21/07/2023
সুশিক্ষিতা কিন্ত পশ্চিমবঙ্গে চাকুরী নাই। ম্যাথমেটিক্সে মাস্টার্স।
এক বীরাঙ্গনা মায়ের জীবন সংগ্রামের কাহিনী ❤️
সুপ্রীতি সিং হুগলী জেলার রাজবলহাট এর বাসিন্দা। ম্যাথ এ মাস্টার্স। খুব দারিদ্রতার মধ্যে পড়াশুনা । বাবা রিকসা চালাতেন। পরিবারে রয়েছেন শ্বশুর শাশুড়ি আর একটি ছেলে ও একটি মেয়ে। পরিবারে দু'মুঠো অন্ন জোগাড় করতে দিন রাত পরিশ্রম করে অর্থ রোজগার করতে হয়। সুপ্রীতি সিং flipcart Company online তে কাজে যুক্ত হয়ে বাড়ি বাড়ি অর্ডার করা জিনিস পৌছে দিচ্ছেন।
মেয়েরাও আজকাল ছেলেদের মত পরিবারের দায়িত্ব তুলে নিচ্ছে । সমান অধিকারের সাথে সাথে সমান দায়িত্ব পালন করছে। স্যালুট আপনাকে.....
এছাড়াও নিজের পরিবারের খরচা চালিয়ে যেটুকু টাকা হাতে পান সেইটুকু টাকা দিয়ে এই দিদি আশেপাশের গরীব অনাথ বাচ্চাদের জামা কাপড় কিনে দিয়েছেন। সারাদিন কাজ সেরে পরিশ্রান্ত শরীরে ফিরে রাতে রান্না করার পর ওই অঞ্চলের গরীব বাচ্চাদের বিনামূল্যে পড়ান। এইরকম বীরাঙ্গনা মায়ের কথা এই সমাজের বুকে উজ্জ্বল হয়ে উঠুক।
আপনি ভালো থাকবেন। দিদি আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই ও দোয়া রইল।
আপনার এই লড়াই পরবর্তীকালে নারীদের তথা এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
সংগৃহীত