Mekail Surveyor ''Amin'' মেকাইল সার্ভেয়ার ''আমিন''

  • Home
  • India
  • Murshidabad
  • Mekail Surveyor ''Amin'' মেকাইল সার্ভেয়ার ''আমিন''

Mekail Surveyor ''Amin'' মেকাইল সার্ভেয়ার ''আমিন'' জয়গা পরিমাপ করাহয় ডিজিটাল পদ্ধতিতে দক্ষতার সাথে9800450607(Amin Surveyor)Government Certificate Amin

15/02/2024
15/02/2024
যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে।লাইফে কিছ...
19/01/2024

যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনও কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে।

লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে।

হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন বলেন জীবন এত তিতা কেন?

দোষটা কার ছিল? যার কিছু নেই, তার কেউ নেই। ভাঙা সিন্দুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না?

আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিমপ্যাথি আদায় করছেন, তখন হয়তো অপরপ্রান্তে কেউ রাত জেগে ফ্রিল্যান্সিং করছে।

আপনি কমেন্টে প্রচুর সিমপ্যাথি পাবেন, আর সে পাবে একাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল- যে যেটার জন্য কাজ করেছে সে সেটাই পেয়েছে।

আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেক ইন দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস এসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল।

কয়েকটা বছর শেষে ফলাফল - সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিশিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএ'র সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা!

যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা আপনি সে বয়সে করেছেন এনজয়, তাই যখন এনজয় করার সময় তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছেন; এনজয় তো অনেক দূরের বিষয়।

আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটিই তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনার গুলো একটাও নেই। তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার।

দিন শেষে হতাশ হয়ে বলেন -'শালার, ভাগ্যটাই খারাপ'! No dear, You are totally wrong. আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন রেজাল্ট ও তাই।

সুতরাং, সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি। কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।....

19/01/2024

পড়তে ভাল না লাগলেও ২ মিনিট শুনুন!

💎বই পড়ুয়াদের জন্য ৩০টি টিপস💎১) বইপড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা! অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না। ২) ...
19/01/2024

