Heaven Runway

Heaven Runway Through our page we serve entertainment with important news such as songs, poems etc.

বাবাজি, বিয়েতে কি চাও?রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, ...
11/12/2023

বাবাজি, বিয়েতে কি চাও?

রোজ রোজ তো গল্প শোনেন। আজ শাশুড়ী ও তার হবু জামাই এর কথোপকথন শোনেন! 👇

শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও?
জামাইঃ কি যে বলেন মা ! আপনার মেয়ে তো নিজেই গুণবতী...আমার আর কি চাই!!
"আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে"
শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো কি তো? 🤔
জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা... ""রেফ্রিজারে' টর,, জেনারে' টর,,স্কু' টর,,
কম্পিউ' টর,,ধরুন গিয়ে যেকোন ধরনের ""টর"".. শাশুড়ীঃ (মজা করে) ওলে আমার
আদরের জামাই,, It doesn't ম্যাটর। তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পরাতে জানি সুয়ে'টর!
"তারপর তোমার হাতে তুলে দেবো আমার ড'টর,,,সে হবে তোমার মেন্টর। তার হাতে থাকবে একটা হান'টর,,
"সে তোমাকে দিয়ে রান্না করাবে
ম'টর + টমে'টর"
রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া'টর,,
"তখন তোমাকে দেখতে লাগবে বে"টর
কি বুঝলে মিস্'টর !!..
"এই কথা শুনে জামাই দিলো এক দৌড় !
ঠিক যেনো হেলিকপ' টর"!! 😄

I am not এটার রাইটর, only কালেক'টর & প্রেজেন্টর। তবে এ লেখাটা কিন্তু পূর্বের যে কোনো লেখার চেয়ে বেটর !!
Advance ধন্যবাদ সকল কমেন'টর' 😁
Collected

বাহারি পিঠা

এই কারণেই আমি কাঁটা মাথা সব চিবিয়ে খাই😁
08/12/2023

এই কারণেই আমি কাঁটা মাথা সব চিবিয়ে খাই😁

একটা সন্তানের বায়োলজিকাল বাবা বা মা যেমন একজনই হতে পারে তেমন একটা জাতির একটাই জাতীয় সঙ্গীত হতে পারে। দুটো নয়। আমাদের জতী...
07/12/2023

একটা সন্তানের বায়োলজিকাল বাবা বা মা যেমন একজনই হতে পারে তেমন একটা জাতির একটাই জাতীয় সঙ্গীত হতে পারে। দুটো নয়।

আমাদের জতীয় সঙ্গীত একটাই, “জন গণ মন”। আমাদের সংবিধান, একটাই ভারতের সংবিধান। আমাদের একটাই পতাকা তিরঙ্গা!
আমাদের জাতি একটাই, আমি ভারতীয়।

অন্য যে কোনো সঙ্গীতকে আমরা পেজের তরফ থেকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। এখানে একটা কথা আগামী সময়ে যদি পার্লামেন্ট ও রাজ্যসভায় বিস্তারিত আলোচনা হয়ে নতুন কোনো সিদ্ধান্ত পাশ হয় জনগণের রায় নিয়ে, তাহলে সেটা অন্য বিষয়। আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন🙏

খুব মনে পড়ে ‼️
28/11/2023

খুব মনে পড়ে ‼️

ক্রিকেট বিশ্বকাপ জেতার জন্য ধন্যবাদ, কিন্তু সন্মান করুন‼️
20/11/2023

ক্রিকেট বিশ্বকাপ জেতার জন্য ধন্যবাদ, কিন্তু সন্মান করুন‼️

জলে ডিম দিলেই বুঝতে পারবেন‼️
15/11/2023

জলে ডিম দিলেই বুঝতে পারবেন‼️

সবাই ভালো থাকুক❤️
11/11/2023

সবাই ভালো থাকুক❤️

মা ❤️
10/11/2023

মা ❤️

08/11/2023

সামনে কালি পূজা ও দীপাবলি, তাই মাটির প্রদীপ কিনতে ভুলবেন না, কারণ টুনিলইটের আলোতে মাটির শিল্পীরা হারিয়ে যাচ্ছে🙏

বয়স জানার ক্যালেন্ডার । , নিজের বয়স দেখেনিন। It's amazing....
08/11/2023

বয়স জানার ক্যালেন্ডার । , নিজের বয়স দেখেনিন। It's amazing....

