ᴍᴜʀꜱʜɪᴅᴀʙᴀᴅ ʟᴏᴠᴇʀꜱ

ᴍᴜʀꜱʜɪᴅᴀʙᴀᴅ ʟᴏᴠᴇʀꜱ শুধু মাত্র মুর্শিদাবাদ বাসিদের জন্য ?

09/10/2022

পুজো সবার জীবনে আনন্দ আনে না ; কারো জীবনে দায়িত্ব আর কর্তব্য নিয়ে আসে।

😍
06/10/2022

😍

01/10/2022

Fantastic Dance 💕

19/08/2022

নাসিপুরে শুরু হবে থমকে থাকা রেশ ব্রীজ

19/08/2022

Come to Murshidabad

বেলডাঙা হরিমতি বিদ্যালয়ের ছাত্রী অন্তরা ঘোষ সম্প্রতি SAVATE(French kick boxing) ৪৫ কেজি বিভাগে (বয়স ১৫ থেকে ১৮) জাতীয়...
06/08/2022

বেলডাঙা হরিমতি বিদ্যালয়ের ছাত্রী অন্তরা ঘোষ সম্প্রতি SAVATE(French kick boxing) ৪৫ কেজি বিভাগে (বয়স ১৫ থেকে ১৮) জাতীয় স্তরে প্রতিযোগিতায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে। এছাড়াও এর আগে জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতাতেও অন্তরা স্বর্ণপদক পেয়েছে। ওর এই সাফল্যে আমরা ভীষণভাবে গর্বিত। আশা করি এভাবেই ও একদিন দেশের মুখ উজ্জ্বল করবে আন্তর্জাতিক স্তরে। অন্তরার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের তরফ থেকে রইল অনেক অভিনন্দন এবং ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্যের জন্য রইল অনেক শুভকামনা।

02/08/2022

মুর্শিদাবাদ শুধু একটা জেলা নয়; হাজার হাজার মানুষের ইমোশন ।
এই ইমোশনে হার্ট করতে দেবো না।

02/08/2022

নতুন জেলা তৈরির নামে মুর্শিদাবাদকে ভাগ হতে দেবো না।

বিশ্বের দীর্ঘতম ও জটিল সংবিধান কে নিজের মাতৃভাষা সাঁওতালি তে অলচিকি হরপে লিখে নজির সৃষ্টি করেছেন অধ্যাপক শ্রীপতি টুডু ।ব...
25/07/2022

বিশ্বের দীর্ঘতম ও জটিল সংবিধান কে নিজের মাতৃভাষা সাঁওতালি তে অলচিকি হরপে লিখে নজির সৃষ্টি করেছেন অধ্যাপক শ্রীপতি টুডু ।

বাঁকুড়া জেলা খাতড়ার মুড়াগ্রামের বাসিন্দা শ্রীপতি টুডু প্রান্তিক কৃষক পরিবারের সন্তান। পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই ছোট। তিনি বাঁকুড়া জেলার ঝিলিমিলি হাইস্কুল থেকে প্রথম ভাষা হিসেবে সাঁওতালি নিয়ে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করার পর পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয় থেকে সাঁওতালি অনার্স নিয়ে পড়াশোনা করেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর ২০১৩ সালে পুরুলিয়া জেলার বাঘমুন্ডির ধসকা পন্ডিত রঘুনাথ মুরমু আদর্শ আবাসিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে ঝাড়গ্রামের নয়াগ্রাম পন্ডিত রঘুনাথ মুরমু সরকারি মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তারপর ২০১৬ সালে পুরুলিয়ার সিধো-কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষার অধ্যাপক হিসেবে যোগ দেন। এখন তিনি কলকাতার "ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।

