BJYM KARNA

BJYM KARNA melaghar

ওঁ_কালী_কালী_মহাকালী_কালীকে_পাপহারিণী_ধর্মার্থমোক্ষদে_দেবী_নারায়ণী_নমোস্তুতে!! #আলোয়_ভরে_উঠুক_সবার_ঘর, #আজি_মিটে_যাক_স...
23/10/2022

ওঁ_কালী_কালী_মহাকালী_কালীকে_পাপহারিণী_ধর্মার্থমোক্ষদে_দেবী_নারায়ণী_নমোস্তুতে!!

#আলোয়_ভরে_উঠুক_সবার_ঘর,
#আজি_মিটে_যাক_সব_অন্ধকার,
#কালী_মা_আসুক_ধরিত্রীতে,
#কালিমা_ঘুচুক_জগৎ_থেকে!

মা কালী শক্তির আধার। তিনি নারীশক্তির মূর্ত প্রতীক। তিনি #দ্বীপান্বিতা।
সবার সাফল্য কামনা করি৷ সব জায়গায় আনন্দ ছড়িয়ে পড়ুক৷
সকলকে জানাই #কালীপুজো ও শুভ #দীপাবলির আলোকোজ্জ্বল শুভেচ্ছা!
#যাক_অবসাদ_বিষাদ কালো,
#দীপালিকায়_জ্বালাও_আলো॥

Win Predictor Showed Pakistan 85% And India 15%Yahan Se Match Ghumaya Hai 🙌 King For A Reason ❤️
23/10/2022

Win Predictor Showed Pakistan 85% And India 15%

Yahan Se Match Ghumaya Hai 🙌 King For A Reason ❤️

ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় দীপোৎসব....অপূর্ব দৃশ্য!
23/10/2022

ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় দীপোৎসব....

অপূর্ব দৃশ্য!

22/09/2022

#চোখেরজল😭

আমার স্ত্রী দেখতে কালো বলে আমার মা আগে থেকেই বলে রেখেছে আমার স্ত্রী ভুলেও যেন সকালে আমার ছোট বোনের রুমে না যায়। আমার ছোট বোন ৭মাসের প্রেগন্যান্ট।মেয়ের যেন এই অবস্থায় কোন অযত্ন না হয় তাই মা ছোট বোনকে নিজের কাছে এনে রেখেছেন।

সেদিন সকালে ছোট বোনের চিৎকার শুনে ঘুম ভেঙে গেলো। তড়িঘড়ি করে বোনের রুমে গেলাম। ভাবলাম বোনের আবার কোন সমস্যা হলো না কি। রুমে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলছে,
-”তোমাকে না বলেছি সকাল সকাল আমার রুমে না আসতে।সকালে ঘুম থেকে উঠে তোমার চেহাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়।”

আমি আমার ছোট বোনকে বললাম,
--তোর রুমে এসেছে বলে কি হয়েছ? তাছাড়া আমার বউয়ের চেহারার মাঝে কি এমন আছে যার জন্য তোর মেজাজ খারাপ হয়ে যায়?

ছোটবোন কিছু না বলে চুপ হয়ে আছে। অন্য রুম থেকে তখন মা এসে বললো,
-” সকালে ঘুম থেকে উঠে অলক্ষ্মীর চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে? আমার মেয়েটার কয়েকদিন পর বাচ্চা হবে। মেয়েদের বাচ্চা হবার আগে আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতই হবে। আমি চাই না আমার মেয়ের সন্তান তোর বউয়ের মত হোক। দুনিয়ার সব মানুষ তো তোর মত বোকা না যে কালো চামড়ার মেয়ে বিয়ে করবে।”

আমি আমার মাকে কিছু না বলে বোনের দিকে তাকিয়ে বললাম,
--আমার মা না হয় সল্প শিক্ষিতা তাই এইসব কুসংস্কার বিশ্বাস করে।কিন্তু তুই তো ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছিস। তোর কি এইসব জিনিস বিশ্বাস করতে হয়?