07/11/2023
কেরলের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির দর্শনে এলেন সংযুক্ত আরব আমিরশাহী (UAE) র দূত আব্দুল নাসের আলসালী❤️
03/11/2023

কেরলের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির দর্শনে এলেন সংযুক্ত আরব আমিরশাহী (UAE) র দূত আব্দুল নাসের আলসালী❤️

লিড এ্যক্টর🤣জনি ভাই এর চেয়ে বেশি রোলে এ অভিনয় করে গেল রে
02/11/2023

লিড এ্যক্টর🤣
জনি ভাই এর চেয়ে বেশি রোলে এ অভিনয় করে গেল রে

ভাই তোরা আর যাই করিস নিজেদের আর বাঘের সাথে তুলনা করিস না। বাঘগুলোর মান ইজ্জত রাখ। আর যাই হোক আমাদের🇮🇳 জাতীয় পশু। খারাপ ল...
28/10/2023

ভাই তোরা আর যাই করিস নিজেদের আর বাঘের সাথে তুলনা করিস না। বাঘগুলোর মান ইজ্জত রাখ। আর যাই হোক আমাদের🇮🇳 জাতীয় পশু। খারাপ লাগে ভাই। 😭

কেউ ছাড়ছে না রে থাপ্পড় মারতে😜
23/10/2023

কেউ ছাড়ছে না রে থাপ্পড় মারতে😜

একটু ভাবুন সবাই🙏
22/10/2023

একটু ভাবুন সবাই🙏

21/10/2023

জয় মা দুর্গা🕉️

ধানের সাধভক্ষণ,নলসংক্রান্তি ...আশ্বিনের শেষ  দিন নলসংক্রান্তি নামে পরিচিত।ধানফসলের একটি পবিত্র  দিন । হিন্দু  বাঙালিদের ...
21/10/2023

ধানের সাধভক্ষণ,নলসংক্রান্তি ...
আশ্বিনের শেষ দিন নলসংক্রান্তি নামে পরিচিত।

ধানফসলের একটি পবিত্র দিন । হিন্দু বাঙালিদের সাধ ভক্ষণ একটি বিশেষ রীতি ।নল সংক্রান্তির মূল উদ্দেশ্য ঐ সাধভক্ষণ ।আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিকের মাঝামাঝি ধানের গর্ভ কাল ।নলগাছ বহু প্রজনন ক্ষমতার অধিকারী । চাষিরা আশা করেন তাদের ধানগাছ গুলোও নল গাছের মত প্রজনন ক্ষমতার অধিকারি হোক । কোন কোন এলাকায় ডাক সংক্রান্তি নামেও পরিচিত । প্রথম পূজো হয় সারকুড়ে । তালের আঁটির ভেতরে সুস্বাদু কলতা এই পূজোর প্রসাদ। সারকুড়ে নল গাছকে পূজো করে জমিতে গাড়া হয় । পোঁতার সময় এলাকাগত ভাবে নানা ছড়া চালু আছে । আকাশের জল পাতালে নল। ধান ফলা কলকল । চাষি মানুষের আশা আকাঙ্খা প্রতীক নল সংক্রান্তি।

