SROT

SROT Srot Publication is a reputed publication house in Bengal. Magazine | Books | Eevnts and many more...

২০১১ সালে মুর্শিদাবাদের সীমান্ত শহর লালগোলায় বসে এক বুক আশা নিয়ে একটি স্বপ্ন দেখেছিলাম। ‘স্রোত’ নামে একটি নিখাদ সাহিত্যে...
25/10/2024

২০১১ সালে মুর্শিদাবাদের সীমান্ত শহর লালগোলায় বসে এক বুক আশা নিয়ে একটি স্বপ্ন দেখেছিলাম। ‘স্রোত’ নামে একটি নিখাদ সাহিত্যের পত্রিকা প্রকাশ করার মতো দুঃসাহস দেখিয়েছিলাম। কোনো দল, রং, রাজনীতির তোয়াক্কা না করে বিগত বারো বছর ধরে একটানা প্রকাশ করে গেছি এই পত্রিকাটি। এই পত্রিকায় যেমন বাংলাভাষার প্রায় সকল উল্লেখযোগ্য কবি-সাহিত্যিকরা কোনো না কোনো সময় লিখেছেন, তেমনি এই পত্রিকার পাতায় পাতায় ছড়িয়ে আছে অজস্র নতুন নাম। ‘স্রোত’ প্রকাশক হিসেবে প্রকাশ করেছে পঞ্চাশটিরও বেশি বই। বিভিন্ন সময়ে আয়োজন করেছে কবিতা কনসার্ট ও বইপ্রকাশ অনুষ্ঠান। পত্রিকা হিসেবে ‘স্রোত’-এর গুরুত্ব কতটুকু তা তো আপনারাই বলতে পারবেন, তবে আমি নানা প্রতিকূলতার মধ্যেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চেষ্টা করেছি। গবেষণার কাজে রাজ্যের বাইরে চলে আসায় পত্রিকার প্রকাশ ও বিক্রিতে নানান অসুবিধার সম্মুখীন হয়েই এই আবেদন। কোনো প্রকাশক যদি আগ্রহী হন এই দায়িত্ব নিতে তাহলে এই পত্রিকা আরও খানিক অক্সিজেন পাবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম…

স্রোত-এর একাদশ বর্ষপূর্তি সংখ্যা পড়ে লিখলেন কবি দেবজ্যোতি রায়..............................................................
29/09/2024

স্রোত-এর একাদশ বর্ষপূর্তি সংখ্যা পড়ে লিখলেন কবি দেবজ্যোতি রায়
..................................................................

অয়ন, 'স্রোত' একাদশ বর্ষপূর্তি সংখ্যা পড়ে আমি অভিভূত। কবিতার এক বিশাল পৃথিবী এই সংখ্যায় অতি উজ্জ্বলভাবে উপস্থিত। চমৎকার ছোটগল্প, অনুবাদ ও চিত্রকলা সম্পর্কে আলোচনা আমাকে অত্যন্ত ঋদ্ধ করেছে। পত্রিকার প্রচ্ছদ ও নির্মাণ-সৌন্দর্য মনের গভীর তল স্পর্শ করে। বিশেষভাবে উল্লেখ করতে হবে পত্রিকার অন্তর্গত ছবি ও অলংকরণ। বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতির ওপর লেখা দুটি খুবই গুরুত্বপূর্ণ‌। কবিতা যাপন, কবিতার মুহূর্ত ও আত্মসংলাপ ----কী চমৎকার পরিকল্পনা করেছ! সুব্রত সরকার, মোহাম্মদ আজম, দীপঙ্কর সেন, সৌভিক গুহসরকার, তুষ্টি ভট্টাচার্য এবং আরও অন্যেরা খুবই ভালো প্রবন্ধ লিখেছেন। মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায় যে দুটি গদ্য লিখেছেন তা সবিশেষ স্মরণযোগ্য তুমি যে এত বড় একটি কর্মকাণ্ড সুচারুভাবে সাজিয়েছ, আমি বিস্মিত ও আনন্দিত। আমার আন্তরিক ভালবাসা নিও।

দেবজ্যোতি রায়
...........................................................

যাঁরা এখনও পড়েননি তাঁরা সংগ্রহের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন: 9732604960

সংগ্রহ করার শেষ সুযোগ। দ্বিতীয় মুদ্রণের কিছু কপি পাওয়া যাচ্ছে কলেজস্ট্রীটে মান্দাস-এর স্টলে। অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করত...
21/07/2024

সংগ্রহ করার শেষ সুযোগ। দ্বিতীয় মুদ্রণের কিছু কপি পাওয়া যাচ্ছে কলেজস্ট্রীটে মান্দাস-এর স্টলে।

অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে: ৯৭৩২৬০৪৯৬০

বাংলাদেশের বন্ধুরা অর্ডার করতে পারেন বাতিঘর, কলকাতা বুকস ও তক্ষশিলায়। বলে রাখুন কলকাতায় পত্রিকাটি পাওয়া যাবে মান্দাস-এর আউটলেটে।

বন্ধুরা সংগ্রহ করবেন আশা রাখি। নীচে রইল সম্পূর্ণ সূচি।

স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩
................................................................