এই কথাটা বলে আমি যখন আমার রুমে আসলাম তখন আমার স্ত্রী আমার দিকে হাসিহাসি মুখে তাকিয়ে বললো,
-”আজ দুপুরে কি রান্না করবো?”
ওর হাসিমাখা মুখটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগে যে মেয়েটাকে আমার মা বোন এতো অপমান করলো তারপরেও সেই মেয়েটার মুখে এখনো হাসিটা কিভাবে লেগে আছে! হয়তো অতি কষ্ট পেয়েই মিথ্যা হাসির অভিনয় করছে।

আমি আমার স্ত্রীর হাতটা ধরে বললাম,
--আমার মা বোনের কথায় খুব কষ্ট পেয়েছো তাই না?
আমার স্ত্রী হেসে বললো,
-” একদম না।এইসব কথাতে আমি অনেক আগে থেকেই অব্যস্ত”
আমি অবাক হয়ে বললাম,
--মানে!
আমার স্ত্রী তখন বললো,
-” আপনাকে ছোট তিনটা ঘটনা বলি। কলেজে পড়া অবস্থায় অন্য সবার মতো আমারও ইচ্ছে হতো সাজতে। তো পাহেলা ফাল্গুনের দিন আমিও সবার মতো শাড়ি পরলাম। সবার মত আমিও সাজলাম। বাহিরে বের হওয়ার জন্য যখন বাসা থেকে বের হলাম তখন পাশের বাসার আন্টি আমার দিকে আড়চোখে তাকিয়ে বলেছিলো "যতই মেকাপ করো না কেন কালো কাক কখনো সাদা বক হতে পারে না!"
সেদিনের পর আর কখনো সাজতে ইচ্ছে হয় নি কারণ কালো মেয়েদের সাজতে হয় না..

একবার কয়েকজন বান্ধবী মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম। বান্ধবীরা যখন সমানে সেলফি তুলছিলো তখন আমিও চেয়েছিলাম সেলফি তুলতে।তখন এক বান্ধবী আমায় বলে বসলো,” তুই সেলফির ভিতর থাকলে পুরো সেলফিটাই নষ্ট হয়ে যাবে।”
এরপর আর কখনো সেলফি তোলার ইচ্ছে হয় নি। কারণ কালো মেয়েদের সেলফি তুলতে নেই...

দেখতে কালো বলে একের পর এক পাত্রপক্ষ যখন বিয়ের জন্য না করে দিচ্ছিলো তখন আমার নিজের মা বলেছিলো,” এই অলক্ষ্মী মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। এই অলক্ষ্মী মেয়ে মরেও না।”
নিজের বাবা বলেছিলো,” এই কপালপুড়ি আমার চোখের সামনে যেন না আসে”

যেখানে আমার নিজের জন্মদাত্রী মা আমায় অলক্ষ্মী বলতে পারে সেখানে পরের মা আমায় অলক্ষ্মী বললে কষ্ট লাগবে কেন? যেখানে আমার জন্মদাতা পিতা আমার মুখ দেখতে চায় না সেখানে তোমার বোন আমার মুখ দেখতে না চাইলে আমার তো তাতে কষ্ট পাওয়ার কথা না।”

কথাগুলো বলা শেষে আমার স্ত্রী ওর চোখের কোণে জমা থাকা জলটা মুছলো অথচ ওর মুখে তখনো হাসিটা লেগে আছে। আমি বুঝতে পারছিলাম এই হাসিটার ভিতর কতটা যন্ত্রণা লুকিয়ে আছে।
---
-----
দেড়মাস পরের ঘটনা আমার বোনের শরীরের অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এখনি সিজার করতে হবে তা না হলে পেটের বাচ্চার ক্ষতি হবে। ডাক্তার আমার বোনকে অপারেশন থিয়েডারে নিয়ে যাওয়ার আগে বললো তাড়াতাড়ি ও-নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে। আমরা আগে থেকে যে ডোনারের সাথে কথা বলে রেখেছিলাম তাকে যখন ফোন দেই রক্তের জন্য তখন সে বলে, আমরা কেন থাকে আগে ভাগে জানায় নি? সে এই মুহুর্তে ঢাকার বাহিরে আছে। আমরা সবাই যখন ও-নেগেটিভ রক্তের জন্য ছুটাছুটি করছিলাম সেটা আমার স্ত্রী জানতে পেরে বাসা থেকে আমায় ফোন দিয়ে বললো,রক্তের জন্য চিন্তা না কারতে কারণ ওর রক্তের গ্রুপ ও-নেগেটিভ। ও এখনি হাসপাতালে আসছে ।
আমি ফোন রেখে আমার মায়ের কাছে গেলাম। মা তখন আল্লাহকে ডাকছে আর কান্নাকাটি করছে।আমি মায়ের পাশে বসতে বসতে বললাম,
--মা, রক্ত দেওয়ার মানুষ পাওয়া গেছে কিন্তু সমস্যা হলো লোকটা কালো। কালো মানুষের শরীর থেকে রক্ত নেওয়া কি উচিত হবে? পরে যদি বাচ্চা কালো হয়?

