ফেলটু ছবি অথবা Failed Movies

  • Home
  • India
  • Nimta
  • ফেলটু ছবি অথবা Failed Movies

ফেলটু ছবি অথবা Failed Movies A chronicle of failed productions of shoestring-budget movies বা স্বল্প খরচে ছবি তৈরির ব্যর্থ প্রয়াসের কড়চা

অশরীরী/ The Phantom পরপর অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে আর একটা ছবি শেষ করা গেছে।চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে ছবিট...
31/08/2023

অশরীরী/ The Phantom
পরপর অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে আর একটা ছবি শেষ করা গেছে।
চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে ছবিটি দেখে নিতে পারেন।
খুব বেশী হলে আপনার বহুমূল্যবান সময়ের ১৫ মিনিট নষ্ট হবে (যে সময়ে আপনি হয়ত গোটা ষাটেক রিল দেখে নিতে পারতেন)।

The presence of a Phantom during an evening tuition class makes for a spooky experience (A Mystical Horror and Psychological Fiction Film)/ সন্ধ্যার টিউশন ক্...

সোমরসের উৎস সন্ধানে -বাংলার পশ্চিম অংশে অবস্থিত ঝাড়গ্রামের লাগোয়া অঞ্চলে আমার যাতায়াত অনেককালের, আর সেই সুবাদে সেখানকার ...
16/04/2023

সোমরসের উৎস সন্ধানে -

বাংলার পশ্চিম অংশে অবস্থিত ঝাড়গ্রামের লাগোয়া অঞ্চলে আমার যাতায়াত অনেককালের, আর সেই সুবাদে সেখানকার মানুষের সংস্কৃতি বিষয়ে আগ্রহও ক্রমশ্য গড়ে ওঠে। এই সব আদিম জনজাতি অধ্যুষিত গ্রামগুলোতে দেশীয় মদ তৈরি করা এবং পান করা দৈনন্দিন জনজীবনের অঙ্গ। প্রাচীন বৈদিক সংস্কৃতিতে যেমন সোমরসকে ritual drink হিসেবে গণ্য করা হত, এদের জীবনেও দেশীয় মদের ভুমিকা অনেকটা সেই রকম। আমাদের শহুরে কালচারে আমরা লুকিয়ে লুকিয়ে মদ্যপান করে থাকি, তাই মদ্যপানকে সংস্কৃতির অঙ্গ হিসেবে মেনে নিতে আমাদের আপত্তি থাকাটাই স্বাভাবিক। আর ঠিক এই কারণেই আদিম সংস্কৃতির এই দিকটাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের প্রয়াস।
২০২২ এবং ২০২৩ তিন দফায় লালগেড়িয়া, ছোট ধবনী, গদারাস্তা, গুইমারা, দামোদরপুর, জামবেদা, ইত্যাদি গ্রামগুলোতে এই তথ্যচিত্রটির শুটিং এর পর গত ১২ই এপ্রিল লালগেড়িয়া গ্রামে এর স্ক্রিনিং হয়ে গেছে।
এখন এটি ইউটিউবে উপলব্ধ।
এই বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা ওই সময়ে বা পরে কোন এক সময়ে নিচের লিঙ্কে ক্লিক করে ছবিটি দেখে নিতে পারেন।
তবে মদ্যপানের বিরোধীদের পক্ষে ক্লিক না করাই মঙ্গলের।
ধন্যবাদ !

A Documentary on the culture of Alcoholism in Jangalmahal region of West Bengal (India). পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মদ্যপানের সংস্কৃতির ওপর নির্মিত একটি তথ্যচিত্র।

Trailer Out !আসছে, তবে ধীরে ধীরে  . .বিধিবদ্ধ সতর্কীকরণ - এই ট্রেলার বা নির্মীয়মাণ তথ্যচিত্রটি মদ্যপান এবং ধূমপান বিরোধী...
10/03/2023

Trailer Out !

আসছে, তবে ধীরে ধীরে . .