কবিতা

পুণ্যশ্লোক দাশগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, বিকাশ গায়েন, অদিতি বসুরায়, নিশীথ ষড়ংগী, কস্তুরী সেন, অভিরূপ মুখোপাধ্যায়, গৌতম কুমার গুপ্ত, সৈকত ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, প্রত্যুষা সরকার, সুবিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপকুমার চক্রবর্তী, ঝুমা গঙ্গোপাধ্যায়, সৌরভ বর্ধন, নিমাই জানা, শতাক্ষী কুণ্ডু, প্রদীপ ঘোষ, হামিদুল ইসলাম, অনিন্দিতা প্রামানিক, ভগীরথ সর্দার, বিশ্বজিৎ, বনশ্রী রায় দাস, অনীক চক্রবর্ত্তী, অনিমেষ দত্ত, হীরক বন্দ্যোপাধ্যায়, অমৃতা খেটো, সুমিত পতি, পলাশ দে, শোভন মণ্ডল, পঙ্কজ মণ্ডল, বর্ণময় বাড়ৈ



ছোটগল্প

তমাল বন্দ্যোপাধ্যায়, লুনা রাহনুমা, অলোকপর্ণা, শাশ্বতী মজুমদার, বিতান চক্রবর্তী, রিমি মুৎসুদ্দি, সায়ন্তন ঠাকুর



বাংলা আভাঁ-গার্দ সাহিত্য

মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায়



দুটি কবিতা

নীলোৎপল গুপ্ত, রণজিৎ অধিকারী, রবীন বসু, দীপ শেখর চক্রবর্তী, অতনু টিকাইৎ, চয়ন ভৌমিক, বিশ্বজিৎ মণ্ডল, আলোক মণ্ডল, কনিষ্ক দেওঘরিয়া, জয়িতা ভট্টাচার্য, সন্দীপন দাস



বাংলা সংস্কৃতির দুই আউটসাইডার: বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতি

কুদরত-ই-হুদা, মলয় রক্ষিত



কবিতা যাপন কবিতার মুহূর্ত

হিন্দোল ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বিদিশা সরকার, নির্মাল্য মুখোপাধ্যায়



কবিতার আত্মসংলাপ

যশোধরা রায়চৌধুরী, বেবী সাউ



গুচ্ছ কবিতা

রাণা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, তৈমুর খান, বিজয় সিংহ, পূর্বা মুখোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি রায়, অংশুমান কর, সুদীপ্ত মাজি, শাশ্বত গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অর্ণব পণ্ডা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মারুফুল আলম, হরিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীদর্শিনী চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, তমোঘ্ন মুখোপাধ্যায়, অরিন চক্রবর্তী, সোমনাথ বেনিয়া, তন্ময় ধর, দেবজ্যোতি দাশগুপ্ত, ইন্দ্রাণী পাল



কাব্যভাষার সন্ধানে

সুব্রত সরকার, মোহাম্মদ আজম, সৌভিক গুহসরকার, দীপঙ্কর সেন, স্বপ্ননীল সরকার, শৌনক দত্ত, মৃন্ময় চক্রবর্তী, তুষ্টি ভট্টাচার্য



অনুবাদ কবিতা

কে শচ্চিদানন্দন: বিকাশ শীল, বেজান মাতুর: রুদ্র কিংশুক



চিত্রকলা

সুশোভন অধিকারী, অর্ণব মিত্র, সুদেষ্ণা দে

গ্রন্থ-সমালোচনা

অরিন্দম রায়, অভিনন্দন মুখোপাধ্যায়
.......................................

সম্পাদনা: অয়ন চৌধুরী
প্রচ্ছদ: তমোজিৎ ভট্টাচার্য্য
মুদ্রিত মূল্য: ৫০০.০০

সংগ্রহ করার শেষ সুযোগ। দ্বিতীয় মুদ্রণের কিছু কপি পাওয়া যাচ্ছে কলেজস্ট্রীটে মান্দাস-এর স্টলে। বাংলাদেশের বন্ধুরা অর্ডার ক...
13/06/2024

সংগ্রহ করার শেষ সুযোগ। দ্বিতীয় মুদ্রণের কিছু কপি পাওয়া যাচ্ছে কলেজস্ট্রীটে মান্দাস-এর স্টলে।

বাংলাদেশের বন্ধুরা অর্ডার করতে পারেন বাতিঘর, কলকাতা বুকস ও তক্ষশিলায়। বলে রাখুন কলকাতায় পত্রিকাটি পাওয়া যাবে মান্দাস-এর আউটলেটে।

বন্ধুরা সংগ্রহ করবেন আশা রাখি। নীচে রইল সম্পূর্ণ সূচি।

স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩
................................................................