মা রাগী চোখে আমার দিকে তাকিয়ে বললো,
-” রক্তের মধ্যে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদ কি? ফর্সা মানুষের রক্ত যেমন লাল হয় তেমনি কালো মানুষের রক্তও লাল হয়। তাছাড়া কালো মানুষের শরীর থেকে রক্ত নিলে যে পেটের সন্তান কালো হবে এমন আজগবি কথা তোকে কে বলেছে?”
আমি আর কিছু না বলে চুপচাপ মায়ের সামনে থেকে চলে গেলাম।

পরদিন সকালে খেয়াল করি আমার মা আমার ভাগ্নীকে কোলে নিয়ে বসে আছে। পাশের বেডে আমার বোন শুয়ে আছে। আমি হাসিমুখে আমার মাকে বললাম,
--আচ্ছা মা, রক্তে যদি ফর্সা কালোর কোন ভেদাভেদ না থাকে তাহলে চামড়াই কেন মা এতো ভেদাভেদ? কালো মানুষের রক্ত শরীরে নিতে সমস্যা নেই অথচ কালো মানুষের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কেন? মা কখনো চামড়া দেখে মানুষকে বিবেচনা করতে নেই বরং চামড়ার ভিতরে থাকা মানুষটাকে দেখে বিবেচনা করতে হয়। তোমাদের এত অপমানের পরেও আমার স্ত্রী মনে একটুও রাগ পুষে রাখি নি বরং সময়ে নিজের শরীরের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে।

মা আমার কথা শুনে নিরব হয়ে আছে। আমি তখন পাশে শুয়ে থাকা ছোট বোনকে বললাম,
--যে মানুষটা তোর এত অপমান সহ্য করার পরেও তোকে বাঁচাতে সাহায্য করেছে তাকে সম্মান দিতে না পারলেও কখনো অপমান করিস না বোন।

হঠাৎ খেয়াল করি দরজার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে। ছোটবোন আমার স্ত্রীকে দেখে বললো,
-” ভাবী, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে আমার মেয়েটাকে একটু কোলে নাও। আর শুনো আমার মেয়ের নাম কিন্তু তোমার ঠিক করে দিতে হবে।”

বাচ্চাকে কোলে নিবার সাথে সাথেই আমার স্ত্রী কেঁদে দিলো।আমার স্ত্রীর কান্না দেখে আমার মা আর বোনও কেঁদে দিলো। মা মেয়েদের কান্নার আনন্দময় মিলন মেলায় আমি আর দাঁড়িয়ে না থেকে কেবিন থেকে বের হয়ে আসলাম। মনের অজান্তে একফোটা চোখের জল আমার চোখেও জমা হয়েছে

সংগ্রহীত

এই রকম শিক্ষা মূলক পোস্ট পেতে পেজটিতে ফলো বাটনে ক্লিক দিয়ে রাখতে পারেন। 👇

আজ ভারতীয় জনতা পার্টি সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস নেতৃত্বে নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ গ্রহন করি।
09/09/2022

আজ ভারতীয় জনতা পার্টি সোনামুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস নেতৃত্বে নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ গ্রহন করি।

ভারতীয় জনতা পার্টির প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী কঠোর পরিশ্রমী ও জনপ্রিয় নেতা Biplab Kumar Deb  মহোদয় কে আরো বড় দায়িত্...
09/09/2022

ভারতীয় জনতা পার্টির প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী কঠোর পরিশ্রমী ও জনপ্রিয় নেতা Biplab Kumar Deb মহোদয় কে আরো বড় দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হরিয়ানা রাজ্যের প্রভারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। আশা করি আপনার নেতৃত্বে হরিয়ানা পাবে এক নতুন দিসা । মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

জয় ভারত।।।
27/08/2022

জয় ভারত।।।

ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্...
25/08/2022

ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।।
আমি তীব্র আশাবাদী ও নিশ্চিত উনার সুদক্ষ নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সংগঠন আগামীদিনে আরোও সুদৃঢ় ও সুগঠিত হয়ে উঠবে।।

আজ সিপাহী জলা দক্ষিণ জেলার অন্তর্গত 22 সোনামুড়া মন্ডলের 06 নং বুথের  স্বশক্তি করণ অভিযান ও বেনি ফিসারীদের সাথে মতবিনিময...
23/08/2022