বিধিবদ্ধ সতর্কীকরণ - এই ট্রেলার বা নির্মীয়মাণ তথ্যচিত্রটি মদ্যপান এবং ধূমপান বিরোধী দর্শকদিগের জন্য নহে। অতএব, ভাবিয়া ক্লিক করিবেন, ক্লিক করিয়া ভাবিবেন না।

A Trailer to the upcoming Documentary on the culture of Alcoholism in Jangalmahal region of West Bengal (India).পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মদ্যপানের সংস্কৃতির ওপ...

https://www.youtube.com/watch?v=TiPkMvPUBFkকুরকুট - জঙ্গলমহলের একটি লোক খাদ্য (একটি ছোট তথ্যচিত্র)আজ সন্ধ্যা ৮ টায় প্রিম...
26/01/2023

https://www.youtube.com/watch?v=TiPkMvPUBFk
কুরকুট - জঙ্গলমহলের একটি লোক খাদ্য (একটি ছোট তথ্যচিত্র)

আজ সন্ধ্যা ৮ টায় প্রিমিয়ার।
আগ্রহীরা সন্ধ্যা ৮ টায়, বা ৮ঃ০৭ এর পরে নিচের লিঙ্কে ক্লিক করুন।

A Short Documentary on the food habits of the people living in the Jangalmahal region of West Bengal (India). ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের অধিবাসী মানু...

25/01/2023

আসছে !

24/03/2022

নির্মীয়মাণ তথ্যচিত্রের ঝলক

গত ৩শরা নভেম্বর, ১৬ই কার্তিক ভুত চতুর্দশী উপলক্ষে আমরা বোলপুরের কঙ্কালীতলা গিয়েছিলাম। রাতটা সেখানকার শ্মশানে কাটিয়ে পরের...
11/11/2021

গত ৩শরা নভেম্বর, ১৬ই কার্তিক ভুত চতুর্দশী উপলক্ষে আমরা বোলপুরের কঙ্কালীতলা গিয়েছিলাম। রাতটা সেখানকার শ্মশানে কাটিয়ে পরের দিন ভোরবেলা ট্রেন ধরে ফিরে আসি।
সেই যাত্রা এবং সেখানে পৌঁছানোর পরের অভিজ্ঞতাকে যতটুকু শুট করা গেছে তা এডিট করেই এই ট্র্যাভেলগের নির্মাণ।
যেহেতু এই যাত্রায় আমরা মাত্র দু জন ছিলাম এবং শুট করার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করার দিকেই আমাদের নজর বেশী ছিল তাই স্বভাবতই টেকনিকাল দিক থেকে ট্র্যাভেলগটি বেশ ত্রুটিপূর্ণ।
তা সত্ত্বেও যারা এই অভিজ্ঞতার স্বাদ নিতে আগ্রহী তাদের সাথে সেই স্বাদ ভাগ করে নেওয়ার উদ্দেশে ছবিটা আজ সন্ধ্যা ৮ টায় ইউ টিউবে প্রিমিয়ার করছে।
নিচে লিঙ্ক রইল। সন্ধ্যা ৮ টার পর তা ক্লিক করে আগ্রহীরা ছবিটা দেখতে পারেন।
প্রিমিয়ারের কিছুক্ষণ আগে লিঙ্কটি আর একবার শেয়ার করা হবে।

ধন্যবাদ !
https://www.youtube.com/watch?v=-x092Jwv4bk

An attempt to capture the essence of a trip to Kankalitala on Bhoot Chaturdashi/Halloween.ভুত চতুর্দশীতে কঙ্কালীতলা ভ্রমণের অভিজ্ঞতাকে ক্যামেরাবন্দী করার প্র...

বলি, ছবিটির প্রিমিয়ার এবং তার পরবর্তী প্রতিক্রিয়া বিষয়ে কয়েকটি কথা - এই পেজটির নাম "ফেলটু ছবি অথবা Failed Movies" কারণ এ...
28/10/2021

বলি, ছবিটির প্রিমিয়ার এবং তার পরবর্তী প্রতিক্রিয়া বিষয়ে কয়েকটি কথা -

এই পেজটির নাম "ফেলটু ছবি অথবা Failed Movies" কারণ এখানে কাটিং এজ স্টুডিওজের ব্যানারে বানানো যে ছবিগুলোর বিষয়ে পোস্ট করা হয় সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই তাদের পরিচালক, অর্থাৎ আমার মতে, ব্যর্থ।
এই ব্যর্থতার কারণ এই নয় যে ছবিগুলো যথেষ্ট দর্শক পায় নি (কারণ দর্শকের কথা ভেবে ছবিগুলো বানানোই হয় নি)। এর কারণ এই যে ছবিগুলোর পেছনে যে ভিশন ছিল, বিভিন্ন কারণে ছবিগুলোর মধ্যে তা সম্পূর্ণভাবে ফুটে ওঠে নি।