কবিতা

পুণ্যশ্লোক দাশগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, বিকাশ গায়েন, অদিতি বসুরায়, নিশীথ ষড়ংগী, কস্তুরী সেন, অভিরূপ মুখোপাধ্যায়, গৌতম কুমার গুপ্ত, সৈকত ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, প্রত্যুষা সরকার, সুবিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপকুমার চক্রবর্তী, ঝুমা গঙ্গোপাধ্যায়, সৌরভ বর্ধন, নিমাই জানা, শতাক্ষী কুণ্ডু, প্রদীপ ঘোষ, হামিদুল ইসলাম, অনিন্দিতা প্রামানিক, ভগীরথ সর্দার, বিশ্বজিৎ, বনশ্রী রায় দাস, অনীক চক্রবর্ত্তী, অনিমেষ দত্ত, হীরক বন্দ্যোপাধ্যায়, অমৃতা খেটো, সুমিত পতি, পলাশ দে, শোভন মণ্ডল, পঙ্কজ মণ্ডল, বর্ণময় বাড়ৈ



ছোটগল্প

তমাল বন্দ্যোপাধ্যায়, লুনা রাহনুমা, অলোকপর্ণা, শাশ্বতী মজুমদার, বিতান চক্রবর্তী, রিমি মুৎসুদ্দি, সায়ন্তন ঠাকুর



বাংলা আভাঁ-গার্দ সাহিত্য

মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায়



দুটি কবিতা

নীলোৎপল গুপ্ত, রণজিৎ অধিকারী, রবীন বসু, দীপ শেখর চক্রবর্তী, অতনু টিকাইৎ, চয়ন ভৌমিক, বিশ্বজিৎ মণ্ডল, আলোক মণ্ডল, কনিষ্ক দেওঘরিয়া, জয়িতা ভট্টাচার্য, সন্দীপন দাস



বাংলা সংস্কৃতির দুই আউটসাইডার: বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতি

কুদরত-ই-হুদা, মলয় রক্ষিত



কবিতা যাপন কবিতার মুহূর্ত

হিন্দোল ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বিদিশা সরকার, নির্মাল্য মুখোপাধ্যায়



কবিতার আত্মসংলাপ

যশোধরা রায়চৌধুরী, বেবী সাউ



গুচ্ছ কবিতা

রাণা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, তৈমুর খান, বিজয় সিংহ, পূর্বা মুখোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি রায়, অংশুমান কর, সুদীপ্ত মাজি, শাশ্বত গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অর্ণব পণ্ডা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মারুফুল আলম, হরিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীদর্শিনী চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, তমোঘ্ন মুখোপাধ্যায়, অরিন চক্রবর্তী, সোমনাথ বেনিয়া, তন্ময় ধর, দেবজ্যোতি দাশগুপ্ত, ইন্দ্রাণী পাল



কাব্যভাষার সন্ধানে

সুব্রত সরকার, মোহাম্মদ আজম, সৌভিক গুহসরকার, দীপঙ্কর সেন, স্বপ্ননীল সরকার, শৌনক দত্ত, মৃন্ময় চক্রবর্তী, তুষ্টি ভট্টাচার্য



অনুবাদ কবিতা

কে শচ্চিদানন্দন: বিকাশ শীল, বেজান মাতুর: রুদ্র কিংশুক



চিত্রকলা

সুশোভন অধিকারী, অর্ণব মিত্র, সুদেষ্ণা দে

গ্রন্থ-সমালোচনা

অরিন্দম রায়, অভিনন্দন মুখোপাধ্যায়
.......................................

সম্পাদনা: অয়ন চৌধুরী
প্রচ্ছদ: তমোজিৎ ভট্টাচার্য্য
মুদ্রিত মূল্য: ৫০০.০০

বাড়িতে বসে সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ করুন: ৯৭৩২৬০৪৯৬০

দ্বিতীয় মুদ্রণ পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলায় সুচেতনা পাবলিকেশনের ২০৬ নং স্টলে। বন্ধুরা সংগ্রহ করবেন আশা রাখি। নীচে রইল সম্...
29/01/2024

দ্বিতীয় মুদ্রণ পাওয়া যাচ্ছে কলকাতা বইমেলায় সুচেতনা পাবলিকেশনের ২০৬ নং স্টলে। বন্ধুরা সংগ্রহ করবেন আশা রাখি। নীচে রইল সম্পূর্ণ সূচি।

স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩
................................................................

