JB LIVE News - Jahangir Badsa

JB LIVE News - Jahangir Badsa Jb Live news is an completely bengali news and information channel,which serve various type of news.
(3)

25/01/2025

ময়নার চন্ডিয়া নদীর তীর থেকে মৃ*ত মহিলার কা*টা মু*ন্ডু উদ্ধার করলো পুলিশ।

ছিঃ ছিঃ রে ননী ছিঃ…২০ বছর পর কীভাবে ভাইরাল এক ওড়িয়া গান, ১.২ কোটির রেকর্ড•আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়ি...
25/01/2025

ছিঃ ছিঃ রে ননী ছিঃ…২০ বছর পর কীভাবে ভাইরাল এক ওড়িয়া গান, ১.২ কোটির রেকর্ড
•আসলে এই গানের শুরু সম্বলপুর থেকে। এখন তা ছড়িয়ে পড়েছে ওড়িশা পেরিয়ে গোটা দুনিয়ায়। নতুন বছরের শুরুতেই 'ছি ছি ছিঁড়ে ননী...' গানটি যেন এক জাদু ছড়িয়েছে। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ১২ মিলিয়ন গণ্ডি! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক লাখের বেশি ব্যবহারকারী এই গানের উপর শর্ট ক্লিপ তৈরি করেছেন।

বাংলা মানে:-
ধন কে দেখলু তুই ননী সিনা মনকে চিনলু নাই।
বাংলা: ধন (সম্পদ) দেখলি মেয়ে কিন্তু মনকে চিনলি না।

সোনাকে চিনলু বানাকে চিনলু মনিষো চিনলু নাই।
বাংলা: সোনাদানা চিনলি কিন্তু মানুষ চিনলি না।

ধন নাই বলি মোর পাখে ননী তার কাজে উঠি গলু।
বাংলা: আমার কাছে ধন (সম্পদ) নেই বলে,,মেয়ে তার সঙ্গে চলে গেলি।

ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু।
বাংলা: ধন সম্পদ আছে কিন্তু মন নেই তার,তুই জানতে পারলি নাহি।

গোটে দিনো মিশা যগি দেলু নাহি কেড়ে কথা করি দেলু।
বাংলা: একটা দিন ও অপেক্ষা করলি নাহি,কতো বড়ো কান্ড করে দিলি

মুই গাঁ যাই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু।
বাংলা: আমি বেড়াতে গিয়ে এসে দখি আমায় কেমনে ভুলে গেলি।

ছি ছি ছি ননী ছি ছি ছি।
বাংলা: ছি ছি ছি মেয়ে ছি ছি ছি

•গানের প্রযোজক তথা রচয়িতা সীতারাম আগরওয়াল এর কৃতিত্ব দিয়েছেন প্রয়াত গায়ক ও গীতিকার সত্যনারায়ণ অধিকারীকে। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন ভিডিওর মুখ্য চরিত্র সম্বলপুরের বিভূতি বিশ্বাল এবং পরিচালক মনভঞ্জন নায়ক।
•গোবিন্দটোলা, সম্বলপুরের বাসিন্দা বিভূতি বিশ্বাল একজন নিবেদিতপ্রাণ মঞ্চশিল্পী। থিয়েটারে তাঁর দক্ষতা, প্রধান এবং পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন। আকাশবাণী সম্বলপুরের সঙ্গে যুক্ত এই শিল্পী পার্ট-টাইম আর্ট টিচার হিসেবেও কাজ করেন।
•গানের সঙ্গে যুক্ত হওয়ার স্মৃতি রোমন্থন করে বিভূতি জানিয়েছেন, পরিচালক মনভঞ্জন নায়কের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল এক থিয়েটারের মাধ্যমে। বিভূতির গ্রাম্য চেহারা এবং সহজাত অভিনয় দক্ষতা দেখে পরিচালক তাঁকে এই মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন। যদিও এর আগে কখনও মিউজিক ভিডিওতে অভিনয় বা নাচ করেননি তিনি, তবুও নির্মাতারা তাঁর উপর ভরসা করেছিলেন।
•পরিচালক মনভঞ্জন নায়ক জানিয়েছেন, গানটি প্রথম বার রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালে। ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল এই গানের উপর একটি ভিডিও তৈরি করার প্রস্তাব দেন। তখনই এই গল্পটি তৈরি করেন নায়ক। গল্পটি এক দরিদ্র যুবককে ঘিরে, যাঁকে প্রেমিকার পরিবার আর্থিক অবস্থার কারণে প্রত্যাখ্যান করে। কাজের সন্ধানে বাড়ি ছেড়ে যাওয়া যুবক যখন ফেরে, তখন জানতে পারে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সেই হৃদয়বিদারক মুহূর্তে গানটি গেয়ে ওঠে যুবক।

