Neermahal T.v

Neermahal T.v news channel

21/12/2024

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গন্ডাছড়া দামি বাইক ও ৭৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক মেলাঘরের রাকেশ মিয়া।

21/12/2024

নিজের বসতভিটার ৫ শতক জমি পার্টিকে দান করলেন কৈলাসহরের প্রবীণ CPIM নেত্রী শান্তি সিনহা।

৭৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গণ্ডাছড়ায় আটক মেলাঘরের রাকেশ মিয়া।রাকেশ এর সঙ্গে জড়িত মেলাঘর আরো কিছু যুবকের নাম পুলিশ...
21/12/2024

৭৮ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গণ্ডাছড়ায় আটক মেলাঘরের রাকেশ মিয়া।
রাকেশ এর সঙ্গে জড়িত মেলাঘর আরো কিছু যুবকের নাম পুলিশের খাতা উঠে এসেছে।

21/12/2024

Breaking News...

সাফল্য পেল মধুপুর থানার পুলিশ এবং সীমান্তের বিএসএফ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার রাধানগর সীমান্তবর্তী এলাকায় রাজেশ লস্করের বাড়িতে হানা দিয়ে ৩০০ টি ইয়াবা ট্যাবলেট এবং 15 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তবে সেই অভিযানে ছিলেন বিএসএফ মধুপুর থানার পুলিশ। পরবর্তী সময়ে রাজেশ লস্করকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে তার বিরুদ্ধে একটি এনডপিএস মামলা হাতে নেয় পুলিশ। এদিকে পরিবার কিংবা এলাকা সূত্রের খবর রাজেশ নস্করকে ঐ এলাকার কিছু পাচারকারীরা তার বাড়ির মধ্যে ইয়াবা ট্যাবলেট এবং শুকনো গাজা ঘরের মধ্যে দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়।

21/12/2024

ভারতীয় মজদুর সংঘের সোনালী ৭০ বছর উপলক্ষে জেলার পাচটি মোটর স্ট্যান্ডে করা হয় শ্রমিক সম্পর্ক অভিযান। নেতৃত্বে ছিলেন, কো কনভেনার প্রদেশ ইউসুফ মিয়া।

21/12/2024

ধর্মনগরের পূর্ব বাজার থেকে উদ্ধার এক ভবঘুরের মৃতদেহ।

21/12/2024

অবশেষে আগামী কাল রবিবার কলম ক্ষেত সজল চৌমহনী সংলগ্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। দীর্ঘদিন ধরে মেলাঘর কলম ক্ষেত সজল চৌমুহনী সংলগ্ন ক্রিকেট মাঠে কে পি এল উদ্যোগে যে ফুল বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে চলছিল, আগামী 22/12 /2024 রোজ রবিবার সকাল ১০ঃ০০ ঘটিকা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচে যারা লড়াই করবেন উরমাই কীর্তনীয়া বাড়ি এবং সোনামুড়া ঠাকুর মুড়া।

21/12/2024

অগ্নিদগ্ধা হয়ে শিক্ষিকার মৃত্যু, অভিযোগের কাঠগড়ায় শিক্ষক স্বামী!

মেলাঘরের ওই দম্পতির নাবালিকা মেয়ে অভিযোগ করেছে তার বাবার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের জেরে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

21/12/2024

হিংস্র বানরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাজারের ফল, সবজি ব্যবসায়ীরা। ঘটনা সোনামুড়া মহকুমা কাঠালিয়া বাজার এলাকা।

নিম্নমানের কাজের অভিযোগে, দশরথ বাড়ি এডিসি ভিলেজের কলা খেত বিশুদ্ধ পানীয় জলের মেশিনের কাজ বন্ধ করে দিলে এলাকাবাসী।
21/12/2024

নিম্নমানের কাজের অভিযোগে, দশরথ বাড়ি এডিসি ভিলেজের কলা খেত বিশুদ্ধ পানীয় জলের মেশিনের কাজ বন্ধ করে দিলে এলাকাবাসী।

20/12/2024

মেলাঘর লালমিয়া চৌমুহনী সংলগ্ন ক্রিকেট মাঠে ক্রিকেট টুর্নামেন্ট সরাসরি। যদি কেউ টিম রাখতে চান তাহলে যোগাযোগ করুন, 8787741506।

সোনামুড়া বি এম এস এর উদ্যোগে, ৭০ বছর সোনালী দিন উপলক্ষে মহকুমা শাসক সঙ্গে জনসম্পর্ক অভিযান।
20/12/2024

সোনামুড়া বি এম এস এর উদ্যোগে, ৭০ বছর সোনালী দিন উপলক্ষে মহকুমা শাসক সঙ্গে জনসম্পর্ক অভিযান।

20/12/2024

ভারতীয় জনতা যুব মোর্চা 23 ধনপুর মন্ডল সভাপতি শ্রী গৌতম ঘোষ এর শুভ জন্মদিন।

সংবিধান প্রনেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানী আগ...
20/12/2024

সংবিধান প্রনেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানী আগরতলায় NFIW এবং CPI বিক্ষোভ

20/12/2024

Big braking :- ২০২১ সালে খিলপাড়া মধ্যপাড়া এলাকায় এক সালিশি সবাই বড় ভাই নূর মোহাম্মদ খাদিম তার ঐ ছোট ভাই টিটু মিয়া খাদিমকে দাঁড়ালো অস্ত্র দিয়ে খুন করে। দীর্ঘ কয়েক বছর পর নূর মোহাম্মদ খাদিমকে দোষী সাব্যস্ত করে জেলা দায়রা আদালত। আজীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

20/12/2024

১২ টি বারমিজ গরু, দুটি বোলেরো পিকআপ গাড়ি আটক করলো উত্তর ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ।

20/12/2024

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নলচড় মূল সড়কে ,বোলোরো গাড়ি বাইক আরোহীকে ধাক্কা মারে, ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু, অপর একজন আহত। পুলিশের সিসি ফুটেছে বোলোরো গাড়ির ধরা পড়েছে।

Address

Melaghar, Kalam Khet. Urmai, Sonamura, Sepahijala
Melaghar
799115

Telephone

+918787746552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neermahal T.v posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neermahal T.v:

Share