
15/11/2023
তোর বন্ধু তোকে খালি খুঁজতে আসে দেখ,,ও তোর জন্য কষ্ট পেয়েছে।।তোর জন্য ও আমাদের বাড়ি আসা শিখেছিল।মা ওকে নামও দিয়েছিলো হুতুম 😺 তোর সাথে সাথে আসতো ঘুরতে আমাদের বাড়ি আবার দুজনে ঝগড়াও করতিস মাঝে মাঝে।।
আর তোর পিছনে লেগে বলবো না যে,কি রে হুতুম এর বোন কে পছন্দ তোর 🥺 তুই কি শালা বাবু করবি ওর বোনকে বিয়ে করে তার জন্য হুতুম এর সাথে বন্ধুত্ব করেছিস ?? কাকে বলবো আর!! কাও কে বলতে পারিনা এইগুলো আর..😢