S Bangla

S Bangla খবরে সমাজ উন্নয়ন

𝙏𝙝𝙚 𝙝𝙚𝙧𝙤. 𝙏𝙝𝙚 𝙛𝙞𝙜𝙝𝙩𝙚𝙧. 𝙏𝙝𝙚 𝙡𝙚𝙖𝙙𝙚𝙧 🙏
23/01/2023

𝙏𝙝𝙚 𝙝𝙚𝙧𝙤. 𝙏𝙝𝙚 𝙛𝙞𝙜𝙝𝙩𝙚𝙧. 𝙏𝙝𝙚 𝙡𝙚𝙖𝙙𝙚𝙧 🙏

08/01/2023

পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে কেতুগ্রাম গামী একটি যাত্রী বোঝায় বাস ফুলবাগান মোড় নামক একটি জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ।

আজ ৫ই জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রেজিনগর ব্লক তৃনমূল পার্টি অফিসে কেক কেটে প্র...
05/01/2023

আজ ৫ই জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রেজিনগর ব্লক তৃনমূল পার্টি অফিসে কেক কেটে প্রায় ১ হাজার দুঃস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ করলেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আতাউর রহমান, সহ তৃণমূলের নেতাকর্মীরা।

05/01/2023

মাননীয় মুখ্যমন্ত্রী Mamata Banerjee গঙ্গা সাগর মেলার প্রস্তুতির তদারকি করতে গিয়েছিলেন।
তিনি একাধিক উদ্যোগের উদ্বোধন করেছেন যা এলাকার সংযোগে বিপ্লব ঘটাবে।
S Bangla

ভারতীয় রেলমন্ত্রক  ২ কোটি টাকা ব্যয়ে কৃষ্ণনগর - করিমপুর রেললাইনের সার্ভের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।নদীয়া বাসীর জ...
03/01/2023

ভারতীয় রেলমন্ত্রক ২ কোটি টাকা ব্যয়ে কৃষ্ণনগর - করিমপুর রেললাইনের সার্ভের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।নদীয়া বাসীর জন্য সুখবর।।।

ভাঙা হল বন্দে ভারতের দরজার কাঁচ। কুমারগঞ্জ স্টেশনের কাছে ঘটনা।
03/01/2023

ভাঙা হল বন্দে ভারতের দরজার কাঁচ। কুমারগঞ্জ স্টেশনের কাছে ঘটনা।

৮৯ বছর বয়সে জীবনাবসান বিশিষ্ট সঙ্গীতশিল্পীর🙏
03/01/2023

৮৯ বছর বয়সে জীবনাবসান বিশিষ্ট
সঙ্গীতশিল্পীর🙏

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাগর থেকে পাহাড় যাত্রা কর্মসূচিতে যোগ দিলেন বামমনস্ক অভিনেত্রী শ্রীলেখা ও অভিনেতা বাদশা
03/01/2023

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাগর থেকে পাহাড় যাত্রা কর্মসূচিতে যোগ দিলেন বামমনস্ক অভিনেত্রী শ্রীলেখা ও অভিনেতা বাদশা

*এক নজরে মুর্শিদাবাদ জেলা*মুর্শিদাবাদ জেলার উত্তরে মালদহ , পূর্বে বাংলাদেশ , পশ্চিমে বীরভূম এবং দক্ষিণে পূর্ব বর্ধমান ও ...
03/01/2023

*এক নজরে মুর্শিদাবাদ জেলা*

মুর্শিদাবাদ জেলার উত্তরে মালদহ , পূর্বে বাংলাদেশ , পশ্চিমে বীরভূম এবং দক্ষিণে পূর্ব বর্ধমান ও নদীয়া জেলা অবস্থিত।

মুর্শিদাবাদ জেলার আয়তন কমবেশি 5324 বর্গ কিলোমিটার।
2011 সালের আদমশুমারি অনুসারে মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা 71 লাখের কিছু বেশি, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1334জন। সাক্ষরতার হার প্রায় 67.33%।

মুর্শিদাবাদ জেলার অন্যতম কৃষিজ ফসল হল পাট,গম,ধান,আখ,ডাল, তৈলবীজ ইত্যাদি। এছাড়া ডিম ও দুধ উৎপাদনে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অগ্রনী ভূমিকা পালন করে।

মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এর কাছে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা নামে প্রবাহিত হয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রধান নদী হল--জলঙ্গী, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, ভৈরব প্রভৃতি।

