Sushama soe

Sushama soe Recitation
Read
Write
painting
Art & craft
photography
speech ইচ্ছেগুলো ইচ্ছে মতো কল্পনার দানা বাঁধুক তবুও বাস্তবতায় বিচরণ আমার শ্রেষ্ঠ স্বাদ।
✍️- সুষমা সৌ

এক নতুন সৃষ্টি...       #
22/04/2024

এক নতুন সৃষ্টি...



#

আজ বিশ্ব শিল্পকলা দিবস। শিল্প কি সে সম্পর্কে আমার ধারণা বা জ্ঞান খুবই সামান্য, তাই সহজভাবে বললে আমার কাছে শিল্প মানে শান...
15/04/2024

আজ বিশ্ব শিল্পকলা দিবস। শিল্প কি সে সম্পর্কে আমার ধারণা বা জ্ঞান খুবই সামান্য, তাই সহজভাবে বললে আমার কাছে শিল্প মানে শান্তি, যার মধ্যে থেকে শান্তি পাওয়া যায়। জীবন, সমাজ, এই সমস্ত কিছুর থেকে মুখ ফিরিয়ে নিয়েও এই শিল্প(art) শুধুমাত্র একে নিয়ে নিশ্চিন্তে জীবনটাকে যাপন করা যায়।

কিছু কিছু লেখা পড়লে মনে হয় সত্যি অনেকটা বড়ো হয়ে গেছি, সবকিছুই যেন আগে বেশ ছিল...😌
12/04/2024

কিছু কিছু লেখা পড়লে মনে হয় সত্যি অনেকটা বড়ো হয়ে গেছি, সবকিছুই যেন আগে বেশ ছিল...😌

ঋতুপর্ণ ঘোষের এই লেখাটা পড়ে ভালো লাগলো ___

"প্রথম কথা বলতে কে শিখিয়েছিল জানি না । কালোর ওপর লাল পাখির নকশা-করা একটা বেডকভার ছিল বাড়িতে । সেটা দেখে প্রথম পাখি চিনতে শিখি । তখন পাখি বলতে পারতাম না । বলতাম ‘কাপি’ ।

প্রথম গান শিখিয়েছিল মাসিমণি । ‘আলো আমার আলো ওগো’ । চান করানোর আগে তেল মাখাতে মাখাতে ।

প্রথম ‘পথের পাঁচালী’ কিনে দিয়েছিল পিসিমণি । পিসিমণির তখনও বিয়ে হয়নি । বাবার সব থেকে ছোট বোন । শ্যামলা রং, মোটা একটা বিনুনি । অপু দুর্গার গল্প পড়ে মনে হয়েছিল, পিসিমণি আমার দিদি হলে বেশ হত !

প্রথম ফাউন্টেন পেনে লিখতে শিখিয়েছিল বাবা । শিখিয়েছিল কেমন করে মহাভারত পড়তে হয় । রাজশেখর বসুর মহাভারত । সন্ধেবেলা হোমওয়ার্ক সেরে আমরা তিনজনে বসতাম । বাবা পড়ত । আমি আর ঠাকুমা শুনতাম । বাবা শিখিয়েছিল কেমন করে জাদুঘর দেখতে হয় । শিখিয়েছিল উত্তর ভারতের মন্দিরের সঙ্গে দক্ষিণ ভারতের মন্দিরের তফাৎ কী । শিখিয়েছিল U ছাড়া শুধু Q দিয়ে ইংরেজি বানান হয় না । শিখিয়েছিল ইংরেজি হরফের আসল নাম রোমান ।