হারিয়ে যাওয়া লোকাচার নল সংক্রান্তি।
**********************************

রাঢ়বঙ্গে একটি বিশেষ প্রাচীন লোকাচার হল নল সংক্রান্তি। এই বাংলার প্রাচীন প্রথাটি মুলত রাঢ় বঙ্গের মূলত কৃষক সম্প্রদায়ের মধ্যে দেখা যায়৷ কৃষিজীবী পরিবারের মানুষ হিসেবে এই প্রথা শৈশব থেকেই দেখেছি। গ্রামীণ লোকাচার নলসংক্রান্তি আর ডাকসংক্রান্তি দুটোই একই প্রথা। অঞ্চলভেদে আলাদা রকম নাম। তবে আমাদের এলাকায় এই প্রথাটিকে নলসংক্রান্তি বলে। আশ্বিন মাসের শেষদিন অর্থাৎ সংক্রান্তির দিনে এই প্রথাটি পালিত হয়৷ এইসময় হল ধানগাছে ফসল আসার সময়, ধানগাছে ফুল হয়, ধানগাছ গর্ভবতী হয়৷ আর ধানের ভেতরের অংশটি এই সময়ে একেবারে দুধের মতো। যেটি পরবর্তী পর্যায়ে চালে পরিণত হয়। এই নরম মিষ্টি দুধ অংশটি পোকামাকড়ের খুব প্রিয়। ফলে ধানের উপর পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। এরা ধানের দুধ অংশটি শুষে নেয়। ধানের পুষ্টি হয় না। ধান থেকে চাল পাওয়া যায় না, সব আগড়া হয়। ফলে কৃষকের সর্বনাশ। কৃষক পরিবারগুলি দুঃখের সীমা থাকে না। তখন ফসল বাঁচাতে কৃষকরা ফসল এক পদ্ধতি বা টোটকা অবলম্বন করতেন পরে সেটিই প্রথা হিসেবে প্রচলিত। কৃষকরা বলতেন ধান গাছের সাধ ভক্ষন অনুষ্ঠান হল নল সংক্রান্তি।

আমাদের শৈশবে দেখতাম আশ্বিনের মাস শেষের আগের দিনে নল গাছ কেটে আনা হত। আমার জ্যাঠামশাইকে দেখতাম নিম, কালমেঘ, তুলসী, ওল, আদা, ভেট , বয়েড়া, মানকচু, চাল কুমড়ো খাড়া, নটে খাড়া, কেতকী, বেলপাতা, শশা গাছকে ইত্যাদি দশ বার রকমের ভেষজ খুব ছোটো ছোটো করে কুচি করতেন। তারপর আতপ চাল ও শুকনো চিংড়ি মাছ মিশিয়ে নেওয়া হত। এরপর ঐ মিশ্রণটিকে বড় পাতায় দিয়ে মুড়ে নলগাছে পাট দিয়ে তিনি বাঁধতেন। মুখে কোনো কথা বলতেন না। সারা গ্রামের চাষীরা জড়ো হতো। রাত জেগে নল বাঁধার কাজ চলত। সংক্রান্তির দিন ভোরে সূর্যের আলো ফোটার আগেই এই মিশ্রণবাঁধা নলটি জমিতে ঈশান কোণে পুঁতে দেওয়া হত। আর বলত-
"নল পড়ল ভুঁয়ে
যা শনি তুই উত্তর মুয়ে।"
এখানে শনি অর্থাৎ সব পোকামাকড়কে বোঝানো হয়েছে। কৃষকেরা এটাকেই গর্ভবতী ধান গাছকে 'সাধ খাওয়ানো'র কথা বলেন৷ নল সংক্রান্তিতে নলপোতা নিয়ে লোকমুখে প্রচলিত ছড়া-
অন সরিষা কাঁকুড় নাড়ি
যা রে পোক ধানকে ছাড়ি ।
এতে আছে শুকতা
ধান ফলবে মুকতা ।
এতে আছে কেঁউ
ধান হবে সাত বেঁউ ।
এতে আছে হলদি
ধান ফলবে জলদি ।
এতে আছে ওল
মহাদেবের ধ্যান করে বল হরিবোল।।

বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে যেটা দেখা যায় তা হল এই ফসল বাঁচানোর প্রথাটির যখন প্রচলন শুরু হয় তখন আজকের দিনের মত এত কীটনাশক ঔষধ বা রাসায়নিক সারের আবির্ভাব ঘটেনি। কীটপতঙ্গের হাত থেকে ফসল কে রক্ষা করার জন্য এই মিশ্রণটি তৈরি করা হত, এটি তীব্র ঝাঁঝালো গন্ধ যুক্ত ছিল যে পোকামাকড় সহজেই আর ফসলের এলাকায় আসত না। রক্ষা পেত কৃষকের ফসল৷ শুধু তাই নয়, আবার জমির মাঝে এই যে নলগাছ পুঁতে রাখা হয় সেটিতে পেঁচা প্রভৃতি প্রাণীরা এসে বসে এবং সেখান থেকে তারা খুব সহজেই ফসলের ক্ষতিকারক প্রাণীগুলিকে শিকার করে৷ পুরো ব্যাপারটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষে উপকৃত হয় কৃষক৷ প্রচলিত হয় প্রথাটি।