আজ সিপাহী জলা দক্ষিণ জেলার অন্তর্গত 22 সোনামুড়া মন্ডলের 06 নং বুথের স্বশক্তি করণ অভিযান ও বেনি ফিসারীদের সাথে মতবিনিময় করা হয়।
#মিশন ২৩

ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী,জননেতা, রাষ্ট্রনায়ক, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জীর পূর্ণ্য তিথিতে রইলো আমার বিনম্র...
16/08/2022

ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী,জননেতা, রাষ্ট্রনায়ক, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী জীর পূর্ণ্য তিথিতে রইলো আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

তেরঙ্গা🇮🇳 প্রত্যেক ভারতবাসীর গর্ব, দেশের সকল বৈচিত্র্যকে ঐক্যের সুতোয় একত্রিত করে।মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra M...
13/08/2022

তেরঙ্গা🇮🇳 প্রত্যেক ভারতবাসীর গর্ব, দেশের সকল বৈচিত্র্যকে ঐক্যের সুতোয় একত্রিত করে।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জী দ্বারা শুরু করা অভিযানের অংশ হিসাবে, আজ আমার বাসভবনে তেরঙ্গা 🇮🇳 পতাকা লাগিয়ে সেই বীরদের অভিবাদন জানাই যারা দেশের জন্য সর্বস্ব উৎসর্গ করে দিয়েছেন। জয় হিন্দ,,, ভারত মাতা কি জয়,,

স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব উপলক্ষে আজ ২২-সোনামুড়া মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক ঐতিহাসিক বাইক র‍্যালী অনুষ্ঠিত হয়।উক্ত...
10/08/2022

স্বাধীনতার ৭৫ তম অমৃত মহোৎসব উপলক্ষে আজ ২২-সোনামুড়া মন্ডল যুব মোর্চার উদ্যোগে এক ঐতিহাসিক বাইক র‍্যালী অনুষ্ঠিত হয়।

উক্ত বাইক র‍্যালীতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি শ্রদ্ধেয় িক মহোদয়,
প্রদেশ যুব মোর্চার সহসভাপতি শ্রদ্ধেয় #বিকি_প্রসাদ মহোদয় এবং সিপাহীজলা দঃ জেলার অভিভাবক তথা মাননীয় জেলা সভাপতি শ্রীযুক্ত #দেবব্রত_ভট্টাচার্য মহোদয়, জেলা যুব মোর্চার সভাপতি #সুপাঙ্ক_সরকার মহোদয় সহ অন্যান্য নেতৃত্ববর্গ।

🇮🇳
🇮🇳

আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন কে কেন্দ্র করে ১৩ থেকে ১৫ তারিখে  িরঙ্গা 🇮🇳 কর্মসূচীকে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল  🇮...
09/08/2022

আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন কে কেন্দ্র করে ১৩ থেকে ১৫ তারিখে িরঙ্গা 🇮🇳 কর্মসূচীকে সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল

🇮🇳
🇮🇳

"যাহা হুয়ে বলিদান মুখার্জী ও কাশ্মীর হামারা হে"।           কাশ্মীরের  গর্বের পতাকা হাতে নিয়ে আমাদের যুব আইকন Nabadal Ba...
25/07/2022

"যাহা হুয়ে বলিদান মুখার্জী ও কাশ্মীর হামারা হে"।
কাশ্মীরের গর্বের পতাকা হাতে নিয়ে আমাদের যুব আইকন Nabadal Banikজী or Supank Sarkar
🧡🧡🙏 🙏
Banik 🧡🧡🙏🙏

বাম অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে নিজের জীবন বলিদান করা, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, শহীদ নিশিকান্ত চাক...
25/07/2022

বাম অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে নিজের জীবন বলিদান করা, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, শহীদ নিশিকান্ত চাকমার বলিদান দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি।

শহীদ নিশিকান্ত চাকমা আমাদের মধ্যে সর্বদা অমর হয়ে থাকবেন।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi  জির আবেদনে সারা দিয়ে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল নাগরিকদের বাড়ি...
24/07/2022

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জির আবেদনে সারা দিয়ে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সকল নাগরিকদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অভিযানে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি আবেদন জানাচ্ছি।🙏🙏🙏