কবিতা

পুণ্যশ্লোক দাশগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, বিকাশ গায়েন, অদিতি বসুরায়, নিশীথ ষড়ংগী, কস্তুরী সেন, অভিরূপ মুখোপাধ্যায়, গৌতম কুমার গুপ্ত, সৈকত ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, প্রত্যুষা সরকার, সুবিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপকুমার চক্রবর্তী, ঝুমা গঙ্গোপাধ্যায়, সৌরভ বর্ধন, নিমাই জানা, শতাক্ষী কুণ্ডু, প্রদীপ ঘোষ, হামিদুল ইসলাম, অনিন্দিতা প্রামানিক, ভগীরথ সর্দার, বিশ্বজিৎ, বনশ্রী রায় দাস, অনীক চক্রবর্ত্তী, অনিমেষ দত্ত, হীরক বন্দ্যোপাধ্যায়, অমৃতা খেটো, সুমিত পতি, পলাশ দে, শোভন মণ্ডল, পঙ্কজ মণ্ডল, বর্ণময় বাড়ৈ



ছোটগল্প

তমাল বন্দ্যোপাধ্যায়, লুনা রাহনুমা, অলোকপর্ণা, শাশ্বতী মজুমদার, বিতান চক্রবর্তী, রিমি মুৎসুদ্দি, সায়ন্তন ঠাকুর



বাংলা আভাঁ-গার্দ সাহিত্য

মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায়



দুটি কবিতা

নীলোৎপল গুপ্ত, রণজিৎ অধিকারী, রবীন বসু, দীপ শেখর চক্রবর্তী, অতনু টিকাইৎ, চয়ন ভৌমিক, বিশ্বজিৎ মণ্ডল, আলোক মণ্ডল, কনিষ্ক দেওঘরিয়া, জয়িতা ভট্টাচার্য, সন্দীপন দাস



বাংলা সংস্কৃতির দুই আউটসাইডার: বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতি

কুদরত-ই-হুদা, মলয় রক্ষিত



কবিতা যাপন কবিতার মুহূর্ত

হিন্দোল ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বিদিশা সরকার, নির্মাল্য মুখোপাধ্যায়



কবিতার আত্মসংলাপ

যশোধরা রায়চৌধুরী, বেবী সাউ



গুচ্ছ কবিতা

রাণা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, তৈমুর খান, বিজয় সিংহ, পূর্বা মুখোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি রায়, অংশুমান কর, সুদীপ্ত মাজি, শাশ্বত গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অর্ণব পণ্ডা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মারুফুল আলম, হরিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীদর্শিনী চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, তমোঘ্ন মুখোপাধ্যায়, অরিন চক্রবর্তী, সোমনাথ বেনিয়া, তন্ময় ধর, দেবজ্যোতি দাশগুপ্ত, ইন্দ্রাণী পাল



কাব্যভাষার সন্ধানে

সুব্রত সরকার, মোহাম্মদ আজম, সৌভিক গুহসরকার, দীপঙ্কর সেন, স্বপ্ননীল সরকার, শৌনক দত্ত, মৃন্ময় চক্রবর্তী, তুষ্টি ভট্টাচার্য



অনুবাদ কবিতা

কে শচ্চিদানন্দন: বিকাশ শীল, বেজান মাতুর: রুদ্র কিংশুক



চিত্রকলা

সুশোভন অধিকারী, অর্ণব মিত্র, সুদেষ্ণা দে

গ্রন্থ-সমালোচনা

অরিন্দম রায়, অভিনন্দন মুখোপাধ্যায়
.......................................

সম্পাদনা: অয়ন চৌধুরী
প্রচ্ছদ: তমোজিৎ ভট্টাচার্য্য
মুদ্রিত মূল্য: ৫০০.০০

১.সম্পর্কের ভিতর জুড়ে আহত অন্ধকার জমা হলজলের কাছে শিখেছি যে কৌশল তুমি তার নাম দিলে জাহান্নামপাথরে-পাথরে এত সম্ভোগ কখনো দ...
21/01/2024

১.
সম্পর্কের ভিতর জুড়ে আহত অন্ধকার জমা হল
জলের কাছে শিখেছি যে কৌশল তুমি তার নাম দিলে জাহান্নাম
পাথরে-পাথরে এত সম্ভোগ কখনো দেখিনি আগে

এরপর আমাদের দেহ জুড়ে মৃত শিশুর মন ছাই হয়ে জাগে!