আদিবাসীদের অধিকার সম্পর্কে কী লেখা আছে, তা জানার আগ্রহে সংবিধান পড়া শুরু করেছিলেন তিনি। তখনই তার মাথায় আসে, দেশের সংবিধান নিজের ভাষায় অনুবাদ করতে পারলে আরও অনেকে তা জানতে পারবেন। সে ভাবনা থেকে অলচিকি লিপিতে সংবিধান অনুবাদ করে ফেলেছেন পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের প্রফেসর শ্রীপতি টুডু। 'মন কি বাত' অনুষ্ঠানে তাঁকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অনেকেই নিজেদের ভাষা শক্তিশালী করার কাজ করছেন , এমনই এক জন মানুষ পশ্চিমবঙ্গের পুরুলিয়ার শ্রীপতি টুডু। তিনি সাঁওতাল সমাজের জন্য তাঁদের নিজস্ব লিপিতে সংবিধান অনুবাদ করেছেন। আমি তাঁর ভাবনা ও প্রচেষ্টার প্রশংসা করছি ।
শ্রীপতি বাবু বিভিন্ন গনসংগঠন,ক্লাব, থেকে প্রতিনিয়ত সম্বর্ধনা পেয়ে চলেছেন এর আগে বিশ্ববিদ্যালয়েরই কলা বিভাগের শিক্ষিকা সোনালি মুখোপাধ্যায়ের সহায়তায় রবীন্দ্রনাথের ৬৫টি কবিতা সাঁওতালি ভাষায় অনুবাদ করেছেন । এছাড়াও 'যুগ জিয়ৗড় অনড়হিঁয়ৗ কবি সারদা প্রসাদ কিস্কু'- (২০২১) 'তুলৗজখা আখড়া'- (২০১৯)
'ইসি জড় রুতি কাহনি' - (২০২২) সহ বিভিন্ন বই তিনি সম্পাদক এবং লেখক হিসাবে কাজ করে চলেছেন আর এখন ও অর্নগল লিখে চলেছেন ।
সাঁওতাল ভয়েস - পেজের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও জোহার জানাই ।
SRIPATI TUDU Tudu Sripati

24/07/2022

মুর্শিদাবাদ মেডিক্যালের ঘটনা

24/07/2022
অস্মিতা গর্বিত করলে আমাদের। বিলোনীয়া সাতমুড়ার বাসিন্দা অর্জুন কুমার দে মহোদয়ের সুকন্যা অস্মিতা দে থাইল্যান্ডে চলা এশি...
23/07/2022

অস্মিতা গর্বিত করলে আমাদের।
বিলোনীয়া সাতমুড়ার বাসিন্দা অর্জুন কুমার দে মহোদয়ের সুকন্যা অস্মিতা দে থাইল্যান্ডে চলা এশিয়ান ক্যাডেট এবং জুডো প্রতিযোগিতা - ২০২২ এ ব্রোঞ্জ পদক জয় করে ত্রিপুরাবাসীকে গর্বিত করলো।
তোমার এই বিজয়ের পথ আরো আরো দীর্ঘ্য হোক মা ত্রিপুরা সুন্দরীর নিকট এই কামনা করি অস্মিতা 💐💐

23/07/2022

যারা নিয়মিত ভাবে লটারির টিকিট কাটেন তারা সবাই সাবধান হন।

খবর দুর্গাপুর

৬০ এর দশকের বহরমপুর কোর্ট রেল স্টেশন ❤
21/07/2022

৬০ এর দশকের বহরমপুর কোর্ট রেল স্টেশন ❤

21/07/2022

মুর্শিদাবাদের কোথায় কতটা বৃষ্টি হল !
বহরমপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে ।

20/07/2022

সবই রাজনৈতিক ব্যাপার 😴

20/07/2022

আমাদের মুর্শিদাবাদ জেলার ছেলে 😍

এটা কোনো লন্ডন বা প্যারিস না। এচা আমাদের মুর্শিদাবাদ ❤❤❤
19/07/2022

এটা কোনো লন্ডন বা প্যারিস না। এচা আমাদের মুর্শিদাবাদ ❤❤❤

Government ITI 3rd counseling results outed,  Check out WBSCVT  if you applied for.
18/07/2022

Government ITI 3rd counseling results outed, Check out WBSCVT if you applied for.

17/07/2022

ডোমকলের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দার বোমা বিস্ফোরণে মৃত্যু

বর্তমান মহিনীর প্রাচীনতম রুপ। এ সব এখন শুধুই স্মৃতি ❤
17/07/2022

বর্তমান মহিনীর প্রাচীনতম রুপ। এ সব এখন শুধুই স্মৃতি ❤

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴍᴜʀꜱʜɪᴅᴀʙᴀᴅ ʟᴏᴠᴇʀꜱ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Murshidabad media companies

Show All

You may also like