এই সংক্রান্তির ভোরে একটি ঝুড়িতে রাখা হত ওল, হলদি, নিমপাতা, এক পুঁটলি আতপ চাল মাকে দেখতাম স্নান সেরে ওই ঝুড়ি জলে চুবিয়ে একটা পেতলের ঘটিতে জল নিয়ে ফিরতো , সেই জল দিয়ে নিমপাতা আর হলুদ বেটে খেলেই নাকি শরীরের সকল রোগ থেকে মুক্তি। দুই মেদিনীপুর জেলায় এই দিন সকালে প্রতি বাড়িতে এই নিম পাতা হলুদ আর আতপ চালের বাটা বা আলই খাওয়ার প্রথা চালু রয়েছে। এর সাথে খাওয়া হয় তাল আটির গজাড়। এদিন দুই-তিন রকমের পিঠে হয় তৈরী হয়। মধ্যাহ্ন ভোজনের সময় অন্যান্য তরিতরকারীর সাথে সাত রকমের শাক ভাজা, বিউলির ডাল,ওলের তরকারী, মাছের টক খাওয়ার প্রথা আছে। তাছাড়া এদিন বাড়ির গরুকেও কাঁচা ও নিম পাতা খাওয়ানোর রীতি রয়েছে। যদিও আজকে এলাকার বেশিরভাগ মানুষের ধানের জমি পরিনত হয়েছে মাছ চাষের ঝিলে। যেটুকু খালি জমি আছে তাতেও বন্যার জল থৈ থৈ করছে। ঘাসের জঙ্গলে ভরে গেছে। বাংলার লোকাচার নিয়ে অনেক গল্পকথা প্রচলিত আছে পল্লীসমাজে যেগুলো সভ্যতার অগ্রগতির চাকায় পিষে যেতে যেতে ক্রমশ হারিয়ে যাবার উপক্রম। বেশিরভাগ প্রথা লোকাচার হারিয়ে গেছে আধুনিকতার দাপটে।

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে
20/10/2023

শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে

শুভ পঞ্চমী
19/10/2023

শুভ পঞ্চমী

17/10/2023

🙏🏻নতুন পোশাক কিনলেও পূজা হবে❤️
না কিনলেও মায়ের পূজা হবে🌸
মন ছোট করবেন না,
একদিন এমন সময় ও আসতে পারে আপনি পোশাক দান করবেন🌸🌼

ভারত জিতেছে কিন্তু পাকিস্তানের নৈতিক জয় হয়েছে😜
15/10/2023

ভারত জিতেছে কিন্তু পাকিস্তানের নৈতিক জয় হয়েছে😜

প্রথমবারের মত কারো কপাল খুলতে দেখলাম 🤣🤣
14/10/2023

প্রথমবারের মত কারো কপাল খুলতে দেখলাম 🤣🤣

09/10/2023

😥😥😥
হাইরে আমাদের সমাজ ব্যবস্থা, কতটা অসহায় হলে বাবা......😢

07/10/2023

ইজরাইলের হামলা আরো ভয়ংকর হতে চলেছে, এটা শুধু মাত্র🔥
পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে😲😯

  রানাঘাট থেকে মালদা ট্রেনের সময় সূচি
07/10/2023

রানাঘাট থেকে মালদা ট্রেনের সময় সূচি

04/10/2023

সিকিমের অবস্থা ভয়াবহ, ২৩ জন সেনা নিখোঁজ

04/10/2023

আগামী ১৪ থেকে ৩০ শে অক্টোবর NH34 বাইপাস খোলা থাকবে, ট্রায়াল রান হবে, ফলে পুজোতে অনেক উপকার হবে🙏

03/10/2023

কি রকমের ষড়যন্ত্র দেখুন
দেশের ভিতরে শত্রু থাকতে বাইরের শত্রুর কি দরকার‼️

02/10/2023

ভূমিকম্প কেউ অনুভব করলেন কি🤔
শিলিগুড়ি, মালদা কোচবিহার আসাম এ ভালো বোঝা গেছে‼️

Bharat ka Lal🇮🇳
02/10/2023

Bharat ka Lal🇮🇳

মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুরের লাইনে সিগন্যাল লাগানো চলছে
27/09/2023

মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুরের লাইনে সিগন্যাল লাগানো চলছে