কিন্তু এই সর্বশেষ ছবি অর্থাৎ "বলি" এই দিক থেকে আলাদা। এটা আমার বানানো সেই খুব অল্প সংখ্যক ছবিগুলোর মধ্যে পড়ে যা আমাদের সীমাবদ্ধতাকে ছাপিয়ে তার পেছনের ভিশনকে প্রায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। (এর কৃতিত্ব অবশ্যই এই ছবির সিনেমাটোগ্রাফার Debojit Das ও আমার সহঅভিনেতা Aranya Som এর প্রাপ্য) ছবিটার আরেকটা সাফল্যের দিক হল ছবিটার প্রিমিয়ারের পরে অনেকেই আমার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে তাঁদের রিয়াকশন জানিয়েছেন। আমার অন্য ছবিগুলোর ক্ষেত্রে সাধারণত - "কিছুই বুঝলাম না" ছাড়া অন্যরকম রিয়াকশন আমি কমই পেয়েছি। আর যেহেতু আমার ছবি বানানোর পেছনে সময় কাটানো, নিজের ভিশনকে পর্দায় দেখা এবং দর্শককে রিয়াক্ট করানো ছাড়া আর তেমন কোন কারণ নেই, তাই এই রিয়াকশনগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।
তাই এই লেখাটা সেরকম কিছু রিয়াকশন দিয়ে শেষ করছি।

- "শেষে ওটা কি হল?"
- "ছবিটা ঠিক হরর হয় নি।"
- "ছবিটা দেখতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তবুও চার বার দেখে ফেলেছি।"
- "আবার দেখতে হবে। মনে হচ্ছে অনেক কিছু মিস করে গেছি। কিন্তু দেখতে পারব কি না জানিনা।"
- "একটু বেশী আঁতলামি হয়ে গেছে।"
- "ছবির ভয়ের জায়গাটা এবার বুঝেছি। ভয়টা নিজের একসিসটেনসের সঙ্কট।"

আর সব শেষে সেরা রিয়াকশন - "এটা দেখে বোঝা গেল ওথেলোর কাছে গাঁজা থাকে।"
https://www.youtube.com/watch?v=UQfm-H-yKjw&t=471s

A Dark depiction of the urban Horrors and Psychosexual anguish of existence in the current realm. আধুনিক অন্ধকার যুগে নাগরিক জীবনের যৌন যন্ত্রণার এক ভয়াবহ মন...

28/10/2021
আসছে !আগামী ২১শে অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ঠিক ৮ টায়।
18/10/2021

আসছে !
আগামী ২১শে অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ঠিক ৮ টায়।

স্ক্রিনার -
09/10/2021

স্ক্রিনার -

স্ক্রিনার !৯ই অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ টায়।
06/10/2021

স্ক্রিনার !

৯ই অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ টায়।

শুটিং শেষ !
01/10/2021

শুটিং শেষ !

আমাদের আগামী প্রোডাকশন -
28/09/2021

আমাদের আগামী প্রোডাকশন -

প্রস্তুতি -
02/09/2021

প্রস্তুতি -

রেকি
19/08/2021

রেকি

একটা মজার ব্যাপার ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই কোভিড বিষয়ক তথ্যচিত্রটা ইউটিউবের অন্য একটি চ্যানেল আমাদে...
10/08/2021

একটা মজার ব্যাপার ঘটেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি।

আমাদের এই কোভিড বিষয়ক তথ্যচিত্রটা ইউটিউবের অন্য একটি চ্যানেল আমাদের অনুমতি ছাড়াই নিজেদের চ্যানেলে আপলোড করেছে।

ইউটিউব নোটিফিকেশন দিয়ে আমাদের কপিরাইট ক্লেম করতে বলছে।

কিন্তু আমরা কপিরাইট ক্লেম করব না। কারণ আমরা কপিরাইটে বিশ্বাসী নই।

আমরা চাই আমাদের কাজগুলো আরও বেশী সংখ্যক লোক দেখুক। তা সে যদি তারা তা অন্য চ্যানেলে দেখে তাতে আমাদের সমস্যা কোথায় ?

https://www.youtube.com/watch?v=urFBDOvd8Ag&t=58s

পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতির ওপর নির্মিত একটি তথ্যচিত্র। A found footage style Documentary on the commoner's view of the Covid situation in the state of West...

