11/10/2022
#অভিমান🍂
সেদিন রাতে 'তোমার' সাথে আমার দারুণ ঝগড়া।তোমার জ্বর হয়েছিল।রাত্রে না খেয়ে ঘুমিয়েছিলে,আমি বলেছিলাম উঠে খেয়ে নিতে।তুমি শোনোনি।জিজ্ঞেস করেছিলে আমি তোমার কে? যে এসব বলছি।আমি রিপ্লাই দি নি..দিতে পারিনি,সত্যিই তো..প্রেমিক-প্রেমিকা তো নই!কিন্তু 'শুধুই' বন্ধু কি আমরা?ঝগড়া 'তুই' টা কে 'তুমি' তে বেশ ভালো কনভার্ট করে।অনেক পরে আমি রিপ্লাই দিয়েছিলাম 'ঘুমিয়ে পড় আর না জেগে'...এবার তুমিও সিন করে রিপ্লাই দিলে না।আমি ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম।পরের দিন সন্ধ্যেয় আমার ট্রেন।সারাদিন তুমি আর কথা বললে না,আমিও জিজ্ঞেস করিনি যে কেমন আছো? ওষুধ খেয়েছো কিনা..তুমি একটা মেসেজ করেছিলে বিকেলের দিকে,আমি পড়েছি কিন্তু রিপ্লাই দি নি রাগ করে,বা হয়তো অভিমানে...জানি না...ট্রেন ছেড়ে দিয়েছে..আমি সাইড লোয়ার পেয়েছি,রাত্রে আধশোয়া হয়ে কাটিয়ে দেওয়ার প্ল্যান করছি..ট্রেনের চাকার সাথে লাইনের ঘষা যাওয়ার গন্ধটা মাঝে সাঝে নাকে আসছে,অনেক দূরের ট্রেন তাই বেশী থামছে না...রাত হল...আকাশে কয়েক কোটি তারা,কামরার বেশীরভাগ আলো নিভে গেছে,কে একটা জন ডেনভার চালিয়েছে,হাওয়াটা ভালো লাগছে,ঠাণ্ডা,আমি চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিলাম,চোখটা একটু লেগে গেছিল,ট্রেনের হুইশেল আবার জাগালো...ভাবলাম জিজ্ঞেস করি শরীরের কি অবস্থা এখন,আমি 'কেউ' নই তাও জিজ্ঞেস করি...আমাদের চ্যাটটা খুললাম...তোমার লাস্ট মেসেজটা আবার পড়লাম...তুমি লিস্ট পাঠিয়েছিলে জিনিসপত্রের..যেগুলো নিতেই হবে ব্যাগে...তুমি জানো আমি শেষ মুহুর্তে ব্যাগ গোছাই,অনেক কিছু ভুলে যাই তাই ঠিক লিস্টটা পাঠিয়েছিলে,আমি ওটা দেখেই ব্যাগ গুছিয়েছি...রিপ্লাই দিই নি...তুমি কেন পাঠালে লিস্টটা? 'তুমি আমার কে?'...
আমি মেসেজ করলাম 'কি খবর ম্যাডাম,সুস্থ নাকি এখনও উপোস চলছে?'...ডেলিভার্ড হল...আমি জানলা দিয়ে বাইরে তাকালাম...তারাদের একটা আলো হয়,শহরে আমরা বুঝতে পারি না...গানটা জন ডেনভার থেকে কখন অঞ্জন দত্তে এসছে খেয়াল করিনি...আমি এবার বুঝতে পারছি 'রাগে নয়,অভিমানেই রিপ্লাই দিই নি...আর অভিমান কি সবার ওপর করি আমরা? কি জানি 'আমি তোমার কে?'...আমাদের চ্যাটটা আবার খুললাম…'তোর' নামের তলায়''typing''দেখাচ্ছে...ঝগড়া মিটে গেছে...ট্রেনের চাকার আওয়াজের রিদিমটা জানান দিচ্ছে শুধু 'অভিমান' পড়ে আছে...
©️