মা গান গাইতে পারত না । তাই সঞ্চয়িতা পড়ে ঘুম পাড়াত আমাকে । সেই আমার রবীন্দ্রনাথে হাতেখড়ি । মা যে আজ ওতে ছবি-আঁকিয়ে, সে-কথা মনেই থাকত না । একদিন সন্ধেবেলা বিছানায় বসে হোমওয়ার্ক করছি , আর সামনে বসে আমারই একটা পুরোনো খাতার পিছনের পাতায় পেনসিল দিয়ে আঁকিবুকি কাটছে মা । ঝুঁকে পড়ে দেখি, মা স্কেচ করছে । বিছানার ওপাশের টেবিল ফ্যানটার স্কেচ । সেই দিনই শিখলাম তিন ডানাওয়ালা ফ্যানটা আসলে একটা তিন পাপড়ি মেলা ফুল ।

ঠাকুমা শিখিয়েছিল কাঁচালঙ্কার রং সবুজ আর শুকনো লঙ্কা নাকি লাল । শিখিয়েছিল প্রথম পাতে তেতো খাওয়ার পর জল খেলে মিষ্টি লাগে । শিখিয়েছিল গরমকালের কুঁজো আর শীতকালের কাঁথা । পঞ্চুপিসি শিখিয়েছিল বেস্পতিবারের আরেক নাম বিষ্যুদবার । আর সন্ধেবেলার পর সাপের নাম লতা । চিঙ্কু -- আমার ভাই -- প্রথম শেখালো বড়ো হয়ে যাওয়া । প্রথম মিথ্যে কথা কে শিখিয়েছিল মনে নেই । কে শিখিয়েছিল আসলে কী করে বাচ্চা হয় ভুলে গিয়েছি । এক এক ছেড়ে চলে গিয়েছে যে মানুষগুলো, তারা শিখিয়ে গিয়েছিল, শুধু আরও কষ্ট পাবো বলে এই বেঁচে থাকাটা কতো সুন্দর !

বাংলা ভাষা নিয়ে অহংকার করতে শিখিয়েছে রবীন্দ্রনাথ, সুকুমার রায়, শিবরাম, মুজতবা আলী । সত্যজিৎ প্রথম শিখিয়েছে ক্যামেরা দিয়ে গল্প বলা যায় । চাইলে কবিতাও ।

মা চলে গিয়ে দুটো জিনিস শিখিয়ে দিয়ে গেল । মা-রা আসলে অমর আর মা ছাড়া বাবারা বড়ো অসহায়...

কথা হচ্ছে, এতো কিছু শিখেও এমন একটা আস্ত অপোগন্ড তৈরি হলাম কী করে ?"


® ঋতুপর্ণ ঘোষ।

[ সংগৃহীত ]

একটু বেশি অনুভূতিপ্রবণ মানুষদের,বেশি চিন্তাশীল মানুষদের বা ব্যতিক্রমীদের বড় কষ্ট এই পৃথিবীতে। নিজেকে দিয়ে তা বেশ উপলব্...
08/04/2024

