23/08/2022
সম্মানীও স্যার/ম্যাডাম,
সুভারম্ভে স্বাগত জানাই পলিসি টাইমস এর পক্ষ থেকে!
উত্তরবঙ্গকে পূর্ব ভারতের অর্থনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করতে, বেঙ্গল বিজনেস অ্যাসোসিয়েশন (বিবিএ) এবং দ্যা পলিসি টাইমস এর যৌথ উদ্যোগে "নর্থ বেঙ্গল অ্যানুয়াল বিজনেস সামিট ২০২২" এর আয়োজন করা হয়েছে , সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যূন্ত, মালদা গোল্ডেন পার্ক হোটেল -এ রোজ রবিবার ১৮ই সেপ্টেম্বর ২০২২।
আমাদের বিশেষ অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিপরিষদ থেকে ৭জন মন্ত্রী!
- *শ্রী উদয়ন গুহ,* মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ
- *শ্রীমতী সাবিনা ইয়াসমিন,* মাননীয়া মন্ত্রী, সেচ ও জলপথ এবং NBDD, পশ্চিমবঙ্গ
- *শ্রী স্নেহাসিস চক্রবর্তী,* প্রতিমন্ত্রী, সংশোধনমূলক প্রশাসন (IC), পশ্চিমবঙ্গ
- *শ্রী চন্দ্রনাথ সিনহা,* মাননীয় মন্ত্রী, এমএসএমই এবং টেক্সটাইল বিভাগ, পশ্চিমবঙ্গ
- *শ্রী বিপ্লব মিত্র,* মাননীয় মন্ত্রী, ক্রেতা বিষয়ক, পশ্চিমবঙ্গ
- *মোঃ গোলাম রব্বানী,* মাননীয় মন্ত্রী, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ
- *জনাব আখরুজ্জামান,* মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ বিভাগ, পশ্চিমবঙ্গ
আলোচনায় উল্লিখিত সেক্টর:
যোগাযোগ বেবস্থা, টেক্সটাইল ও গার্মেন্টস, মৎস্য, পশুপালন, খাদ্য, চাষাবাদ, তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুনর্ব্যবহার / বর্জ্য ব্যবস্থাপনা, ইত্যাদি।
*উক্ত সম্মেলনটি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো ব্যাবসা সম্মেলনগুলির মধ্যে একটি হতে চলেছে।*
রেজিস্ট্রেশন লিংক: https://events.thepolicytimes.com/bba/
*এই শীর্ষ সম্মেলনটিকে সাফল্য মন্ডিত করতে আপনার আশীর্বাদ এবং উপস্থিতি একান্তভাবে কাম্য।*
বিস্তারিত জানতে 👇
*আল আমিন, 8967984590 | এজাজ, 8207205867*