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐅𝐥𝐚𝐠. 🧡🤍💚🇮🇳আজ বিশ্বের সবচেয়ে সুন্দর পতাকার জন্মদিন!১৯৪৭ সালের ২২শে জুলাই, ভারতীয় গণপরিষ...
22/07/2022

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐅𝐥𝐚𝐠. 🧡🤍💚🇮🇳
আজ বিশ্বের সবচেয়ে সুন্দর পতাকার জন্মদিন!
১৯৪৭ সালের ২২শে জুলাই, ভারতীয় গণপরিষদ ভারতীয় তেরঙ্গাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন।
প্রত্যেকটা ভারতবাসীর কাছে দিনটা গর্বের।❤️🇮🇳
𝙅𝙖𝙞 𝙃𝙞𝙣𝙙 🇮🇳 ,𝙑𝙖𝙣𝙙𝙚 𝙈𝙖𝙖𝙩𝙖𝙧𝙖𝙢❤

ভারতের প্রথম জনজাতি মহিলা নবনির্বাচিত রাষ্ট্রপতি শ্রীমতি Draupadi Murmu মহোদয়াকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিন...
21/07/2022

ভারতের প্রথম জনজাতি মহিলা নবনির্বাচিত রাষ্ট্রপতি শ্রীমতি Draupadi Murmu মহোদয়াকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন🙏💐

২২ সোনামুড়া মন্ডলের  #কার্য্যকারিনী বৈঠক।উপস্থিত মন্ডল সভাপতি মাননীয়  #শ্রীবিশ্বজীৎ দাস মহোদয়, জেলার ভারতীয় জনতা পার্টী...
17/07/2022

২২ সোনামুড়া মন্ডলের #কার্য্যকারিনী বৈঠক।
উপস্থিত মন্ডল সভাপতি মাননীয় #শ্রীবিশ্বজীৎ দাস মহোদয়, জেলার ভারতীয় জনতা পার্টী সভাপতি #শ্রীদেব্রবত ভট্টাচার্য মহোদয় মাননীয় রাজ্য কমিটি অন্যতম সদস #শ্রীমহোদয় প্রসেনজিৎ বিবিশ্ব অন্যান্য দেবতূল্য কার্য্যকর্তাবৃন্দ।
#ভারতীয়_জনতা_পার্টী_জিন্দাবাদ
#22 সোনামুড়া _মন্ডল_জিন্দাবাদ

সোনামুড়া মন্ডল ভারতীয় জনতা পার্টির ২২/২৬নং বুথের আয়োজিত প্রধানমন্ত্রী মন কি বাত এর ৮৮ তম অধ্যায়ে অংশগ্রহণ করি ।।।। উপস্...
24/04/2022

সোনামুড়া মন্ডল ভারতীয় জনতা পার্টির ২২/২৬নং বুথের আয়োজিত প্রধানমন্ত্রী মন কি বাত এর ৮৮ তম অধ্যায়ে অংশগ্রহণ করি ।।।।
উপস্থিত ছিলেন বুথ সভাপতি অন্যান্য মহানুভব গন।।।।
বিজেপি জিন্দাবাদ ।।।।
২৬ নং বুথ জিন্দাবাদ।।।

ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় প্রদেশ সভাপতি প্রফেসর ডঃ মানিক সাহা মহোদয়কে রাজ্যসভা নির্বাচনে বিজয়ী হওয়ার ...
31/03/2022

ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মাননীয় প্রদেশ সভাপতি প্রফেসর ডঃ মানিক সাহা মহোদয়কে রাজ্যসভা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আত্মনির্ভর ত্রিপুরা বাজেট ২০২২-২৩ ।।
17/03/2022

আত্মনির্ভর ত্রিপুরা বাজেট ২০২২-২৩ ।।

পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় স্যার আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় বন কুমার সাহা মহাশয় ইহলোকের মায়া ত্য...
16/03/2022

পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় স্যার আমাদের সকলের অভিভাবক শ্রদ্ধেয় বন কুমার সাহা মহাশয় ইহলোকের মায়া ত্যাগ করিয়া পরলোক গমন করিয়াছেন!!!
আমি ওনার আত্মার সদগতি কামনা করি। আজ আমরা আরেকজন অভিভাবককে হারালাম।
ওঁম শান্তি, ওঁম শান্তি, ওঁম শান্তি।

Address

Melaghar

Telephone

+918837347188

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJYM KARNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BJYM KARNA:

Videos

Share


Other Social Media Agencies in Melaghar

Show All