পরিচালক মনভঞ্জন স্বীকার করেছেন, গানটির মান নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী থাকলেও এর এমন সাড়া জাগানো সাফল্য হবে তা কল্পনাও করতে পারেননি। ২০ বছর পর এই গানের পুনর্জন্ম যেন সৃষ্টিকর্তাদের জন্য এক অভাবনীয় উপহার।

এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল পিটাপালি এবং জামদারপালি গ্রামে। প্রথমে গানটি সামান্য পেলেও পরে হারিয়ে যায়। এখন সেই গানই ইতিহাস গড়ছে। সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে ছিঃ ছিঃ রে ননী ছিঃ। সংগৃহীত

25/01/2025

থানা কম্পাউন্ডের মধ্যেই আ*ক্রা*ন্ত কাঁথি সারাহ কমিটির সভাপতি।

25/01/2025

কোলাঘাটে জাতীয় সড়কে নাকা চেকিং।।২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং।।

25/01/2025

ময়নার চন্ডিয়া নদী থেকে মৃ*ত মহিলার কা*টা মু*ন্ডু উদ্ধার করলো পুলিশ। মৃ*ত মহিলার নাম শেফালী বর্মন স্বামীর নাম পবিত্র বর্মন।। স্বামী খু*ন করে মু*ন্ডু আলাদা করে দেয় স্ত্রীর

25/01/2025

রঙিন ফুলকপি চাষ করে তাক লাগাচ্ছেন গ্রামের কৃষক। কিন্তু কোথায় চাষ হচ্ছে এই রঙিন ফুলকপি।। দেখুন পুরো প্রতিবেদনটি।

25/01/2025

আইআইটি বাবার ভবিষ্যত বাণী।

25/01/2025

আমেরিকার লুসিয়ানাতে প্রবল তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে এলাকা।

24/01/2025

ময়নার রায়চকে চন্ডিয়া নদী থেকে বস্তা বন্দী মু*ন্ডু*হি*ন বিবাহিত মহিলার মৃ*ত*দে*হ উদ্ধার কাণ্ডে গ্রেফতার ।

24/01/2025

শুভেন্দু গড় নন্দীগ্রামের টাকাপুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড SHG গ্রুপের নির্বাচন ছিল আজ। জয়ী তৃণমূল।তৃণমূল প্রার্থী শ্যামলী মান্না
বিজেপি প্রার্থী নমিতা শাসমল
79 টি গ্রুপের মোট ভোটার 79 জন
ভোট পড়েছে 77 টি।। তৃনমূল 47 বিজেপি 30

24/01/2025

Live জেলা পরিষদ কাপ।। কোলাঘাট তাপবিদুৎ কেন্দ্রের উপনগরির মাঠে (F টাইফ মোড় ) উদ্বোধক টুটুল মল্লিক।পরিচালনায় ফরিদ বহলা ও পূর্ব বহলা অগ্রদূত বয়েস ক্লাব।প্রথম পুরস্কার ১ লক্ষ্ণ টাকা দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা।

24/01/2025
24/01/2025

LiVE কেটিপিপি মাঠে মিনি ফুটবল প্রতিযোগিতা

24/01/2025

কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী হ*ত্যা*র মূল অভিযুক্ত গ্রেফতার।

24/01/2025

Live শান্তিপুর ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বিক্ষোভ ডেপুটেশন।। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে।

24/01/2025

Live হিরাপুর উচ্চ বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যাল

24/01/2025

কোলাঘাটের রাক্সাচকে জাতীয় সড়কের ধারে দোকানে আ*গু*ন ।

24/01/2025

কোলাঘাট থানার হলদিচক গ্রামে হলদিয়া মেছেদা হাইরোডে জাতীয় সড়কের ধারে মহিলার মৃ*ত*দে*হ উদ্ধার ঘিরে চা*ঞ্চ*ল্য। কোলাঘাট থানার পুলিশ মৃ*ত*দে*হ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি মহিলাটি ভবঘুরে ছিলো।

Address

Mecheda
721137

Alerts

Be the first to know and let us send you an email when JB LIVE News - Jahangir Badsa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JB LIVE News - Jahangir Badsa:

Videos

Share