🌷চিকেন প্যাডিস সঠিক রেসিপিতে চাইলেই বাসায় বানিয়ে খাওয়া যায়। বাচ্চারা খুব পছন্দ করে চিকেন
প্যাডিস।
শুভ সকাল
#cakestagram #cakedecorating #cakesofinstagram #cakeart #cakelover #cake
চকলেট স্পঞ্জ কেক অনেক বেশি সফট মাশাল্লাহ।
#cakeart #cakesofinstagram #cakestagram #cakelover #cakedesign #cakedecorating #cake
কেক বানানোর শুরুতে যতটা বিরক্ত হই.... কেকের ফাইনাল লোকটা যখন দেখি ততটাই শান্তি লাগে।
আসলে প্রত্যেকটা কাজের মধ্যে অনেক বেশি ধৈর্য লাগে।
যারা মুখে ভালোবাসা প্রকাশ করতে পারেন না ...... এমন মেসেজ থিম কেক অর্ডার করতে পারেন.....
প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য একটা কেক যথেষ্ট।
কেকটা আমার অনেকদিন আগের বানানো।
ছয় মাস আগের অর্ডারি কেক
বার্থডে ডেট আসবে আর আমার কাছে অর্ডার দিবে ফাইনালি অর্ডার এসে গেল।
টেইলারের কাছে ১৫ দিন ধরে কাপড় দিয়ে রাখছি দিবে দিবে বলে দিচ্ছে না আর।। মেয়েটার আবদার ওর জামা যেন আমি সেলাই করে দেই। আমারও মনটা ভালো লাগছিল না তাই বসে বসে জামাটা সেলাই করলাম সেলাই করার সময় ও বারবার জিজ্ঞেস করছে কখন শেষ হবে তাই এক বসাতেই শেষ করে দিলাম। ২ ঘন্টা সময় লাগছিল । ওর অনেক পছন্দ হয়েছে গরমে আরাম পাবে বলছিল।
আজকে যে গরম পরছে এ গরমে কেক বানানোর টা আসলে কষ্টকর ।
আশা করি বার্থডে গার্ল কেকটা পেয়ে খুশি হয়ে যাবে ।
প্রবাসী ভাইয়াকে সারপ্রাইজ দিবে বলে আপুটা কেক টা অর্ডার দিয়েছে । কেকটা কমপ্লিট করলাম।
কেকটা কমপ্লিট করলাম। ডিফ্রেন্ড করার চেষ্টা করলাম । এ কেকটা করতে অনেক টাইম লাগছে । অনেক যত্ন শ্রম দিয়ে কেকটা করেছি, এতটা শ্রম যত্ন আমার জন্য করলে অনেক সুন্দর হইয়া যেতাম। যাইহোক আমি চেষ্টা করি আমার জায়গা থেকে কেকটা খেতে যেন ভালো হয় আর দেখতে যেন সুন্দর হয় । আমার ক্লাইন্ট পছন্দ করলেই হল।
ওজন : ১০০০ গ্রাম ।
বৈশাখী মেলার সাথে পরিচিত হল আমার বেবিরা,,,,,,,
আমার বেবি রা নানুর বাড়িতে আসলে এভাবেই সময় পার করে। একেবারেই লেখাপড়া করতে চাইনা ,,,তবে মুহূর্তগুলো সুন্দর ছিল।