15/10/2025
দুদিনের দুনিয়া… কে কত কিছু নিয়ে ব্যস্ত।
আজ রোদের মাঝে এক রিক্সাওয়ালাকে ঠান্ডা পানি, বিস্কুট আর কোল্ড ড্রিংক দিলাম।
তার মুখের হাসিটাই ছিল আসল পুরস্কার। ❤️
ভালোবাসা ছড়িয়ে দাও, কারণ পৃথিবীটা ছোট, কিন্তু হৃদয় বড় হতে পারে।
আজ রাস্তায় এক রিক্সাওয়ালাকে দেখলাম রোদের মধ্যে হাঁপিয়ে উঠছে।
পাশের দোকান থেকে একটা ঠান্ডা পানি, কিছু বিস্কুট আর কোল্ড ড্রিংক দিলাম।
তার চোখে কৃতজ্ঞতার আলোটা দেখেই বুঝলাম —
মানুষের প্রতি মানুষ হওয়াটাই আসল দুনিয়ার সৌন্দর্য। ❤️