Baarnik

Baarnik E Magazine

16/06/2022

নব কলেবরে বার্নিক প্রকাশ হলো ফেসবুক পেজে । প্রথম লেখাটি পড়ে আমাদের শুভাকাঙ্খী এক পাঠিকা, শ্রীমতী সুপর্ণা চট্টোপাধ্যায় খুব সুন্দর একটি লেখা পাঠিয়েছেন । সুপর্ণা লেখিকা এবং নাট্যকর্মী, থাকেন কলকাতায় ।
- সম্পাদক
**********

জেনারেশন গ্যাপ। মানে যুগের ভাবনা এবং চিন্তার পার্থক্য। খুব স্বাভাবিক। থাকবেই। যেমন দ্রুত গতিতে সময় এগিয়ে যায়।

আজকের জেনারেশন কিন্তু ভীষণ ইন্টারেস্টিং , ইনটেলিজেন্ট, লজিক্যাল এবং স্মার্ট।

ছোটবেলায় তাদের আপনি রূপকথার গল্পই শোনান বা গল্পের মাধ্যমে পড়ান সে ঠিক যুক্তি দিয়ে আপনাকে সঠিক প্রশ্নটি করে ফেলবে।

এই সময়ের শিশুদের কিন্তু বড়ো করা সহজ এবং এদের মোটেই বোকা বানানো সহজ হবে না। এটাই প্লাস পয়েন্ট এই সময়ের।

আর আমাদের ছোটবেলা?

যতো রকম যুক্তিতর্কের বাইরে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী,লাল কুমার নীলকুমার, ঠাকুমার ঝুলি দিয়ে শুরু।

একটা সময়ের কথা বলি কেমন?

বই পাগল আমি। ছোটবেলায় ঘুমাবার আগে হয় বই নয়তো মাকে গল্প শোনাতে হবে। তখন বেশ ছোটো। মনে পড়ে মা রোজ অফিস থেকে ফিরে শোওয়ার সময় গল্প বলতো। আমি হাঁ করে মন্ত্রমুগ্ধের মতো সেই গল্প গপাৎ গপাৎ করে সত্যি বলে গিলে ফেলতাম। সারাদিনের ক্লান্তিতে মার চোখ বুজে আসতো গল্প বলতে বলতে। মা বলতো, "ওই যে রাজপুত্তুর আসছে ঘোড়ায় চেপে রাজকন্যার কাছে। এসেই রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে যাবে। টগবগ টগবগ টগবগ... " চোখে ঘুম মার। সাড়াশব্দ না পেয়ে অন্ধকারে মার হাত নেড়ে বলতাম, " মা, কী হলো? রাজপুত্র কোথায়? "
সারাদিনের অপেক্ষায় অধীর আমি। মা কোনরকমে বলতো চোখ খুলে, " দাঁড়া, তেপান্তরের মাঠ পেরিয়ে আসছে তো। অনেকটা পথ। সময় তো লাগবে একটু" ঘুমে চোখ বন্ধ মার।

আমিও বেশ কিছু কিছুক্ষণ অপেক্ষা করে কল্পনার জগতে চলে যেতাম। দেখতাম রাজপুত্র আসছে রাজকন্যাকে উদ্ধার করতে। টগবগ,টগবগ,টগবগ...

আমরা এক কল্পনার জগতে বড়ো হয়েছি। বাস্তবের থেকে বহুদূরে যার সম্পর্ক। রঙীন ঘুড়ি, বৃষ্টির জলে কাগজের নৌকা, লাল কাগজ মুড়ে গোলাপ, হাতে তৈরী কার্ডে ভালোবাসার ছোঁয়া, সবটাই রূপকথার মতো।এই সুন্দর পৃথিবী থেকে একটা সময় হঠাৎ করে বড়ো হয়ে গেছ বলে একলা এগিয়ে যাওয়ার পথে ঠেলে দেওয়া হয় প্রায় প্রত্যেককেই। হ্যাঁ, ছেলেমেয়ে নির্বিশেষে।

বাস্তবের সঙ্গে আমাদের না ছিলো সংযোগ, না কল্পনা, না অভিজ্ঞতা, না পাঠ। কতো মানুষের কল্পনা আর বাস্তবের টানাপোড়নে কতো সময় পেরিয়ে গেছে সঠিকটা বুঝে উঠতে।

কী এই বড়ো হওয়া? আমরা সত্যিই কী বড়ো হই আসলেই? ওই যে বলে গেছেন কবি, "আসলে কেউ বড়ো হয়না, বড়ো মতো দেখায়। " সত্যিই তো তাই, নয়কি?

তবে কী সব ভুল ছিলো? মোটেই নয়। কল্পনা, বিশ্বাস, রূপকথা তো থাকবেই। তানাহলে মানুষ স্বপ্ন দেখতে শিখবে কী করে? তবে, সময় হলে বয়সের সঙ্গে সঙ্গে বাস্তব এবং জীবনের কথাও তো বলতে হবে। নাহলে কিছুই তো মিলবে না যখন বাস্তব এসে সামনে দাঁড়াবে? মোকাবিলা করবে কী করে?

ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ি আমি।

আর ঠিক এইজন্যই আজকের শিশুদের আমি এতো ভালোবাসি। এরা প্রশ্ন করে। এরা জানতে চায়। লজিকাল হলে তবেই বিশ্বাসের প্রশ্ন। এরা আশাবাদী, স্পষ্ট। এরা বাস্তববাদী। ব্রাইট ❤

02/06/2022

।। গল্প বলার গল্প ।।

- এক রাজামশাই ছিল, তার নাম ছিল রাম । একদিন তার বাবা তাকে বললো জঙ্গলে যেতে ...
- কেন ? জঙ্গলে যেতে বললো কেন ? বাড়ি ছিল না ?
- ছিল তো, রাজামশাই এর বাড়ি তো, অনেক বড়, সুন্দর একটা বড় বাড়ি ছিল, কিন্তু......
***
- সীতা তো বাড়ির মধ্যে একলা বসে । রাম আর লক্ষণ বলে গেছে বাইরে না যেতে ।
- কেন ?
- ওই দুষ্টু লোক আসে যদি !
- দুষ্টু লোক ! আসলো ? কি করল ?
- রাবণ এলো, বুঝলি, সে তো খুব দুষ্টু, সীতা যেই বাইরে এসেছে, ওকে নিয়ে রাবণ ....

নাঃ, রামায়ণ বলতে গিয়ে হোঁচট খেয়ে অন্য পথ ধরি এবার ।

- টুনটুনি রাজামশাই এর আংটি নিয়ে গেছে । রাজা মশাই তো রেগে গেছে খুব, সবাইকে ডেকে বলছে, যা, ওই দুষ্টু টুনটুনি কে ধরে নিয়ে আয় ।
- কেন, টুনটুনি তো ভালো !
- হ্যাঁ, ভালোই তো রে, ছোট্ট পাখি তো একটা ।
- তাহলে রাজা রাগ কেন করলো ?

মহা মুশকিল, মেয়ের সমস্ত ছোটবেলাটা আমার বলা গল্প শুনেই কেটেছে, এমন প্রশ্ন সে করে নি কখনো, আমিও বলতে গিয়ে হোঁচট খাই নি । কিন্তু, নাতির বেলা তেমনটা হচ্ছে না কেন ! নাককাটা রাজার সাজা শুনে মজা পায় না কেন এই শিশু, ভারী বিরক্ত হয়ে সে অন্য গল্প শুনতে চায় !

বড্ড ভাবিয়ে তুলল আমায়
এই বিষয়টা । সব গল্পেই দুষ্টু লোক এসে পড়ছে । না, তেমন লেখাও আছে বটে, কিন্তু তিন বছরের শিশুকে পাগলা দাশু বলি কি করে ।
রূপকথা ? তাতেও তো দুষ্টের দমনের কথা আসে বারবার ।

দুষ্টু লোকের অভাব নেই তো এই দুনিয়ায়, কিন্তু সে কথা জানবার বা জানাবার এই কি বয়স ! না কি জানতেই হবে যখন, থাকবেই তাকে ঘিরে, সেই কথা ভেবে যেমনটা চলছে চলুক ।

শিশুমন বড় অদ্ভুত, কি তার মনে রাখবে গাঢ় দাগ, কোনটা তাকে টানবে বলা মুশকিল । ভবিষ্যৎ ই বলবে সেটা । যেমন, রামায়ণের অন্য গল্প জমছে না দেখে বলি তাকে -

- রাম বলল, এত বড় নদী পেরিয়ে যাবো কি করে ? (সমুদ্র কে নদী বলি, শিশুর জন্য) , শুনে বানর বলল, সে আর এমন কি ! আমার এত বন্ধু, সকলে পাথর এনে ফেলুক এই নদীতে, হয়ে যাবে একটা সুন্দর ব্রীজ । চলে যেও নদী পার হয়ে, নিয়ে এসো সীতা কে ।
- হয়ে গেল ব্রীজ ? Rock ফেলে ফেলে !
- হ্যাঁ রে, সেখান দিয়েই তো রাম গেল, আরাম সে, নদীর অন্য পারে, গিয়ে সীতা কে পেয়েও গেল ।

এবার সে খুশী খুব । নদীতে পাথর ফেলে ব্রীজ হয়ে যাবে সেটা এবং উপরি পাওনা ওই সীতা কে পাওয়া - দুটোই বেশ লাগে তার,
ফিরে ফিরে সেই গল্পই শুনতে চায় সে এখন ।

এণাঙ্কশেখর

26/05/2022

বার্ণিক শব্দের আভিধানিক অর্থ লেখক, লিপিকর বা চিত্রকর । আমাদের এই প্রয়াস এদের নিয়েই ।
গল্প, কবিতা, রম্য রচনা, ছবি - হাতে আঁকা বা ক্যামেরা বন্দী, এই সবই স্থান পাবে এই ব্লগে ।
লুকিয়ে রাখা বা চেপে থাকা ছোট্ট ছোট্ট প্রতিভার প্রকাশ পাক এইখানে . . . .

BAARNIK – The name suggests all artists and creative people. Many of us have hidden talents, which need a space to bloom and grow. This space is to showcase such talents.

Sarmishtha / Enankashekhar

Address

New Town
New Town

Telephone

+919810268038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baarnik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baarnik:

Share

Category


Other New Town media companies

Show All