২.
গাছের বয়সের কাছে শিখে ফেলি মৃত্যুর অপেক্ষা
যে মানুষ কখনো ছিল না কোথাও, সেও তোমার প্রিয় হয়ে ওঠে
চেনা অচেনার অজানা বুনন থেকে নেমে আসে প্রিয় অন্ধকার

হে নৈঃশব্দ্য, তুমিও আমাকে খুন করেছ, গন্ধ খেয়েছ রক্তাক্ত জামার!

৩.
পায়ের পাতায় লেগে আছে পূর্বজন্মের দাগ
ফতোয়া মুছে দিতে হবে জেনে ক্রমশ নিজেকে খেয়েছি পাতার কীটের মতো
জড়িয়ে রেখেছি জন্ম থেকে জন্মান্তরে ভ্রমণের গাঢ় বিস্ময়

প্রেম তুমি কার? কার তুমি, দেহ? ভাঙা ভাঙা রক্তাক্ত নদীজলে ফেলেছি হৃদয়!

৪.
বিকেলের নিজস্ব ঘোর আছে তোমার স্পর্শের মতো আনত ও নীচু
কে আসে, কে ফিরে যায়, ভূমি কি সব মনে রাখে, নাকি ভুলেও যায় কিছু কিছু
ক্ষুধিত জলের গান আমাদের ভাসিয়ে নিয়ে যাবে অস্ত্রের আগায়

দেহ আমার শূন্য পড়ে থাকে, আগুনই দেখো আগুনকে জাগায়!
..................................................

এরকম ৫৮ টি কবিতা নিয়ে তৈরি হয়েছে এই বই। বইটি যত্ন নিয়ে প্রকাশ করেছে হাওয়াকল পাবলিশার্স। বইটি ২০২২-এ (নতুন) কৃত্তিবাস পুরস্কারের অন্তর্গত তারাপদ রায় সম্মাননা পেয়েছিল। এই বই যদি আরও পাঠকের মনের কাছাকাছি পৌঁছতে পারে তাহলেই এই বই আরও সার্থক হয়ে উঠবে। কারণ এখনও আমরা বিশ্বাস করি পাঠকই ঈশ্বর।

বইটি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় হাওয়াকলের স্টলে (হল ২ স্টল নং ৫১) পাওয়া যাচ্ছে। পাঠক ছুঁয়ে দেখুন...

দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত...আমাদের কোনো দল নেই, কোনো রং নেই, কোনো ব্যাকআপও নেই। শুধুমাত্র পাঠকের অকৃত্রিম ভালোবাসায় ভর করে...
20/01/2024

দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত...

আমাদের কোনো দল নেই, কোনো রং নেই, কোনো ব্যাকআপও নেই। শুধুমাত্র পাঠকের অকৃত্রিম ভালোবাসায় ভর করে বারো বছর ধরে নিরন্তর কাজ করে গেছি। এই সংখ্যাও দ্বিতীয় মুদ্রণ করতে হল কারণ অনেকেই চেয়েও পাননি। যাঁরা এখনও সংগ্রহ করেননি আজই অর্ডার করে দিন আপনার কপিটি একটিমাত্র হোয়াটসঅ্যাপ করে: ৯৭৩২৬০৪৯৬০।

নীচে রইল এই সংখ্যার সম্পূর্ণ সূচি।

স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩
................................................................

কবিতা

পুণ্যশ্লোক দাশগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, বিকাশ গায়েন, অদিতি বসুরায়, নিশীথ ষড়ংগী, কস্তুরী সেন, অভিরূপ মুখোপাধ্যায়, গৌতম কুমার গুপ্ত, সৈকত ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, প্রত্যুষা সরকার, সুবিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপকুমার চক্রবর্তী, ঝুমা গঙ্গোপাধ্যায়, সৌরভ বর্ধন, নিমাই জানা, শতাক্ষী কুণ্ডু, প্রদীপ ঘোষ, হামিদুল ইসলাম, অনিন্দিতা প্রামানিক, ভগীরথ সর্দার, বিশ্বজিৎ, বনশ্রী রায় দাস, অনীক চক্রবর্ত্তী, অনিমেষ দত্ত, হীরক বন্দ্যোপাধ্যায়, অমৃতা খেটো, সুমিত পতি, পলাশ দে, শোভন মণ্ডল, পঙ্কজ মণ্ডল, বর্ণময় বাড়ৈ



ছোটগল্প

তমাল বন্দ্যোপাধ্যায়, লুনা রাহনুমা, অলোকপর্ণা, শাশ্বতী মজুমদার, বিতান চক্রবর্তী, রিমি মুৎসুদ্দি, সায়ন্তন ঠাকুর



বাংলা আভাঁ-গার্দ সাহিত্য

মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায়



দুটি কবিতা

নীলোৎপল গুপ্ত, রণজিৎ অধিকারী, রবীন বসু, দীপ শেখর চক্রবর্তী, অতনু টিকাইৎ, চয়ন ভৌমিক, বিশ্বজিৎ মণ্ডল, আলোক মণ্ডল, কনিষ্ক দেওঘরিয়া, জয়িতা ভট্টাচার্য, সন্দীপন দাস



