Smart Graduate Chawala

Smart Graduate Chawala শিক্ষিত ভাই শিক্ষিত চা খেতে আসতে হবে কাঁচরাপাড়াতে স্টেশনে !! contact - 8101865689
Email - [email protected]
(4)

21/12/2024
সোনা মা শুভ জন্মদিন আজ তোমরা ওকে সবাই আশীর্বাদ করো মানুষের মতন মানুষ যেন হয় ||
21/12/2024

সোনা মা শুভ জন্মদিন আজ তোমরা ওকে সবাই আশীর্বাদ করো মানুষের মতন মানুষ যেন হয় ||

ভাই আর দিদিকে কেমন লাগছে কমেন্টে জানাও
21/12/2024

ভাই আর দিদিকে কেমন লাগছে কমেন্টে জানাও

স্বপ্ন থেকে সাফল্যের পথে : আমার রূপান্তরের গল্প (২০১১-২০২৪)তেরো বছর আগে, আমি ছিলাম একজন সাধারণ ছেলে, যার চোখে ছিল স্বপ্ন...
21/12/2024

স্বপ্ন থেকে সাফল্যের পথে : আমার রূপান্তরের গল্প (২০১১-২০২৪)

তেরো বছর আগে, আমি ছিলাম একজন সাধারণ ছেলে, যার চোখে ছিল স্বপ্ন আর মনে ছিল একরাশ অনিশ্চয়তা। ১৩ বছর আগে, আমি ছিলাম একজন সাধারণ অচেনা ছেলে, যার পাশে কেউ ছিল না, এবং কেউ আমাকে চিনতো না। আমার নাম, দেবাশীষ মজুমদার, তখন কোনো মূল্য বহন করত না। কেউ ফোন করত না, কেউ খোঁজ নিত না। আমি ছিলাম জনসমুদ্রের এক অচেনা মুখ, দিন গুনতাম আর ভাবতাম, কোনোদিন কি সত্যি আমার প্রভাব ফেলতে পারবো?

কিন্তু ২০২৪ সালে এসে, সেই গল্প পুরোপুরি বদলে গেছে। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, শুধু মানুষ আমার নাম জানে তাই নয়, তারা আমার মূল্যবোধকে সম্মান করে। আমার প্ল্যাটফর্ম, Smart Graduate Chawala, এখন পশ্চিমবঙ্গ জুড়ে পরিচিত একটি নাম। প্রতিদিন আমার ফোনে ১০০+ কল আসে—কাজের জন্য নয়, সাহায্যের জন্য নয়, বরং মানুষ শুধু আমার সঙ্গে সেলফি তুলতে বা একটুখানি কথা বলার জন্য ফোন করে। তেরো বছরের এই পার্থক্যই আমার জীবন বদলে দিয়েছে।

আজ আমি বাংলার নতুন মুখ—আপনাদের এক এবং অদ্বিতীয় Smart Graduate Chawala! পরিশ্রম, ধৈর্য, আর নিজের প্রতি অগাধ বিশ্বাসের বীজ বুনে আমি আজ এমন একটি পরিচয় গড়ে তুলেছি যা অন্যদের অনুপ্রাণিত করে।

এই রূপান্তর সহজ ছিল না। এর পেছনে আছে অসংখ্য নির্ঘুম রাত, নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, এবং নিজের স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাস। এক সময় যে মানুষটাকে কেউ চিনত না, সেই মানুষটা আজ পরিচিত, সম্মানিত, এবং অনেকের কাছে প্রেরণার উৎস।

আজ আমি শুধু "দেবাশীষ মজুমদার" নই—আমি সম্ভাবনার প্রতীক। আমার প্ল্যাটফর্ম এবং উপস্থিতির মাধ্যমে, আমি সমাজকে কিছু ফিরিয়ে দিতে, অন্যদের অনুপ্রাণিত করতে, এবং দেখাতে চাই যে কঠোর পরিশ্রম করলে স্বপ্ন সত্যি হতে পারে।

পেছনে ফিরে তাকালে, আমি কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই অনুভব করি না, কারণ এই সংগ্রাম আর অভিজ্ঞতাগুলোই আমাকে গড়ে তুলেছে। এই যাত্রা আমাকে শিখিয়েছে, আপনি যেখান থেকেই শুরু করুন না কেন, আপনার হৃদয়ের আবেগ এবং কঠোর পরিশ্রমই ঠিক করে দেবে আপনি কোথায় পৌঁছাবেন।

তাই, যাঁরা স্বপ্ন দেখছেন—নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন, এবং কখনো থেমে যাবেন না। আপনার স্বপ্নের ভবিষ্যৎ আপনার হাতের নাগালেই।
আসুন, আরও সাফল্যের পথে এগিয়ে যাই!

— দেবাশীষ মজুমদার
(Smart Graduate Chawala)

21/12/2024

একটা বিরিয়ানি খেলে বিরিয়ানি ফ্রি

21/12/2024

শুভজিৎ রানাঘাটের ফেমাস ফুচকা খাওয়ালো, তোমরা কে কে খেয়েছ

21/12/2024

শুভজিৎ দার গাড়ি করে আমাকে স্টেশন দিয়ে আসলো || তারপর যা হল পুরো ভিডিওটা দেখো ||

20/12/2024

লাল লাল দাদার সাথে সিঙ্গাপুর চলে আসলাম ৮৫০ টাকা দিয়ে || ৩১ শে ডিসেম্বর আমরা দুজনই থাকছি আমাদের সাথে টাইম কাটানোর জন্য কমেন্ট বক্সে নাম্বারে ফোন করে বুকিং করে নাও ||

20/12/2024

শুভজিৎ দা রানাঘাটের বিখ্যাত মিষ্টি খাওয়ালো, আর মিষ্টিটা কি জানো তার জন্য পুরো ভিডিও দেখো ||

20/12/2024

শুভজিৎ দার বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে শুভজিৎ দা কে কার্ড দিইনি, কাকে কার্ড দিয়েছে জানো ||

20/12/2024

বিনা পয়সায় থাইল্যান্ড যাচ্ছি || বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিওটা দেখো ||

Good Maning
20/12/2024

Good Maning

19/12/2024

আজকে তোমাদের বলব দাদা বৌদি vs ডি বাপি বিরিয়ানি কোনটা ভালো ||

19/12/2024

আজকে তোমাকে দেখাবো ফুডি গ্রেট দার বাড়িতে আর তার বেডরুম

19/12/2024

শিলাদি নিমন্তন্ন করতে গিয়ে রাগ করল কেন পুরো ভিডিওটা দেখো

গ্যাজুয়েট চাওয়ালা vs লাল লাল ঝাল ঝাল ছবিটা কি রকম কমেন্টে বল
19/12/2024

গ্যাজুয়েট চাওয়ালা vs লাল লাল ঝাল ঝাল ছবিটা কি রকম কমেন্টে বল

Address

North 24 Parganas

Alerts

Be the first to know and let us send you an email when Smart Graduate Chawala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share