একটু বেশি অনুভূতিপ্রবণ মানুষদের,বেশি চিন্তাশীল মানুষদের বা ব্যতিক্রমীদের বড় কষ্ট এই পৃথিবীতে। নিজেকে দিয়ে তা বেশ উপলব্ধি করেছি সারাজীবন ধরে। আপনার মুখের কথায় আপনাকে বুঝবে-এমন মানুষ বড় বিরল। নেই বলা চলে। নিজের উপলব্ধি,নিজের বক্তব্য,বিশ্বাস বা যুক্তি বোঝাতে গেলে লোকে ভাবে-'এই মানুষটার বুঝি সবেতেই সমস্যা।' আসলে কিন্তু সেই মানুষটার সূক্ষ্ম অনুভূতিগুলো বাকিদের চেয়ে বেশি বা সূক্ষ্ম বিষয়গুলো অন্যদের তুলনায় তার বোঝার ক্ষমতা অনেকটাই বেশি,তাই তার চোখে খুব সহজেই এমন অনেক কিছুই ধরা পড়ে যায় যা অন্যরা দেখতে পায়না,বা দেখেও দেখতে চায় না। ভাবতে চায় না। এরা ভালোবাসা যেমন দেখতে পায়,ভালোবাসাহীনতাও খুব সহজেই দেখে ফেলে। বলা যেতে পারে এদের অন্তর্দৃষ্টি অর্থাৎ ইনটিউশন (intuition) পাওয়ার খুব জোরালো বা এদের ষষ্ঠ ইন্দ্রিয় বাকিদের থেকে অনেক বেশি জাগ্রত- তাই সহজেই এরা সামনের লোকটির ভিতরটা পর্যন্ত পড়ে ফেলে। তার জন্যে এদের বিশেষ কষ্টও করতে হয় না। এটা তাদের একটি ঈশ্বর-প্রদত্ত ক্ষমতা। এমনকি অনেক সময় অনুভূতি খুব তীক্ষ্ণ হলে তারা কোনো মানুষ শারিরীকভাবে বহুদূরে থাকলেও নিজের সম্পর্কে তাদের মনোভাব বা মানসিকতা পড়ে ফেলতে পারে। পজিটিভ বা নেগেটিভ ভাইব(vibe) বা আবহ এরা বুঝে যায় খুব সহজেই। এরা লোকের মুখের কথার থেকে মানুষটা আসলে কাজে কী করছে বা কী কী করছে না- সেদিকে খেয়াল করে বেশি। লক্ষ্য করেছি- যাদের কাছে মানুষের চালাকি বা মিথ্যে সহজেই ধরা পড়ে যায় বা যাদের ফাঁকি দেওয়া মুশকিল- তাদের মানুষ বেশ ভয় পায়,অপছন্দ করে,অন্যদের কাছে তাদের খারাপ প্রমাণ করার চেষ্টা করে বা এড়িয়ে চলে। মাঝে মাঝে ভাবি, যারা বেশি ভাবনা-চিন্তা করেনা বা করতে পারেনা কোনো বিষয় নিয়ে,বোধহয় তারাই সুখী। আবার ভাবি- না,এই বেশ ভালো আছি,সাময়িক কষ্ট পেলেও সত্যিটা খুব তাড়াতাড়ি দেখে বা বুঝে ফেলার এই ক্ষমতা যেন সবসময় থাকে। ঠিকঠাক মানুষ চেনার এই ক্ষমতা যেন চিরকাল থাকে। তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। আমি এমন ব্যতিক্রমীই যেন চিরকাল থাকি। ঈশ্বরের এই আশীর্বাদ আমার মাথার উপরে যেন সবসময় থাকে। অন্য কারো আমার অনুভূতি বোঝার বা বিশ্বাস করার প্রয়োজন নেই- কোনটা ঠিক,কোনটা ভুল তাকে সময় বলে দেবে। সংখ্যায় বেশি বা দলে ভারি মানেই যে সঠিক নয় -এটাই বরাবর বিশ্বাস করে এসেছি এবং তার প্রমাণও পেয়েছি জীবনে বহুবার। তাই ব্যক্তিগত জীবনে কম মানুষ থাক,তাতে ক্ষতি নেই-তবে খাঁটি মানুষগুলোই থেকে যাক। 😊

#প্রবাসীরকলম #অপ্রিয়সত্যি #সুদেষ্ণাভট্টাচার্যচৌধুরী©️✍️

কৃষ্ণ... 🖤                       ゚
25/03/2024

কৃষ্ণ... 🖤

রঙে রঙে রাঙিয়ে দাও আজি এ ভুবন.....শুভ দোল পূর্ণিমা            ゚
25/03/2024

রঙে রঙে রাঙিয়ে দাও আজি এ ভুবন.....