বাংলা সংস্কৃতির দুই আউটসাইডার: বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতি

কুদরত-ই-হুদা, মলয় রক্ষিত



কবিতা যাপন কবিতার মুহূর্ত

হিন্দোল ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বিদিশা সরকার, নির্মাল্য মুখোপাধ্যায়



কবিতার আত্মসংলাপ

যশোধরা রায়চৌধুরী, বেবী সাউ



গুচ্ছ কবিতা

রাণা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, তৈমুর খান, বিজয় সিংহ, পূর্বা মুখোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি রায়, অংশুমান কর, সুদীপ্ত মাজি, শাশ্বত গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অর্ণব পণ্ডা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মারুফুল আলম, হরিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীদর্শিনী চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, তমোঘ্ন মুখোপাধ্যায়, অরিন চক্রবর্তী, সোমনাথ বেনিয়া, তন্ময় ধর, দেবজ্যোতি দাশগুপ্ত, ইন্দ্রাণী পাল



কাব্যভাষার সন্ধানে

সুব্রত সরকার, মোহাম্মদ আজম, সৌভিক গুহসরকার, দীপঙ্কর সেন, স্বপ্ননীল সরকার, শৌনক দত্ত, মৃন্ময় চক্রবর্তী, তুষ্টি ভট্টাচার্য



অনুবাদ কবিতা

কে শচ্চিদানন্দন: বিকাশ শীল, বেজান মাতুর: রুদ্র কিংশুক



চিত্রকলা

সুশোভন অধিকারী, অর্ণব মিত্র, সুদেষ্ণা দে

গ্রন্থ-সমালোচনা

অরিন্দম রায়, অভিনন্দন মুখোপাধ্যায়
.......................................

সম্পাদনা: অয়ন চৌধুরী
প্রচ্ছদ: তমোজিৎ ভট্টাচার্য্য
মুদ্রিত মূল্য: ৫০০.০০

সত্যি বলতে ড্রয়িংরুম লিটেরেচার হিসেবে এই উপন্যাসটি পড়া যাবে না। এর ভাষা, এর আঙ্গিক, এর বিষয় কোনো কিছুই মনভোলানো আখ্যানের...
16/01/2024

সত্যি বলতে ড্রয়িংরুম লিটেরেচার হিসেবে এই উপন্যাসটি পড়া যাবে না। এর ভাষা, এর আঙ্গিক, এর বিষয় কোনো কিছুই মনভোলানো আখ্যানের মতো নয়। বছর ছয়-সাত ধরে সমাজের নীচুতলায় ঘটে চলা নানান পাওয়ার-স্ট্রাকচারের কাঠামোগুলিকে পর্যবেক্ষণ করেছেন লেখক ও স্রোত পত্রিকার সম্পাদক অয়ন চৌধুরী। এইসব অভিজ্ঞতা থেকেই তৈরি হল ষষ্ঠীর মতো একটি চরিত্র।ধনী-গরিবের সহজ বাইনারির বাইরে যে পাওয়ার-স্ট্রাকচার, সেই সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতিতে সমাজের নীচুতলার এক কিশোরের বড় হওয়া, তার মানসিক নানান অন্তর্ঘাত এই উপন্যাসের মূল বিষয় হয়ে উঠেছে।

উপন্যাসটি প্রকাশ করেছে পরম্পরা প্রকাশন।
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইটি পাওয়া যাবে পরম্পরার ৩৫২ নং স্টলে।

পাঠক সহায়...

এই দুঃসংবাদে মনে হল ওঁর স্নেহমাখা হাতটি হঠাৎ মাথার উপর থেকে সরে গেল। স্রোত-এর সাথে ওঁর সম্পর্কটি এতই নিবিড় ছিল যে ওর কবি...
11/01/2024

এই দুঃসংবাদে মনে হল ওঁর স্নেহমাখা হাতটি হঠাৎ মাথার উপর থেকে সরে গেল। স্রোত-এর সাথে ওঁর সম্পর্কটি এতই নিবিড় ছিল যে ওর কবিতা বা পত্রিকা সম্পর্কে নানান মতামত কোনো কিছু থেকেই আমরা বঞ্চিত হইনি। দেবারতি দি থাকবেন, নিশ্চয়ই থাকবেন ওঁর কবিতায় কবিতায়।

প্রণাম...

সাথে রইল ২০১৪ সালে স্রোত-এ প্রকাশিত ওঁর একটি কবিতা...

স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩................................................................কবিতাপুণ্য...
31/12/2023

স্রোত ।। একাদশ বর্ষপূর্তি সংখ্যা ।। আগস্ট ২০২৩
................................................................

