Amin Solua

Amin Solua Assalamualaikum warahmatulllahi wabarkah

HELLO GUYS ��
�Welcome To My Channel Amin Solua��
How are you?

I hope you are having very happy with your life�

Follow on YouTube
� Amin Solua

� Link on the videos Description.

� Thanks To Everyone�

30/04/2024

❣️❣️

25/04/2024

I got 3 reactions and 7 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

With Alamin SK – I just got recognized as one of their top fans! 🎉
25/04/2024

With Alamin SK – I just got recognized as one of their top fans! 🎉

17/04/2024

নিয়মিত একটি করে ছহীহ হাদিস পোস্ট করুন । সাদাকায়ে জারীয়া হবে আপনার জন্য । ১ লক্ষ টাকা দামের বক্তা হওয়া জরুরী নয় !

17/04/2024

ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম 💕🤲🕋

11/04/2024
👉রয়েছে ১৩ টি সুন্নত।👇👇👇১। অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬]২। মিসওয়াক করা। [তাবয়ীনুল...
10/04/2024

👉রয়েছে ১৩ টি সুন্নত।👇👇👇

১। অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
[বায়হাকী, হাদীস নং-৬১২৬]

২। মিসওয়াক করা।
[তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]
ঈদের দিন
৩। গোসল করা।
[ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]

৪। শরীয়তসম্মত সাজসজ্জা করা।
[বুখারী, হাদীস নং-৯৪৮]

৫। সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
[বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]

৬। সুগন্ধি ব্যবহার করা।
[মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]

৭। ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।
[বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩]

৮। সকাল সকাল ঈদগাহে যাওয়া।
[আবু দাউদ, হাদীস নং-১১৫৭]

৯। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
[দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]

১০। ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
[বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮]

১১। যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা।
[বুখারী, হাদীস নং-৯৮৬]

১২। পায়ে হেঁটে যাওয়া।
(সহিহ তিরমিজী :৫৩০)

১৩। ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ

اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
বাংলায়: আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবেন।
[মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫]

আল্লাহ তায়ালা আমাদের উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।

(আমীন)❤️❣️

09/04/2024

Allah Subhanahu Wa Ta'ala said:

ذٰلِكَ الْكِتٰبُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَ
যা-লিকাল কিতা-বুলা-রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকীন।

"এটা ঐ (মহান) কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ।"
(QS. Al-Baqarah 2: Verse 2)

কিতাব টির নাম কী?

১৭ই রমাদান। আজ বিশ্বের সকল মুসলমানদের ঐতিহাসিক বদর দিবস। সেই দিনের ৩১৩ জন মুজাহিদ আমাদের মুসলিম উম্মাহর চেতনা এবং  অনুপ্...
09/04/2024

১৭ই রমাদান। আজ বিশ্বের সকল মুসলমানদের ঐতিহাসিক বদর দিবস। সেই দিনের ৩১৩ জন মুজাহিদ আমাদের মুসলিম উম্মাহর চেতনা এবং অনুপ্রেরণা,,,,,,,,,
“আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল।" (আল-ইমরানঃ ১২৩)

তুমি  Dj গান বাজিয়ে মাটি কাপাও🤬একদিন এই মাটি তোমাকে কাপাবে 🖤❤️               সুধু কিছু সময় এর ব্যবধান..😭🕋
03/04/2024

তুমি Dj গান বাজিয়ে মাটি কাপাও🤬
একদিন এই মাটি তোমাকে কাপাবে 🖤❤️
সুধু কিছু সময় এর ব্যবধান..😭🕋

আলহামদুলিল্লাহ ❤️
02/04/2024

আলহামদুলিল্লাহ ❤️

02/04/2024

"খুব ইচ্ছা সিজদায়-
লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রুহুটা যেন "
Allah কাছে পৌঁছে যায়!
আমীন🤲

01/04/2024

আসসালামু আলাইকুম।
আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ।
প্রিয় নবীজি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা।
নবীজি (সাঃ) আমাদের সুপারিশ দাতা।
আমরা আল্লাহর হুকুম মেনে চলবো।
নবীজি (সাঃ) আদর্শ ও সুন্নাত মেনে চলবো।
#ইনশাআল্লাহ।
আমার প্রিয় বন্ধুরা > ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তায়া’লা কি বলছেন তা নীচের লেখাটিতে একনজরে দেখে নেওয়ার জন্য আপনাদের সবারই কাছে আহবান রাখলাম।

সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ।
প্রচার, নসীহত, ওয়াজ বা এককথায় আল্লাহর দীন পালনের পথে আহ্বান করাই ছিল সকল নবী ও রাসূলের (আলাইহিমুস সালাম) দায়িত্ব।
সকল নবীই তাঁর উম্মতকে তাওহীদ ও ইবাদতের আদেশ করেছেন এবং শির্ক, কুফর ও পাপকাজ থেকে নিষেধ করেছেন।

মহান আল্লাহ বলেন ঃ-

﴿ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِيَّ ٱلۡأُمِّيَّ ٱلَّذِي يَجِدُونَهُۥ مَكۡتُوبًا عِندَهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِ وَٱلۡإِنجِيلِ يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ﴾ [الاعراف: ١٥٧]

“যারা অনুসরণ করে বার্তাবাহক উম্মি নবীর,
যাঁর উল্লেখ তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইঞ্জীলে লিপিবদ্ধ পায়। যিনি তাদেরকে সৎকাজের নির্দেশ দেন এবং অসৎকাজ থেকে বিরত থাকতে নিষেধ করেন।” [সূরা আল-আ‘রাফ, আয়াত: ১৫৭]

এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকে আদেশ ও নিষেধ নামে অভিহিত করা হয়েছে। অন্যত্র এ কর্মকে দা‘ওয়াত বা আহ্বান নামে অভিহিত করা হয়েছে।
যেমন, আল্লাহ তা‘আলা বলেন ঃ-

﴿وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ﴾ [الحديد: ٨]

“তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আন না, অথচ রাসূল তোমাদেরকে আহ্বান করছেন যে, তোমরা তোমাদের রবের ওপর ঈমান আন।”
[সূরা আল-হাদীদ, আয়াত: ৮]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দায়িত্বকে দা‘ওয়াত বা আহ্বান বলে অভিহিত করে আল্লাহ তা‘আলা বলেন ঃ-

﴿ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ وَجَٰدِلۡهُم بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ﴾ [النحل: ١٢٥]

“আপনি আপনার রবের দিকে আহ্বান করুন হিকমত বা প্রজ্ঞা দ্বারা এবং সুন্দর ওয়াজ-উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক করুন।” [সূরা আন-নাহল, আয়াত: ১২৫]

অন্যত্র এই দায়িত্বকেই তাবলীগ বা প্রচার বলে অভিহিত করা হয়েছে।
আল্লাহ তা‘আলা বলেন ঃ-

﴿يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغۡ مَآ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَۖ وَإِن لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَهُ﴾ [المائ‍دة: ٦٧]

“হে রাসূল! আপনার রবের পক্ষ থেকে আপনার ওপর যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন।
যদি আপনি তা না করেন তাহলে আপনি আল্লাহর বার্তা প্রচার করলেন না।”
[সূরা আল-মায়েদাহ, আয়াত: ৬৭]

কুরআনুল কারীমে বারবার বলা হয়েছে যে,
প্রচার বা পোঁছানোই রাসূলগণের একমাত্র দায়িত্ব। নিচের আয়াতে বলা হয়েছে ঃ-

﴿فَهَلۡ عَلَى ٱلرُّسُلِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ﴾ [النحل: ٣٥]

“রাসূলগণের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা।” [সূরা আন-নাহল, আয়াত: ৩৫]

নূহ আলাইহিস সালামের জবানিতে বলা হয়েছে:

﴿أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنصَحُ لَكُمۡ﴾ [الاعراف: ٦٢]

“আমি আমার রবের রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের নসীহত করছি।” [সূরা আল-আ‘রাফ, আয়াত: ৬২]

সূরা আল-আ‘রাফের ৬৮, ৭৯, ৯৩ নম্বর আয়াত, সূরা হুদ-এর ৩৪ নম্বর আয়াত ও অন্যান্য স্থানে দা‘ওয়াতকে নসীহত বলে অভিহিত করা হয়েছে

সূরা আশ-শুরার ১৩ আয়াতে বলেছেন:

﴿شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحٗا وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهِۦٓ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓۖ أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ كَبُرَ عَلَى ٱلۡمُشۡرِكِينَ مَا تَدۡعُوهُمۡ إِلَيۡهِ﴾ [الشورا: ١٣]

“তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দীন।
যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে- আর যা আমি ওহী করেছি আপনাকে- এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা এবং ঈসাকে, এ বলে যে, তোমরা দীন প্রতিষ্ঠা কর এবং তাতে দলাদলি-বিচ্ছিন্নতা সৃষ্টি করো না। আপনি মুশরিকদের যার প্রতি আহ্বান করছেন তা তাদের নিকট দুর্বহ মনে হয়।”
[সূরা আশ-শুরা, আয়াত: ১৩]