💎বই পড়ুয়াদের জন্য ৩০টি টিপস💎
১) বইপড়ার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো পড়ার জন্য বসা! অধিকাংশ মানুষের এই সুযোগটাই হয় না।
২) পড়ার মজা বাড়ানোর একটি কার্যকরী উপায় হলো, বোরিং টপিকের বইগুলো আগে না পড়া।
৩) একটি বই পড়লেই জীবন হয়ত পাল্টে যাবে না। কিন্তু প্রতিদিন বই পড়লে একদিন না একদিন জীবন পাল্টাবে ।
৪) নতুন বইয়ের চাইতে সেসব বই বেশি পড়ুন, যেগুলো যুগ যুগ ধরে মানুষ পড়ছে।
৫) জীবনে আপনি কয়টা বই পড়েছেন, সেটা দেখার বিষয় না। দেখুন কয়টা বই আপনার ভিতরে রেখাপাত করতে পেরেছে।
৬) পড়ার সময় মনোযোগ থাকে না? মোবাইল অন্য রুমে রেখে আসুন। মনোযোগ আসতে বাধ্য।
৭) একটি ভালো বই যদি একবার পড়তে হয়, তাহলে সেরা বইগুলো বার বার পড়তে হবে।
৮) বই পড়া শুরু করতে চাইলে 'পড়ুয়া' হওয়া জরুরী না। বরং বই পড়তে পড়তেই একদিন আপনি পড়ুয়া হয়ে উঠবেন।
৯) পড়ার অভ্যাস হারিয়ে ফেলার চেয়ে একটা খারাপ বই ছেড়ে দেওয়া ভালো।
১০) কোনো বই যদি আপনার জীবনে সামান্য পরিবর্তনও এনে থাকে, তাহলে বছরে সেটা একবার হলেও পুনরায় পড়ুন।
১১) যে বই আপনার ভালো লাগেনি, সেটা নিজের কাছে না রেখে অন্যকে গিফট করে দেওয়া ভালো।
১২) বই পড়ার মোক্ষম সময় হলো, যখন আপনি মোবাইল নিয়ে পড়ে থাকেন।
১৩) সব পাঠককেই এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, যখন সে বুঝে উঠতে পারে না তার জন্য কোন বইটি ভালো হবে।
১৪) ওপরের সমস্যাটার সমাধান হলো, সঙ্কোচ না করে বড়দের সহায়তা নেওয়া। তাহলে অনেক সময়, শ্রম দুটোই বেঁচে যাবে।
১৫) একটি সেরা বইয়ের বৈশিষ্ট্য হলো, আপনি চাইলেও সেটা দ্রুত পড়ে ফেলতে পারবেন না। কারণ, সে আপনাকে বার বার থামিয়ে দেবে, ভাবাবে।
১৬) বই পড়ার মূল উদ্দেশ্য হলো কাজে পরিণত করা। মুখস্থ নয়। সুতরাং তথ্য-উপাত্ত মনে রাখার বদলে কাজেকর্মে বাস্তবায়নে বেশি মনোযোগ দিন।
১৭) বই পড়ার অভ্যাস গড়তে চান? তাহলে প্রতিদিন ২ মিনিট করে পড়ার টার্গেট নিন। এত ছোট টার্গেট, যাতে আপনার মন অজুহাত দেখানোর সুযোগই না পায়।
১৮) একটি ভালো বইয়ের সারাংশ যে পড়ে, তার চাইতে ১০ গুণ বেশি উপকার পায় সেই ব্যক্তি, যে সারাংশটা লিখে। কাজেই বই পড়া শেষে সারাংশ লিখতে ভুলবেন না।
১৯) কোনো বই পড়ার পর যদি আপনার আচার-ব্যবহারে, চিন্তাভাবনায় পরিবর্তন না আসে, তাহলে বুঝে নিবেন হয় বইটি ভালো নয় অথবা আপনি কিছুই শিখতে পারেন নি।
২০) প্রচুর বই কিনলেই পাঠক হওয়া যায় না। কথা সত্য। তবে অল্প বই নিয়ম করে প্রতিদিন পড়লে একদিন ঠিকই ভালো পাঠক হয়ে যাবেন।
২১) বই কেনা মানে বিনিয়োগ করা, খরচ নয়। হতে পারে একটি ভালো বই ভবিষ্যতে আপনাকে লক্ষকোটি টাকা আয়ের রাস্তা দেখিয়ে দিচ্ছে।
২২) পড়ার জন্য মোটিভেশন নয়, বেশি দরকার পড়ার পরিবেশ তৈরি করা। একটা সাধারণ বই আপনি লাইব্রেরীতে বসে যত সহজে পড়ে ফেলতে পারবেন, একটি অসাধারণ বই কোলাহল পরিবেশে পড়া ততটাই কঠিন হবে, যদিও বইটা অসাধারণ।
২৩) যেখানেই যান, একটি বই সঙ্গে রাখুন। কারণ, আপনি জানেন না, কখন আপনি বই পড়ার জন্য বাড়তি সময় পেতে যাচ্ছেন।
২৪) একটি বইকে সর্বোচ্চ ৩বার সুযোগ দিতে পারেন (৩টি অধ্যায় পড়ার মাধ্যমে)। এরপরও যদি বইটি ভালো না লাগে, তাহলে অন্য বই ধরুন।
২৫) একজন লেখকের জন্য সবচেয়ে বড় প্রশংসার বিষয় হলো, যখন সে দেখে পাঠক তার বইটি দাগিয়ে দাগিয়ে পড়েছে, হাইলাইট করেছে, নোট টুকে রেখেছে।
২৬) ছোট বইকে কখনো তুচ্ছজ্ঞান করবেন না। কখনো কখনো ছোট মরীচে ঝাল বেশি হয়।
২৭) আপনার সমস্যা যদি অসংখ্য হয়, তাহলে বইও অসংখ্য পড়ুন। প্রত্যেক নতুন সমস্যারই নতুন বই আছে।
২৮) বই হলো শিক্ষা নেবার সবচেয়ে শর্টকাট রাস্তা। মাত্র ১০০ টাকা খরচ করে আপনি ১০০ দিনের শিক্ষা পেয়ে যেতে পারেন, কিংবা কয়েক বছরের!
২৯) অতীতের ফেলে আসা সময়গুলো যদি বই জন্য পড়ার ভালো সময় হয়ে থাকে, তাহলে আজকে থেকেই পড়া শুরু করলে সেটা হবে সর্বোত্তম সময়।
৩০) একটি ভালো বইয়ের নাম ভুলে যেতে পারেন, বইয়ের আলোচনাও ভুলে যেতে পারেন। কিন্তু শিক্ষাটা আজীবন আপনার মনে গেঁথে থাকবে।

Note: যারা বই পড়ার জন্য সময় বের করতে পারেন না কাজের জন্য, তারা বইয়ের অডিও শুনতে পারেন।

03/06/2023

কিভাবে হয়েছে বালেশ্বর এ ট্রেন এক্সিডেন্ট দেখুন

03/06/2023

কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলা যায়?