কবিতা

পুণ্যশ্লোক দাশগুপ্ত, কালীকৃষ্ণ গুহ, বিকাশ গায়েন, অদিতি বসুরায়, নিশীথ ষড়ংগী, কস্তুরী সেন, অভিরূপ মুখোপাধ্যায়, গৌতম কুমার গুপ্ত, সৈকত ঘোষ, তুষ্টি ভট্টাচার্য, প্রত্যুষা সরকার, সুবিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপকুমার চক্রবর্তী, ঝুমা গঙ্গোপাধ্যায়, সৌরভ বর্ধন, নিমাই জানা, শতাক্ষী কুণ্ডু, প্রদীপ ঘোষ, হামিদুল ইসলাম, অনিন্দিতা প্রামানিক, ভগীরথ সর্দার, বিশ্বজিৎ, বনশ্রী রায় দাস, অনীক চক্রবর্ত্তী, অনিমেষ দত্ত, হীরক বন্দ্যোপাধ্যায়, অমৃতা খেটো, সুমিত পতি, পলাশ দে, শোভন মণ্ডল, পঙ্কজ মণ্ডল, বর্ণময় বাড়ৈ



ছোটগল্প

তমাল বন্দ্যোপাধ্যায়, লুনা রাহনুমা, অলোকপর্ণা, শাশ্বতী মজুমদার, বিতান চক্রবর্তী, রিমি মুৎসুদ্দি, সায়ন্তন ঠাকুর



বাংলা আভাঁ-গার্দ সাহিত্য

মলয় রায়চৌধুরী, অনুপম মুখোপাধ্যায়



দুটি কবিতা

নীলোৎপল গুপ্ত, রণজিৎ অধিকারী, রবীন বসু, দীপ শেখর চক্রবর্তী, অতনু টিকাইৎ, চয়ন ভৌমিক, বিশ্বজিৎ মণ্ডল, আলোক মণ্ডল, কনিষ্ক দেওঘরিয়া, জয়িতা ভট্টাচার্য, সন্দীপন দাস



বাংলা সংস্কৃতির দুই আউটসাইডার: বিদ্যাসাগর ও শুভেন্দু মাইতি

কুদরত-ই-হুদা, মলয় রক্ষিত



কবিতা যাপন কবিতার মুহূর্ত

হিন্দোল ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বিদিশা সরকার, নির্মাল্য মুখোপাধ্যায়



কবিতার আত্মসংলাপ

যশোধরা রায়চৌধুরী, বেবী সাউ



গুচ্ছ কবিতা

রাণা রায়চৌধুরী, ঈশিতা ভাদুড়ী, তৈমুর খান, বিজয় সিংহ, পূর্বা মুখোপাধ্যায়, চৈতালী চট্টোপাধ্যায়, দেবজ্যোতি রায়, অংশুমান কর, সুদীপ্ত মাজি, শাশ্বত গঙ্গোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, অর্ণব পণ্ডা, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া, মারুফুল আলম, হরিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীদর্শিনী চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য, তমোঘ্ন মুখোপাধ্যায়, অরিন চক্রবর্তী, সোমনাথ বেনিয়া, তন্ময় ধর, দেবজ্যোতি দাশগুপ্ত, ইন্দ্রাণী পাল



কাব্যভাষার সন্ধানে

সুব্রত সরকার, মোহাম্মদ আজম, সৌভিক গুহসরকার, দীপঙ্কর সেন, স্বপ্ননীল সরকার, শৌনক দত্ত, মৃন্ময় চক্রবর্তী, তুষ্টি ভট্টাচার্য



অনুবাদ কবিতা

কে শচ্চিদানন্দন: বিকাশ শীল, বেজান মাতুর: রুদ্র কিংশুক



চিত্রকলা

সুশোভন অধিকারী, অর্ণব মিত্র, সুদেষ্ণা দে

গ্রন্থ-সমালোচনা

অরিন্দম রায়, অভিনন্দন মুখোপাধ্যায়
.......................................