শুভ দোল পূর্ণিমা

সময় অসময়ে আমাদের জীবনে কতরকমের পরিবর্তন আসে, আমরা কখনো খুব ভালো থাকি আবার কখনো খারাপ, কখনো মনে হয় জীবন খুব সুন্দর আবা...
18/03/2024

সময় অসময়ে আমাদের জীবনে কতরকমের পরিবর্তন আসে, আমরা কখনো খুব ভালো থাকি আবার কখনো খারাপ, কখনো মনে হয় জীবন খুব সুন্দর আবার কখনো ভাবি জীবন শুধু ব্যর্থতার গল্প। আর এগুলো ছাড়াও জীবনের আরো একটা দিক আছে, যার ওপর ভরসা করে আমরা কান্নার পর আবার হাসতে পারি, আর সেটা হল বিশ্বাস... এই বিশ্বাসটা তৈরি হয় ভগবানের ওপর থাকা আমাদের ভক্তি আর বিশ্বাস থেকে। এক-একটা মানুষের ভক্তি আসে এক-একরকম ভাবে তবে আমাদের বিশ্বাস কিন্তু একটাই কেউ আছেন যিনি সবটা দেখছেন, শুনছেন.. আমরা নিজেদের সাথে যতই ছল-চাতুরী করি না কেন, কেউ আছেন যার চোখে আমরা সবাই কখনো না কখনো কোনো না কোনোভাবে অপরাধী। আর এই সবকিছুর পরেও উনি আমাদের সাথে থাকেন পাশে থাকেন আমাদের মনে ভক্তি- শক্তি সমস্তকিছুর জোগান আমরা তাঁর থেকেই প্রাপ্ত করি। এই বিশ্বাস, ভরসা নিয়েই আমরা চলতে থাকি।

এক আকাশ কল্পনা নিয়ে ভাসছি মহাশূন্যে, হয়তো বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ব কোনো একদিন....তবুও কল্পনার মতো এতো সুখ এ পৃথ...
15/03/2024

এক আকাশ কল্পনা নিয়ে ভাসছি মহাশূন্যে, হয়তো বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ব কোনো একদিন....
তবুও কল্পনার মতো এতো সুখ এ পৃথিবী মানুষকে আর কোথাও দিতে পারেনি। তাই বাস্তব যতোই কঠিন হোক, মানুষ কিন্তু কল্পনাকে ভালোবাসতে ভোলেনি...

ছবি- আমার হাতে তোলা, এটি ইংরেজির গত বছরের জুলাই মাসের তোলা।

08/03/2024

repost

শুভ নারী দিবস

#নারীদিবস #নারী #আমরানারী

নীরবতাকে ভালোবেসেছি, দূরে সরে আসতে শিখেছি, শেষ থেকে শুরু করতে শিখেছি, আবেগকে কঠিনভাবে না বলতে শিখেছি।  অনেকটা বড়ো হয়েছ...
02/03/2024

নীরবতাকে ভালোবেসেছি, দূরে সরে আসতে শিখেছি, শেষ থেকে শুরু করতে শিখেছি, আবেগকে কঠিনভাবে না বলতে শিখেছি। অনেকটা বড়ো হয়েছি.. কিছু বড়ো হওয়া এখনো বাকি .....


ঋতুরাজের আগমনের আনন্দে..  🍂🍁 #বসন্ত
29/02/2024

ঋতুরাজের আগমনের আনন্দে.. 🍂🍁

#বসন্ত

সরস্বতীর হাতে Calculator থাকতে পারতো, Stethoscope থাকতে পারতো, Screw-Driver থাকতে পারতো, আরও কতকিছুই তো থাকতে পারতো। 😏বি...
14/02/2024