করোনাকালে গঙ্গাসাগর - যদিও এটি একটি ট্র্যাভেলগ, কিন্তু গঙ্গাসাগর যাত্রার পাশাপাশি এখানে কোভিড বিধি জর্জরিত গনপরিবহনের হা...
04/08/2021

করোনাকালে গঙ্গাসাগর -

যদিও এটি একটি ট্র্যাভেলগ, কিন্তু গঙ্গাসাগর যাত্রার পাশাপাশি এখানে কোভিড বিধি জর্জরিত গনপরিবহনের হাল এবং বিধি নিষেধের ফলে গঙ্গাসাগরের মত তীর্থযাত্রী নির্ভর অঞ্চলের সাধারণ মানুষের অবস্থাকেও কিছুটা ধরার চেষ্টা করা হয়েছে।

সেই চেষ্টা কতদূর সফল হয়েছে তা দর্শকরাই বলতে পারবেন।

ব্যয় করার মত ২০ মিনিট সময় থাকলে আগ্রহীরা কাল ঠিক সন্ধ্যা ৮ টার সময় নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।

ধন্যবাদ !

https://www.youtube.com/watch?v=5duPfHcLy5s&pp=sAQA

(কাল সন্ধ্যা সাড়ে সাতটার পরে দর্শকদের সুবিধার্থে লিঙ্কটি আর একবার পোস্ট করা হবে)

করোনাকালে গঙ্গাসাগর - শিগগিরই আমাদের ফেলটু বা ব্যর্থ ছবির তালিকায় আর একটি ছবি যোগ হতে চলেছে।পরিকল্পনা ছিল রাজ্য সরকারের ...
02/08/2021

করোনাকালে গঙ্গাসাগর -

শিগগিরই আমাদের ফেলটু বা ব্যর্থ ছবির তালিকায় আর একটি ছবি যোগ হতে চলেছে।
পরিকল্পনা ছিল রাজ্য সরকারের চাপিয়ে দেওয়া দ্বিতীয় দফার লকডাউন বা "বিধি নিষেধের" প্রেক্ষিতে "স্টাফ স্পেশাল" ট্রেনের ভেণ্ডারের যাত্রীদের এবং বকখালীর মত কোন টুরিস্ট স্পটের টুরিস্ট নির্ভর সাধারণ মানুষের অবস্থাকে তুলে ধরার চেষ্টা করব, ও তার মধ্য দিয়ে "চিকিৎসাবিজ্ঞানী", প্রশাসন, মিডিয়া এবং এলিটদের তৈরি করা "করোনা পরিস্থিতিকে" খেটে খাওয়া মানুষের দৃষ্টিকোণ থেকে ধরব।
কিন্তু ক্রু জুটল না।
দু জনে মিলে তো আর এইরকম একটা তথ্যচিত্র শুট করা যায় না। তাই তথ্যচিত্রের পরিকল্পনা বাতিল হল।
তবুও হাল না ছাড়া মনভাব নিয়ে গঙ্গাসাগর গেলাম, আর যাওয়ার পথে এবং গিয়ে দু জনের প্রচেষ্টায় যেটুকু যা শুট করতে পারলাম তা দিয়ে একটা ট্র্যাভেলগ বানানোর চেষ্টা করলাম।
এই প্রচেষ্টায় আবার বাধ সাধল প্রবল দুর্যোগ।
তাই এন্ড প্রোডাক্টে প্রচুর টেকনিকাল ত্রুটি থেকে গেল।

কয়েক দিনের মধ্যেই আমাদের এই ত্রুটিপূর্ণ প্রচেষ্টার ইউটিউব প্রিমিয়ার হবে।
আগ্রহীরা লিঙ্ক এখানেই পেয়ে যাবেন।

ধন্যবাদ !

দিনরাত ভয়ঙ্কর শিক্ষিত লোকজনের জ্ঞান শুনে শুনে ক্লান্ত ?আমরাও। তাই আমাদের মনে হয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে অশিক্ষিতদের প্রশ...
10/06/2021

দিনরাত ভয়ঙ্কর শিক্ষিত লোকজনের জ্ঞান শুনে শুনে ক্লান্ত ?
আমরাও।
তাই আমাদের মনে হয়েছে কোভিড পরিস্থিতি নিয়ে অশিক্ষিতদের প্রশ্নগুলোও এবার শোনা দরকার, আর বাস্তবিক অভিজ্ঞতার ভিত্তিতে সেই প্রশ্নের উত্তরগুলোও।
সেই উদ্দেশ্যেই এই তথ্যচিত্রের নির্মাণ।
আপানারাও যদি এই অশিক্ষার চর্চায় আগ্রহী হন, তাহলে আজ রাত ঠিক ৮টার সময় নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যোগ দিতে পারেন।

ধন্যবাদ !

