20/01/2024
দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত...
আমাদের কোনো দল নেই, কোনো রং নেই, কোনো ব্যাকআপও নেই। শুধুমাত্র পাঠকের অকৃত্রিম ভালোবাসায় ভর করে বারো বছর ধরে নিরন্তর কাজ করে গেছি। এই সংখ্যাও দ্বিতীয় মুদ্রণ করতে হল কারণ অনেকেই চেয়েও পাননি। যাঁরা এখনও সংগ্রহ করেননি আজই অর্ডার করে দিন আপনার কপিটি একটিমাত্র হোয়াটসঅ্যাপ করে: ৯৭৩২৬০৪৯৬০।
নীচে রইল এই সংখ্যার সম্পূর্ণ সূচি।
স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩
................................................................
কবিতা
পুণ্যশ্লোক দাশগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, বিকাশ গায়েন, অদিতি বসুরায়, নিশীথ ষড়ংগী, কস্তুরী সেন, অভিরূপ মুখোপাধ্যায়, গৌতম কুমার গুপ্ত, সৈকত ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, প্রত্যুষা সরকার, সুবিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপকুমার চক্রবর্তী, ঝুমা গঙ্গোপাধ্যায়, সৌরভ বর্ধন, নিমাই জানা, শতাক্ষী কুণ্ডু, প্রদীপ ঘোষ, হামিদুল ইসলাম, অনিন্দিতা প্রামানিক, ভগীরথ সর্দার, বিশ্বজিৎ, বনশ্রী রায় দাস, অনীক চক্রবর্ত্তী, অনিমেষ দত্ত, হীরক বন্দ্যোপাধ্যায়, অমৃতা খেটো, সুমিত পতি, পলাশ দে, শোভন মণ্ডল, পঙ্কজ মণ্ডল, বর্ণময় বাড়ৈ
ছোটগল্প
তমাল বন্দ্যোপাধ্যায়, লুনা রাহনুমা, অলোকপর্ণা, শাশ্বতী মজুমদার, বিতান চক্রবর্তী, রিমি মুৎসুদ্দি, সায়ন্তন ঠাকুর
বাংলা আভাঁ-গার্দ সাহিত্য
মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায়
দুটি কবিতা
নীলোৎপল গুপ্ত, রণজিৎ অধিকারী, রবীন বসু, দীপ শেখর চক্রবর্তী, অতনু টিকাইৎ, চয়ন ভৌমিক, বিশ্বজিৎ মণ্ডল, আলোক মণ্ডল, কনিষ্ক দেওঘরিয়া, জয়িতা ভট্টাচার্য, সন্দীপন দাস
বাংলা সংস্কৃতির দুই আউটসাইডার: বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতি
কুদরত-ই-হুদা, মলয় রক্ষিত
কবিতা যাপন কবিতার মুহূর্ত
হিন্দোল ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বিদিশা সরকার, নির্মাল্য মুখোপাধ্যায়
কবিতার আত্মসংলাপ
যশোধরা রায়চৌধুরী, বেবী সাউ
গুচ্ছ কবিতা
রাণা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, তৈমুর খান, বিজয় সিংহ, পূর্বা মুখোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি রায়, অংশুমান কর, সুদীপ্ত মাজি, শাশ্বত গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অর্ণব পণ্ডা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মারুফুল আলম, হরিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীদর্শিনী চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, তমোঘ্ন মুখোপাধ্যায়, অরিন চক্রবর্তী, সোমনাথ বেনিয়া, তন্ময় ধর, দেবজ্যোতি দাশগুপ্ত, ইন্দ্রাণী পাল
কাব্যভাষার সন্ধানে
সুব্রত সরকার, মোহাম্মদ আজম, সৌভিক গুহসরকার, দীপঙ্কর সেন, স্বপ্ননীল সরকার, শৌনক দত্ত, মৃন্ময় চক্রবর্তী, তুষ্টি ভট্টাচার্য
অনুবাদ কবিতা
কে শচ্চিদানন্দন: বিকাশ শীল, বেজান মাতুর: রুদ্র কিংশুক
চিত্রকলা
সুশোভন অধিকারী, অর্ণব মিত্র, সুদেষ্ণা দে
গ্রন্থ-সমালোচনা
অরিন্দম রায়, অভিনন্দন মুখোপাধ্যায়
.......................................
সম্পাদনা: অয়ন চৌধুরী
প্রচ্ছদ: তমোজিৎ ভট্টাচার্য্য
মুদ্রিত মূল্য: ৫০০.০০