সরস্বতীর হাতে Calculator থাকতে পারতো, Stethoscope থাকতে পারতো, Screw-Driver থাকতে পারতো, আরও কতকিছুই তো থাকতে পারতো। 😏
বিদ্যার দেবীর নামের পেছনে একটা PhD কিংবা MBBS থাকতেই পারতো, অথবা MSC, সে হতে পারতো কালো Coat গায়ে Advocate। 😏
কিন্তু সব বাদে তার হাতে দেওয়া হয়েছে একটি বীণা। বিদ্যা হিসেবে ললিত কলা(Performing Arts)ও যে কোন অংশেই কম নয়, এটা তারই প্রতীক।🙏🏻 শুধু প্রাতিষ্ঠানিক (Academic) শিক্ষা নয়, কারোর সহজাত প্রতিভা কিংবা ভালোলাগার (Passion) বিষয়গুলোর চর্চাও যে বিদ্যা, এটা তার একটা স্পষ্ট ইঙ্গিত।😇

মেয়েকে নাচ শেখালে পড়ার ক্ষতি হবে কিংবা ছেলেটা ছবি এঁকে সময় নষ্ট করে বলে অভিযোগ করা বাবা-মায়েরা যদি এটা বুঝতেন!😪 তাহলে সরস্বতী পূজাটা শুধুমাত্র প্রেম করা কিংবা ঘুরতে যাওয়ার দিন না হয়ে সত্যিই ভক্তি আর ভালোবাসায় সার্থক হতো।🙏🏻💐😇😍😍
(লেখাটি সংগৃহীত)।

শুভ বসন্ত পঞ্চমী



নিজের প্রতি নিজেই বারে বারে মুগ্ধ হই, হ্যাঁ! ঠিকই পড়েছেন, আমি নিজে নিজেকে ভেবে-বুঝে সত্যিই খুব মুগ্ধ হই। কখনো কাজের মাধ...
05/02/2024

নিজের প্রতি নিজেই বারে বারে মুগ্ধ হই, হ্যাঁ! ঠিকই পড়েছেন, আমি নিজে নিজেকে ভেবে-বুঝে সত্যিই খুব মুগ্ধ হই। কখনো কাজের মাধ্যমে, কখনো চিন্তাধারার জন্য, আবার কখনো পরিস্থিতিতে শত প্রতিকূলতা থাকার পরও অনুকূল ভাবে জীবনযাপন করার জন্য। হয়তো আমরা সবাই কমবেশি এমনভাবেই জীবনযাপন করে থাকি, তবুও কেন জানিনা নিজেকে সবার থেকে সবকিছুর থেকে আলাদা মনে হয়, সবার থেকে আলাদা ভাবতে পারি বলেই হয়তো এই সৃষ্টি। আর তাছাড়া জীবনে এমনভাবেই নিজেকে আবিষ্কার করার প্রয়োজন আছে, তানাহলে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে রসদ এর প্রয়োজন হয় সেটা হারিয়ে ফেলব, আর রসদ হারিয়ে গেলে নিজের প্রয়োজন অনুভব করতে পারব না।
তাই আমার মনে হয় মানুষ যতই তোমাকে টেনে নীচে নামানোর, বিভিন্ন ভাবে তোমায় খারাপ বা অপ্রয়োজনীয় মনে করানোর চেষ্টা করুক, তোমার লক্ষ্য হওয়া উচিত উপরে উঠার। আর মানুষ টেনে তাঁকেই নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে উঠার ক্ষমতা থাকে।
আর তাই তোমার মধ্যে, তোমার কাছে যে টুকু আছে সেটা দিয়েই শুরু করো নিজেকে ভালো রাখার, নিজেকে খোঁজার - বোঝার আর নিজের কাজের মাধ্যমে বারে বারে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার।





জিনিস যেমনই হোক দামি বা কমদামি, সেটাকে সুন্দর ভাবে যত্ন করে রাখতে পারলেই  তার আসল সার্থকতা। আর তা যদি হাতে তৈরি হয় তাহল...
16/01/2024

জিনিস যেমনই হোক দামি বা কমদামি, সেটাকে সুন্দর ভাবে যত্ন করে রাখতে পারলেই তার আসল সার্থকতা।
আর তা যদি হাতে তৈরি হয় তাহলেতো সেখানে আলাদা ভালোবাসা - সৌন্দর্য থাকেই।