বিধিবদ্ধ সতর্কীকরণ - এই তথ্যচিত্রটি নির্মাণের সময় ভয়ঙ্কর শিক্ষিত লোকজনের কথা মাথায় রাখা হয় নি।

https://youtu.be/urFBDOvd8Ag

10/06/2021

কোভিড - আতঙ্কের মহামারি চতুর্থ ট্রেলার (মিডিয়া)

07/06/2021

Covid - The Epidemic of Fear (promo03) Masks

06/06/2021
05/06/2021

Covid - The Epidemic of Fear (Promo 02) Questions

04/06/2021

Covid - The Epidemic of Fear (Promo 01) Panic

কোভিড পরিস্থিতির ওপর নির্মিত তথ্যচিত্র !আসছে আগামী সপ্তাহে !!!
03/06/2021

কোভিড পরিস্থিতির ওপর নির্মিত তথ্যচিত্র !
আসছে আগামী সপ্তাহে !!!

02/06/2021

"কোভিড : আতঙ্কের মহামারি"
করোনা পরিস্থিতির ওপর নির্মিত তথ্যচিত্র
আসছে !!!

আসছে ! শিগগিরই !!!
28/05/2021

আসছে ! শিগগিরই !!!

২০২০ সাল। একটা নতুন ছবির কাজ চলছে। শুটিং প্রায় শেষ। আর এক রাত শুট করতে পারলে ছবির শুটিং কমপ্লিট হয়ে যাবে। এমন সময় লকডাউন...
09/02/2021

২০২০ সাল।
একটা নতুন ছবির কাজ চলছে। শুটিং প্রায় শেষ। আর এক রাত শুট করতে পারলে ছবির শুটিং কমপ্লিট হয়ে যাবে। এমন সময় লকডাউন ঘোষণা হল। লোকাল ট্রেন বন্ধ। সব বন্ধ। ছবিটার কাজ চালিয়ে যাওয়ার জন্য লোকাল ট্রেন দরকার। সুতরাং ছবির কাজও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। ফল ফ্রাস্ট্রেশন।
তার সঙ্গে করোনার অজুহাতে Draconian Law চালু করা এবং সকলের তা নির্বিবাদে মেনে নেওয়া দেখে অ্যাডিশনাল ফ্রাস্ট্রেশন।
এই সব ফ্রাস্ট্রেশন ঢালার দরকার ছিল। সেই সঙ্গে এইরকম ভাবে চেনা পৃথিবীর অচেনা হয়ে যাওয়ার অভিজ্ঞতাকে ধরে রাখার তাড়নাও ছিল।
এরই থেকে পোঁদে চন্দ্রবিন্দুর জন্ম। এক দিনের মধ্যে লিখে ফেলা চিত্রনাট্যকে তিন দিনের শুটে নামিয়ে ফেলা। প্রথম ১৪ দিনের লকডাউনের মধ্যেই।
ছবিটা ফাউণ্ড ফুটেজ স্তাইলে শুট ও এডিট করায় বানানোও সহজ হয় আর পরিস্থিতিটাও অনেক বেশী জীবন্ত ভাবে ধরা পরে।
রোদ্দুর রায় মশাই ছবিটা করার কাজে অনুপ্রেরণা জোগানো ছাড়াও ছবিতে তাঁর একটা গানের অংশ বিশেষ ব্যবহার করার অনুমতি দিয়ে সাহায্য করেন।

তবে এই ছবিটাকে ব্যর্থ ছবির তালিকায় যোগ করা ঠিক হল কি না জানিনা। কারণ এই ছবির কাজ নিয়ে আমরা সবাই কম বেশী সন্তুষ্ট। যদিও ছবিটা খুব বেশী লোক দেখার আগ্রহ বোধ করে নি। তাই সে দিক থেকে একে ব্যর্থই বলা যায়।

ছবির লিঙ্ক নিচে দেওয়া রইল -
https://www.youtube.com/watch?v=7DIz_Cd1-vs

Address

9, Kazi Nazrul Islam Sarani
Nimta
700049

Alerts

Be the first to know and let us send you an email when ফেলটু ছবি অথবা Failed Movies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেলটু ছবি অথবা Failed Movies:

Videos

Share


Other Nimta media companies

Show All