MD1M

MD1M মানুষকে অল্প কিছু সাহায্য করার ইচ্ছে থাকলে জীবনে কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না।
(2)

দুদিনের দুনিয়া… কে কত কিছু নিয়ে ব্যস্ত।আজ রোদের মাঝে এক রিক্সাওয়ালাকে ঠান্ডা পানি, বিস্কুট আর কোল্ড ড্রিংক দিলাম।তার ...
15/10/2025

দুদিনের দুনিয়া… কে কত কিছু নিয়ে ব্যস্ত।
আজ রোদের মাঝে এক রিক্সাওয়ালাকে ঠান্ডা পানি, বিস্কুট আর কোল্ড ড্রিংক দিলাম।
তার মুখের হাসিটাই ছিল আসল পুরস্কার। ❤️
ভালোবাসা ছড়িয়ে দাও, কারণ পৃথিবীটা ছোট, কিন্তু হৃদয় বড় হতে পারে।

আজ রাস্তায় এক রিক্সাওয়ালাকে দেখলাম রোদের মধ্যে হাঁপিয়ে উঠছে।
পাশের দোকান থেকে একটা ঠান্ডা পানি, কিছু বিস্কুট আর কোল্ড ড্রিংক দিলাম।
তার চোখে কৃতজ্ঞতার আলোটা দেখেই বুঝলাম —
মানুষের প্রতি মানুষ হওয়াটাই আসল দুনিয়ার সৌন্দর্য। ❤️

রোদে পোড়া মুখে যখন একটু হাসি ফুটে ওঠে, তখন বুঝি —মানবতার কাজ বৃথা যায় না।আজ এক রিক্সাওয়ালা ভাইকে দিলাম টুপি আর ঠান্ডা...
10/10/2025

রোদে পোড়া মুখে যখন একটু হাসি ফুটে ওঠে, তখন বুঝি —
মানবতার কাজ বৃথা যায় না।
আজ এক রিক্সাওয়ালা ভাইকে দিলাম টুপি আর ঠান্ডা জল,
তাঁর মুখের সেই তৃপ্তি আমার দিনের আশীর্বাদ ☀️❤️

“রোদে পুড়ে ক্লান্ত এক ভ্যান চালকের হাতে দিলাম একটা টুপি, এক বোতল পানি আর এক বোতল ঠান্ডা। ছোট্ট উপহার, বড়ো একটুকু স্বস্...
03/10/2025

“রোদে পুড়ে ক্লান্ত এক ভ্যান চালকের হাতে দিলাম একটা টুপি, এক বোতল পানি আর এক বোতল ঠান্ডা। ছোট্ট উপহার, বড়ো একটুকু স্বস্তি।”

“শ্রমিকের ঘামে এই শহর বেঁচে থাকে, তাই তাদের পাশে দাঁড়ানো মানেই মানবতার প্রতি শ্রদ্ধা।”

“ভ্যান চালকের ঘামে ভেজা কপালে রোদের ছায়া দিলাম একখানা টুপি। ছায়াটা ছোট হলেও তৃপ্তিটা অনেক বড়।”

পরিশ্রমের ঘামে ভিজে থাকা মানুষটার পাশে দাঁড়িয়ে শুধু এক গ্লাস জল দিতে পেরেছিলাম, তাতেই তার চোখের হাসি অমূল্য।”জল শুধু ত...
03/10/2025

পরিশ্রমের ঘামে ভিজে থাকা মানুষটার পাশে দাঁড়িয়ে শুধু এক গ্লাস জল দিতে পেরেছিলাম, তাতেই তার চোখের হাসি অমূল্য।”
জল শুধু তৃষ্ণা মেটায় না, মানুষের প্রতি ভালোবাসার দায়িত্বও মনে করিয়ে দেয়।”

🌿 “তৃষ্ণা মেটানো শুধু সাহায্য নয়, এটাই মানবতা।💧 “এক গ্লাস পানি শুধু দেহ নয়, মনকেও শীতল করে।❤️ “সত্যিকারের দান শুধু টাক...
02/10/2025

🌿 “তৃষ্ণা মেটানো শুধু সাহায্য নয়, এটাই মানবতা।
💧 “এক গ্লাস পানি শুধু দেহ নয়, মনকেও শীতল করে।
❤️ “সত্যিকারের দান শুধু টাকা নয়, কখনো কখনো এক গ্লাস পানিই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।”

এক গ্লাস পানি শুধু পিপাসা মেটায় না, মেটায় হৃদয়ের তৃষ্ণাও। মানবসেবা হলো সত্যিকারের ইবাদত।”
02/10/2025

এক গ্লাস পানি শুধু পিপাসা মেটায় না, মেটায় হৃদয়ের তৃষ্ণাও। মানবসেবা হলো সত্যিকারের ইবাদত।”

  wark       photo
27/09/2025

wark photo

Address

MOTHABARI

732207

Alerts

Be the first to know and let us send you an email when MD1M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share