কাটুম কুটুমবাড়িতে থাকা বিভিন্ন জিনিস যেগুলো আমরা আবর্জনা ভেবে প্রায়ই ফেলে দিয়ে থাকি, সেসব জিনিস দিয়ে শৈল্পক চিন্তাধা...
08/01/2024

কাটুম কুটুম

বাড়িতে থাকা বিভিন্ন জিনিস যেগুলো আমরা আবর্জনা ভেবে প্রায়ই ফেলে দিয়ে থাকি, সেসব জিনিস দিয়ে শৈল্পক চিন্তাধারায় খুব সুন্দর ও ব্যবহার যোগ্য এবং তার সাথে ঘর সাজানোরও বিভিন্ন জিনিস আমরা বানিয়ে নিতে পারি। যা দেখতেও সুন্দর হয় এবং তেমন খরচও হয় না।
অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই পদ্ধতির উদ্ভাবন করেন, যা অনেকটা কোলাজ পদ্ধতির মতোই বাতিল ও ফেলে দেওয়া জিনিসপত্রের টুকরো দিয়ে বানানো হয়। তিনিই প্রথম এই পদ্ধতিতে বেড়াল, কুকুর,মাছ, প্রজাপতি, গিরগিটি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে এই পদ্ধতির নাম দেন কাটুম কুটুম।
কাটুম কুটুম এর সবচেয়ে বড়ো দিক হলো এর প্রতিটি রূপই হয় স্বতন্ত্র , এই শিল্পের কোনো কপি বা অনুরূপ সৃষ্টি পাওয়া সাধারনত সম্ভব নয়। তাই বুদ্ধি ও সৃজনীক্ষমতার বিরাট বিকাশ ঘটতে দেখা যায় এই শিল্পের মাধ্যমে।




ঘর কুনো______আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা নাকি ঘর কুনো, এখন প্রশ্ন হলো ঘর কুনো হওয়াটা ভালো নাকি খারাপ?  মানে...
31/12/2023

ঘর কুনো______

আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা নাকি ঘর কুনো, এখন প্রশ্ন হলো ঘর কুনো হওয়াটা ভালো নাকি খারাপ? মানে তারা এটা বলে ঠিক কি বোঝাতে চায় আমি ঠিক বুঝে উঠতে পারি না। 🤔🤔

#ঘরকুনো
#ঘর

#লেখা

কালো রূপে দিগম্বরী...... 🖤Oil on canvas
21/12/2023

কালো রূপে দিগম্বরী...... 🖤
Oil on canvas







এই এক জীবনে আমরা সময়ে সময়ে নিজেদের কতরকম ভাবে আবিষ্কার করি... কখনো পরিস্থিতির জন্যে, কখনো বা নিজেকে একটু ভিন্নভাবে অনু...
05/12/2023

এই এক জীবনে আমরা সময়ে সময়ে নিজেদের কতরকম ভাবে আবিষ্কার করি... কখনো পরিস্থিতির জন্যে, কখনো বা নিজেকে একটু ভিন্নভাবে অনুভব করার জন্যে।
ও হ্যাঁ! আমরা কিন্তু নিজেদেরও নিজেরা অনুভব করি, হয়তো তেমন খেয়াল করি না।
নিজেদের জীবনে ঘটতে থাকা বিভিন্ন ভালো -মন্দকে দিয়ে আমরা অনুভব করি নিজেকে... আর মাঝে মাঝে একটা অদ্ভুত তৃপ্তি জাগে মনে। 😌🙂

নীচের ছবিটার সাথে এই লেখার কোনো সংযোগ হয়তো নেই, তবে আমার কাছে এই দুই মিলে একটা সংযোগ আছে। আমিও ঠিক এইভাবে নতুন কিছু সৃষ্টির মাধ্যমে বারংবার নিজেকে আবিষ্কার করি, আবার অনুভবও করি।









