H TV

H TV হিউম্যান টিভি

17/11/2023

১৭ই নভেম্বর ফিলিস্তিনে ইজরায়েলের বর্বরতা হামলা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো কোচবিহার শহরে।

14/11/2023

মোরাল পাবলিক স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ।

13/11/2023

গতকাল রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মোরাল পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েখ মোস্তাফিজুর রহমান মাদানী, উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের সাহসী বালক মুরসালিম সেখ যার প্রচেষ্টায় আসামগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল, উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ এর বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মোরাল পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐদিন বিভিন্ন ইসলামিক সংগীত ছড়া পার্ট ও বিভিন্...
13/11/2023

রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মোরাল পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐদিন বিভিন্ন ইসলামিক সংগীত ছড়া পার্ট ও বিভিন্ন খেলার মাধ্যমে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শরীরচর্চার জন্য বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় পাশাপাশি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েখ মোস্তাফিজুর রহমান মাদানী, উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের সাহসী বালক মুরসালিম সেখ যার প্রচেষ্টায় আসামগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল, উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ এর বিধায়ক আমিরুল ইসলাম এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ করা যেতে পারে মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ এর প্রত্যান্ত গ্রামীণ এলাকায় গাম্বরতলায় অবস্থিত মোরাল পাবলিক স্কুল সাফল্যর সঙ্গে এগিয়ে চলেছে বিভিন্ন উন্নত মানের পরিকাঠামো অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন সহ বিভিন্ন সামাজিক ইসলামিক কালচারে সুনাম নিয়ে এগিয়ে চলেছে এই স্কুল। আপনার ছেলের ইসলামিক চর্চায় উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে যোগাযোগ করুন মোরাল পাবলিক ইস্কুলে।

❝ইসলামী আন্দোলন করলে বিপদ-আপদ, ক্ষয় ক্ষতি আসবেই। আর দ্বীনের দাঈ যারা, তাদের বিপদ আরো বেশী। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে ...
13/11/2023

❝ইসলামী আন্দোলন করলে বিপদ-আপদ, ক্ষয় ক্ষতি আসবেই। আর দ্বীনের দাঈ যারা, তাদের বিপদ আরো বেশী। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নিয়ে ষড়যন্ত্র হবে, জেল হবে, ফাঁ*সি হবে, কিন্তু মু’মিন ভয় পাবেনা। ইসলামের উপর অটল থাকবে।❞

- আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ।

13/11/2023
05/11/2023

আজ রবিবার ৫ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল মোরাল পাবলিক স্কুলের প্রবেশিকা পরীক্ষা ।

04/11/2023

মালদা জেলার বৈষ্ণবনগরের ছেলে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET) প্রস্তুতি গ্রহণকারী ছাত্র অপহৃত হয়ে খুন হওয়া সাজিদ হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করল নৌশাদ সিদ্দিকী ভাই জান আজ।

03/11/2023

আগামী ১২ই নভেম্বর রোজ রবিবার মোরাল পাবলিক স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খ মোস্তাফিজুর রহমান মাদানী - পাকুড়, ঝাড়খণ্ড ।উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি ।

30/10/2023
16/10/2023
16/10/2023
16/10/2023
কিছু মুসলমান দাড়ি, টুপি, জোব্বা, পাগড়ি,বোরকা,হিজাব, নিকাব নিয়েই ব্যস্ত।কিছু মুসলমান নারীর পর্দা,স্বামী সেবা,স্বামীর হক, ...
16/09/2023

কিছু মুসলমান দাড়ি, টুপি, জোব্বা, পাগড়ি,বোরকা,হিজাব, নিকাব নিয়েই ব্যস্ত।

কিছু মুসলমান নারীর পর্দা,স্বামী সেবা,স্বামীর হক, ৪ বিয়ে, ৩ তালাক, হুর এই সব কিছুতে ইসলাম খুঁজে পায়।

কিছু মুসলমান কালিমা, নামাজ, রোজা, জিকির, তসবিহর মধ্যে ইসলাম সীমাবদ্ধ। কুরআন ও সহীহ হাদিস বাদ দিয়ে বিভিন্ন ফতোয়া/মাসআলা নিয়ে শত দলে বিভক্ত, পরস্পরকে আক্রমণে তটস্থ ।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর হোসেন আশকারীর গবেষণার দেখা গেছে মুসলমানগণ নামাজে, রোজা পালন করে কিন্তু ব্যক্তিগত, পারিবারিক, সমাজিক ও জাতীয় জীবনে ইসলাম মেনে চলেনা।

তৃণমূল ও প্রান্তিক পর্যায়ে, যাকাত, সাদাকা, উশর, করজে হাসানার বাস্তবায়ন নেই।

শিক্ষা ক্ষেত্রে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলমানদের কোন আগ্রহ নেই। এখনো নারী শিক্ষার উদ্দেশ্য শুধু ঘর- সংসার করা কে বুঝায়।

সামাজিক ও রাজনৈতিক কর্মতৎপরতায় মুসলিম স্কলারদের ঐক্যবদ্ধ অংশগ্রহন নেই। কিছু সংগঠন বিচ্ছিন্ন ভাবে কাজ করলেও একে অপরের বিরুদ্ধে বিষোদগার ছড়ানো হচ্ছে।

We forget that Islam is the complete code of life, the way of complete life.

Mahmuda Parvez

এই রকম আচরন হবে গাইডেন্স অ্যাকাডেমির কর্ণধার ইমদাদুল হকের এটা আমরা আশা করিনি।
12/09/2023

এই রকম আচরন হবে গাইডেন্স অ্যাকাডেমির কর্ণধার ইমদাদুল হকের এটা আমরা আশা করিনি।

মোরাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা আগামী ৫ ই নভেম্বর ২০২৩, রবিবার সকাল ১১ টায় ...
11/09/2023

মোরাল পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা আগামী ৫ ই নভেম্বর ২০২৩, রবিবার সকাল ১১ টায় ।প্রবেশিকা পরীক্ষার জন্য আজই যোগাযোগ করুন মোরাল পাবলিক স্কুল।

06/09/2023
10/12/2022

মোরাল পাবলিক স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তব্য রত সাহেব নগর হাই স্কুলের সহ-শিক্ষক মাষ্টার মতিউর রহমান মহাশয়।

ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের একজন বাঙালি সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেন তথা বেগম রোকেয়া। বাংলার মুসলিম নারী জাগরণের ...
09/12/2022

ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের একজন বাঙালি সমাজ সংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেন তথা বেগম রোকেয়া। বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। তাঁর জন্মদিবস ও প্রয়াণ দিবস উভয়ই ৯ই ডিসেম্বর।

09/12/2022

মোরাল পাবলিক স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রত সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায় মহাশয়। কি বললেন ছেলে- মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমরা তা জেনে নেব। 19-11-22

মাতৃসদনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কিছু ঐতিহাসিক মুহূর্ত।  #নলেজসিটি  #মাতৃসদন
08/12/2022

মাতৃসদনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কিছু ঐতিহাসিক মুহূর্ত। #নলেজসিটি #মাতৃসদন

Address

Kankuria
Murshidabad

Telephone

+917001516251

Website

Alerts

Be the first to know and let us send you an email when H TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Murshidabad media companies

Show All