চোখ দুটো হালকা বন্ধ করুন😑
27/09/2023

চোখ দুটো হালকা বন্ধ করুন😑

মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত মোট ৫১টি রেলস্টেশন গুলিঃ1. নিউ ফারাক্কা জংশন2. তিলডাঙ্গা3. বল্লালপুর4. সাঁকোপাড়া হল্ট5. ...
20/09/2023

মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত মোট ৫১টি রেলস্টেশন গুলিঃ
1. নিউ ফারাক্কা জংশন
2. তিলডাঙ্গা
3. বল্লালপুর
4. সাঁকোপাড়া হল্ট
5. ধূলিয়ান গঙ্গা
6. বাসুদেবপুর হল্ট
7. নিমতিতা
8. সুজনীপাড়া
9. আহিরন হল্ট
10. জঙ্গীপুর রোড
11. গনকর
12. মনিগ্রাম
13. নওপাড়া মহিষাসুর
14. মহিপাল হল্ট
15. মহিপাল রোড
16. পোড়াডাঙ্গা
17. আজিমগঞ্জ সিটি
18. গোঁসাইগ্রাম
19. বারালা
20. সাগরদিঘী
21. মোরগ্রাম
22. আজিমগঞ্জ জংশন
23. ডাহাপাড়া ধাম
24. লালবাগ কোর্ট রোড
25. নিয়ালিশ পাড়া
26. খাগড়াঘাট রোড
27. জীবন্তি হল্ট
28. কর্ণসুবর্ণ
29. কাঁঠালিয়া রোড
30. চৌরীগাছা
31. কাজীপাড়া হল্ট
32. বাজারসৌ
33. মিয়াঁগ্রাম হল্ট
34. টেঁয়া
35. মালিহাটী তালিবপুর রোড
36. সালার
37. সিরাজনগর
38. রেজিনগর
39. বেলডাঙ্গা
40. ভাবতা
41. সারগাছি
42. নিউ বলরামপুর হল্ট
43. বহরমপুর কোর্ট
44. কশিমবাজার
45. মুর্শিদাবাদ
46. জিয়াগঞ্জ
47. সুবর্ণমৃগী
48. ভগবানগোলা
49. পীরতলা
50. কৃষ্ণপুর
51. লালগোলা

ভালো উদ্যোগ❤️
17/09/2023

ভালো উদ্যোগ❤️

11/09/2023

মাত্র ২২৮ হারলো পাকিস্তান
🙏

10/09/2023

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে ১০০০ এর অধিক মারা গেছেন। আহত কয়েক হাজার। মৃতদের আত্মার সদগতি কামনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরুক মরক্কো।🙏

টিউশন যেহেতু নিচ্ছেন না, মজা নিন!চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব! "ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??চোর: না হুজুর। আমি...
07/09/2023

টিউশন যেহেতু নিচ্ছেন না, মজা নিন!

চোরের জীবনে রবীন্দ্রনাথের প্রভাব!

"ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??
চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।

ম্যাজিস্ট্রেট: তার মানে??
চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো,"*আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে*।"
ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: তারপর??
চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- *এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে*। সাথে সাথে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!!
চোর: ঘরে ঢুকেই শুনলাম- *ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে*। বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- *এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল*।
কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- *আজি দখিন দুয়ার খোলা*।

পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!
ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন??
চোর: *এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও*।

ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে??
চোর: *ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে*??"

(সংগৃহিত)

“মানুষ গড়ার কারিগর তুমি,মোদের শিক্ষাগুরু,তুমিই আমাদের আলোর দিশারী,শুভ চেতনার শুরু।”আজ ৫ই সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক দিবস উ...
05/09/2023

“মানুষ গড়ার কারিগর তুমি,
মোদের শিক্ষাগুরু,
তুমিই আমাদের আলোর দিশারী,
শুভ চেতনার শুরু।”

আজ ৫ই সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে সমাজের মেরুদণ্ড তথা সমাজ গড়ার কারিগর সকল শিক্ষক- শিক্ষিকাদের জানাই আমার শ্রদ্ধাপূর্বক প্রনাম। সমাজে আপনাদের স্থান সর্বোপরি।

আজকের এই বিশেষ দিনে আমি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতরত্ন ড. সর্বপ্ললী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

Address

Domkal
Murshidabad
742303

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heaven Runway posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Video Creators in Murshidabad

Show All

You may also like