03/12/2023

আমাদের জীবনে কোনোকিছুই নিশ্চিত নয়...
মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। 🙂

কলমে - #সরজিৎঘোষ

Send a message to learn more

মায়ের আগমন 🌼
10/10/2023

মায়ের আগমন 🌼




19/09/2023

শুভ গণেশ চতুর্থী






Send a message to learn more

13/09/2023

লেখায় - Md. fahad Mia




বিবেক মানুষের প্রধান বিচারক। যে ব্যাক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে, তাকে কখনও বিচারকের সন্মুখীন হতে হয় না...
07/09/2023

বিবেক মানুষের প্রধান বিচারক। যে ব্যাক্তি তার আপন বিবেকের নিকট জবাবদিহি করতে জানে, তাকে কখনও বিচারকের সন্মুখীন হতে হয় না।
----------- শ্রীকৃষ্ণ

সকলকে জানাই শুভ জন্মাষ্টমী।






অবাধ্য হও,হ্যাঁ! অবাধ্য হও।কারণ, জীবনের বোঝা -পড়া শুরু হওয়ার সময় থেকে যদি তুমি নিজেই সব বিষয়ে বাধ্য হতে শুরু কর... দ...
01/08/2023

অবাধ্য হও,
হ্যাঁ! অবাধ্য হও।
কারণ, জীবনের বোঝা -পড়া শুরু হওয়ার সময় থেকে যদি তুমি নিজেই সব বিষয়ে বাধ্য হতে শুরু কর... দেখবে ধীরে ধীরে তোমার চারপাশের মানুষেরা তোমাই পেয়ে বসবে,ওরা ধরেই নেবে তোমাকে দিয়ে সমস্ত কিছু করানো যায়, তোমাকে যখন-তখন, যার-তার সামনে যা কিছু বলা যায়। সেখানে Negativety / খারাপ কথা / অপমানের পরিমানটাই বেশি থাকে।
তাই তোমাকে প্রথম থেকেই শক্ত হতে হবে, না বলার অভ্যাস বা সাহস দুটোই নিজের মধ্যে বর্তমান রাখতে হবে.. আয়ত্ত করতে হবে। নিজের ব্যাক্তিত্ব এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমার একটা "না" শব্দের পরে আর কোনো শব্দ তোমার কানে ঘুরে না আসে।

তাই শুরু থেকেই না বলো। অবাধ্য হও, কখনো কখনো অবাধ্য হতে হয়। সেটার প্রয়োজন শুধু ব্যাক্তিত্ব তৈরির জন্য নয়, ভুল করার জন্য। কারণ আমরা জানি ভুল না করলে সঠিকটা কখনোই জানা বা বোঝা যায় না।
এবার তোমার না বলায়.... অবাধ্য হওয়ায় হয়তো কিছু মানুষ তোমার ওপর বিরক্ত হবে। তা হোক।
সময়ের সাথে সাথে সেগুলোও মিলিয়ে যাবে, কিন্তু থেকে যাবে তোমার অস্তিত্ব।

এই সমাজে নিজের অস্তিত্ব সন্মানের সাথে টিকিয়ে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ।

কলমে- সুষমা সৌ

বিদ্র : নীচের ছবিটি শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য।

12/07/2023

লেখাটা সংগৃহীত।

মন যখন অশান্ত, লাগছে ভীষন একাশান্তি তখন আসে হেথা ..... 🌼🖤❤️
26/06/2023

মন যখন অশান্ত, লাগছে ভীষন একা
শান্তি তখন আসে হেথা ..... 🌼🖤❤️






সকলকে জানাই শুভ রথ যাত্রার শুভেচ্ছা 🙂
20/06/2023

সকলকে জানাই শুভ রথ যাত্রার শুভেচ্ছা 🙂







Address

Nabagram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sushama soe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Nabagram

Show All

You may also like