যান্য কর্মচারীরা সে বিষয়ে ভারত সরকারের PIDPI দপ্তরে কিভাবে পত্র লিখন এর মাধ্যমে অভিযোগ জানাবেন এবং যিনি অভিযোগ জানাবেন তার নাম সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সচেতনতার সভা অনুষ্ঠিত হলো মালদার BSF এর 159 নম্বর ব্যাটেলিয়ানে। এই ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে ১৬ই আগস্ট ২০২৩ থেকে চলবে কয়েক মাস পর্যন্ত।

25/09/2023

সাপের কামড় ও চিকিৎসা সম্পর্কে বিশেষ সচেতনতা শিবির রেপটো হলিক্স সংস্থার।

20/09/2023

বাড়িতে বসে অনলাইনে অ্যাপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া খুব সহজ হয়ে উঠবে বলে দাবি গাজোলের ব্যবসায়ী রতন সাহা। ব্যবসায়ী জানান এই পরিষেবার ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে সুবিধা সহ বেশ কিছু বেকার সমস্যার ও সমাধান হবে।

14/09/2023

ICDS কর্মীদের নিয়ে উন্নয়নমূলক আলোচনা সভা কাজল ব্লকে। উপস্থিত গাজোলের বিডিও অরুণ কুমার সরদার, কাজল ব্লকের SDPO খোকন দত্ত, গাজোল ব্লক ICDS সুপারভাইজার দীপ্তি বিশ্বাস সহ ICDS কর্মীরা

14/09/2023

অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা সংবর্ধনা ও স্বর্গীয় শিক্ষকদের স্মরণে গাজলের পান্ডুয়া চক্র।

13/09/2023

ব্যাঙ্গালোর থেকে টাওয়ারের কাজ সেরে ফেরার পথে ট্রেনেই মৃত্যু হল ইংলিশবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েত এলাকার ১ পরিযায়ী শ্রমিকের।

12/09/2023

কুর্মি মাহাতোরা আদিবাসী নয়, এই দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযান ও JDP র পক্ষ থেকে কুশপুতুল দাহ কর্মসূচি গাজোল ব্লকের বিদ্রোহী মোরে।

12/09/2023

কদুবাড়ি আই সি ডি এস শিশু আলোয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন অনুষ্ঠান। উপস্থিত গাজোল আই সি ডি এস এর খোকন বৈদ্য সি ডি পিও, গাজোল বিডিও অরুণ কুমার সরদার, আই সি ডি এস সুপারভাইজার দীপ্তি বিশ্বাস সহ গাজোল আই সি ডি এস এর সকল ওয়ার্কার কর্মী ও ছোট ছোট শিশুরা।

12/09/2023

গরমে অস্বস্তিকর পরিস্থিতির পরে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টি মালদায়

Address

Rabindrapally, Mangalbari
Old Malda
732142

Alerts

Be the first to know and let us send you an email when To News Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to To News Today:

Videos

Share