তাবারি, ইবন কাসির ও অন্যান্য মুফাসসির, সাহাবী-তাবেঈ মুফাসসিরগণ থেকে উদ্ধৃত করেছেন যে, দীন প্রতিষ্ঠার অর্থ হলো দীন পালন করা।
আর দীন পরিপূর্ণ পালনের মধ্যেই রয়েছে আদেশ, নিষেধ ও দা‘ওয়াত। এ অর্থে কোনো কোনো গবেষক দীন পালন বা নিজের জীবনে দীন প্রতিষ্ঠার পাশাপাশি অন্যদের জীবনে দীন প্রতিষ্ঠার দা‘ওয়াতকেও ইকামতে দীন বলে গণ্য করেছেন।
তাই বলছি >
আসুন আমরা প্রিয় বন্ধুরা আমরা যার যার অবস্থান থেকে যে যেভাবেই পারি এবং যতোটুকু পারি
আল্লাহ তায়া’লা দ্বীনের পথে আসার জন্য দাওয়াতের মাধ্যমে সকল মুসলিম নরনারীকে আহবান করি এবং নিজেরাও আল্লাহর দ্বীনের পথে চলি।
হে দয়ামায়া আল্লাহ আপনি দয়া ও মেহেরবানী করে আমাদেরকে আপনার দ্বীনের পথে দাওয়াতের কাজে নিয়োজিত থাকার প্রতি মনযোগী হওয়ার তাওফিক দান করুন। #আমিন।

31/03/2024

ইনশাআল্লাহ আমরা সবাই শবে কদরের ফজিলত হাসিল করার চেষ্টা করব।
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,
তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর...!!

সহিহ বুখারী হাদিস নং-২০১৭

31/03/2024

পৃথিবীতে এমন একজন নারী ছিলেন।
যার পিতা ছিলেন নবী,
স্বামী ছিলেন নবী,
ভাই ছিলেন নবী এবং ছেলেও ছিলেন নবী,কে সে মহিয়সী নারী?

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল। য‌দিও এটা নি‌য়ে বেশ তর্ক-বিতর্ক আছে। তবুও অনেকে কো...
28/03/2024

মোগল সুবেদার শায়েস্তা খানের সময় বাংলায় এক টাকায় পাওয়া যেত আট মণ চাল। য‌দিও এটা নি‌য়ে বেশ তর্ক-বিতর্ক আছে। তবুও অনেকে
কোন জিনিসের সস্তায় বিক্রির অবস্থা বুঝানোর জন্য এটিকে প্রবাদ হিসেবে ব্যবহার করে থাকেন।
তিনি দুই মেয়াদে বাংলার সুবেদারির দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৬৬৪ থেকে ১৬৭৮ সাল পর্যন্ত। আর দ্বিতীয়বার ১৬৮০ থেকে ১৬৮৮ সাল পর্যন্ত।
সমসাময়িক ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বার্নিয়ারের বিবরণী থেকে শায়েস্তা খানের আমলে বাংলার প্রাচুর্য, ঐশ্বর্য ও দ্রব্যমূল্যের সুলভতা সম্বন্ধে জানা যায়। এই সময়ে এক টাকায় আট মণ চাউল পাওয়া যেত। এই ঘটনা স্মরণীয় করার জন্য শায়েস্তা খান ঢাকা থেকে চলে যাওয়ার সময় একটি কাজ করেন। দুর্গের পশ্চিম তোরণদ্বার বন্ধ করে দেওয়ার আদেশ দেন এবং সেখানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। আর তা‌তে লেখা হয়, ভবিষ্যতে যে সুবাদারের আমলে টাকায় আট মণ চাউল পাওয়া যাবে, তিনি ছাড়া আর কেউ যেন এই তোরণদ্বার না খোলেন। এর ফলে এই তোরণদ্বার বহু বৎসর বন্ধ থাকে। প‌রে নবাব সুজাউদ্দিন খানের সময়ে (১৭২৭-১৭৩৯ সাল) আবার টাকায় আট মণ চাউল পাওয়া যায়। তখন মহাসমারোহে দুর্গের পশ্চিম তোরণদ্বার খোলা হয়।
©

18/11/2023

Qortoba institute of academic excellence
Bihar kishanganj

18/11/2023

Ekti short video

Address

Solua
Murshidabad

Telephone

+917908736672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amin Solua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Murshidabad

Show All