সুন্দর করে গুছিয়ে কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে শোনার দক্ষতা ডেভলপ করা।
যত বেশি পড়বেন,তত বেশি বলতে পারবেন।কাজেই গুছিয়ে কথা বলার ক্ষেত্রে পড়ার বিকল্প নেই।
কথা বলার সময় যার সাথে কথা বলা হচ্ছে তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকানোটা এক ধরনের অভদ্রতা এবং অসভ্যতার শামিল।কাজেই এটি মাথায় রাখুন।
কথা বলার সময় আত্মবিশ্বাসী হোন।
অন্যকে হিট করে এবং আঘাত করে কোন ধরনের নেতিবাচক কথা বলা যাবে না।
যাদের সাথে কথা বলছেন তাদের উপর তীক্ষ্ণ নজর রাখুন।পরিস্থিতি ভেদে স্ক্রিপ্ট পরিবর্তন করার মানসিকতা রাখুন।
কথা বলা শিল্পকে রপ্ত করতে অনলাইনে এ বিষয়ক কিছু কোর্স করে দেখতে পারেন।
শব্দ চয়ন এবং কখন কোন কথাটি বলবেন সেটি গুরুত্বের সাথে বিবেচনায় রাখুন।
কথা বলুন স্লো-মোশনে।তাড়াহুড়ো করা যাবে না।
শুদ্ধ ও প্রমিতভাবে কথা বলা শিখুন।
কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা পরিহার করতে হবে।
প্রচুর কথা বলার অনুশীলনের কোন বিকল্প নেই।এক্ষেত্রে কোন পার্টনার খুঁজুন।অথবা কিছু সময়ের জন্য কল সেন্টারগুলোতে পার্ট টাইম জব করতে পারেন।

02/06/2023

কাউকে কিভাবে টেনশনে রাখা যায়?

রহস্যময় আচরণ করুন।
একবার পাত্তা দিন, আরেকবার পাত্তা দেয়া বন্ধ করে দিন।
মাঝে মাঝে সম্মান করুন, মাঝে মাঝে পার্ট নিন বা ভাব ধরুন।
সহযোগিতা না করে আশ্বস্ত করুন।
সমস্যা সমাধান না করে জিইয়ে রাখুন।
তার সাথে ভিন্ন ভিন্ন কথা বলুন।
উদাসীনতা দেখান।
মনস্তত্ত্ব নিয়ে খেলাধুলা করুন।
উইক পয়েন্ট নাড়াচাড়া করুন।
নাটকীয় আচরণ করুন।
নিজের সম্পর্কে কম প্রকাশ করুন।
এক ধরনের অস্থির মতি ভাব আনুন।
বেখেয়ালি হয়ে যান।
হাসি তামাশা এবং কৌতুক বাজি শিখুন।

02/06/2023

Those newborn days. 🥰

ভারতের নতুন সংসদ ভবন
02/06/2023

ভারতের নতুন সংসদ ভবন

02/06/2023

@

''জমির পরিমাপ করা হয় ডিজিটাল পদ্ধতিতে দক্ষতার সাথে''
01/06/2023

''জমির পরিমাপ করা হয় ডিজিটাল পদ্ধতিতে দক্ষতার সাথে''

Address

Vill/Balagachhi; P. O PILKI; P. S-SAGARDIGHI; DIST-MURSHIDABAD
Murshidabad
742237

Telephone

+919800450607

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mekail Surveyor ''Amin'' মেকাইল সার্ভেয়ার ''আমিন'' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mekail Surveyor ''Amin'' মেকাইল সার্ভেয়ার ''আমিন'':

Videos

Share


Other Digital creator in Murshidabad

Show All