সম্পাদনা: অয়ন চৌধুরী
প্রচ্ছদ: তমোজিৎ ভট্টাচার্য্য
মুদ্রিত মূল্য: ৫০০.০০
অর্ডার করুন একটিমাত্র হোয়াটসঅ্যাপ করে: ৯৭৩২৬০৪৯৬০

"কী অসামান্য সংখ্যা! কবিতায় গল্পে প্রবন্ধে এই সময়কার শক্তিশালী ও প্রতিশ্রুতিবদ্ধ কবি ও লেখকদের এইভাবে একত্রিত করা এবং এক...
27/12/2023

"কী অসামান্য সংখ্যা! কবিতায় গল্পে প্রবন্ধে এই সময়কার শক্তিশালী ও প্রতিশ্রুতিবদ্ধ কবি ও লেখকদের এইভাবে একত্রিত করা এবং এক মহৎ সম্মেলনের রচনা করা... ভাবা যায় না! আমি বিস্মিত হয়েছি। এমন আয়োজনে অংশ নেওয়ার জন্য আমাকেও ডাক দিয়েছিলেন সম্পাদক, ভেবেও ভাল লাগছে।"

লিখেছেন এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি ও ঔপন্যাসিক অনুপম মুখোপাধ্যায়।

দ্বিতীয় মুদ্রণের পথে স্রোত-এর একাদশ বর্ষপূর্তি সংখ্যা। যাঁরা এখনও সংগ্রহ করেননি আজই অর্ডার করুন একটিমাত্র হোয়াটসঅ্যাপ করে: ৯৭৩২৬০৪৯৬০

'আলোপৃথিবী' পত্রিকায় 'স্রোত'-এর সাম্প্রতিক সংখ্যা নিয়ে লিখেছেন কবি ও প্রাবন্ধিক দীপঙ্কর সেন। ধন্যবাদ জানাই লেখক ও পত্রিক...
20/12/2023

'আলোপৃথিবী' পত্রিকায় 'স্রোত'-এর সাম্প্রতিক সংখ্যা নিয়ে লিখেছেন কবি ও প্রাবন্ধিক দীপঙ্কর সেন। ধন্যবাদ জানাই লেখক ও পত্রিকা কর্তৃপক্ষকে।

স্রোত-এর এই সংখ্যাটি বর্তমান বাংলা কবিতার মূল আবহটি ধরে আছে। যাঁরা এখনও সংগ্রহ করেননি তাঁরা আজই অর্ডার করে দিতে পরেন একটিমাত্র হোয়াটসঅ্যাপ করে: ৯৭৩২৬০৪৯৬০

পাঠকই ঈশ্বর...

পাঠপ্রতিক্রিয়া লিখলেন কবি ও ঔপন্যাসিক অনুপম মুখোপাধ্যায়
08/12/2023

পাঠপ্রতিক্রিয়া

লিখলেন কবি ও ঔপন্যাসিক অনুপম মুখোপাধ্যায়

19/11/2023

Professor Seemita MohantyDepartment of Humanities and Social SciencesNational Institute of Technology Rourkela স্রোত। এক...
02/11/2023

Professor Seemita Mohanty
Department of Humanities and Social Sciences
National Institute of Technology Rourkela

স্রোত। একাদশ বর্ষপূর্তি সংখ্যা

কলেজস্ট্রীটে মান্দাস (কলকাতা পৌরসভার পাশে)-এ পাওয়া যাচ্ছে।
বাড়িতে বসে সংগ্রহের জন্য হোয়াটসঅ্যাপ করুন: ৯৭৩২৬০৪৯৬০

মলয় রায়চৌধুরী নেই একথা এখনও অবিশ্বাস্য লাগছে। গত ১৮ অক্টোবর মেইল করেছেন স্রোত-এর সাম্প্রতিক সংখ্যাটি সম্পর্কে তাঁর ভাল ল...
26/10/2023

মলয় রায়চৌধুরী নেই একথা এখনও অবিশ্বাস্য লাগছে। গত ১৮ অক্টোবর মেইল করেছেন স্রোত-এর সাম্প্রতিক সংখ্যাটি সম্পর্কে তাঁর ভাল লাগা জানিয়ে। এবারের সংখ্যায় ওঁর একটি দীর্ঘ প্রবন্ধ আছে। পরের সংখ্যায় কী বিষয়ে লিখবেন তাও একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল।এরকম হঠাৎ চলে যাওয়া আমাদের শুধু দুঃখিত করেনি সাংঘাতিক এক শূন্যতা তৈরি করে দিল। যেখানেই থাকুন, ভালো থাকুন, আপনার মেজাজে থাকুন কমরেড...

দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নতুন নতুন পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে স্রোত। আপনি কি এখনও সংগ্রহ করেননি? আজই অর্ডার করে দিন...
26/09/2023

দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন নতুন নতুন পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে স্রোত। আপনি কি এখনও সংগ্রহ করেননি? আজই অর্ডার করে দিন একটি মাত্র হোয়াটসঅ্যাপ করে: ৯৭৩২৬০৪৯৬০

প্রথম মুদ্রণ শেষের পথে...

15/08/2023

আপনাদের ভালোবাসায় আমাদের বারো বছর...

স্রোত-এর জন্মদিন ও নতুন সংখ্যা নিয়ে বললেন সম্পাদক, অয়ন চৌধুরী...

Address


Alerts

Be the first to know and let us send you an email when SROT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SROT:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share