মুর্শিদাবাদ জেলায় মোট পাঁচটি মহকুমা রয়েছে। এই পাঁচটি মহাকুমা হল লালবাগ, বহরমপুর, জঙ্গিপুর কান্দি এবং ডোমকল। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর।
মুর্শিদাবাদ জেলায় মোট 26 টি ব্লক রয়েছে এবং 28 টি থানা রয়েছে। মুর্শিদাবাদ জেলার সবচেয়ে নব নির্মিত থানা সাগরপাড়া। মুর্শিদাবাদের হরিহরপাড়া পশ্চিমবঙ্গের প্রথম আদর্শ থানা।
মুর্শিদাবাদ জেলায় পৌরসভা রয়েছে আটটি, সেগুলো হল--বহরমপুর, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, ধুলিয়ান, কান্দি, জঙ্গিপুর, বেলডাঙ্গা ও ডোমকল। সবচেয়ে নতুন গঠিত পৌরসভা হলো ডোমকল।

মুর্শিদাবাদ জেলায় মোট 254টি
গ্রাম পঞ্চায়েত ,26টি পঞ্চায়েত সমিতি রয়েছে। বর্তমানে মুর্শিদাবাদের জেলা পরিষদের আসন 78টি, বিধানসভার আসন 22টি ও লোকসভার আসন 3টি(এছাড়াও ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা দক্ষিণ মালদহ লোকসভার অন্তর্গত)

মুর্শিদাবাদ জেলার অন্যতম দর্শনীয় স্থান হল ঐতিহাসিক হাজারদুয়ারি, মতিঝিল, গোলাপবাগ, কাশিম বাজারে মহারাজা মনীন্দ্রচন্দ্রের জন্মস্থান, কাঠগোলা প্যালেস, জগত শেঠের বাড়ি, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ প্রভৃতি। এছাড়াও আজিমগঞ্জ এর মন্দির গ্রাম বড়নগর, নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির, কাটরা মসজিদ , নসিপুর রাজবাড়ী এগুলোও বিখ্যাত।
প্রসঙ্গত বলে রাখা ভালো হাজারদুয়ারি নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন জা।

মুর্শিদাবাদ জেলার নামকরণ হয়েছিল নবাব মুর্শিদকুলি খাঁয়ের নাম অনুসারে। পরবর্তীতে মুর্শিদাবাদ জেলার নবাব হিসেবে পদ অলংকৃত করেছেন নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা প্রমুখ।

মুর্শিদাবাদ জেলার অন্যতম শিল্প হলো বিড়ি শিল্প।এই জেলার অন্যতম হস্তশিল্প হলো কাঁসা (খাগড়া), সিল্ক,বাঁশ ,শোলার সাজসজ্জা ইত্যাদি।এই জেলার আম ও লিচুও বিখ্যাত। বহরমপুরের ছানাবড়া খুব জনপ্রিয়।

এই জেলার উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র গুলো হল ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর গার্লস কলেজ, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, গভার্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি প্রভূতি।
মুর্শিদাবাদ জেলার একমাত্র মেডিকেল কলেজ হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। মুর্শিদাবাদ জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। তবে মুর্শিদাবাদ জেলায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি ক্যাম্পাস রয়েছে।

মুর্শিদাবাদ জেলার স্বনামধন্য ব্যক্তিত্ব-
সাহিত্যিক:- আবুল বাশার, সৈয়দ মুস্তাফা সিরাজ, মাহেশ্বতা দেবী,মণীশ ঘটক, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, রেজাউল করিম , শরৎচন্দ্র পন্ডিত প্রমুখ।

সিনেমা পরিচালক:-তপন সিনহা ।

সংগীতশিল্পী:-শ্রেয়া ঘোষাল,অরিজিত সিং প্রমুখ।

রাজনৈতিক ব্যক্তিত্ব:-ত্রিদিব চৌধুরী,আব্দুস সাত্তার, অধীর রঞ্জন চৌধুরী,দেবব্রত বন্দোপাধ্যায়,অতীশ সিংহ প্রমুখ।

বিজ্ঞানী:-বিকাশ সিংহ।

ঐতিহাসিক:-রাখালদাস বন্দোপাধ্যায়।

অভিনেতা:-মীর আফসার আলি,প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

(কোনো অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত)
S Bangla

01/01/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when S Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share